GIMP/C2/The-Curves-Tool/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00:25 Meet The GIMP এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:28 এই টিউটোরিয়াল উত্তর জার্মানির ব্রেমেনে রল্ফ স্টাইনর্ট দ্বারা নির্মিত।
00:33 আজকের টিউটোরিয়াল দিয়ে শুরু করি।
00:35 এটি Curves সম্পর্কে।
00:37 প্রথমে আমি টুল বাক্সে Curves টুল সক্রিয় করি এবং তারপর ইমেজে টিপি।
00:44 আপনি দেখেন যে Curves টুলে একটি হিস্টোগ্রাম রয়েছে এবং এখানে ধূসর স্কেলের সাথে 2 টি বার রয়েছে।
00:58 Curves টুলে চয়ন করতে কিছু বোতাম রয়েছে যেমন preview, save, open ইত্যাদি।
01:06 কিছু এখনকার জন্য আমি Curve টুলের ধূসর স্কেল বারে ধ্যান দেবো।
01:11 এখানে এই বার সোর্স ইমেজের বিভিন্ন কলর রেঞ্জ দেখায়।
01:20 এই বারে কিছু পিক্সেল রয়েছে যা বাস্তবে গাঢ় এবং কিছু পিক্সেল রয়েছে যা বাস্তবে উজ্জ্বল এবং মাঝে কিছু পিক্সেল রয়েছে যা গাঢ় থেকে হালকার দিকে রয়েছে।
01:33 এখানে এই অনুভূমিক বার 256 টি ভিন্ন কলর টোন রাখে।
01:39 এই বারে প্রারম্ভিক বিন্দু শূন্য যা হল কালো এবং অন্তিম বিন্দু 255 যা হল সাদা।
01:49 উদাহরণস্বরূপ এখানে এই 184 হল ধূসর।
01:53 এই ইমেজ অনেক কলর রাখে এবং এখানে আমি চ্যানেল বদলে আপনাকে বিভিন্ন কলর দেখাতে পারি।
02:01 এখন colour channel এ red চয়ন করে আপনি ইমেজে রেড টোন্স দেখতে পারেন।
02:07 একইভাবে আপনি যথাযত টোন্স পেতে এটিকে সবুজ এবং নীলে বদলাতে পারেন।
02:14 এই ইমেজে এটি খুব বিস্ময়কর নয় যে সবুজ চ্যানেল প্রধান চ্যানেল যা এখানে অনেকগুলি ভ্যালু রাখে।
02:24 এখন Reset channel এ টিপি।
02:27 প্রতিটি টোনের উপর হিস্টোগ্রামের কার্ভ পিক্সেল্স গণনা করে যা লিউমিনোসিটি বা ঔজ্জ্বল্য রাখে।
02:38 এখানে আমার কাছে একটি ক্ষেত্র রয়েছে, যেখানে বারে এই টার্মিনাল এবং এই টার্মিনালের সাথে পিক্সেল সংখ্যা প্রায় একই।
02:49 হিস্টোগ্রাম দেখায় যে এখানে সর্বোচ্চ কলর রেঞ্জ রয়েছে।
02:56 আপনি ইমেজে যান যখন curve টুল সক্রিয় হয় এবং মাউস কার্সার একটি ছোট ড্রপারে বদলে যায়, আমি এটিতে টিপলে হিস্টোগ্রামে লাইন সেই বিন্দু পর্যন্ত চলে যায়।
03:10 আপনি ইমেজে টিপতে পারেন এবং ইমেজে কোন টোন কোথায় রয়েছে জানতে ঘুড়তে পারেন।
03:18 এখন আমরা এখানে অনুভূমিক বার করে ফেলেছি।
03:22 এখানে এটি হল আউটপুট।
03:26 এখানে ভিন্ন 256 টি ভ্যালু রয়েছে এবং এই ইমেজ তৈরী করে।
03:33 অনুভূমিক বারে সেই ডেটা হয় যা কার্ভে রাখা হয় এবং উলম্ব বারে সেই যা বাইরে যায়।
03:44 মাঝের এই লাইন যা গ্রাফ ক্রস করে তা হল ট্রান্সলেশন ফাংশন।
03:53 আমি ট্রান্সলেশন কার্ভে মিড গ্রে থেকে উপরে গেলে এবং তারপর বামদিকে উলম্ব বারে গেলে আমি আবার মিড গ্রে তে পৌছে যাই।
04:04 আমি যতটা চাই এই কার্ভ টানতে পারি এবং এটিকে নীচে টানলে দেখতে পারেন যে ইমেজ বেশী গাঢ় হয়ে যায়।
04:13 এখন মিড গ্রে থেকে কার্ভে গেলে এবং তারপর আবার বামদিকে গেলে আমি ডার্ক গ্রে তে পৌছে যাই।
04:23 আপনি এখানে দেখতে পারেন যে এখানে নীচের বার মূল ইনপুট এবং উলম্ব বার কার্ভ টুলের আউটপুট।
04:34 আমি বহু ভিন্ন উপায়ে এই কার্ভ বদলাতে পারি, যার মোটামোটি কোনো সীমা থাকে না।
04:43 প্রথম সীমা হল কার্ভ পিছনের দিকে টানতে পারি এবং যেই এটি করি কার্ভ টুলে যে পয়েন্ট থাকে তা হারিয়ে যায়।
04:53 কিন্তু আমি যদি ইমেজে কোনো উজ্জ্বল পিক্সেল না দেখতে চাই তাহলে আমি সকল পয়েন্ট নীচে টানি এবং তারপর ইমেজ মোটামুটি কালো হয়ে যায়।
05:10 শুধু এই পয়েন্ট এখানে উপরে টানুন এবং আপনি কিছু উজ্জ্বল জিনিস পেতে পারেন।
05:17 আপনি Curves টুলের সাথে ততক্ষণ প্লে করতে পারেন যতক্ষণ ইমেজেস প্রাপ্ত না হয় যা অনেক বছর আগে থেকেই ফ্যাশনে রয়েছে।
05:28 reset বোতামে টিপে কার্ভ আবার শুরু করতে পারি এবং মূল কার্ভ পেতে পারি।
05:34 Curves টুলে কিছু অধিক বোতাম রয়েছে যেমন Linear Mode এবং Logarithmic Mode
05:42 Logarithmic মোডে আপনি ছোট ভ্যালু বাড়িয়ে পান।
05:49 এখানে Linear মোডে এই লাইনের লাইন থেকে দ্বিগুন ভ্যালু রয়েছে।
05:56 Logarithmic মোডে এই লাইন 1, এই 10, এই 100 এবং এই 1000 হতে পারে।
06:06 প্রতিটি ধাপ দশ গুন অধিক ভ্যালু দেয় এবং এর সাথে আপনি ছোট পিক্সেল দেখেন যা লিনিয়ার মোডে লুকিয়ে রয়েছে।
06:17 এটি এই কোনায় দেখেন, আপনি এটি বলতে পারেন না যে এখানে সেই পিক্সেল রয়েছে যার ভ্যালু 250 এর অধিক।
06:27 কিন্তু লগারিদমিকে, আপনি দেখতে পারেন যে ইমেজের সম্পূর্ণ রেঞ্জে আমাদের কাছে পিক্সেল্স রয়েছে।
06:40 তারপর এখানে Curve type নামক বোতাম রয়েছে, এখন পর্যন্ত আমি এখানে সেই টুল প্রয়োগ করেছি যেখানে কার্ভে বক্রতা পাই এবং আমি যখন কার্ভ টাইপ বদলাই আমি বাস্তবে কার্ভকে পেন্ট করতে পারি এবং কিছু মজার জিনিস পাই যা আমি এখন পর্যন্ত প্রয়োগ করিনি।
07:12 তারপর Save ডায়ালগ এবং Open ডায়ালগ বোতাম রয়েছে।
07:17 আপনি কার্ভে পরিবর্তন করলে এটি আগে ব্যবহার করতে এটি সংরক্ষণ করতে পারেন এবং প্রয়োজন হলে এটি রিকল করতে পারেন।
07:28 আমি একজনকে জানি যে বিয়েতে অনেক ফটো তোলে এবং তার কাছে একটি বিশেষ উজ্জ্বল শট কার্ভ রয়েছে যা সাদা ড্রেসে গঠন দিতে সাদাতে ভালোমত সমাযোজিত রয়েছে।
07:42 এই ইমেজে আমি কার্ভ টুল কিভাবে ব্যবহার করব।
07:47 আমি ইমেজের গাঢ় অংশ একটু বেশী গাঢ় করতে চাই।
07:52 আমি মাঝের অংশগুলি এইভাবেই রাখতে চাই এবং আমি উজ্জ্বল অংশ একটু বেশী উজ্জ্বল করতে চাই।
08:00 এটি করতে আমার মনে হয় যে আমি S কার্ভ ব্যবহার করব।
08:06 কার্ভের নীচের অংশ একটু নীচে টানি এবং আপনি দেখতে পারেন যে গাঢ় অংশ একটু বেশী গাঢ় হয়ে যায় এবং উজ্জ্বল অংশে গিয়ে কার্ভ একটু উপরে করি এবং উজ্জ্বল অংশ বেশী উজ্জ্বল বানাই।
08:25 অধিক উজ্জ্বলতার জন্য আপনি কার্ভকে একটু অধিক টানতে পারি।
08:39 আমি OK তে টিপলে কার্ভের ভ্যালু সংরক্ষণ হয়ে যায়।
08:44 এবং আমি যখন প্রক্রিয়া পুনরাবৃত্তি করি আপনি দেখেন যে হিস্টোগ্রাম বদলে গেছে।
08:52 এখানে বিনা পিক্সেলের মাঝে কোনো ভ্যালু নেই এবং আমি যখন লগারিদমিক মোডে টিপি সেখানেও আপনি দেখেন যে কিছু নির্দিষ্ট পিক্সেলের জন্য কোনো ভ্যালু নেই।
09:04 প্রতিবার আমি curves টুল ব্যবহার করলে আপনি ইমেজে কিছু পিক্সেল্স হারিয়ে ফেলেন।
09:12 তাই এটির বিপরীত করে কার্ভ অপারেশন আনডু করার চেষ্টা করবেন না অর্থাৎ এখানে কার্ভ উপরে করে এবং এখানে কার্ভ নীচে করে।
09:24 OK তে টিপুন এবং এখন আপনি দেখেন যে এটি আরো খারাপ হতে থাকে এবং এর পরিনামে আপনি ইমেজ কলর ব্যান্ডিং এর সাথে পান।
09:38 তাই শুধু একটি পরিবর্তন করতে কার্ভ টুল ব্যবহার করুন এটি সঠিকভাবে প্রয়োগ করুন না হলে ইমেজে পিক্সল হারিয়ে ফেলবেন এবং কলর ব্যান্ডিং যুক্ত ইমেজ পাবেন।
09:56 আমার মনে হয় এই টিউটোরিয়ালের জন্য এতটাই।
10:01 আমি আশা করি পরের টিউটোরিয়ালের জন্য এখানেই দেখা হবে।
10:08 কোনো মন্তব্য করতে চাইলে info@meetthegimp.org তে লিখুন এবং আমি আপনার থেকে শুনতে চাইবো তাই আমার ব্লগে কমেন্ট করুন।
10:23 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta