LibreOffice-Suite-Base/C2/Modify-a-Report/Bengali
From Script | Spoken-Tutorial
Visual Cues | Narration |
---|---|
00:02 | LibreOffice Base এর এই কথ্য টিউটোরিয়াল-এ আপনাদের স্বাগত । |
00:06 | এই টিউটোরিয়ালটিতে, আমরা শিখব কিভাবে |
00:09 | একটি প্রতিবেদনের বিন্যাস এবং সেটি কেমন দেখতে লাগবে, তা প্রয়োজনমত পরিবর্তন করা যায় । |
00:16 | এর জন্য, আমাদের পরিচিত লাইব্রেরী ডেটাবেস নিয়ে আলোচনা শুরু করা যাক । |
00:23 | পূর্ববর্তী টিউটোরিয়াল-এ, আমরা শিখেছিলাম কিভাবে একটি প্রতিবেদন তৈরি করা যায় । |
00:28 | এবং আমরা ‘Books Issued to Members: Report History’ এই নামের -এর একটি প্রতিবেদন তৈরী করেছিলাম । আমাদের এখন জানতে হবে কিভাবে এই প্রতিবেদনটি পরিবর্তন করা যায় । |
00:40 | লাইব্রেরী ডেটাবেস-এ |
00:42 | বাম প্যানেলের Reports আইকনের উপর ক্লিক করুন । |
00:47 | ডান প্যানেল-এ, আমরা প্রতিবেদন-গুলির তালিকায় ‘Books Issued to Members: Report History’ এই প্রতিবেদনটি দেখতে পাচ্ছি । |
00:57 | এটির ওপর ডান ক্লিক করুন এবং তারপর প্রতিবেদনটি পরিবর্তন বা সম্পাদনা করার জন্য খুলতে Edit -এর উপর ক্লিক করুন । |
01:08 | এখন আমরা একটি নতুন উইন্ডো - Report Builder উইন্ডো দেখতে পাচ্ছি । |
01:14 | এই পর্দাটি এখন তিনটি প্রধান বিভাগে বিভক্ত । |
01:19 | পৃষ্ঠা শিরোলেখ এবং পাদলেখ অধ্যায় উপরের এবং নীচের অংশ গঠন করে । |
01:26 | তারপর শিরোলেখ অধ্যায় |
01:29 | এবং বিস্তারিত অধ্যায় । |
01:34 | রেকর্ড শিরোলেখ এবং পাদলেখ অধ্যায় যুক্ত করতে - |
01:40 | প্রধান পর্দার সাদা এলাকায় ডান ক্লিক করুন এবং তারপর ‘Insert Report Header/Footer' ক্লিক করুন । |
01:51 | আপনি পর্দার বামদিকের কমলা এলাকাগুলোর ওপর ডবল ক্লিক করে, এই বিভাগগুলি সঙ্কুচিত বা প্রসারিত করতে পারেন । |
02:00 | পরবর্তী আলোচনার আগে এখানে, প্রতিবেদন সাজানোর উইন্ডোটির ছবি দেখে নিন । |
02:06 | আমরা আমাদের প্রতিবেদনের নকশা পরিবর্তন করে এটির মত করব । |
02:11 | এখানে কিছু টেক্সট লেবেল, ফন্ট, বিন্যাস যোগ করা হবে এবং বিভিন্ন বিভাগের মধ্যে ফাঁক প্রয়োজনমত পরিবর্তন করা হবে । |
02:20 | ঠিক আছে, এখন প্রতিবেদন শিরলেখ এবং পাদলেখ যোগ করা যাক । |
02:27 | এটি করতে, আপনি Label ক্ষেত্র আইকনের উপর ক্লিক করুন । |
02:31 | যেটি উপরের মেনু বার-এর নীচে প্রতিবেদন Controls টুলবারে আছে । |
02:40 | এটিকে প্রতিবেদন শিরোলেখ অংশে আঁকা যাক, এখন যেভাবে দেখানো হচ্ছে |
02:48 | এবং বৈশিষ্ট্য-গুলিকে ডান দিকে সরাতে লেবেল-এর উপর ডবল ক্লিক করুন । |
02:55 | এখানে, লেবেল এর পাশে লিখুন ‘Books Issued to Members: Report History’ এবং Enter টিপুন । |
03:07 | এখানে ফন্টের শৈলী পরিবর্তন করা যাক; আমরা এরিয়াল কালো, মোটা এবং আকার ১২ নির্বাচন করব । |
03:17 | এবং ওকে বাটন-এ ক্লিক করুন । |
03:21 | তারপর, পর্দায় যেমন দেখা যাচ্ছে তেমন আমাদের প্রতিবেদনের পাদলেখ-তে অন্য লেবেল যোগ করুন । |
03:31 | উদাহরণস্বরূপ, লিখুন, Report Prepared by Assistant Librarian’ |
03:42 | এবং ফন্টের শৈলী পরিবর্তন করে এরিয়াল, বোল্ড ইটালিক এবং আকার ৮ করুন । <pause> |
03:51 | এখন একই পদক্ষেপগুলি আবার পুনরাবৃত্তি করে পৃষ্ঠা পাদলেখ এলাকায় একটি লেবেল যোগ করুন । <pause> |
03:59 | এখানে, লেবেল হিসাবে লিখুন, ‘Nehru Library, New Delhi’ |
04:09 | এবং ফন্টের শৈলী পরিবর্তন করে এরিয়াল, বোল্ড ইটালিক এবং আকার ৮ করুন । |
04:20 | এবার ফাঁক প্রয়োজনমত পরিবর্তন করা যাক । |
04:24 | প্রথমে পৃষ্ঠা শিরোলেখ এবং প্রতিবেদন শিরোলেখ-এর মধ্যে ধূসর লাইন-এ ডবল ক্লিক করে পৃষ্ঠা শিরোনাম-এর জায়গা ছোট করুন । |
04:37 | এবার এটিকে একদম উপরে নিয়ে যেতে এটিতে ক্লিক করুন এবং টেনে এনে এখানে স্থাপন করুন । |
04:47 | এরপর প্রতিবেদন শিরলেখ-এর জায়গা কমাতে |
04:52 | প্রতিবেদন শিরোলেখ এবং শিরোলেখ-এর মধ্যে ধূসর লাইন-এ ডবল ক্লিক করুন । <pause> |
05:01 | এখন প্রতিবেদন পাদলেখ এবং পৃষ্ঠা পাদলেখ -এর মধ্যে ফাঁক কমাতে একই পদক্ষেপ পুনরাবৃত্তি করুন । <pause> |
05:13 | এরপর, শিরোলেখ লেবেলগুলিকে কেন্দ্রে আনা যাক । |
05:18 | প্রথমে সমস্ত লেবেল নির্বাচন করতে Book Title ক্লিক করুন । |
05:26 | তারপর Shift কি টিপে; বাকি লেবেলগুলি ক্লিক করুন, এখন যেমন দেখা যাচ্ছে । |
05:35 | এবার এগুলিকে কেন্দ্রে আনতে উর্ধমুখী তীর কি ব্যবহার করুন । |
05:41 | আমরা এখন, শিরোলেখ-এ একটি হালকা নীল পটভূমি যোগ করব । |
05:47 | এই কাজের জন্য, আপনি properties-এ যান এবং Background transparent পরিবর্তন করে no করুন । |
05:55 | তারপর পটভূমির রঙ-এর জন্য তালিকা থেকে ব্লু ৮ নির্বাচন করুন । |
06:03 | আমরা বিস্তারিত অধ্যায়-তেও এই একই কাজ করব । <pause> |
06:09 | এর জন্য আমরা প্রথমে বিস্তারিত এবং প্রতিবেদন পাদলেখ বিভাগের মধ্যে ফাঁক বৃদ্ধি করব । |
06:20 | এবং তারপর ক্ষেত্রগুলিকে কেন্দ্রে আনব । <pause> |
06:24 | আমরা বিস্তারিত অধ্যায়-এর জন্য হাল্কা ধূসর পটভূমি নির্বাচন করব, এখানে যেমন দেখানো আছে । <pause> |
06:32 | এরপর, Checked In ক্ষেত্রের তথ্য বিন্যাস পরিবর্তন করা যাক । |
06:39 | যেহেতু এটির মান বুলিয়ান ১ অথবা ০ হয়, তাই এটা হয় true অথবা false প্রদর্শন করে । |
06:47 | আমরা এটিকে পরিবর্তন করব যাতে এটি হ্যাঁ অথবা না দেখায় । |
06:53 | এই জন্য, বিস্তারিত বিভাগের ডানদিকে CheckedIn ক্ষেত্রের উপর ডবল ক্লিক করুন । |
07:01 | এখন ডানদিকে বৈশিষ্ট্য-গুলির মধ্যে, প্রথমে ডেটা ট্যাবে ক্লিক করুন । |
07:08 | এবার ডেটা ক্ষেত্রের পাশের CheckedIn বাটন-এর উপর ক্লিক করুন । |
07:15 | এরফলে ফাংশন উইজার্ড নামক একটি নতুন পপআপ উইন্ডো প্রর্দশিত হবে । |
07:20 | এখানে প্রথমে ডানদিকে নীচের অংশে সূত্র টেক্সট বাক্সের লেখা মুছে দিন । |
07:27 | তারপর Category ড্রপডাউন-এ ক্লিক করুন এবং তারপর 'if '-এর উপর ডবল ক্লিক করুন । |
07:35 | এখন ডানদিকে নতুন নিয়ন্ত্রণগুলি লক্ষ্য করুন । |
07:40 | এরপর প্রথম টেক্সট বাক্সের ঠিক ডান পাশে Select আইকনের উপর ক্লিক করুন । |
07:49 | এখানে CHECKIN -এ ডবল ক্লিক করুন । |
07:53 | এরপর দ্বিতীয় টেক্সট বাক্সে ডাবল কোট-এর মধ্যে yes লিখুন । |
08:01 | তারপর তৃতীয় টেক্সট বাক্সের মধ্যে No লিখুন । <pause> |
08:12 | আপনি এখন প্রোপার্টিস বিভাগে জেনারেল ট্যাবে যান । |
08:18 | নীচে Formatting -এর বাটন-এ ক্লিক করুন । |
08:24 | এখানে Category তালিকায় 'Text' ক্লিক করুন । |
08:28 | তারপর OK বাটন ক্লিক করুন । |
08:32 | এখন, আপনাকে প্রতিবেদনটি সংরক্ষণ করতে হবে । |
08:36 | ঠিক আছে, এখন এই পরিবর্তিত প্রতিবেদনটি তৈরী করা যাক । |
08:41 | এর জন্য, আপনি উপরের edit মেনুতে ক্লিক করুন এবং তারপর Execute Report ক্লিক করুন । |
08:50 | এখানে লাইব্রেরী সদস্যদের দেওয়া বইগুলির সম্পর্কে একটি চমৎকার প্রতিবেদন দেখা যাচ্ছে । |
08:57 | এখানে ফাঁক, শিরলেখ, পাদলেখ, ফন্ট লক্ষ্য করুন । |
09:01 | এবং দেখুন CheckedIn ক্ষেত্র যা হ্যাঁ অথবা না দেখাচ্ছে । |
09:06 | আমাদের প্রতিবেদনটি পরিবর্তন করা সম্পূর্ণ হয়ে গেছে । |
09:11 | এখানেই LibreOffice বেস-এ একটি প্রতিবেদন পরিবর্তন করা সংক্রান্ত এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল । |
09:17 | সংক্ষেপে, এখানে আমরা শিখেছি: |
09:20 | প্রতিবেদনের বিন্যাস এবং সেটি কেমন দেখতে লাগবে তা পরিবর্তন করা । |
09:26 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য । |
09:48 | আমি অন্তরা এই টিউটোরিয়াল-টি অনুবাদ এবং রেকর্ড করেছি । এই টিউটোরিয়াল-এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ । |