PHP-and-MySQL/C2/Common-Errors-Part-3/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
0:00 এখন আমি শেষের দুই সাধারণ এরর্স-এ আছি যা আমি অন্তর্ভুক্ত করেছি।
0:05 এবং আমরা কঠিনটি দিয়ে শুরু করবো।
0:09 এটি পীএচপী হেডার(শিরোলেখ) এবং লোকেশনে যাওযার জন্য আমরা "হেডার" ফাংশন ব্যবহার করছি।
0:14 এবং এখানে আমি কিছু html কোড পেয়েছি।
0:18 এটি হেডার ট্যাগ, আমি "welcome!" লিখছি।
0:21 এবং আমাদের "goto" ভ্যারিয়েবল হল "google dot com".
0:26 যদি "goto" উপস্থিত রয়েছে, যা বর্তমানে আছে, আমরা পৃষ্ঠাকে u-r-l "google dot com" এ অনুপ্রেশিত করতে যাচ্ছি।
0:35 এখন এটি, একটি এরর দেবে।
0:37 এবং এরর হল - Oh! um... আচ্ছা এই কারণে "o b start".
0:50 এটি সরিয়ে দেই। এটি এখানে থাকা উচিত ছিল না। এই কোড এরর ঠিক করার জন্য।
0:56 দুঃখিত, তাই আমরা "পীএচপী হেডার" এ যাবো এবং আমরা "Welcome!" - our html code পেয়ে গেছি।
1:03 তারপর একটি সতর্কবাণী - "Cannot modify header information – headers already sent by..." এবং এই সব।
1:10 আচ্ছা তাই আমাদের হেডার্স ইতিমধ্যে পাঠানো হয়ে গেছে। এটি রেখা সংখ্যা।
1:16 1, 2, 3 তাই এটি যদি আপনাকে "phpheader dot php" colon 3 এর মত এরর দেয়, তাহলে এরর রেখা সংখ্যা 3 এ হয়েছে।
1:26 তাই এখানে এরর আছে - রেখা 3 এ, ঠিক আছে?
1:32 এবং এই এরর রেখা 9 দ্বারা হয়েছে, তাই যদি আপনি এখানে যান, যা আমাদের "হেডার" ফাংশন।
1:39 তাই এটি ঘটার কারণ এই যে আমরা ইতিমধ্যেই এইচটিএমএল কোড পাঠাচ্ছি।
1:47 যদি আমি একে মন্তব্য করে সরাচ্ছি, এবং রিফ্রেশ করতেই আমরা গুগল-এ অনুপ্রেশিত হয়ে যাবো।
1:54 কিন্তু কথা হল এই যে এখানে আমরা এই ওয়েলকাম হেডার চাই।
1:59 এবং আপনি হেডার ফাংশনের আগে এইচটিএমএল রাখতে পারেন না, এই ফাংশনের লোকেশন এবং অন্যান্য বৈশিষ্ট্যতে যাওয়ার জন্য।
2:10 আপনার এমনি করা উচিত নয়।
2:15 যেমনকি আপনি এক মিনিট আগে দেখেছিলেন "ob underscore start".
2:20 এটি কি করে, এটি আমাদের জন্য এই সমস্যা সমাধান করে।
2:25 তাই আমি এখানে "phpheader" এ আসতে পারি এবং এটি কাজ করছে, যদিও এখানে এখনও হেডারের আগে এইচটিএমএল কোড ইকো হয়েছে।
2:37 তাই এটি ছাড়া আমরা একটি এরর পাই এবং হেডারের সাথে এটি ঠিক কাজ করে, ঠিক আছে?
2:47 প্রাথমিক নিয়ম সত্ত্বেও এখানে হেডারের আগে এইচটিএমএল আউটপুট হতে পারে না।
2:53 এটি এতক্ষণে অনেকটা বুঝে যাওয়া উচিত।
2:55 এখন, শেষেরটি অত্যন্ত সহজ।
2:58 আমাকে এটি বোঝানোর ও দরকার নেই কিন্তু তবুও।
3:02 এটি "idontexist dot php" নামক একটি ফাইল অন্তর্ভুক্ত করে যা উপস্থিত নেই।
3:08 চলুন একবার দেখি। উম ..এটি কোথায়? "missing dot php".
3:13 ওহ না!. এটি নয়। "open dot php".
3:16 আচ্ছা! তাই "idontexist dot php" সহ স্ট্রিম খুলতে ব্যর্থ হলাম, এই নামের এমন কোনো ফাইল বা ডিরেক্টরি এখানে নেই।
3:25 ফাইলের নাম ও ডিরেক্টরি রেখা 3 এ আছে।
3:27 চলুন রেখা 3 এ আসি।
3:30 এবং এই ফাইলে উল্লেখযোগ্য কোডের এটি একমাত্র রেখা।
3:35 এখানে আমাদের কাছে আরেকটি সতর্কতা আছে - সমাবেশনের জন্য "idontexist dot php" খুলতে অসমর্থ এবং এইসব। তাই আমরা দুটি এরর পেয়েছি।
3:43 এটি খুব খারাপ লাগে যখন আপনার কাছে একটি পৃষ্ঠা আছে যেখানে "include a header file" আছে।
3:50 তখন এটি খুব ভালো দেখায় না। সম্ভবত আপনি আগে কোনো ওয়েবসাইটে গেছেন এবং আপনি এটি উপরে দেখেছেন।
3:57 আকর্ষণীয় করা জরুরী। তাই সামনে একটি "@ (at) চিহ্ন রাখতে পারেন এবং রিফ্রেশ করুন।
4:02 এটি আর এরর দেখাবে না।
4:06 কিন্তু এই তথ্য থেকে মাফ সম্ভব নয় যে ফাইল উপস্থিত নেই।
4:10 তাই ফাইলের বিষয়বস্তু যা উপস্থিত নেই তা সম্মিলিত করা হবে না।
4:14 কিন্তু হ্যাঁ, উচিতভাবে, এটি দেখি, এটি সত্যিই অনেক স্বব্যাখ্যাত। আমি এখনই ভাবলাম যে আমাকে এটি বোঝানো উচিত।
4:23 আমরা এরর্স এর ছোট সম্ভার পেয়েছি যার আপনি সম্মুখীন হতে পারেন যখন php তে প্রোগ্রামিং করেন।
4:30 যদি আপনি ওখানে আরো কিছু এরর পান, তাহলে আমাকে জানান এবং আমি সাহায্য করতে খুশি হব।
4:39 জানার জন্য আবেদন করুন। দেখার জন্য ধন্যবাদ। আমি কৌশিক দত্ত টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।

Contributors and Content Editors

Kaushik Datta