Inkscape/C2/Create-and-edit-multiple-objects/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:01 Create and edit multiple objects এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:08 এই টিউটোরিয়ালে আমরা শিখব অবজেক্ট কপি এবং পেস্ট করা।
00:13 অবজেক্ট ডুপ্লিকেট এবং ক্লোন করা।
00:16 বিভিন্ন অবজেক্টের সমূহ এবং ক্রম তৈরী করা।
00:19 মাল্টিপল সিলেকশন এবং ইনভার্ট সিলেকশন।
00:22 ক্লিপিং এবং মাস্কিং।
00:25 এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 12.04 OS
00:31 Inkscape সংস্করণ 0.48.4.
00:35 Dash Home এ যান এবং লিখুন Inkscape
00:39 আপনি লোগোতে টিপে Inkscape খুলতে পারেন।
00:42 Assignment_1.svg ফাইল খুলুন, যা আমরা আগেই তৈরী করেছি।
00:49 আমি এটি ডকুমেন্টস ফোল্ডারে সংরক্ষণ করেছি।
00:52 প্রথমে আমরা একটি অবজেক্ট কপি এবং পেস্ট করা শিখব।
00:56 এটি করতে একটি অবজেক্ট নির্বাচন করতে হবে। তাই, পঞ্চভূজে টিপুন।
01:02 এখন, এটি কপি করতে কীবোর্ডে Ctrl + C টিপুন।
01:07 এখন অবজেক্ট পেস্ট করতে Ctrl + V টিপুন। আপনি পঞ্চভূজের কপি ক্যানভাসে দেখতে পারেন।
01:17 অবজেক্টের কপি তৈরী করতে 3 টি অন্যান্য উপায় রয়েছে।
01:21 এই সকল 3টি পদ্ধতিতে, অবজেক্টের একটি কপি ঠিক মূল অবজেক্টের উপরে তৈরী হয়।
01:29 প্রথম পদ্ধতিকে Paste Special বলা হয়।
01:32 মনে রাখুন যে আমরা অবজেক্ট কপি করতে Ctrl + C পূর্বেই টিপেছি।
01:38 যেখান থেকে এটি কপি করা হয়েছিল, তা সঠিক জায়গায় অবজেক্টকে পেস্ট করতে Ctrl + Alt + V কীস টিপুন।
01:47 মূল অবজেক্টকে এর ডানদিকে এবং নীচে দেখতে কপি করা অবজেক্ট কপি করুন।
01:54 এই দুটি অবজেক্ট মুভ করুন এবং সরিয়ে একপাশে রাখুন।
01:57 দ্বিতীয় পদ্ধতিকে Duplication বলা হয়. ডুপ্লিকেশনের জন্য, আমাদের প্রথম অবজেক্ট কপি করা আবশ্যক নয়।
02:05 পঞ্চভুজ নির্বাচন করুন এবং আপনার কীবোর্ডে Ctrl + D টিপুন।
02:13 এখন মূলের ঠিক উপরে একটি ডুপ্লিকেট পঞ্চভুজ তৈরী হয়।
02:19 এখন এর নীচে মূল অবজেক্ট দেখতে ডুপ্লিকেট অবজেক্ট মুভ করুন।
02:25 ডুপ্লিকেট অবজেক্টে পরিবর্তন মূল অবজেক্টকে প্রভাবিত করে না।
02:32 এর রঙ সবুজে বদলে এবং আকার কম করে এটি যাচাই করুন।
02:40 তৃতীয় পদ্ধতি হল Cloning.
02:44 উপবৃত্তে ক্লিক করুন এবং ক্লোন তৈরী করতে Alt + D টিপুন।
02:49 আগের মত, ক্লোন মূল অবজেক্টের ঠিক উপরে তৈরী হয়।
02:55 এটিকে দৃশ্যমান করতে একপাশে সরিয়ে আনুন।
02:58 লক্ষ্য করুন যে, ক্লোন অবজেক্ট সর্বদা মূল অবজেক্টের সাথে যুক্ত থাকবে।
03:04 মূল অবজেক্ট তার প্যারেন্ট হিসাবেও পরিচিত।
03:08 মূল অবজেক্টে কোনো পরিবর্তন যেমন আকার, রঙ ইত্যাদি তার ক্লোনকে প্রভাবিত করবে।
03:16 মূল অবজেক্টের রঙ গোলাপীতে বদলে এটি রোটেট করুন এবং এর আকার হ্রাস করে যাচাই করুন।
03:30 দেখুন যে একই পরিবর্তন স্বয়ংক্রিয়ভাবে ক্লোন অবজেক্টে হয়।
03:36 মূল অবজেক্ট থেকে ক্লোন আলাদা করতে প্রথমে ক্লোন নির্বাচন করুন তারপর Shift + Alt + D টিপুন।
03:44 এখন মূল অবজেক্ট পুনরায় নির্বাচন করুন এবং এর আকার বদলান।
03:50 দেখুন যে ক্লোন অবজেক্ট প্রভাবিত হয় না।
03:54 এই অপারেশনসের জন্য শর্টকাট আইকন্স কমান্ড বারে উপলব্ধ যেমনকিদেখানো হয়েছে।
04:01 মাল্টিপল অবজেক্ট নির্বাচন করতে Shift key ধরে থাকুন এবং অবজেক্টে টিপুন যা আপনি নির্বাচন করতে চান।
04:08 আমি প্রথমে উপবৃত্ত নির্বাচন করব. তারপর আমি Shift key ধরে থাকবো এবং অন্যান্য উপবৃত্ত নির্বাচন করব।
04:15 লক্ষ্য করুন যে উভয় বস্তু এখন নির্বাচিত।
04:19 Ctrl + G কীস একসাথে টিপে আমরা এখন এগুলিকে সমূহতে করতে পারি।
04:24 লক্ষ্য করুন যে উপবৃত্ত এখন একটি অবজেক্ট হিসেবে শ্রেণীবদ্ধ হয়েছে।
04:28 আপনি এদের আশেপাশে মুভ করতে পারেন এবং আপনি দেখবেন যে দুটি অবজেক্ট একটি অবজেক্ট হিসাবে মুভ হয়।
04:35 সমূহের আকার বদলানোর চেষ্টা করুন এবং আপনি দেখবেন যে দুটি অবজেক্টের আনুপাতিক মাপ পরিবর্তন হয়।
04:43 রঙ নীলে বদলান এবং দেখুন যে দুটি অবজেক্ট একই রঙে বদলায়।
04:53 আমরা কি করব যদি আমরা সমূহতে কোনো একটি অবজেক্টের বৈশিষ্ট্য বদলাতে চাই।
05:01 সমূহ থেকে একটি অবজেক্ট নির্বাচন করতে Ctrl বোতাম টিপুন এবং অবজেক্টে ক্লিক করুন।
05:08 এই ক্রিয়া দ্বারা আমরা সমূহতে প্রবেশ করতে পারি এবং স্বতন্ত্র অবজেক্ট নির্বাচন করতে পারি।
05:13 সমূহ থেকে প্রস্থান করতে ক্যানভাসে কোথাও একটি ফাঁকা স্থানে টিপুন।
05:18 অবজেক্ট আলাদা করতে প্রথম সমূহ নির্বাচন করুন এবং Ctrl + Shift + G কীস বা Ctrl + U কীস টিপুন।
05:28 এখন উপবৃত্ত আলাদা আলাদা হয়ে গেছে।
05:31 এই বিকল্পের জন্য শর্টকাট আইকন্স কমান্ড বারে উপলব্ধ, যেমনকি দেখানো হয়েছে।
05:36 ক্যানভাসে সকল অবজেক্ট নির্বাচন করতে Ctrl + A কীস টিপুন।
05:42 সকল অবজেক্ট অনির্বাচিত করতে ক্যানভাসে কোনো একটি ফাঁকা স্থানে টিপুন।
05:48 আমরা একটি বিশিষ্ট ছাড়া বাকি সকল অবজেক্ট নির্বাচন করতে চাইলে Invert Selection বিকল্প ব্যবহার করতে পারি।
05:55 আমরা অ্যারো ছাড়া সকল অবজেক্ট নির্বাচন করতে চাই।
05:59 সুতরাং প্রথম অ্যারোতে টিপুন। Edit menu তে যান এবং Invert selection এ টিপুন।
06:08 লক্ষ্য করুন যে ক্যানভাসে অ্যারো ছাড়া সকল অবজেক্ট নির্বাচিত।
06:16 এখন শিখি যে অবজেক্ট কিভাবে ক্রমবদ্ধ করে।
06:20 বড় পঞ্চভূজের উপর ছোট পঞ্চভুজ মুভ করুন।
06:25 এখন একটি স্টার আঁকুন এবং এটিকে ছোট পঞ্চভূজের উপর রাখুন।
06:36 ছোট পঞ্চভুজ নির্বাচন করুন। Object মেনুতে যান এবং Raise এ টিপুন।
06:42 দেখুন যে এখন ছোট পঞ্চভূজ বড় হয়ে গেছে এখন স্টারের উপরে রয়েছে।
06:47 এখন star এ টিপুন। Object মেনুতে যান। Lower এ টিপুন।
06:53 এখন স্টার নীচের দিকে মুভ হয় এবং বড় পঞ্চভূজ এর উপরে দেখা দেয়।
07:00 এখন বড় পঞ্চভুজে টিপুন। Object মেনুতে যান এবং Raise to top এ টিপুন। এখন বড় পঞ্চভুজ সবচেয়ে উপরে দেখায়।
07:11 এখন আবার Object মেনুতে যান। Lower to bottom এ টিপুন। দেখুন বড় পঞ্চভূজ নীচে মুভ হয়।
07:20 আমরা এই বিকল্প Tool controls bar এও পেতে পারি।
07:25 এখন শিখব যে কিভাবে ক্লিপিং করে।
07:28 ক্লিপিং আপনার জটিল অবজেক্ট দ্রুত
07:31 এবং সহজে তার সম্পূর্ণ আকার বদলে
07:35 আপনার ডিসাইনের অন্য এলিমেন্ট বা আকার তার অনুরূপ করে।
07:39 এটি প্রদর্শনের জন্য আমি একটি ইমেজ ব্যবহার করব. আমার কাছে এখানে নতুন Inkscape ফাইলে একটি ইমেজ রয়েছে।
07:45 এই ইমেজে আমি একটি উপবৃত্তের আকার আঁকব।
07:49 এখন ইমেজ এবং উপবৃত্ত নির্বাচন করুন।
07:53 Object মেনুতে যান. Clip এ টিপুন এবং তারপর Set এ ক্লিক করুন।
07:59 দেখুন যে ইমেজ এখন উপবৃত্তের আকৃতি থেকে ক্লিপ হয়ে গেছে।
08:04 ক্লিপিং এ অবজেক্টের আকৃতি ক্লিপ হিসাবে উপযোগিত, যা দৃশ্যমান এলাকা সংজ্ঞায়িত করে।
08:09 আমরা Object মেনুতে ফিরে গিয়ে ক্লিপ সরাতে পারি। Clip এ টিপুন এবং তারপর Release এ ক্লিক করুন।
08:17 এখন ক্লিপ মুক্ত হয়।
08:19 এখন Masking করা শিখি।
08:22 Masking, Clipping এর অনুরূপ।
08:25 Masking এ, একটি অবজেক্টের পারদর্শিতা বা স্বচ্ছতা দ্বিতীয় অবজেক্টের অস্বচ্ছতা নির্ধারণ করে।
08:32 Masking প্রদর্শন করতে, আমি gradient টুল ব্যবহার করে প্রথমে উপবৃত্ত অর্ধ-স্বচ্ছ বানাবো।
08:38 এখন উপবৃত্ত নির্বাচন করুন।
08:40 Object মেনুতে যান. Fill and stroke এ টিপুন।
08:44 Radial gradient এ টিপুন এবং তারপর Edit এ টিপুন।
08:50 রঙ সাদাতে বদলাতে RGB স্লাইডার একেবারে ডানদিকে সরান।
09:00 Stop ড্রপ ডাউন অ্যারোতে টিপুন এবং অন্য stop নির্বাচন করুন।
09:05 রঙ কালো এবং আলফা ভ্যালু 255 এ বদলাতে RGB স্লাইডার একেবারে বামদিকে সরান।
09:15 মাঝে একটি অন্য রঙ যোগ করতে Add stop এ টিপুন।
09:20 Node টুলে টিপুন এবং ডায়মন্ড হ্যান্ডেল উপরের দিকে সরান।
09:27 এখন ইমেজ এবং উপবৃত্ত নির্বাচন করুন।
09:30 Object মেনুতে যান।
09:32 Mask এ টিপুন এবং তারপর Set এ টিপুন।
09:36 দেখুন যে mask ইমেজে তৈরী হয়েছে।
09:40 লক্ষ্য করুন যে ইমেজ masking অবজেক্টের পারদর্শিতা বৈশিষ্ট্য নিয়ে আসে যা হল উপবৃত্ত।
09:47 মাস্ক মুছে ফেলতে Object মেনুতে ফিরে যান।
09:51 Mask এ টিপুন এবং তারপর Release এ টিপুন।
09:54 mask এখন মুছে গেছে।
09:56 সংক্ষেপে এই টিউটোরিয়ালে আমরা শিখেছি অবজেক্ট কপি এবং পেস্ট করা।
10:02 ডুপ্লিকেট এবং ক্লোন অবজেক্টস।
10:05 বিভিন্ন অবজেক্টসের সমূহ এবং ক্রমবদ্ধ করা।
10:08 মাল্টিপল সিলেকশন এবং ইনভার্ট সিলেকশন।
10:10 ক্লিপিং এবং মাস্কিং।
10:12 এখানে 2 টি নির্দেশিত কাজ রয়েছে।
10:15 ধূসর রঙের একটি উল্লম্ব উপবৃত্ত এবং কালো রঙের একটি বৃত্ত তৈরী করুন।
10:20 উপবৃতের উপরের কেন্দ্রে বৃত্ত রাখুন।
10:23 এটি চোখের আকৃতির মত হওয়া উচিত।
10:25 এখন তাদের সমূহতে রাখুন।
10:27 অপর চোখ বানাতে একটি ক্লোন তৈরী করুন।
10:31 উভয় চোখ দৃশ্যমান করতে একে একপাশে মুভ করুন।
10:35 নীল রঙের একটি বৃত্ত এবং লাল রঙের একটি বর্গক্ষেত্র তৈরী করুন।
10:40 বর্গক্ষেত্রের ডুপ্লিকেট তৈরী করুন এবং উভয় বর্গক্ষেত্র আড়াআড়ি বিপরীতদিকে রাখুন।
10:45 উভয় বর্গক্ষেত্র নির্বাচন করুন এবং তাদের একই অবজেক্টে সমুহিত করুন।
10:50 বৃত্তকে সমুহিত বর্গক্ষেত্রের উপরের কেন্দ্রে রাখুন।
10:54 উভয় নির্বাচন করুন এবং একটি ক্লিপ তৈরী করুন। এটি ধনুকের মত হওয়া উচিত।
11:00 আপনার করা নির্দেশিত কাজ এইরকম হওয়া উচিত।
11:03 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। এটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। ভাল ব্যান্ডউইডথ না থাকলে ভিডিওটি ডাউনলোড করে দেখুন।
11:12 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়।
11:21 বিস্তারিত তথ্যের জন্য আমাদের ইমেল করুন।
11:23 এটি ভারত সরকারের NMEICT, MHRD এর জাতীয় শিক্ষা মিশন দ্বারা সমর্থিত।
11:31 এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
11:35 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
11:38 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta