Filezilla/C2/File-Handling-and-Bookmarks/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00: 01 FileZilla তে File Handling এবং Bookmarks বিষয়ক কথ্য টিউটোরিয়ালে স্বাগতম।
00: 08 এই টিউটোরিয়ালে আমরা রিমোট মেশিনের ফাইলগুলো দেখতে, সম্পাদনা, পুনঃনামকরণ এবং মুছে ফেলতে এবং বুকমার্ক যোগ ও পরিচালনা করতে শিখব ।
00:22 এই টিউটোরিয়ালটি রেকর্ড করতে, আমি ব্যবহার করছি

উবুন্টু লিনাক্স OS - 14.04 ফাইলজিলা - 3.10.2 এবং একটি কর্জক্ষম ইন্টারনেট সংযোগ।

00:39 এই টিউটোরিয়ালটি অনুশীলন করার জন্য, আপনার যেকোনো একটি অপারেটিং সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
00: 46 লিনাক্স অপারেটিং সিস্টেম সম্পর্কে জানতে, এই ওয়েবসাইটে লিনাক্স স্পোকেন টিউটোরিয়াল গুলি দেখুন।
00:54 আসুন শুরু করি। আমি ইতিমধ্যেই ফাইলজিলা ইন্টারফেসে আছি।
01:00 অধিক বিশদে প্রবেশ না করে আমি আপনাকে দেখাব কিভাবে দূরবর্তী মেশিনে সংযুক্ত করা যায় ।
01:07 Quickconnect bar এর Quickconnect বোতামটি সনাক্ত করুন।
01: 12 এখন, পাশের ড্রপ-ডাউন তীরটি নির্বাচন করুন।
01:17 এটি দূরবর্তী মেশিনের একটি তালিকা প্রদর্শন করবে যা আগেরটির সাথে সংযুক্ত রয়েছে ।
01:23 আমরা শুধুমাত্র একটি মেশিনের সাথে যুক্ত রয়েছি এবং এটিই এখানে প্রদর্শিত হচ্ছে ।
01:31 রিমোট মেশিনের পাসওয়ার্ড প্রদান করুন এবং অনুরোধ করা হলে OK টিপুন।
01:37 যেহেতু আমি আগে এটি সংরক্ষণ করেছিলাম, এটি আমাকে এখানে করার অনুরোধ জানাচ্ছে না । আমরা এখন আমাদের দূরবর্তী মেশিন-এর সাথে সংযুক্ত ।
01:47 রিমোট মেশিনের SpokenTutorial ফোল্ডার' ব্রাউজ করুন, যা আমরা আগে তৈরি করেছি।
01: 54 এখন, আমার স্থানীয় মেশিন থেকে, আমি একটি ডকুমেন্ট আপলোড করবো। এটি ইতিমধ্যেই ব্যাখ্যা করা হয়েছে।
02:03 এখানে লক্ষ্য করুন-ডকুমেন্ট sample.odt দূরবর্তী মেশিনে আপলোড করা হয়েছে।
02:11 আমি এই ডকুমেন্টটির পুনরায় নামকরণ করতে চাই। এটি করার জন্য, ফাইলটিতে ডান-ক্লিক করুন এবং Rename ' বিকল্পটি নির্বাচন করুন।
02:20 ফাইলের নাম এখন সম্পাদনাযোগ্য।
02:24 আমি script.odt হিসাবে পুনরায় নাম দেবো এবং এন্টার কী টিপবো।
02:32 এখন ফাইল sample.odt কে script.odt হিসাবে পুনরায় নামকরণ করা হয়েছে।
02:41 একইভাবে, আমরা উভয় স্থানীয় এবং দূরবর্তী মেশিনে কোন ফাইল বা ফোল্ডার-এর নামকরণ করতে পারি ।
02:48 দূরবর্তী অবস্থান থেকে ফাইলগুলি দেখতে বা সম্পাদনা করা কি সম্ভব? হ্যাঁ, এটি সম্ভব!
02:56 আসুন কিভাবে তা করতে হবে দেখুন। script.odt ফাইলের উপর ডান-ক্লিক করুন ।
03:03 view/edit নির্বাচন করুন ।
03:06 ফাইল script.odt ডাউনলোড শুরু হয়েছে । এটা স্থানীয় মেশিনের অস্থায়ী ফোল্ডারে সংরক্ষিত হয়।
03:16 তারপর এটি তার ডিফল্ট অ্যাপ্লিকেশন-এ খোলে। যেহেতু আমি রাইটার ডকুমেন্ট ডাউনলোড করেছি, এটি LibreOffice Writer খুলবে ।
03:29 খোলা ডকুমেন্টে, প্রথম দুটি লাইন মুছে ফেলুন এবং Save ক্লিক করুন।
03:37 এখন রাইটার ডকুমেন্ট বন্ধ করুন।
03:40 অবিলম্বে, একটি পপআপ ডায়লগ বক্স খোলে।
03:45 এটি ফাইলের তথ্য সহ জানাচ্ছে “A file previously opened has been changed” । এটা আরো

বলছে “Upload this file back to server?

03:59 এবং একটি চেক বক্স আছে, “Finish editing and delete local file” । আমি চেক বক্সটি নির্বাচন করব এবং Yes ক্লিক করুন ।
04:10 এখন স্থানীয়ভাবে সম্পাদিত ফাইল রিমোট মেশিনে আপলোড করা হয়েছে ।
04:16 তাই দূরবর্তী মেশিনে ফাইলগুলি দেখা এবং সম্পাদনা করা বেশ সহজ। লক্ষ্য করুন:

ফাইলটি দেখা / সম্পাদনা করার জন্য প্রয়োজনীয় সফ্টওয়্যার আপনার স্থানীয় মেশিনে ইনস্টল থাকা আবশ্যক।

04:31 আমার ক্ষেত্রে, এটি হল LibreOffice Writer
04:36 file permissions সেট করতে, ফাইলটিতে ডান-ক্লিক করুন এবং File Permissions নির্বাচন করুন'।
04:44 Change file attributes ডায়ালগ বক্স খোলে।
04: 50 আপনার প্রয়োজন অনুযায়ী permissions পরিবর্তন করুন। permissions সম্পর্কে আরও জানতে, লিনাক্স সিরিজের File attributes টিউটোরিয়ালটি দেখুন ।
05:02 আমি permissions যেমন আছে তেমনই রাখব এবং OK ক্লিক করব ।
05:08 দূরবর্তী মেশিন থেকে একটি ফাইল মুছে ফেলার জন্য, ফাইলটিতে ডান-ক্লিক করুন এবং Delete 'নির্বাচন করুন।
05:15 Confirmation needed ডায়লগ বাক্স খোলে।
05:21 Yes ক্লিক করুন ।
05:23 এখন ফাইল script.odt দূরবর্তী মেশিন থেকে মুছে ফেলা হয়েছে । দয়া করে লক্ষ্য করুন: এই মুছে ফেলা হল

স্থায়ী।

05:35 ফাইল ট্রান্সফারের জন্য কি নির্দিষ্ট স্থানটি ব্রাউজ করতে হবে? না, আমরা অবস্থানগুলি বুকমার্ক করতে পারি এবং এটি সহজেই পরে অ্যাক্সেস করতে পারি ।
05:48 'বুকমার্কস যোগ করার আগে, আমাদের সাইট ম্যানেজার এ বর্তমান সংযোগটি কপি করতে হবে।
05:55 এটি করার জন্য, ফাইল মেনুতে ক্লিক করুন । “Copy current connection to Site manager” '।
06:04 Site Manager' উইন্ডো খুলবে।
06:07 বামদিকে, New site কে “my site” হিসাবে পুনরায় নামকরণ করুন ।
06:13 OK ক্লিক করুন।
06:16 এখন Main menu bar এ, Bookmarks নির্বাচন করুন '।
06:21 এটি ২টি বিকল্প দেখায় - Add bookmark এবং Manage bookmarks
06:29 Add bookmark নির্বাচন করুন
06:32 New bookmark ডায়ালগ বক্স খোলে ।
06:36 এটা দুটি ধরনের হয় -

'গ্লোবাল বুকমার্ক - এই বুকমার্ক সব সংযুক্ত মেশিনের জন্য । Site-specific bookmark - এটি নির্দিষ্ট দূরবর্তী মেশিনের জন্য কাজ করে ।

06:50 আমি “Site-specific bookmark” নির্বাচন করবো ।
06:54 Name ক্ষেত্রের মধ্যে, আমি টাইপ করব - Spoken
07:00 পরের অংশটি হল Paths । এটি স্থানীয় মেশিন এবং দূরবর্তী মেশিনের বর্তমান current path বা বর্তমান পথ প্রদর্শন করে।
07:09 যদি আপনি এটি পরিবর্তন করতে চান তবে ব্রাউজ' ক্লিক করুন। আমি শুধুমাত্র বর্তমান অবস্থানগুলি বুকমার্ক করতে চাই, তাই আমি করব না ।
07:19 OK ক্লিক করুন।
07:21 এখন এই অবস্থানগুলি বুকমার্ক করা আছে।
07:25 বুকমার্ক' গুলি পেতে,মেনুবার এ যান এবং Bookmarks নির্বাচন করুন ।
07:32 এখানে আপনি বুকমার্ক-গুলির ম্যান দেখতে পাবেন spoken, যা আমরা তৈরি করেছি।

এটি ক্লিক করুন

07:40 এখন আমরা স্বয়ংক্রিয়ভাবে বুকমার্ক করা অবস্থানের দিকে পুনঃনির্দেশিত হই।

আমরা এই টিউটোরিয়ালের শেষে এসে গেছি । সারসংক্ষেপ করা যাক ।

07: 49 আসুন সারসংক্ষেপ করা যাক । এই টিউটোরিয়ালে, আমরা শিখেছি - দূরবর্তী মেশিনের ফাইলগুলি দেখা, সম্পাদনা করা, পুনঃনামকরণ এবং মুছে ফেলা । বুকমার্ক যোগ এবং পরিচালনা করা ।
08: 06 এটি ডাউনলোড করুন এবং দেখুন।
08: 14 আমরা কর্মশালা পরিচালনা করি এবং যারা আমাদের অনলাইন পরীক্ষা পাস করে তাদের আমরা সার্টিফিকেট দিয়ে থাকি । আরো তথ্যের জন্য, আমাদের লিখুন ।
08: 26 এই স্পোকেন টিউটোরিয়াল সম্পর্কে আপনার কি কোন প্রশ্ন আছে?

দয়া করে এই সাইটটি দেখুন। সেই মিনিট এবং সেকেন্ডটি নির্বাচন করুন যেখানে আপনার প্রশ্ন আছে । আপনার প্রশ্ন সংক্ষিপ্তভাবে ব্যাখ্যা করুন । স্পোকেন টিউটোরিয়াল দলের কেউ সেগুলির উত্তর দেবে।

08: 34 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি NMEICT, MHRD, ভারত সরকার দ্বারা পরিচালিত হয়।

এই মিশনের উপর আরো তথ্য এই লিঙ্ক এ উপলব্ধ।

08: 48 আমি অন্তরা এই স্ক্রিপ্টটিঅনুবাদ এবং রেকর্ড করেছি । দেখার জন্য ধন্যবাদ ।

Contributors and Content Editors

Antarade