FrontAccounting/C2/Installation-of-FrontAccounting-on-Windows-OS/Bengali
From Script | Spoken-Tutorial
Time | Narration |
00:01 | Windows অপারেটিং সিস্টেমে FrontAccounting সংস্থাপনের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:08 | এখানে আমরা শিখব: |
00:10 | FrontAccounting সফ্টওয়্যার ডাউনলোড করা। |
00:14 | FrontAccounting এর জন্য ডেটাবেস বানানো। |
00:18 | এবং Windows OS এ FrontAccounting সফ্টওয়্যার সংস্থাপন করা। |
00:24 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি- |
00:27 | Windows 8 OS, XAMPP 5.6.24,
FrontAccounting 2.4.1, ফায়ারফক্স ওয়েব ব্রাউজার এবং একটি কার্যকর ইন্টারনেট সংযোগ। |
00:43 | এখন শুরু করি। |
00:44 | FrontAccounting চালাতে মেশিনে একটি ওয়েব সার্ভার, php এবং একটি ডেটাবেস প্রয়োজন। |
00:52 | আমরা ওয়েব সার্ভার হিসাবে Apache এবং ডেটাবেস হিসাবে MySQL ব্যবহার করব। |
00:59 | XAMPP প্যাকেজ সংস্থাপন করে, এগুলি সব একসাথে সংস্থাপিত হবে। |
01:05 | XAMPP প্যাকেজ সংস্থাপিত করতে, |
01:07 | এই ওয়েবসাইটে PHP & MySQL শৃঙ্খলার XAMPP ইনস্টলেশন টিউটোরিয়ালটি দেখুন। |
01:14 | সর্বশেষ সংস্করণটি সংস্থাপন করতে এই টিউটোরিয়ালে প্রদত্ত নির্দেশাবলী অনুসরণ করুন। |
01:20 | আমি ইতিমধ্যে আমার মেশিনে XAMPP সংস্থাপিত করেছি। |
01:24 | XAMPP খুলতে, কীবোর্ডে Windows কী ক্লিক করুন এবং XAMPP লিখুন। |
01:32 | সার্চ লিস্ট থেকে XAMPP Control Panel আইকনে ক্লিক করুন। |
01:37 | XAMPP Control Panel এ, নিশ্চিত করুন যে Apache এবং MySQL সার্ভিস চলছে। |
01:44 | না হলে, সংশ্লিষ্ট সার্ভিসে START বোতামে ক্লিক করে এই সার্ভিস শুরু করুন। |
01:52 | সার্ভিস বন্ধ করতে STOP বোতামে ক্লিক করতে হবে। |
01:57 | আপনি কিছু এরর ম্যাসেজ পেতে পারেন যেমন: |
02:00 | Apache shutdown unexpectedly বা |
02:04 | Port 80 in use for Apache Server বা |
02:09 | Unable to connect to any of the specified MySQL hosts for MySQL database. |
02:16 | এর কারণ হল Apache এবং MySQL এর জন্য বরাদ্দ ডিফল্ট পোর্ট অন্য সফটওয়্যার দ্বারা নেওয়া হয়। |
02:24 | Apache এর ডিফল্ট পোর্ট নম্বর 80 এবং MySQL এর 3306. |
02:32 | এই পোর্টগুলি বদলাতে, এই ওয়েবসাইটে PHP & MySQL শৃঙ্খলায় XAMPP ইনস্টলেশন টিউটোরিয়াল দেখুন। |
02:40 | এগোনোর আগে সঠিক পোর্ট সংখ্যা দিন। |
02:44 | ওয়েব সার্ভার চলমান কিনা তা যাচাই করুন। |
02:48 | এটি করতে, ওয়েব ব্রাউজার খুলুন এবং url এ localhost লিখুন। |
02:55 | আপনি পোর্ট সংখ্যা বদলে থাকলে লিখুন localhost:8080. |
03:02 | তারপর এন্টার কী টিপুন। |
03:05 | এটি আমাদের Xampp ওয়েলকাম পৃষ্ঠাতে নিয়ে যাবে। |
03:09 | এখন FrontAccounting এর জন্য ডেটাবেস বানাতে হবে। |
03:14 | আমরা phpmyadmin এর সাহায্যে এটি করতে পারি। |
03:18 | PhpMyAdmin খুলতে, ওয়েব ব্রাউজার এড্রেস বারে লিখুন: localhost/phpmyadmin |
03:28 | বা localhost:8080/phpmyadmin |
03:35 | এবং এন্টার টিপুন। |
03:38 | এটি phpMyAdmin পৃষ্ঠা খুলবে। |
03:42 | এখন ডেটাবেস বানাই। |
03:45 | phpmyadmin পৃষ্ঠার উপরে বামদিকে, Databases ট্যাবে ক্লিক করুন। |
03:51 | Create database সেকশনে, Database name হিসাবে frontacc লিখুন এবং Create এ ক্লিক করুন। |
04:00 | এটি frontacc নামে একটি ডেটাবেস বানাবে। |
04:06 | এখন FrontAccounting এর জন্য সংস্থাপন পদ্ধতি দেখবো। |
04:11 | একটি নতুন ওয়েব ব্রাউজার ট্যাব খুলুন এবং url লিখুন। |
04:26 | এবং এন্টার টিপুন। |
04:29 | এখানে FrontAccounting এর জন্য Download লিঙ্ক দেখতে পারি। |
04:34 | Download এ ক্লিক করুন। |
04:37 | অবিলম্বে, একটি ছোট ডায়লগ বাক্স খুলবে। |
04:41 | Save file বিকল্প এবং তারপর Ok বিকল্পে ক্লিক করুন। |
04:47 | FrontAccounting এর সর্বশেষ সংস্করণ ডাউনলোড হওয়া শুরু হবে। |
04:52 | একবার ডাউনলোড সম্পন্ন হলে আপনার ডাউনলোড করা ফোল্ডারটি খুলুন। |
04:59 | এখানে ডাউনলোড করা ফাইলটি রয়েছে। |
05:03 | ডান ক্লিক করুন এবং Extract All চয়ন করে তারপর Extract চয়ন করুন। |
05:10 | এক্সট্রাক্ট করা ফোল্ডার খুলুন। |
05:13 | এর ভিতরে, frontaccounting নামে একটি ফোল্ডার দেখি। |
05:18 | এর নাম account দিন। |
05:22 | এরপর Web Server's root ডাইরেক্টরীতে ফোল্ডার একাউন্ট পেস্ট করতে হবে। |
05:28 | রুট ডাইরেক্টরীর পাথ হল c:\xampp\htdocs. |
05:36 | ফোল্ডার একাউন্টে ডান ক্লিক করুন এবং Copy চয়ন করুন। |
05:40 | My Computer, C drive, xampp এবং htdocs এ যান। |
05:47 | তারপর ডান ক্লিক করে Paste চয়ন করুন। |
05:50 | এখন Web Server's root ফোল্ডারে account ফোল্ডার পেস্ট করা হয়েছে। |
05:55 | এখন FrontAccounting কনফিগার করা শুরু করি। |
05:58 | ওয়েব ব্রাউজার খুলুন এবং লিখুন: |
06:01 | localhost/account |
06:04 | বা localhost:8080/account, |
06:09 | আপনার পোর্ট কনফিগারেশনের উপর নির্ভর করে। |
06:12 | তারপর এন্টার টিপুন। |
06:14 | আমরা FrontAccounting ওয়েব পৃষ্ঠা দেখি। |
06:17 | এটি এও বলে যে Step 1: System Diagnostics. |
06:22 | এর মানে আমরা Comments হিসাবে OK সহ সফটওয়্যার প্যাকেজগুলি সফলভাবে সংস্থাপিত করেছি। |
06:30 | Continue বোতামে ক্লিক করুন। |
06:33 | Database server settings পৃষ্ঠায়, নিম্ন বিবরণ লিখুন- |
06:38 | Server host হিসাবে localhost, |
06:42 | Database Name হিসাবে frontacc, |
06:46 | Database user হিসাবে root. |
06:49 | পাসওয়ার্ডটি খালি ছেড়ে দিন কারণ ডিফল্টরূপে উইন্ডোতে XAMPP এর কোন পাসওয়ার্ড নেই। |
06:57 | তারপর Continue বোতামে ক্লিক করুন। |
07:00 | Company Settings পৃষ্ঠায়, নিম্ন লিখুন: |
07:04 | আমি CompanyName হিসাবে ST Co. Pvt. Ltd লিখবো। |
07:10 | Admin Password হিসাবে spoken. |
07:13 | আপনি পছন্দের যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। |
07:17 | আবার পাসওয়ার্ড লিখুন। |
07:19 | পাসওয়ার্ডটি মনে রাখুন। |
07:21 | এটি লগইন-পাসওয়ার্ড যা প্রতিবার লগইন করতে ব্যবহার করতে হবে। |
07:25 | আমরা Charts of Accounts এর জন্য দুটি বিকল্প দেখি। |
07:30 | আমি Standard new company American COA চয়ন করব। |
07:35 | Default Language হিসাবে English চয়ন করুন। |
07:38 | Install এ ক্লিক করুন। |
07:40 | সংস্থাপন সম্পন্ন করতে কিছু সময় লাগবে। |
07:44 | একবার সম্পন্ন হলে, আমরা একটি নতুন উইন্ডো দেখবো। |
07:48 | এটি বলে যে Frontaccounting ERP has been installed successfully. |
07:53 | Click here to start এ ক্লিক করুন। |
07:56 | এটি FrontAccounting লগইন পৃষ্ঠায় নিয়ে যাবে। |
08:00 | নিম্ন বিবরণ দিয়ে লগইন করুন- |
08:02 | Username হিসাবে admin, |
08:05 | password হিসাবে spoken |
08:08 | এবং তারপর Login এ ক্লিক করুন। |
08:11 | এখন, আমরা FrontAccounting অ্যাডমিন প্যানেলে রয়েছি। |
08:14 | এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। |
08:17 | সংক্ষিপ্তকরণ করি। |
08:20 | এখানে আমরা শিখেছি: |
08:23 | XAMPP সংস্থাপন করা। |
08:25 | FrontAccounting এর জন্য ডেটাবেস বানানো। |
08:28 | এবং Windows এ FrontAccounting সংস্থাপন করা। |
08:31 | এই ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
08:36 | এটি ডাউনলোড করে দেখুন। |
08:39 | আমরা কর্মশালার আয়োজন করি এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেই। |
08:45 | অধিক জানতে আমাদের ইমেল করুন। |
08:48 | স্পোকেন টিউটোরিয়াল ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। |
08:55 | এই মিশন সম্পর্কে অধিক তথ্য এই লিন্কে প্রাপ্তিসাদ্ধ। |
09:00 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। |
09:06 | আমাদের সাথে যোগাযোগের জন্য ধন্যবাদ। |