Moodle-Learning-Management-System/C2/Getting-Ready-for-Moodle-Installation/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Getting ready for Moodle installation এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এখানে আমরা Moodle সংস্থাপন করার প্রয়োজনীয় শর্ত সম্পর্কে শিখব।
00:14 আমরা এও শিখব:

লোকালহোস্ট এ প্যাকেজ যাচাই করা এবং ডেটাবেস সেটআপ।

00:22 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করব:

উবুন্টু লিনাক্স OS 16.04

00:30 XAMPP 5.6.30 দ্বারা প্রাপ্ত Apache, MariaDB এবং PHP এছাড়া ফায়ারফক্স ওয়েব ব্রাউজার।
00:42 আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।
00:46 সিস্টেমে Moodle 3.3 সংস্থাপন করতে আপনার একটি মেশিন থাকা উচিত যাতে:
00:52 Apache 2.x (বা উচ্চতর সংস্করণ)

MariaDB 5.5.30 (বা যে কোনো উচ্চ সংস্করণ) এবং

PHP 5.4.4 + (বা কোন উচ্চ সংস্করণ) সমর্থিত।

01:08 আপনার উপরের সংস্করণের থেকে পুরানো সংস্করণ থাকলে এগোনোর আগে এটি আনইনস্টল করুন।
01:16 MariaDB দ্রুততম ক্রমবর্ধমান ওপেন সোর্স ডেটাবেস।
01:21 এটি MySQL ডাটাবেসের জন্য একটি বিকল্প।
01:26 ওয়েব সার্ভার ডিস্ট্রিবিউশন আপনাকে একত্রে Apache, MariaDB এবং PHP দেয়।
01:34 আপনি এগুলি আলাদাভাবে সংস্থাপন করতে পারেন।

অথবা XAMPP, WAMPP বা LAMPP এর মত ওয়েব সার্ভার ডিস্ট্রিবিউশন ব্যবহার করে।

01:44 আমি ইতিমধ্যে আমার মেশিনে XAMPP সংস্থাপন করেছি।
01:49 প্রথমে, যাচাই করি যে XAMPP আমাদের মেশিনে চলছে কিনা।
01:54 ওয়েব ব্রাউজারে, লিখুন http colon double slash 127 dot 0 dot 0 dot 1 এবং এন্টার টিপুন।
02:08 এটি Unable to connect বার্তা দেখায়।
02:12 এর মানে হল XAMPP পরিষেবা চলছে না।
02:16 তাই আমাদের XAMPP পরিষেবা চালু করতে হবে।
02:20 Ctrl + Alt + T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন।
02:26 sudo space slash opt slash lampp slash lampp space start লিখে XAMPP শুরু করুন।
02:38 প্রম্পটের সময় এডমিনস্ট্রিটেটিভ পাসওয়ার্ড লিখুন এবং এন্টার টিপুন।
02:44 যদি আপনি একটি ম্যাসেজ পান যা বলে

Starting XAMPP for Linux ….

XAMPP: Starting Apache...ok.

XAMPP: Starting MySQL...ok.

XAMPP: Starting ProFTPD...ok.

02:59 এর মানে XAMPP আপনার সিস্টেমে সংস্থাপিত হয়েছে এবং সার্ভিসটি চালু করেছেন।
03:05 মনে রাখবেন XAMPP 5.6.30, MySQL এর বদলে MariaDB ব্যবহার করে।
03:13 উভয়ের জন্য কমান্ড এবং টুলস একই।
03:17 ব্রাউজারে ফিরে যাই এবং পেজ রিফ্রেশ করি।
03:21 আমরা এখন XAMPP পর্দা দেখতে পারি।
03:25 আপনি একটি ম্যাসেজ পেতে পারেন, টার্মিনালে Command not found.
03:30 এর মানে হল আপনার মেশিনে XAMPP সংস্থাপিত নেই।
03:34 তা হলে, এই ওয়েবসাইটে PHP and MySQL শৃঙ্খলার XAMPP ইনস্টলেশন টিউটোরিয়াল দেখুন।
03:42 উপরের টিউটোরিয়ালে উল্লিখিত নির্দেশাবলী অনুসরণ করুন এবং XAMPP এর সর্বশেষ সংস্করণ সংস্থাপন করুন।
03:49 টার্মিনালে ফিরে আসি।
03:52 এখন XAMPP সেবা শুরু করতে উপরে দেখানো ধাপগুলি অনুসরণ করুন।
03:57 এখন আমাদের সিস্টেমে PHP সংস্করণ যাচাই করি।
04:02 টার্মিনাল লিখুন sudo space slash opt slash lampp slash bin slash php space hyphen v এবং এন্টার টিপুন।
04:17 প্রম্পট করলে এডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড লিখুন এবং এন্টার টিপুন।
04:23 আমার PHP সংস্করণ হল 5.6.30।
04:29 এই ম্যাসেজ নির্দেশ করে যে PHP সফলভাবে সংস্থাপিত হয়েছে।
04:34 আপনি 5.4.4 এর চেয়ে নিম্ন সংস্করণ পেলে XAMPP এর সর্বশেষ সংস্করণ সংস্থাপন করতে হবে।
04:42 এরপর, সিস্টেমে MariaDB এর সংস্করণ যাচাই করি।
04:48 টার্মিনালে লিখুন sudo space slash opt slash lampp slash bin slash mysql space hyphen v এবং এন্টার টিপুন।
05:03 প্রম্পট করলে এডমিনিস্ট্রেটিভ পাসওয়ার্ড লিখুন এবং এন্টার টিপুন।
05:08 আমার MariaDB এর সংস্করণ হল 10.1.21.
05:14 আপনি 5.5.30 এর চেয়ে নিম্ন সংস্করণ পেলে XAMPP এর সর্বশেষ সংস্করণ সংস্থাপন করতে হবে।
05:23 মনে রাখবেন PHP এবং ডাটাবেসের সংস্করণ যাচাই করতে XAMPP চলমান থাকতে হবে।
05:29 এছাড়াও মনে রাখবেন কমান্ড প্রম্পট এখন বদলে গেছে।
05:34 লিখুন ব্যাকস্ল্যাশ q এবং MariaDB থেকে প্রস্থান করতে এন্টার টিপুন।
05:40 আপনি এখানে দেখানো আরো এরর পেতে পারেন।
05:44 আপনি একটি ম্যাসেজ পেতে পারেন যা বলে An apache daemon is already running
05:50 এর মানে স্টার্টআপ স্ক্রিপ্ট XAMPP-Apache শুরু করেনি।
05:55 এটি নির্দেশ করে যে অন্য একটি Apache ইনস্ট্যান্স ইতিমধ্যে চলছে।
06:01 সঠিকভাবে XAMPP শুরু করতে, আপনাকে প্রথমে daemon বন্ধ করতে হবে।
06:06 Apache বন্ধ করার কমান্ড হল:

sudo /etc/init.d/apache2 space stop

06:19 আপনি একটি ম্যাসেজ পেতে পারেন যা বলে যে MySQL daemon failed to start.
06:25 এর মানে স্টার্টআপ স্ক্রিপ্ট MySQL চালু করেনি।
06:30 এটি নির্দেশ করে যে আরেকটি ডেটাবেস ইনস্ট্যান্স ইতিমধ্যে চলছে।
06:36 XAMPP সঠিকভাবে শুরু করতে প্রথমে এই daemon বন্ধ করতে হবে।
06:41 এই কমান্ড MySQL: sudo space /etc/init.d/mysql space stop বন্ধ করবে।
06:54 সকল এরর সমাধান করুন এবং XAMPP সফলভাবে চলছে তা দেখুন।
06:59 তারপর আপনার ওয়েব ব্রাউজারে যান এবং পৃষ্ঠা রিফ্রেশ করুন।
07:03 ভাষা চয়নের জন্য অনুরোধ করলে, English চয়ন করুন।
07:08 এখন আমাদের Moodle এর জন্য একটি ইউসার জুড়তে হবে এবং ডেটাবেস বানাতে হবে।
07:14 আমরা phpmyadmin এ এটি করব, যা MariaDB এর জন্য গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস।
07:21 এটি XAMPP ইনস্টলেশনের সাথে আসে।
07:25 এখন ব্রাউজারে ফিরে যাই।
07:28 XAMPP পৃষ্ঠায়, উপরের মেনুতে, phpMyadmin এ ক্লিক করুন।
07:34 উপরের মেনুতে User Accounts এ ক্লিক করে তারপর Add User Account এ ক্লিক করুন।
07:42 খোলা নতুন উইন্ডোতে, আপনার পছন্দের ইউসারনেম লিখুন।
07:48 আমি ইউসারনেম হিসাবে moodle hyphen st লিখব।
07:53 Host ড্রপ-ডাউন তালিকা থেকে, Local চয়ন করুন।
07:57 Password টেক্সট বাক্সে আপনার পছন্দের পাসওয়ার্ড লিখুন।
08:02 আমি পাসওয়ার্ড হিসাবে moodle hyphen st লিখব।
08:07 Re-type টেক্সট বাক্সে একই পাসওয়ার্ড লিখুন।
08:12 Authentication Plugin বিকল্প একই রাখুন।
08:17 এখন Generate Password প্রম্পটে ক্লিক করবেন না।
08:22 Database for user account এ, আমরা বিকল্প দেখি-
08:26 Create database with same name and grant all privileges.
08:31 আমরা বিকল্প যাচাই করব এবং এই পৃষ্ঠার নীচের ডানদিকে Go বোতামে ক্লিক করব।
08:38 আমরা উইন্ডোর উপরের অংশে You have added a new user ম্যাসেজ দেখি।
08:44 এর মানে moodle-st নামের নতুন ডেটাবেস এবং moodle-st নামের একটি ইউসার তৈরী হয়েছে।
08:54 ইউজারনেম, পাসওয়ার্ড এবং ডেটাবেসের নামের একটি নোট বানান।
08:59 এটি পরে Moodle সংস্থাপন সম্পন্ন করতে প্রয়োজন হবে।
09:04 মনে রাখবেন: ডেটাবেসের নাম এবং ইউসারনেম একই হতে হবে না।
09:10 ভিন্ন নামের জন্য প্রথমে ডেটাবেস বানান এবং তারপর সেই ডেটাবেসের জন্য ইউসার বানান।
09:18 এছাড়াও, নামকরণ রূপান্তর অনুযায়ী, ইউসারনেমের মাঝে কোনো স্থান থাকতে হবে না।
09:25 এখন আমাদের XAMPP চলছে এবং আমাদের ডাটাবেস প্রস্তুত।
09:29 আমরা Moodle সংস্থাপন করতে প্রস্তুত।
09:32 আমরা পরবর্তী টিউটোরিয়ালে Moodle এর সংস্থাপনের সাথে চালিয়ে যাবো।
09:37 এর সাথে আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি।
09:41 সংক্ষিপ্তকরণ করি।
09:43 এখানে আমরা শিখেছি:
09:45 Moodle সংস্থাপন করার প্রয়োজনীয় শর্ত সম্পর্কে।
09:49 পূর্বের শর্তাবলী যাচাই করা।

ডেটাবেস সেট আপ করা এবং ইউসার যোগ করা।

09:57 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়।
10:03 এটি ডাউনলোড করে দেখুন।
10:06 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়।
10:11 আরো জানতে আমাদের লিখুন।
10:15 আপনার টিউটোরিয়ালে কোনো প্রশ্ন রয়েছে?
10:18 http://forums.spoken-tutorial.org তে যান
10:27 যেখানে আপনার প্রশ্ন রয়েছে সেই মিনিট এবং সেকেন্ড চয়ন করুন।
10:30 সংক্ষেপে আপনার প্রশ্ন ব্যাখ্যা করুন। আমাদের দল থেকে কেউ তাদের উত্তর দেবে।
10:36 স্পোকেন টিউটোরিয়াল ফোরাম এই টিউটোরিয়ালের নির্দিষ্ট প্রশ্নের জন্য।
10:41 তাদের সাথে সম্পর্কহীন এবং সাধারণ প্রশ্ন পোস্ট করবেন না।
10:46 এটি প্রশ্নগুচ্ছ কমাতে সাহায্য করবে।
10:48 কম গুচ্ছ সহ, আমরা এই আলোচনা নির্দেশমূলক উপাদান হিসাবে ব্যবহার করতে পারি।
10:54 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।
11:01 এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
11:06 এই স্ক্রিপ্টটি প্রিয়াঙ্কা দ্বারা নির্মিত।
11:10 আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta