Inkscape/C3/Create-a-3-fold-brochure/Bengali
From Script | Spoken-Tutorial
| Time | Narration |
| 00:01 | Create a 3-fold brochure এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
| 00:05 | এই টিউটোরিয়ালে আমরা শিখব: |
| 00.08 | নির্দেশিকা ব্যবহার করে তাদের সেট করা। |
| 00:10 | 3-fold ব্রোসরের জন্য সেটিং করা। |
| 00:12 | 3-fold ব্রোসর ডিজাইন করা। |
| 00:15 | আমরা লেয়ার ব্যবহার করার উপযোগিতাও শিখব । |
| 00:18 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি ব্যবহার করছি: |
| 00:21 | উবুন্টু লিনাক্স 12.04 OS |
| 00:24 | Inkscape সংস্করণ 0.48.4 |
| 00:28 | এটি 3 fold ব্রোসারের একটি নমুনা। আমরা যেই এটি খুলি আমরা 3 টি ভাঁজ দেখতে পারি। |
| 00:34 | সুতরাং এখানে মোট 6 টি ভাগ রয়েছে। |
| 00:37 | বাইরের ভাগে রয়েছে 1, 5 এবং 6. |
| 00:42 | ব্রোসারের ভিতরের ভাগে রয়েছে 2, 3 এবং 4. |
| 00:46 | এখন এই রকম একটি ব্রোসার তৈরী করা শিখি। |
| 00:51 | Inkscape খুলুন। |
| 00:53 | File এ টিপুন এবং Document Properties এ যান। |
| 00:56 | প্রথমে কিছু মৌলিক সেটিং করুন। |
| 00:59 | এগুলি পরিবর্তন করুন ডিফল্ট ইউনিটকে mm এ। |
| 01.03 | পৃষ্ঠার আকার A4 এ। |
| 01.05 | বিন্যাসকে Landscape এ। |
| 01.07 | কাস্টম সাইজ ইউনিটকে mm এ। |
| 01.11 | আমাদের ক্যানভাস 3 টি ফোল্ডে ভাগ করতে হবে। |
| 01.14 | এরজন্য, লক্ষ্য করুন যে ক্যানভাসের প্রস্থ হল 297. |
| 01.18 | তাই আমাদের 297 কে তিনটি ভাগে ভাগ করতে হবে যা তিনটি বিভাগের প্রতিটির জন্য 99. |
| 01.27 | Document Properties ডায়ালগ বাক্স বন্ধ করুন। |
| 01.30 | ক্যানভাসে বাম দিকে থেকে একটি গাইডলাইনে টিপুন এবং ড্রেগ করুন। |
| 01.35 | গাইডলাইনে দুইবার টিপুন। |
| 01.37 | একটি ডায়লগ বাক্স খোলে। |
| 01.41 | X এর মান 99 এ করে OK তে টিপুন। |
| 01.45 | ক্যানভাসে বাম দিকে থেকে আরেকটি গাইডলাইনে টিপুন এবং ড্রেগ করুন। |
| 01.50 | ডায়লগ বাক্স খুলতে এটিতে দুইবার টিপুন। |
| 01.53 | এখানে X এর মান 198 এ বদলান। |
| 01.56 | এখন আমাদের ক্যানভাস 3 টি সমান বিভাগে বিভক্ত হয়েছে। |
| 02.01 | এই নির্দেশিকা আমাদের বলে যে কোথায় প্রতিটি ফোল্ড শুরু এবং শেষ হয়। |
| 02.06 | এই ফাইল দুইবার সংরক্ষণ করি: |
| 02.08 | একটি ব্রোসারের ভিতরের দিকে জন্য |
| 02.11 | এবং অপরটি বাইরের দিকের জন্য। |
| 02.13 | File এ যান এবং Save as এ টিপুন। |
| 02.16 | আমি Brochure-OUT.svg নামে আমাদের ডেস্কটপে ফাইলটি সংরক্ষণ করব। |
| 02.22 | আবার File এ যান এবং Save as এ টিপুন। |
| 02.26 | এইবার আমি নাম Brochure-IN.svg দেবো এবং Save এ টিপব। |
| 02.33 | সুতরাং এখন 2 টি ফাইল রয়েছে, একটি ভিতরের ভাগের জন্য এক এবং অপরটি বাইরের ভাগের জন্য। |
| 02.39 | Brochure-IN.svg দিয়ে শুরু করি। |
| 02.43 | আমাদের এই ব্রোসার তৈরী করার সময় বিভিন্ন উপাদানের জন্য বিভিন্ন স্তর ব্যবহার করা বাঞ্ছনীয়। |
| 02.50 | এই টিউটোরিয়ালের শেষের দিকে, আমরা এটি করার সুবিধা দেখব। |
| 02.54 | প্রথমে ব্রোসারের ভিতরের ভাগ ডিসাইন করি অর্থাৎ বিভাগ 2, 3 এবং 4. |
| 03.00 | Bezier টুলটি ব্যবহার করে ক্যানভাসের মাঝে একটি গ্রাফিক চিত্রণ আঁকুন। এটির রঙ নীল করুন। |
| 03.09 | স্ট্রোক সরান। |
| 03.14 | একটি নতুন লেয়ার বানিয়ে আপনার পছন্দমত এর নাম দিন। |
| 03.19 | 150x150 পিক্সেলের একটি বৃত্ত আঁকুন। |
| 03.26 | এর রঙ সবুজ করুন। |
| 03.28 | বৃত্তের নকল তৈরী করুন এবং এখানে প্রদর্শিত বিভিন্ন আকারের 5 টি বৃত্ত আঁকুন। |
| 03.36 | বর্ণন হিসাবে এটি গ্রাফিক চিত্রণের কাছাকাছি রাখুন। |
| 03.40 | এই বৃত্তের ভিতরে, আমরা কিছু চিত্র রাখব। |
| 03.44 | আমি ইতিমধ্যে বৃত্তাকার আকারে ইমেজ এডিট করে মাই ডকুমেন্ট ফোল্ডারে সংরক্ষণ করছি। |
| 03.50 | আপনার সুবিধার জন্য, এই ইমেজ কোড ফাইল লিঙ্কে আপনাকে দেওয়া হয়েছে। |
| 03.56 | টিউটোরিয়াল থামান, লিঙ্কে টিপুন এবং পছন্দের স্থানে এই ইমেজ সংরক্ষণ করুন। |
| 04.02 | এরপর টিউটোরিয়াল পুনরায় শুরু করুন। |
| 04.04 | File এ যান, Import এ টিপুন এবং তারপর Image1 এ। |
| 04.09 | এটি প্রথম বৃত্তের উপরে রাখুন। |
| 04.12 | একইভাবে, অন্যান্য 5 টি ইমেজ জন্য এটি পুনরাবৃত্তি করুন। |
| 04.17 | Align and Distribute বিকল্প ব্যবহার করে এটি সারিবদ্ধ করুন। |
| 04.20 | এখন, আপনার ক্যানভাস এই রকম হওয়া উচিত। |
| 04.25 | এরপর একটি নতুন লেয়ার তৈরী করুন। |
| 04.28 | Bezier টুল নির্বাচন করুন এবং একটি অ্যারো আঁকুন। |
| 04.34 | এর রঙ ধূসর করুন। |
| 04.38 | স্ট্রোক সরান। |
| 04.41 | Filters মেনুতে যান। Shadows and Glows নির্বাচন করুন এবং তারপর Drop Shadow তে টিপুন। |
| 04.47 | প্রভাব দেখতে Preview বাক্স নির্বাচন করুন। |
| 04.50 | এখন Apply তে টিপুন। ডায়ালগ বাক্স বন্ধ করুন। |
| 04.55 | প্রদর্শিত একটি ওভারল্যাপিং পদ্ধতিতে এটি প্রথম বৃত্তের উপরে রাখুন। |
| 05.01 | আরো 2 টি অ্যারো আঁকতে এই অ্যারো দুইবার নকল করুন। |
| 05.05 | প্রদর্শন হিসাবে এটি যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় বৃত্তে রাখুন। |
| 05.10 | এখন সকল গ্রাফিক এলিমেন্ট হয়ে গেছে। |
| 05.13 | আমরা এখন প্রাসঙ্গিক টেক্সট সন্নিবেশ করব। |
| 05.15 | নতুন লেয়ারে, প্রথম রো তে Introduction লিখুন। |
| 05.20 | দ্বিতীয় রোতে Features লিখুন। |
| 05.24 | তৃতীয় রো তে Usage লিখুন। |
| 05.28 | এখন আমাদের সকল বিভাগে এই টেক্সট সন্নিবেশ করতে হবে। |
| 05.33 | আমাদের ইতিমধ্যে সংরক্ষণ করা LibreOffice Writer ফাইল থেকে টেক্সট কপি এবং পেস্ট করব। |
| 05.40 | এই ফাইলটি আপনার সংরক্ষিত ফোল্ডারে উপলব্ধ। |
| 05.43 | এটি সনাক্ত করুন এবং এটি থেকে টেক্সট কপি করুন। |
| 05.47 | এবং তাদের এখানে দেখানো একটি নতুন লেয়ারে পেস্ট করুন। |
| 05.50 | ফন্টের আকার 15 এ হ্রাস করুন এবং Text and Font বিকল্প ব্যবহার করে তাদের সারিবদ্ধ করুন। |
| 05.55 | ellipse টুল ব্যবহার করে হালকা সবুজ রঙের একটি বুলেট তৈরী করুন। |
| 05.59 | এটি প্রথম বাক্যের ডান দিকে রাখুন। |
| 06.02 | সকল ব্যাক্যের জন্য একই পদ্ধতি পুনরাবৃত্তি করুন। |
| 06.05 | এখন ব্রোসারের ভিতরের ভাগ প্রস্তুত। |
| 06.08 | আমাদের SVG ফাইল সংরক্ষণ করতে CTRL + S টিপুন। |
| 06.12 | আপনি অন্তিম ব্রোসারে যে লেয়ার চান আপনি তা লুকোতে বা প্রদর্শন করতে পারেন। |
| 06.18 | এখন PDF এ একই ফাইলটি সংরক্ষণ করি। |
| 06.21 | File এ যান ফাইল এবং Save As এ টিপুন। |
| 06.24 | ফাইল এক্সটেনশন PDF এ বদলান। |
| 06.29 | Save এ টিপুন। |
| 06.31 | একটি নতুন ডায়লগ বাক্স খোলে। |
| 06.34 | প্রিন্টিং এর জন্য, রেজল্যুশন 300 হতে হবে। |
| 06.37 | ওয়েবের জন্য, এটি 72 হতে পারে। |
| 06.40 | এটি 300 হিসাবে রাখি। |
| 06.42 | এখন OK তে টিপুন। |
| 06.44 | এখন অ্যারোর অস্বচ্ছতা পরিবর্তন করি। |
| 06.47 | অ্যারো লেয়ারে যান এবং লেয়ারের অস্বচ্ছতা 70 তে বদলান। |
| 06.52 | আমি ইঙ্ক-ব্লটের সাথে একটি নতুন লেয়ার যোগ করেছি। |
| 06.58 | SVG এবং PDF ফরম্যাটে ফাইল সংরক্ষণ করুন। |
| 07.04 | পার্থক্য বুঝতে 2 টি PDF ফাইল তুলনা করুন। |
| 07.08 | এখন ব্রোসারের বাইরের অংশ তৈরী করি। |
| 07.12 | File এ যান, Open এ টিপুন। |
| 07.14 | Brochure-OUT.svg নির্বাচন করুন। |
| 07.18 | এখন আমাদের প্রথম, চতুর্থ ও পঞ্চম বিভাগ ডিসাইন করতে হবে। |
| 07.22 | আবার, বিভিন্ন এলিমেন্টের জন্য বিভিন্ন লেয়ার ব্যবহার করতে ভুলবেন না। |
| 07.28 | প্রদর্শিত Bezier টুল ব্যবহার করে বাম দিকে উপরে একটি গ্রাফিক চিত্রণ আঁকুন। |
| 07.33 | এটি নীল রঙে বদলান. স্ট্রোক সরান। |
| 07.36 | আপনার সংরক্ষিত ফোল্ডারে থাকা Spoken Tutorial লোগো ইম্পোর্ট করুন। |
| 07.40 | আকার হ্রাস করুন এবং এটি প্রথম অধ্যায়ের উপরের বাঁদিকের অংশে রাখুন। |
| 07.46 | লিখুন Spoken Tutorial এবং এটি লোগোর ডানদিকে সারিবদ্ধ করুন। |
| 07.51 | ফন্টের আকার 25 এ বদলান। |
| 07.54 | টেক্সটের নীচে একটি বৃত্ত আঁকুন এবং এর রঙ হলুদ করুন। |
| 07.58 | Inkscape লোগো ইম্পোর্ট করুন। |
| 08.00 | এটি হলুদ বৃত্তের উপরে পেস্ট করুন। |
| 08.03 | লোগো নীচে Inkscape লিখুন। ফন্টের আকার 45 এ বদলান। |
| 08.09 | আমি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য এবং প্রাসঙ্গিক লোগো এখানে যুক্ত করেছি। |
| 08.15 | এটি এইভাবেই করুন। |
| 08.17 | আমি সকল এলিমেন্ট এইভাবে সারিবদ্ধ করেছি: |
| 08.19 | Text and font |
| 08.21 | এবং Align and Distribute বিকল্প। |
| 08.24 | এখন ব্রোসারের বাইরের দিক প্রস্তুত। |
| 08.28 | File এ যান। |
| 08.29 | Save As এ টিপুন। |
| 08.31 | এর ফরম্যাট SVG তে বদলান এবং Save এ টিপুন। |
| 08.37 | একই পদ্ধতি পুনরাবৃত্তি করুন। |
| 08.39 | এক্সটেনশন PDF এ বদলান। |
| 08.41 | Save এ টিপুন। |
| 08.43 | এটি আমাদের প্রস্তুত ব্রোসার। |
| 08.46 | আপনি বিভিন্ন এলিমেন্টের জন্য লেয়ার ব্যবহার করে থাকলে আপনি সুবিধামত রঙ এবং অস্বচ্ছতা বদলাতে পারেন। |
| 08.54 | এখানে আরো 2 টি কলর স্কিম রয়েছে যা আমি একটি ব্রোসারে তৈরী করেছি। |
| 09.00 | সংক্ষিপ্তকরণ করি। |
| 09.02 | এই টিউটোরিয়ালে আমরা শিখেছি: |
| 09.04 | নির্দেশিকা ব্যবহার করে তাদের সেট করা। |
| 09.07 | 3-fold ব্রোসরের জন্য সেটিং করা। |
| 09.09 | 3-fold ব্রোসর ডিজাইন করা। |
| 09.11 | আমরা এও শিখেছি লেয়ার ব্যবহার করার উপযোগিতা। |
| 09.14 | এবং বিভিন্ন কলর স্কিমে একই ব্রোসার পাওয়া। |
| 09.18 | আপনার জন্য নির্দেশিত কাজ রয়েছে। |
| 09.20 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পের জন্য একটি 3-fold ব্রোসর তৈরী করুন। |
| 09.24 | আপনার সম্পন্ন কাজ এইরকম হওয়া উচিত। |
| 09.29 | এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি দেখুন। |
| 09.35 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। |
| 09.42 | বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন। |
| 09.45 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। |
| 09.50 | এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
| 09.54 | আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। |
| 09.57 | আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ। |