KiCad/C2/Electric-rule-checking-and-Netlist-generation/Bengali
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | নমস্কার, |
00:03 | KiCad এ Electric rule check এবং netlist generation এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:09 | এই টিউটোরিয়ালে আমরা শিখব: |
00:12 | কম্পোনেন্ট বা উপাদানের মান নিযুক্ত করা। |
00:14 | ইলেকট্রিক রুল চেক সঞ্চালন করা |
00:17 | এবং তৈরী করা স্কিমেটিকের জন্য নেটলিস্ট নির্মান করা। |
00:21 | এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু 12.04 এর সাথে |
00:25 | KiCad সংস্করণ 2011 হাইফেন 05 হাইফেন 25 ব্যবহার করছি। |
00:33 | এই টিউটোরিয়ালের জন্য পূর্বে ইলেকট্রনিক সার্কিট সম্পর্কে মৌলিক জ্ঞান অবশ্যক। |
00:38 | ব্যবহারকারীর এটি জানা দরকার যে KiCad এ স্কিমেটিক সার্কিট কিভাবে ডিসাইন করে। |
00:42 | প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য, অনুগ্রহ করে spoken হাইফেন tutorial.org তে যান। |
00:49 | KiCad শুরু করতে উবুন্টু ডেস্কটপ পর্দার উপরের বাম দিকের অংশে যান। |
00:56 | প্রথম আইকন যা হল Dash Home এটিতে টিপুন। |
01:01 | সার্চ ট্যাবে KiCad লিখুন এবং এন্টার টিপুন। |
01:10 | এটি KiCad মেন উইন্ডো খুলবে। |
01:13 | EEschema ট্যাবে টিপুন। |
01:17 | একটি ইনফো ডায়লগ বাক্স দেখায় যা বলে যে এটি স্কিমেটিক খুঁজতে পারে না। |
01:21 | OK তে টিপুন। |
01:23 | আমরা পূর্বে নির্মিত ফাইল project1.sch ব্যবহার করবে। |
01:29 | File মেনুতে যান এবং Open এ টিপুন। |
01:33 | পছন্দসই ডাইরেক্টরি থেকে project1.sch নির্বাচন করুন। |
01:44 | এখন আমরা উপাদানে মান নিযুক্ত করব। |
01:49 | এখন আমরা R2 উপাদানে মান নিযুক্ত করব। |
01:54 | রোধ অর্থাৎ সংশ্লিষ্ট R2 এর সম্বন্ধিত, R এর উপর কার্সার রাখুন। |
02:01 | রাইট ক্লিক করে Field value চয়ন করুন। |
02:05 | এটি Edit value field উইন্ডো খুলবে। |
02:11 | লিখুন 1M এবং OK তে টিপুন। |
02:17 | যেমনকি আপনি দেখতে পারেন রোধ R2 কে 1M (অর্থাৎ, 1 মেগা ohm) মান নির্ধারিত করা হয়েছে। |
02:24 | একইভাবে আমি ইতিমধ্যে অন্যান্য উপাদানের মান নির্ধারিত করেছি। |
02:29 | পরবর্তী পদক্ষেপ এই সার্কিটে ইলেকট্রিক রুল চেক সঞ্চালন করা হবে। |
02:36 | EEschema উইন্ডোর উপরের প্যানেলে যান। |
02:39 | Perform Electric Rule Check বোতামে টিপুন। |
02:44 | এটি EEschema ERC উইন্ডো খুলবে। |
02:48 | Test Erc বোতামে টিপুন। |
02:52 | আমরা দেখতে পারি যে এখানে দুটি এরর রয়েছে। |
02:56 | উভয় এরর বলে যে টার্মিনালের কাছে কোন পাওয়ার উত্স নেই। |
03:00 | Close বোতামে টিপুন। |
03:03 | স্কিমেটিকে, এরর নোড অ্যারো দ্বারা দেখানো হয়। |
03:12 | এখন এখানে একটি পাওয়ার ফ্ল্যাগ যোগ করি যেখানে kicad জানতে পারবে যে আমরা একটি পাওয়ার সাপ্লাই যোগ করছি। |
03:22 | এইজন্য, |
03:24 | ডান প্যানেলে, Place a power port বোতামে টিপুন। |
03:29 | এখন কম্পোনেন্ট সিলেকশন উইন্ডো খুলতে EEschema উইন্ডোতে টিপুন। |
03:34 | List All বোতামে টিপুন এবং আপনি পাওয়ার নোটেশনের তালিকা দেখতে পারেন। |
03:40 | PWR আন্ডারস্কোর FLAG চয়ন করুন এবং OK তে টিপুন। |
03:49 | আমরা Vcc টার্মিনালের কাছাকাছি পাওয়ার ফ্ল্যাগ রাখবো। |
03:55 | এটি রাখতে EEschema তে টিপুন। |
03:59 | আমাদের এরকম দুই ধরনের পাওয়ার ফ্ল্যাগ দরকার কারণ এখানে এই ধরনের দুটি এরর রয়েছে। |
04:05 | পাওয়ার ফ্ল্যাগের উপর কার্সার রাখুন এবং তারপর এটি কপি করতে c টিপুন। |
04:10 | এই পাওয়ার ফ্ল্যাগ গ্রাউন্ড টার্মিনালের কাছাকাছি রাখুন। |
04:15 | এখন আমরা পাওয়ার ফ্ল্যাগ তারের সাথে জুড়ব। ডান প্যানেলে যান এবং place a wire বোতামে টিপুন। |
04:24 | এখন পাওয়ার ফ্ল্যাগ Vcc টার্মিনালের সাথে জুড়ব। |
04:35 | একইভাবে পাওয়ার ফ্ল্যাগ গ্রাউন্ড টার্মিনালের সাথে জুড়ুন। |
04:44 | এখন নিশ্চিত করতে আমরা আবার স্কিমেটিক ERC check রান করব। |
04:49 | EEschema উইন্ডোর উপরের প্যানেলের Perform Electric Rules Check এ টিপুন। |
04:55 | এটি EEschema ERC উইন্ডো খুলবে। |
04:58 | Test Erc বোতামে টিপুন। |
05:01 | আমরা দেখতে পারি যে এখানে কোনো এরর নেই। |
05:04 | Close এ টিপুন। |
05:07 | এখন দেখি যে নেটলিস্টের নির্মান কিভাবে করে। |
05:10 | নেটলিস্ট উপাদানের তালিকা এবং নোডস যা তাদের একসাথে জোড়ে, সেই সম্পর্কে তথ্য দেয়। |
05:16 | যেমনি যেমনি আমরা টিউটোরিয়ালে এগোবো আমরা নেটলিস্টের ব্যবহার সম্পর্কে জানবো। |
05:20 | নেটলিস্ট নির্মান করতে, উপরের প্যানেলে যান। Netlist generation বোতামে টিপুন। |
05:27 | এটি Netlist উইণ্ডো খুলবে। |
05:31 | এই উইন্ডোতে ট্যাব রয়েছে যা আপনাকে বিভিন্ন ফরম্যাটে নেটলিস্ট তৈরী করার অনুমতি দেয়। |
05:38 | kicad এর জন্য আমরা Pcbnew ট্যাব ব্যবহার করব। |
05:42 | Default format বিকল্পটি চেক রাখুন এবং Netlist বোতামে টিপুন। |
05:48 | লক্ষ্য করুন যে এটি নেটলিস্ট ফাইলকে project1.net নামে সংরক্ষণ করে। |
05:54 | নোট করুন যে যখন একটি নেটলিস্ট তৈরী করা হয় তখন ফাইল .net এক্সটেনশন সহ সংরক্ষণ করা হয়। |
06:00 | Save বোতামে টিপুন। |
06:02 | এখন আমি উইন্ডোর মাপ পরিবর্তন করি। |
06:04 | Save বোতামে টিপুন। |
06:06 | নেটলিস্ট ফাইল প্রিন্টেড সার্কিট বোর্ড ডিসাইন করতে প্রয়োজনীয় সার্কিট উপাদান সম্পর্কে তথ্য দেয়। |
06:14 | আমরা এই নেটলিস্টের ব্যবহার অন্য টিউটোরিয়ালে দেখবো। |
06:20 | File মেনুতে যান এবং এই স্কিমেটিক সংরক্ষণ করতে Save Whole Schematic Project চয়ন করুন। |
06:27 | File মেনুতে যান এবং EEschema উইন্ডো বন্ধ করতে Quit চয়ন করুন। |
06:32 | KiCad মেন উইন্ডোতে, |
06:34 | File মেনুতে যান এবং Quit চয়ন করুন। এটি KiCad মেন উইন্ডো বন্ধ করবে। |
06:40 | এই টিউটোরিয়ালে আমরা শিখেছি: |
06:44 | উপাদানের মান নিযুক্ত করা। |
06:46 | সার্কিট স্কিমেটিকের ত্রুটি যাচাই করা এবং তা সঠিক করা। |
06:50 | সার্কিটের জন্য নেটলিস্ট তৈরী করা। |
06:53 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। |
06:56 | এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
06:58 | ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন। |
07:02 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল |
07:04 | কর্মশালার আয়োজন করে। |
07:07 | অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
07:10 | বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন। |
07:16 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ। |
07:19 | এটি ভারত সরকারের ICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত। |
07:25 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
07:28 | spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro |
07:34 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। |
07:39 | অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |