GIMP/C2/Using-Layers-Healing-Cloning-Tools/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:21 Meet The GIMP এর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:25 আগের টিউটোরিয়ালে আমি এই ইমেজে ছেড়ে ছিলাম।
00:30 আমি এই ইমেজে জাহাজের রঙ আরেকটু গাঢ় করতে চাই।
00:34 এই করার সর্বোত্তম উপায় হল লেয়ারের সাথে কাজ করা।
00:40 তাই প্রথমে ইমেজের সেই অংশ জুম করি যেখানে জাহাজ রয়েছে।
00:52 আমি একটি নতুন লাইন জোড়ার বিকল্পে টিপে কেবল একটি নতুন লেয়ার যোগ করি।
01:01 আমি এই লেয়ারের নাম ship দেই এবং Layer Fill Type হিসাবে transparency চয়ন করি।
01:11 এখন পরবর্তী পদক্ষেপ হল সকল তিনটি রঙের চ্যানেলের ঔজ্জ্বল্য কমানো এবং এটি করতে মাল্টিপ্লাই মোড ব্যবহার করা উচিত এবং এবার
01:22 আমি এখানে অন্য রঙের সাথে গুন করতে ধুসর রঙ ব্যবহার করি কারণ এটি ইমেজে জাহাজকে গাঢ় রঙে দেখাতে সাহায্য করে।
01:34 তাই রঙ চয়ন মোড বিকল্পে যান এবং স্লাইডারের নীচে টেনে নিয়ে ধুসর রঙের মান ততক্ষণ পর্যন্ত কম করুন যতক্ষণ না আমি পছন্দের ধুসর শেড না পাই।
01:52 এখন শুধু ইমেজে ধুসর রঙ টানুন এবং আপনি একটি গাঢ় জাহাজের সাথে যুক্ত একটি গাঢ় ইমেজ পান।
02:02 লেয়ার ডায়ালগে ফিরে এসে আমি opacity স্লাইডার দ্বারা ধুসর রঙের লেয়ার আন এবং অফ করে ধুসর রঙের তীব্রতা নিয়ন্ত্রণ করতে পারি।
02:18 কিন্তু এই লেয়ারের প্রভাব সম্পূর্ণ ইমেজের জন্য প্রযোজ্য এবং আমি এই প্রভাব জাহাজের এলাকার জন্য সীমিত করতে চাই।
02:28 এটি করতে আমি একটি লেয়ার মাস্ক ব্যবহার করি।
02:31 লেয়ার মাস্ক এটি সংজ্ঞায়িত করে যে লেয়ার কোথায় দৃশ্যমান হওয়া উচিত এবং কোথায় নয়।
02:38 আমি ship নামক লেয়ারে গিয়ে এতে ডান ক্লিক করি এবং Add Layer Mask বিকল্প চয়ন করি তারপর Initialize Layer Mask এ কালো রঙ চয়ন করি কারণ কালো রঙ সকল লেয়ার লুকোতে এবং সাদা রঙ সকল লেয়ার দেখাতে সাহায্য করে।
02:58 এই অন্যান্য বিকল্প সম্পর্কে আমি আগের টিউটোরিয়ালে বলবো। add এ টিপুন।
03:08 আপনি দেখতে পারেন যে লেয়ারের কোনো প্রভাব নেই।
03:11 আমি লেয়ার অন এবং অফ করতে পারি, কিন্তু লেয়ার মাস্ক লাগানোর পর এর কোনো প্রভাব হয় না।
03:18 কিন্তু আমি লেয়ার মাস্কে পেন্ট করতে পারি বা অন্য কোনো এডিট টুল প্রয়োগ করতে পারি।
03:24 আমি যখন পেন্ট করি বা টুল্স ব্যবহার করি তখন এই প্রভাব ইমেজে দেখাবে।
03:31 লেয়ারে পেন্ট করতে আমি সাদা ফোরগ্রাউন্ড রঙ এবং কালো ব্যাকগ্রাউন্ড রঙ চয়ন করি।
03:41 আমি ব্রাশ টুলে টিপি, অপশন ডায়ালগে যান এবং একটি ব্রাশ চয়ন করুন যা Circle এ 19 পিক্সেলের।
03:54 আমি আবার এটি যাচাই করতে লেয়ারে যাই যে লেয়ার মাস্ক নির্বাচিত হয়েছে কি নয় কারণ আমাকে লেয়ার মাস্ক পেইন্ট করতে হবে লেয়ার নয়।
04:06 আমি আপনাকে এর প্রভাব দেখাই।
04:09 আমি লেয়ার মোড বদলে normal লেয়ার মোড করে দেই এবং যেমনকি আপনি দেখতে পারেন ইমেজের উপরের লেয়ার অদৃশ্য হয়ে যায়।
04:18 আমি এখানে এটি ব্রাশ নির্বাচন করে জাহাজের একটি অংশে পেন্টিং করা শুরু করি এবং আপনি দেখেন যে একটি ধুসর রঙের লেয়ার প্রকট হয়।
04:30 এখন আমি যখন একটি লেয়ার চয়ন করে সেটি পেইন্ট করি আপনি দেখেন যে এখন লেয়ার ধুসর রঙের বদলে সাদা রঙে পেন্ট হয়ে গেছে।
04:41 আমি আবার লেয়ার মাস্ক চয়ন করি এবং x কী টিপে ফোরগ্রাউন্ড রঙ কালো রঙে এবং ব্যাকগ্রাউন্ড রঙ সাদা রঙে বদলাই।
04:51 আমার লেয়ার মাস্কে সাদা রঙ দিয়ে পেন্টিং করা শুরু করি।
04:55 কালো রঙের জন্য ইমেজ লুকিয়ে থাকে।
05:04 আমি কেবল Ctrl + Z টিপে অবাঞ্ছিত প্রভাব সমাপ্ত করতে পারি এবং এখানে জাহাজের লেয়ার মাস্ক পেন্ট করি।
05:14 এখন আমি ব্যাকগ্রাউন্ডের রং কালো রঙে এবং ফোরগ্রাউন্ডের রং সাদাতে বদলাই এবং জাহাজের ফর্ম ভরা শুরু করি।
05:29 আমার মনে হয় যে নর্মাল মোডে পেন্ট করা অধিক সহজ।
05:34 কারণ নর্মাল মোডে পেন্টিং করার পর আমরা একটি ধুসর রঙের জাহাজ পাই তাই একাধিক লেয়ার মোডের তুলনায় এটি ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করা অধিক সহজ।
05:55 জাহাজের fine edges পেন্ট করতে আমি ব্রাশের আকার কম করি।
06:01 আপনি 3টি ভিন্ন পদ্ধতি দ্বারা একটি ছোট ব্রাশ চয়ন করতে পারেন।
06:06 প্রথম উপায় হল ব্রাশের আকার কম করতে স্কেল ব্যবহার করা।
06:12 দ্বিতীয় উপায় হল এখানে এই ছোট নীল রঙের ত্রিভুজে টিপুন এবং যে কোনো আকারের ব্রাশ চয়ন করুন যা আপনি বর্গাকার বন্ধনী লিখেও করতে পারেন।
06:27 ওপেন বর্গাকার বন্ধনী ব্রাশের আকার কম করে এবং ক্লোস বর্গাকার বন্ধনী ব্রাশের আকার বাড়ায়।
06:40 আমি বিবরণের জন্য ছোট ব্রাশ ব্যবহার করি তাই আমি ওপেন বর্গাকার বন্ধনী টিপি।
06:47 কিন্তু আপনি কল্পনা করতে পারেন যে আমি এখানে কি করতে যাচ্ছি এবং আপনাকে সম্পূর্ণ জাহাজ পেন্ট করতে আমার অপেক্ষা করতে হবে না।
07:00 এখন সম্পূর্ণ জাহাজ ধুসর রঙের লেয়ার দ্বারা পেন্ট করি।
07:05 আমাকে সেই এলাকা যাচাই করতে হবে যেখানে আমি প্রান্তকে অধিক পেন্ট করেছি।
07:11 তাই আমি লেয়ার মোড বদলে মাল্টিপ্লাই মোড চয়ন করি এওবং অপেসিটি স্লাইডার একটু কম করি।
07:19 অপেসিটি স্লাইডার এইভাবে সমযোজিত করুন যাতে আপনি ইমেজে একটি গাঢ় রঙের জাহাজ পান।
07:26 আমি বেশ ভালো কাজ করেছি।
07:30 কিন্তু আমি জাহাজের সামনে নদীর পৃষ্ঠ হওয়ায় খুশী নই।
07:37 আমাকে এটি একটু উজ্জ্বল করা উচিত।
07:42 তাই x কী টিপে ফোরগ্রাউন্ডের রঙ কালোতে বদলাই এবং জাহাজের সামনের নদীর পৃষ্ঠ কালো রঙে পেন্ট করা শুরু করি যাতে এটি জাহাজের তুলনায় অধিক গাঢ় বানানো যায়।
08:04 এই ইমেজের উপর কাজ শেষ হওয়ার পর এই প্রভাব যাচাই করে সেইমত পরিবর্তন করতে হবে।
08:13 এখন সেই কাজ যাচাই করি যা আমি করেছি।
08:17 আমি জুম মোড ব্যবহার করে এই ইমেজে জুম করি এবং শুধু অপেসিটি স্লাইডার টেনে জাহাজের রঙ একটু অধিক গাঢ় এবং উজ্জ্বল করতে পারি।
08:29 আমার মনে হয় এটি ভালো দেখাচ্ছে এবং আমি লেয়ারের মাস্কিং করে একটি ভালো কাজ করেছি।
08:38 কিন্তু আমার মনে হয় জাহাজের রঙ একটু হালকা এবং এটি সম্ভব কারণ জাহাজের লেয়ার কলর কারেকশন লেয়ারের উপরে আছে এবং তা জাহাজ লেয়ারের আগে কাজ করছে তাই আমাকে শুধু ship লেয়ার কলর কারেকশন লেয়ারের নীচে রাখতে হবে।
08:59 আপনি পরিবর্তন দেখতে পারেন জাহাজের রঙ এখন রঙহীন হয়ে যায়।
09:06 এখন সম্পূর্ণ ইমেজ দেখি এবং এর জন্য শর্টকাট কী Shift+ Ctrl +E রয়েছে।
09:14 আমার মনে হয় যে এই ব্যাকগ্রাউন্ড রঙ পাখি এবং জাহাজের মধ্যে একটি ভালো ভারসাম্য, সম্ভবত জাহাজের তীব্রতা একটু কম করা উচিত।
09:28 এখন এটি ভালো দেখায়।
09:38 আমার মনে হয় এটি সর্বোত্তম।
09:45 যখন আমি রঙ ছাড়া গাঢ় করা ইমেজ এবং জাহাজের লেয়ার তুলনা করি, পাখি এবং জাহাজ, জাহাজের লেয়ার যথেষ্ট গাঢ় এবং আমার মনে হয় যে এই ইমেজের জন্য লেয়ার মাস্ক ব্যবহার করে ভালো ফলাফল পেয়েছি।
10:00 আমি যে কোনো সময় সকল লেয়ার টুলের সাহায্যে প্রভাব বদলাতে পারি।
10:08 আমি একটি জিনিস ভুলেছি যে লেয়ার মাস্ক অধিক sharp edge এর সাথে পেন্ট করেছি এবং যখন ইমেজে জুম করি আপনি এখানে একটি হার্ড বর্ডার দেখেন এবং আমি একটু হালকা বর্ডার চাই।
10:27 কারণ এটি বিশেষভাবে কুয়াশাচ্ছন্ন পরিদৃশ্যে একটু কৃত্রিম মনে হতে পারে।
10:36 এরজন্য আমি একটু এডিট করতে লেয়ার মাস্ক চয়ন করি এবং টুলবার থেকে ফিল্টার চয়ন করি এবং blur নির্বাচন করি।
10:49 blur এ আমি gaussian blur চয়ন করে জাহাজের ভাগে যাই এবং আমি হরাইজন্টাল রেডিয়সের মান কম করে 4 করি এবং OK তে টিপি এবং লেয়ার মাস্ক blur করি এবং আপনি এই প্রভাব দেখতে পারেন যে জাহাজের হার্ড এজ চলে গেছে এবং এখন এটি ভালো দেখায়।
11:16 এখন আমি ইমেজের সাথে কিছু সংশোধনী কাজ করতে প্রস্তুত।
11:22 আপনি ইমেজ দেখলে আপনি জলে কিছু কাঠ দেখেন এবং বামদিকে একটি পাখির অর্ধেক অংশ দেখায় যা কোণায় কেটে গেছে এবং আমি তা ক্লোন করতে চাই।
11:40 সুতরাং আবার আমি জুম টুল চয়ন করি এবং সেখানে জুম করি যেই অংশে কাঠের ভাগ দেখা দেয় এবং healing টুল চয়ন করি।
11:51 Healing টুল কিছুটা clone টুলের মত কিন্তু এটি এখানে এই পরিস্থিতিতে বেশী ভালো কাজ করে।
12:00 আমি healing টুল চয়ন করলে মাউস পয়েন্টের সাথে একটি বৃত্ত দেখায় এবং আমি ইমেজে টিপতে পারি না এবং মাউস পয়েন্টে একটি লুকোনো চিহ্ন রয়েছে।
12:12 লুকোনো চিহ্ন এইজন্য কারণ আমি heal source চয়ন করিনি এবং আমি control এর সাথে টিপে এটি করতে পারি।
12:22 আমাকে একটি ভালো heal source চয়ন করে Ctrl টিপতে হবে এবং আমার মনে হয় যে এটি heal source এর জন্য একটি ভালো স্থান এবং এখন কাঠ যুক্ত স্থানে টিপব।
12:38 এখানে একটি সমস্যা রয়েছে।
12:40 এখানে সমস্যা হল যে আমি ভুল লেয়ারে কাজ করছি।
12:45 আমাকে ব্যাকগ্রাউন্ড লেয়ারে কাজ করা উচিত ছিল এবং লেয়ার মাস্ক এডিট করার চেষ্টা করছিলাম।
12:51 আসলে, আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার চয়ন করে সেই লেয়ারের একটি কপি বানানো উচিত কারণ আমি মূল ব্যাকগ্রাউন্ড লেয়ারে কোনো পরিবরতন করতে চাই না।
13:01 এখন আবার healing টুল প্রয়োগ করে দেখি।
13:05 এখন আমি আরেকটি ভুল করেছি।
13:09 আমার source এই উপরের ধুসর লেয়ার।
13:13 আসলে আমি এটিকে আনডু করে এখানে একটি নতুন source চয়ন করতে পারি, ঠিক আছে, ওটি এখানে আনুন, এখানে টিপুন এবং এটি অদৃশ্য হয়ে গেছে।
13:25 এই অংশের জন্য আমি এই ভাগ source রূপে চয়ন করি এবং টিপি এবং আপনি দেখেন যে এটি চলে গেছে।
13:36 ইমেজ 100% মোডে দেখি।
13:40 এটি বেশ ভালো দেখায়, হয়তো আমাকে এটি একটু বড় ব্রাশ দিয়ে করা উচিত ছিল কারণ এই বিন্দু এখন পর্যন্ত ওটিতে দেখা যাচ্ছিল।
13:53 তাই আবার আমি healing টুল চয়ন করে source চয়ন করি এবং সেই বিন্দুগুলিতে টিপি।
14:05 আমার মনে হয় এটি কাজ করেছে।
14:09 এখন আমাকে বামদিকে এই অর্ধেক কাটা পাখি অদৃশ্য করতে হবে।
14:15 এইজন্য আমি এখানে ইমেজে আবার জুম করি এবং ক্লোন টুল চয়ন করি।
14:23 ক্লোনিং টুল, healing টুলের মত কঠিন নয় এবং আমার এই টুল ব্যবহারের কোনো বড় অভিজ্ঞতা নেই কারণ এটি GIMP এ নতুন।
14:36 আমাকে healing টুলের মত প্রক্রিয়া পালন করতে হবে, আমি source রূপে শুধু এখানে টিপি তারপর এখানে পাখিতে টিপি এবং আমার মনে হয় এটি কাজ করে।
14:49 আবার 100% এ যান। উত্তম, এই পাখি অদৃশ্য হয়ে গেছে।
14:55 আমার মনে হয় এখন এই ইমেজ প্রস্তুত।
15:00 প্রথমে আমি এই ইমেজ একটু উজ্জ্বল করব কিন্তু মনে হয় যে আমি এটি ফিনিশিং স্টেপ রূপে করতে পারি এবং এটি সেইভাবে কাজ করে যেমনকি এটি এখন রয়েছে।
15:13 আমি এই ইমেজ একটি পোস্টারে প্রিন্ট করতে চাই।
15:19 প্রিন্টার, আসপেক্ট রেসিও কে 3:2 হিসাবে ব্যবহার করে এবং এই ইমেজের aspect ratio হল 2:1 তাই আমাকে এখন এটি বদলাতে হবে।
15.33 আমি ক্যানভাস আকারের সাহায্যে এটি করতে পারি যা এই টুলবারে ইমেজে রয়েছে।
15:40 আমি ক্যানভাসের আকার চয়ন করে দেখি যে ইমেজ 1868 পিক্সেল চওড়া এবং এর উচ্চতা 945 পিক্সেল এবং অনুপাতের গণনা করতে ক্যালকুলেটর ব্যবহার করি।
15:58 তাই আমি 1868 কে 3 দ্বারা ভাগ করি এবং তারপর 2 দ্বারা গুন করি যার পরিণামস্বরূপ আমি 1245 পাই।
16:15 আমাকে এটি এখানে unchain করতে হবে অন্যথায় প্রস্থও বদলে যাবে এবং উচ্চতায় 1245 লিখুন।
16:27 এখন ইমেজ ঠিক আছে।
16:30 এটি উপরে ফিট হবে এবং নীচে একটি সাদা স্ট্রিপ ছাড়বে এবং আমি লেয়ার রীসাইজ করি না শুধু OK তে টিপি এবং এখন আমার কাছে এমন একটি ইমেজ রয়েছে যার নীচে কিছু নেই।
16:46 আমাকে নীচের অংশ ভরতে হবে এবং তারজন্য layer fill type white এর সাথে একটি নতুন লেয়ার চয়ন করে এই লেয়ার সবচেয়ে নীচের লেয়ার হিসাবে প্রয়োগ করি।
17:06 নীচে এই সাদা এলাকাকে পরে সরিয়ে দেওয়া হবে।
17:10 কিন্তু আমি এটি প্রিন্টারের জন্য ক্লু হিসাবে প্রয়োগ করতে পারি।
17:15 এই প্রিন্টার মূলরূপে একটি প্রিন্ট ইঞ্জিনযুক্ত কম্পিউটার এবং এই সম্পর্কে কিছু ক্লু পেতে এই পরীক্ষণ করি যে এটি কিভাবে হ্যান্ডেল করে।
17:25 এই ইমেজ এখানে বেশ অস্বাভাবিক, এটি প্রায় কালো এবং সাদা এবং এতে অধিক উজ্জলতাও নেই।
17:36 আমি এখানে এটি আয়তক্ষেত্র চয়ন করে এটি সম্পূর্ণ ইমেজের উপরে রাখি, blend tool, gradient filled with চয়ন করে gradient কালো থেকে সাদাতে সেট করি।
17:52 এখন আমি এখানে এটি gradient দ্বারা ভরব।
17:57 শুধু টিপুন এবং একটি লাইন আঁকুন এবং এখন আমার কাছে আয়তক্ষেত্রে কালো এবং সাদ রঙের সম্পূর্ণ কলর রেঞ্জ রয়েছে।
18:08 এখানে কালো থেকে সম্পূর্ণ সাদা রঙের এলাকা রয়েছে।
18:13 আমি এটি আরো একবার করি।
18:24 এখানে blend tool চয়ন করে এবং এই বার Full saturation নামে বিশেষ gradient প্রয়োগ করি, এতে সম্পূর্ণ কলর রেঞ্জ রয়েছে।
18:42 আবার এই gradient ভরুন, এখন এখানে প্রিন্টারের জন্য নির্দেশ রয়েছে যে ইমেজ কিভাবে সুরক্ষিত করে এবং রঙ না আসলে আমি সর্বদা বলতে পারি এটিকে লাল এবং এটিকে সবুজ মানা যেতে পারে।
19:02 আমার মনে হয় আজকের জন্য এটি যথেষ্ঠ।
19:06 অধিক তথ্যের জন্য info@ meet the gimp.org তে যান বা meet the gimp.org ব্লগে কমেন্ট করুন বা উপরের ফ্লোর থেকে forum of tips এ আসুন।
19:26 আমাকে বলুন যে আপনার কি ভালো লেগেছে, আমাকে কি ভালো করতে হবে, আপনি ভবিষ্যতে কি দেখতে চান।
19:33 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।

Contributors and Content Editors

Kaushik Datta