OpenFOAM/C3/Exporting-geometry-from-Salome-to-OpenFOAM/Bengali
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Exporting the geometry from Salome to OpenFOAM এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:09 | এখানে আমরা দেখব: Salome তে mesh geometry এর অংশ গ্রুপ করা। OpenFOAM এ geometry এক্সপোর্ট করা। সিমুলেশনের জন্য case directory বানানো এবং ParaView তে geometry দেখা। |
00:26 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি, লিনাক্স অপারেটিং সিস্টেম, উবুন্টু সংস্করণ 12.10, OpenFOAM সংস্করণ 2.1.1, ParaView সংস্করণ 3.12.0, Salome সংস্করণ 6.6.0. |
00:41 | টিউটোরিয়ালটি অনুশীলন করার আগে আপনার Creating and meshing a Curved-Pipe Geometry in Salome টিউটোরিয়াল দেখা উচিত। |
00:52 | পূর্ববর্তী টিউটোরিয়ালের মত Salome খুলুন। File এবং Open এ যান। ডেস্কটপে যান। Curved-geometry.hdf এ ক্লিক করুন। |
01:04 | Open এ টিপুন। Modules ড্রপ ডাউন বিকল্প থেকে mesh-module এ যান। |
01:12 | Object Browser থেকে Mesh treeখুলুন। |
01:17 | Mesh_1 এ ডান ক্লিক করুন। Show তে ক্লিক করুন। আমরা দেখি যে geometry তে mesh দৃশ্যমান। |
01:28 | আমি python কনসোল উইন্ডো বন্ধ করি। |
01:32 | এখন, mesh geometry অংশগুলিকে নাম দিতে হবে কারণ এটি OpenFOAM এ প্রয়োজন। |
01:39 | এই mesh এ গ্রুপ বানাতে, Mesh_1 এ ডান ক্লিক করুন এবং Create Group এ ক্লিক করুন। |
01:48 | Element Type এ Face চয়ন করুন। Group type এ Group on Geometry চয়ন করুন। |
01:57 | Geometrical Object এর সামনের বোতামে ক্লিক করুন এবং Direct Geometry Selection চয়ন করুন। |
02:07 | Object Browser এ Geometry tree খুলুন। pipe_1 tree খুলুন এবং geometry tree তে inlet গ্রুপ চয়ন করুন যা পূর্ববর্তী টিউটোরিয়ালে বানিয়েছিলাম। |
02:22 | আপনি color কে red চয়ন করতে পারেন। |
02:26 | গ্রুপের নাম inlet দিন। Apply and Close এ ক্লিক করুন। inlet গ্রুপ ট্রিতে দেখাচ্ছে। |
02:37 | একইভাবে, outlet গ্রুপ বানান। আমি outlet গ্রুপ বানিয়েছি। |
02:44 | এখন, সম্পূর্ণ বাইরের সার্ফেসের গ্রুপ বানাতে, mesh_1 এবং Create group এ ডান ক্লিক করুন। |
02:53 | Element Type এ Face চয়ন করুন এবং Group Type এ Group on filter চয়ন করুন। |
03:00 | Set filter এ ক্লিক করুন। Add বোতামে ক্লিক করুন। Criterion মেনুর নীচে ড্রপ ডাউন বিকল্পে, Free Faces চয়ন করুন। Apply and Close এ ক্লিক করুন। |
03:17 | আপনি color কে blue তে বদলাতে পারেন। |
03:23 | আবার Apply and Close এ ক্লিক করুন। Group_1 তৈরী হয়েছে। |
03:31 | এখন, উপরে mesh মেনুতে, Cut groups এ ক্লিক করুন। Main object এ Group_1 চয়ন করুন। Tool object এ inlet চয়ন করুন। |
03:45 | আপনার কীবোর্ডের শিফট কী টিপে থাকুন এবং Tool object এ outlet চয়ন করুন। |
03:54 | Result name এ walls লিখুন। |
03:58 | আপনি color কে purple চয়ন করতে পারেন। Apply and Close এ ক্লিক করুন। আমরা দেখি যে walls গ্রুপ তৈরী হয়েছে। |
04:10 | Group_1 এ ডান ক্লিক করে এই গ্রুপটি মুছে ফেলুন কারণ আমরা এটি OpenFOAM এ দেখতে চাই না। |
04:20 | Save document বিকল্পে ক্লিক করে কাজটি সংরক্ষণ করুন। |
04:24 | এখন, mesh_1 এ ডান ক্লিক করুন। Export এবং Unv File এ যান। |
04:33 | ফাইলটিকে bentpipe নাম দিন। আমি ফাইলটি ডেস্কটপে সংরক্ষণ করছি। Salome বন্ধ করুন। আমরা bentpipe.unv ফাইলটি ডেস্কটপে দেখি। |
04:50 | ডেস্কটপে bentpipe নামে ফোল্ডার বানান। |
04:55 | এখন bentpipe.unv ফাইলটি এই ফোল্ডারে রাখুন। |
05:01 | icoFoam solver দ্বারা, OpenFOAM এ এই geometry তে সিমুলেশন করতে, OpenFOAM এ icoFoam ফোল্ডারে যান। |
05:10 | এই ফোল্ডারের লোকেশনের জন্য, lid driven cavity এর টিউটোরিয়ালে যান। |
05:15 | Bentpipe ফোল্ডার ডেস্কটপে এ icoFoam ফোল্ডারে কপি এবং পেস্ট করুন। |
05:22 | এছাড়াও, cavity ফোল্ডার থেকে system ফোল্ডারকে এই bentpipe ফোল্ডারে কপি করুন। |
05:32 | এখন কমান্ড টার্মিনালের মাধ্যমে bentpipe ফোল্ডারের ভিতরে যান। আমি bentpipe ফোল্ডার রয়েছি। |
05:41 | ls লিখুন এবং এন্টার টিপুন। আমরা system ফোল্ডার এবং bentpipe.unv ফাইল দেখি। |
05:49 | এখন লিখুন: ideasUnvToFoam space bentpipe dot unv. উল্লেখ্য U, T এবং F বড়হাতে রয়েছে। এন্টার টিপুন। |
06:11 | এখন লিখুন ls, আমরা দেখি যে constant ফোল্ডার তৈরী হয়েছে। লিখুন cd space Constant. |
06:23 | লিখুন cd space polyMesh, লিখুন ls, এন্টার টিপুন। |
06:31 | আমরা দেখি যে geometry ফাইল তৈরী হয়েছে। polyMesh ফোল্ডারের বাইরে আসুন। |
06:38 | Constant ফোল্ডারের বাইরে আসুন। |
06:42 | এখন, geometry scale কে সেন্টিমিটারে বদলাতে লিখুন: transformPoints space হাইফেন scale space একক উদ্ধৃতিতে একক বন্ধনীতে 0.01 space 0.01 space 0.01 এবং এন্টার টিপুন। Geometry সেন্টিমিটারে বদলে গেছে। |
07:17 | টার্মিনাল মিনিমাইজ করুন। bentpipe ফোল্ডারে যান। |
07:23 | constant ফোল্ডারে যান। আমরা দেখি যে transportProperties ফাইল এখানে নেই। |
07:30 | cavity ফোল্ডার থেকে transportProperties ফাইলটি কপি করুন এবং এটি constant ফোল্ডারে সংরক্ষণ করুন। |
07:37 | আমি transport Properties ফাইলটি কপি করেছি। এখন, constant ফোল্ডারের বেরিয়ে আসুন। |
07:44 | আমাদের P এবং U ফাইল সহ 0 ফোল্ডারের প্রয়োজন। cavity ফোল্ডার থেকে 0 ফোল্ডারটি কপি করুন। |
07:55 | আমি 0 ফোল্ডারটি কপি করেছি। 0 ফোল্ডারে যান। |
08:02 | p ফাইলটি খুলুন। নিশ্চিত করুন আপনি inlet, outlet এবং walls এর জন্য boundary patches দিয়েছেন, যেমনকি Salome তে বানিয়েছিলাম। |
08:15 | movingWall মুছে ফেলুন এবং inlet লিখুন। fixedWalls মুছে ফেলুন এবং outlet লিখুন। |
08:25 | frontAndBack মুছে ফেলুন এবং walls লিখুন। ফাইলটি সংরক্ষণ করুন এবং ফাইল বন্ধ করুন। |
08:34 | একইভাবে, U ফাইলে পরিবর্তন করুন। উপযুক্ত boundary conditions এর জন্য, আপনি Hagen-Poiseuille flow টিউটোরিয়াল দেখতে পারেন। |
08:46 | আমি পরিবর্তনগুলি করেছি এবং যথাযথ boundary conditions দিয়েছি। |
08:51 | Hagen-Poiseuille flow টিউটোরিয়াল দেখে transportProperties এবং ControlDict ফাইলেও পরিবর্তন করতে পারেন। |
09:00 | Home ফোল্ডার বন্ধ করুন। |
09:03 | এখন টার্মিনালে যান। paraFoam লিখুন। এটি ParaView খুলবে। Object Inspector মেনুতে Apply তে ক্লিক করুন। |
09:16 | ড্রপ ডাউন মেনুতে Surface with Edges এ ক্লিক করুন। জুম করে কাছে থেকে দেখি। |
09:28 | আমরা hexahedral mesh দেখি। এখানে গ্রুপ তৈরী হয়েছে, যেমনকি Salome- Inlet outlet এবং walls এ নাম দিয়েছি। |
09:38 | Surface এর ভিতরে Volume স্বয়ংক্রিয়ভাবে internal mesh হিসাবে শ্রেণীবদ্ধ হয়েছে।
এখানে আমরা শিখেছি: Salome তে mesh geometry এর অংশ গ্রুপ করা, OpenFOAM এ geometry এক্সপোর্ট করা, সিমুলেশনের জন্য case directory বানানো এবং ParaView তে geometry দেখা। |
10:00 | অনুশীলনী হিসাবে, বর্ণিত উপায়ে ফাইলে যথাযত পরিবর্তন করে সিমুলেশন রান করুন।
আপনার নিজে বানানো geometries এক্সপোর্ট করুন এবং সেই geometries এর সিমুলেশন রান করুন। |
10:14 | ভিডিওটি নিম্ন URL এ উপলব্ধ: http: //spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial.
এটি প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
10:24 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে. অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
অধিক জানতে contact@spoken-tutorial.org তে লিখুন। |
10:40 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://spoken-tutorial.org/NMEICT-Intro. |
10:58 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্যে ধন্যবাদ। |