Moodle-Learning-Management-System/C2/Users-in-Moodle/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Moodle এ Users এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এখানে আমরা শিখব:

user যোগ করা।

user প্রফাইল সম্পাদনা করা।

বাল্কে ইউসার আপলোড করা।

00:17 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:

উবুন্টু লিনাক্স OS 16.04

XAMPP 5.6.30 দ্বারা প্রাপ্ত Apache, MariaDB এবং PHP

Moodle 3.3 এবং

ফায়ারফক্স ওয়েব ব্রাউজার।

আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।

00:43 যদিও, ইন্টারনেট এক্সপ্লোরার এড়ানো উচিত, কারণ এটি কিছু ডিসপ্লে অসঙ্গতি ঘটায়।
00:51 এই টিউটোরিয়ালের শিক্ষার্থীদের তাদের Moodle ওয়েবসাইটে নির্মিত কিছু কোর্স থাকতে হবে।

না হলে এই ওয়েবসাইটে পূর্ববর্তী Moodle টিউটোরিয়াল দেখুন।

01:05 ব্রাউজারে যান এবং আপনার অ্যাডমিন ইউসারনেম এবং পাসওয়ার্ড দ্বারা Moodle ওয়েবসাইটে লগইন করুন।
01:14 এখন Moodle এ নতুন ইউসার বানানো শিখব।
01:19 Navigation ব্লকে Site Administration এবং তারপর Users ট্যাবে ক্লিক করুন।
01:28 Add a new user বিকল্পে ক্লিক করুন।
01:32 আমি ইউসারনেম হিসাবে adminuser2 লিখব।
01:37 New Password ফীল্ডে নীচে স্ক্রোল করুন।

Click to enter text লিঙ্কে ক্লিক করুন।

01:45 মনে রাখবেন- পাসওয়ার্ডের এখানে দেখানো নিয়ম অনুসরণ করতে হবে।
01:51 আমি পাসওয়ার্ড হিসাবে Spokentutorial1@ লিখব।
01:57 Force password change চেকবাক্সে ক্লিক করুন।
02:02 প্রথমবার লগইন করার সময় এটি নতুন ইউসারকে পাসওয়ার্ড বদলাতে বলে।
02:10 এখানে প্রদর্শিত আপনার পছন্দ অনুযায়ী বাকি বর্ণন লিখুন।
02:16 Email display তে লক্ষ্য করুন যে আমি Allow everyone to see my email address চয়ন করেছি।

কারণ আমি এই ইউসারকে পরে অ্যাডমিন ইউসার বানাবো।

02:30 কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থীদের মত অন্যান্য ইউসার এড়ানো সবচেয়ে ভাল।
02:37 এখন আমরা City/Town ফীল্ড খালি ছেড়ে দেবো। আমরা এই ইউসার এডিট করলে, পরে এটি আপডেট করব।
02:47 তারপর এখানে দেখানো দেশ এবং টাইমজোন চয়ন করুন।
02:52 বাকি সকল ফীল্ড ডিফল্ট সেট করুন।
02:56 তারপর নীচে স্ক্রোল করুন এবং Create User বোতামে ক্লিক করুন।
03:01 এখন 2 জন ইউসার রয়েছে। এখন আমাদের বানানো System Admin2 ইউসারে ক্লিক করুন।
03:10 আমরা ডানদিকে Edit Profile লিঙ্কে ক্লিক করে user’s profile সম্পাদনা করতে পারি। City/Town টেক্সট বাক্সে Mumbai লিখি।
03:22 তারপর নীচে স্ক্রোল করুন এবং Update profile বোতামে ক্লিক করুন। একইভাবে, আমরা কোনো ইউসারের যে কোনো বর্ণন সম্পাদনা করতে পারি।
03:33 এই নতুন ইউসারের ডানদিকে 3 টি আইকন দেখুন। এগুলি কি করে তা দেখতে এতে যান।
03:43 delete আইকন ইউসার মুছে ফেলবে।

নোট করুন:

ইউসার মুছে ফেলা ইউসার ডেটা যেমন কোর্স রেজিস্ট্রেশন, গ্রেড ইত্যাদি মুছে ফেলবে।

তাই এই বিকল্প অধিক সতর্কতা সহ ব্যবহার করা উচিত।

04:03 eye আইকন ইউসারকে স্থগিত করবে। ইউসার স্থগিত করা মানে তার অ্যাকাউন্টটি নিষ্ক্রিয় করা।
04:13 তাই ইউসার আর লগইন করতে পারবে না, কিন্তু তার রেজিস্ট্রেশন, গ্রেড, ইত্যাদি সব অক্ষত রাখা হবে।
04:24 ইউসার মুছে ফেলার বদলে এটি করা ভালো।
04:29 এটি ভবিষ্যতের জন্য রেকর্ড সংরক্ষণ করে এবং আপনি যখন চান এই ইউসার সক্রিয় করতে পারেন।
04:37 এরপর হল gear আইকন। এটি আমাদের Edit profile পৃষ্ঠায় নিয়ে যাবে।
04:43 মনে রাখবেন delete এবং suspend আইকন Admin User এর পাশে দেখানো হয় না।
04:51 এর কারণ main system administrator কখনই মুছে ফেলা বা নিষ্ক্রিয় করা যাবে না।
04:59 এখন, একেবারে একাধিক ইউসার যোগ করা শিখি।
05:05 এর জন্য, আমাদের ফাইল একটি নির্দিষ্ট বিন্যাসে নির্দিষ্ট ডেটা সহ আপলোড করতে হবে। গ্রহণযোগ্য ফাইল টাইপ হল CSV.
05:16 আমি user-details-upoad.csv ফাইলটি খুলবো যা আমি ইতিমধ্যে প্রদর্শনের জন্য বানিয়েছি।
05:25 আমি LibreOffice Calc ব্যবহার করছি - যা LibreOffice Suite এর স্প্রেডশীট কম্পোনেন্ট।
05:32 এই ফাইলের নিম্ন কলাম রয়েছে:

username

password

firstname

lastname

email

এই 5 টি ফীল্ড হল বাধ্যতামূলক ফীল্ড।

05:47 এখানে আরো কিছু ফীল্ড রয়েছে, যা হল ঐচ্ছিক:

institution

department

phone1

address

course1

role1

05:58 মনে রাখবেন field titles স্প্রেডশীটে লেখার মত একই হবে যেমন ছোট হাতের অক্ষরে।

অন্যথায় আপলোড একটি এরর দেখাবে।

06:11 ইউসার নিবন্ধন করতে আমাদের শুধুমাত্র একটি কোর্স থাকলে আমরা fields title এ 1 অনুধাবন করব।
06:19 ইউসার নিবন্ধন করতে আপনি অধিক কোর্স তালিকাভুক্ত করতে চাইলে course2, role2 ইত্যাদি সহ আরো কলাম যোগ করুন।
06:29 মনে রাখবেন:

আপনাকে course1 ফীল্ডে Course short name এবং role1 ফীল্ডে Role short name ইনপুট করতে হবে।

06:39 শিক্ষার্থীর জন্য Role short name হল student এবং শিক্ষকের জন্য editingteacher.
06:47 এই CSV ফাইলে 3 জন ইউসার থাকবে:

System Admin2 ইউসার ইতিমধ্যে বানানো হয়েছে।

শুধুমাত্র 5 টি বাধ্যতামূলক ফীল্ড সহ একটি ইউসার দেখায় যে অন্যান্য ফীল্ড হল ঐচ্ছিক এবং সকল বর্ণন সহ এক ইউসার।

07:08 এই CSV ফাইলটি টিউটোরিয়ালের Code files বিভাগে উপলব্ধ। আপনি এটি ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।
07:17 এই টিউটোরিয়ালের Additional Reading Material এ CSV ফাইল তৈরী সম্পর্কে আরো তথ্য রয়েছে।
07:25 এখন ব্রাউজার উইন্ডোতে ফিরে যাই।
07:29 Navigation ব্লকের Site Administration এ ক্লিক করুন।
07:34 তারপর Users ট্যাবে ক্লিক করুন। Accounts বিভাগে, Upload Users এ ক্লিক করুন।
07:43 Choose a file বোতামে ক্লিক করুন। File picker শিরোনাম সহ একটি নতুন পপ-আপ উইন্ডো খোলে।
07:51 বাম মেনু থেকে Upload a file লিঙ্কে ক্লিক করুন, যদি পপ-আপ উইন্ডোটি ইতিমধ্যে সেই লিঙ্কে না থাকে।
07:59 Browse / Choose a file বোতামে ক্লিক করুন, যা আপনার ইন্টারফেসে দেখায়। সংরক্ষিত ফোল্ডারে ব্রাউজ করে CSV ফাইল চয়ন করুন।
08:11 আমরা অন্যান্য সকল ফীল্ড ডিফল্ট হিসাবে রাখবো।
08:15 পৃষ্ঠার নীচে, Upload this file বোতামে ক্লিক করুন।
08:21 ফাইলের নাম সহ একই স্ক্রীন রিফ্রেশ হয় যা এখন টেক্সট এরিয়াতে লেখা হয়েছে।
08:27 নীচের বোতামটি এখন Upload users এ বদলে গেছে। Upload users বোতামে ক্লিক করুন।
08:35 পরবর্তী পৃষ্ঠা ইউসারের প্রিভিউ দেখায় যা আমরা আপলোড করছি। সেই ভ্যালু সঠিক কিনা যাচাই করুন। এখন Settings বিভাগ যাচাই করুন।
08:48 Upload type ড্রপডাউনে 4 টি বিকল্প রয়েছে।
08:53 এই 3 টি বিকল্প বিদ্যমান ইউসারের রেকর্ড আপডেট করতে ব্যবহৃত হয়। আমরা Add new only, skip existing users চয়ন করব।
09:05 এর মানে ইউসারনেম ইতিমধ্যে বিদ্যমান থাকলে এটি যোগ করা হবে না।
09:11 New user password ড্রপডাউনে, Field required in file চয়ন করুন।
09:17 Force password change এ, All চয়ন করুন। এটি ইউসারকে প্রথমবার লগইন করার সময় তাদের পাসওয়ার্ড বদলাতে প্রম্পট করবে।
09:27 আমরা এই বিভাগে অন্যান্য ফীল্ড ডিফল্ট রাখবো।
09:32 এখন Default values বিভাগ দেখি।
09:36 Email display তে, Allow only other course members to see my email address চয়ন করুন।
09:44 আপনি ডিফল্ট ভ্যালু ইনপুট করতে পারেন যদি তা সকল ইউসারের জন্য একই হয়। এই ফীল্ড আপলোড করা ইউসারের জন্য ব্যবহৃত হবে।
09:55 আমি City/Town এ Mumbai লিখব।
09:59 এরপর, Show more… এ ক্লিক করুন। সেখানে আরো ফীল্ড রয়েছে যাতে আমরা ডেটা লিখতে পারি।
10:07 কিন্তু লক্ষ্য করুন তাদের কোনোটি বাধ্যতামূলক নয়। তাই আমি এখন এটি ফাঁকা রাখবো।
10:15 পৃষ্ঠার নীচে, Upload users বোতামে ক্লিক করুন।
10:20 এখানে প্রদর্শিত Upload users results টেবিলের স্ট্যাটাস কলামটি দেখুন।
10:27 প্রথম ইউসারের জন্য, স্টেটাস ম্যাসেজ হল:

User not added - already registered.

10:35 এই ইউসার ইতিমধ্যে সিস্টেমে বিদ্যমান, তাই এটি বাদ দেওয়া হয়েছে।
10:40 বাকি ইউসার New users হিসাবে যোগ করা হয়েছে।
10:45 এখানে প্রদর্শিত স্টেটাস দেখুন।
10:49 সেগুলি দুর্বল পাসওয়ার্ড যা পাসওয়ার্ড নিয়ম অনুসরণ করে না।
10:54 এটি সিস্টেমে আপলোড করা হবে, তবুও শক্তিশালী পাসওয়ার্ড থাকা সর্বদা বাঞ্ছনীয়।
11:01 Continue বোতামে ক্লিক করুন। এখন আমাদের বানানো সকল ইউসার দেখি।
11:08 Site Administration এ ক্লিক করুন। তারপর Users ট্যাবে ক্লিক করুন। Accounts বিভাগে, Browse list of users এ ক্লিক করুন।
11:20 এখন আমাদের 4 জন ইউসার রয়েছে।
11:23 এর সাথে আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি।

সংক্ষিপ্তকরণ করি।

11:29 এখানে আমরা শিখেছি:

user যোগ করা।

user প্রফাইল সম্পাদনা করা।

বাল্কে ইউসার আপলোড করা।

11:39 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন।
11:47 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়। আরো জানতে আমাদের লিখুন।
11:55 এই ফোরামে আপনার প্রশ্ন পোস্ট করুন।
12:00 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
12:11 এই স্ক্রিপ্টটি প্রিয়াঙ্কা দ্বারা নির্মিত। আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি।
12:15 অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta