OpenFOAM/C3/Downloading-and-installing-Salome/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Downloading এবং Installing Salome এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:08 এখানে আমরা Salome ডাউনলোড এবং সংস্থাপন করা দেখবো।
00:15 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি: লিনাক্স অপারেটিং সিস্টেম উবুন্টু সংস্করণ 12.10 এবং Salom সংস্করণ 6.6.0.
00:26 এখন Salome সম্পর্কে বলি। এটি একটি ওপেন সোর্স সফটওয়্যার।

এটির ব্যবহার নিউমেরিকাল সিমুলেশনের জন্য প্রী এবং পোস্ট প্রসেসিং এর জন্য করা যেতে পারে। এটি OpenFOAM এ কঠিন CAD জ্যামিতি বানাতে blockMesh utility এর তুলনায় লাভজনক।

00:47 Salome সংস্থাপন করতে ফায়ারফক্স ব্রাউজার খুলুন।
00:52 লিঙ্ক বারে লিখুন: http://www.salome-platform.org এবং এন্টার টিপুন। এখন আপনি Salome ওয়েবসাইটে রয়েছেন।
01:07 বাম দিকে, আপনি Navigation বার দেখবেন।
01:12 Navigation বারের নীচে।, New user বিকল্প দেখবেন। এতে ক্লিক করুন।
01:22 এটি আপনাকে উইন্ডোর দিকে নির্দেশিত করবে, যেখানে আপনাকে আপনার ব্যক্তিগত বিবরণ দিতে হবে।
01:32 ব্যক্তিগত বিবরণ লেখার পর, নীচে Register ট্যাবে ক্লিক করুন।
01:40 আপনি স্ক্রীনে ম্যাসেজ দেখবেন: you have been registered. এটিও বলা হয়েছে যে, registration প্রক্রিয়া সম্পন্ন করতে আপনাকে আপনার email এ লগ ইন করতে হবে।
01:58 আপনার email account এ, Salome থেকে আসা ইমেলটি খুলুন।
02:06 এখানে প্রদত্ত লিঙ্কে ক্লিক করুন।
02:12 লিঙ্কটি আপনাকে উইন্ডোতে নির্দেশিত করবে যেখানে আপনার পাসওয়ার্ড সেট করতে হবে।
02:19 পাসওয়ার্ডটি লেখা এবং নিশ্চিত করার পর, Set my password বোতামে ক্লিক করুন।
02:26 উইন্ডোতে ম্যাসেজ দেখাবে যে Your password has been set successfully. এখন আপনি নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারেন।
02:37 NAVIGATION বারের নীচে, লগ ইন করতে আপনার Login Name এবং Password লিখতে পারেন।
02:46 এখন, Navigation বারে, Downloads এ ক্লিক করুন।
02:54 আপনি সরাসরি সেই পৃষ্ঠাতে আসবেন, যেখানে বিভিন্ন লিনাক্স প্ল্যাটফর্মের জন্য ডাউনলোড করতে বিভিন্ন Binaries দেখবেন।
03:05 আমি 64-bit architecture ব্যবহার করায় Debian 6.0 Squeeze 64 bit binary ডাউনলোড করব।
03:15 এতে ক্লিক করুন। Save File বিকল্পে ক্লিক করুন। OK তে ক্লিক করুন। ডাউনলোড করতে কিছু সময় লাগবে।
03:27 এখন নীচে স্ক্রোল করুন। আপনি Universal Binaries for Linux দেখবেন।
03:32 আপনাকে উপযুক্ত সংস্করণ ডাউনলোড করতে হবে। আমি 64 bit Linux সংস্করণ ডাউনলোড করব।
03:40 তারপর Save file এ ক্লিক করুন। Ok তে ক্লিক করুন। এটি কিছু সময় নেবে। আমি ইতিমধ্যে ফাইলগুলি ডাউনলোড করেছি।
03:51 এখন, Home ফোল্ডার খুলুন। বিকল্পের বামদিকে Downloads ফোল্ডারে যান।
03:57 ডাউনলোড করা ফাইল এখানে উপলব্ধ। একটি হল tar ফাইল এবং অপরটি self-extracting ফাইল।
04:05 এই দুটি ফাইল কপি করুন।
04:09 Home ফোল্ডারে ফিরে গিয়ে এখানে এই দুটি ফাইল পেস্ট করুন।
04:14 এখন install Wizard tar ফাইলে ডবল ক্লিক করুন।
04:20 নতুন উইন্ডো খুলবে। উপরে Extract মেনুতে ক্লিক করুন।
04:25 এখন Extract ট্যাবে ক্লিক করুন। এক্সট্রাকশন সম্পন্ন হওয়ার পর, Quit এ ক্লিক করুন।
04:34 Install Wizard, Home ফোল্ডারে এক্সট্র্যাক্ট হয়।
04:38 এখন Home ফোল্ডার মিনিমাইজ করুন।
04:41 কমান্ড টার্মিনাল খুলুন।
04:44 লিখুন ls এবং এন্টার টিপুন। আমরা Home ফোল্ডারে রয়েছি।
04:51 cd স্পেস বড়হাতের I লিখে Install Wizard ফোল্ডারে যান এবং স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ ফাইলের নাম পেতে Tab কী টিপুন। এন্টার টিপুন।
05:05 লিখুন ls এবং এন্টার টিপুন।
05:08 সংস্থাপন শুরু করতে, লিখুন: ডট স্ল্যাশ runInstall স্পেস হাইফেন b এবং Enter টিপুন।
05:24 Debian install এর জন্য 1 লিখুন। সংস্থাপন প্রক্রিয়া শুরু হবে।
05:31 সংস্থাপনের পর, টার্মিনাল বন্ধ করুন। নতুন টার্মিনাল খুলুন।
05:38 এখন আমরা Universal binaries সংস্থাপন করব। আমরা ইতিমধ্যে Home ফোল্ডারে রয়েছি।
05:44 এখন লিখুন: ডট স্ল্যাশ বড়হাতের S এবং স্বয়ংক্রিয়ভাবে সম্পূর্ণ ফাইলের নাম পেতে ট্যাব কী টিপুন। এন্টার টিপুন।
05:55 আবার এন্টার টিপুন।
05:58 এটি বলছে যে আমরা কি ফ্রেঞ্চ ভাষায় Salome ডাউনলোড করতে চাই। না হলে N লিখুন এবং Enter টিপুন।
06:06 সংস্থাপন প্রক্রিয়া শুরু হবে. এটি কিছু সময় নেবে।
06:12 সংস্থাপনের পর, টার্মিনাল বন্ধ করুন।
06:16 আপনি ডেস্কটপে Salome আইকন দেখবেন। Salome সফটওয়্যার খুলতে এতে ডাবল ক্লিক করুন।
06:25 Salome সফ্টওয়্যার সংস্থাপিত হয়েছে এবং ব্যবহার করতে প্রস্তুত। এখন সফ্টওয়্যার অন্বেষণ করতে পারেন।
06:33 সফ্টওয়্যারটি বন্ধ করুন।
06:36 এখানে আমরা Salome ডাউনলোড এবং সংস্থাপন করা শিখেছি।
06:40 ভিডিওটি নিম্ন URL এ উপলব্ধ: http: //spoken-tutorial.org/What_is_a_Spoken_Tutorial.

এটি প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়। ভালো ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।

06:49 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে।

অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। অধিক জানতে contact@spoken-tutorial.org তে লিখুন।

07:02 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।

এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য, http://spoken-tutorial.org/NMEICT-Intro.

07:18 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্যে ধন্যবাদ।

Contributors and Content Editors

Satarupadutta