CellDesigner/C2/Installation-of-CellDesigner-on-Linux/Bengali
From Script | Spoken-Tutorial
| Time | Narration |
| 00:01 | Installation of CellDesigner on Linux OS এর এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
| 00:08 | এখানে আমরা শিখব: উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেমে CellDesigner 4.3 ডাউনলোড এবং সংস্থাপন করা |
| 00:18 | এবং CellDesigner এর ড্র এরিয়াতে Compartment বানানো। |
| 00:23 | এখানে আমি উবুন্টু অপারেটিং সিস্টেম 14.04, CellDesigner সংস্করণ 4.3, Java সংস্করণ 1.7 ব্যবহার করছি। |
| 00:35 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে, লিনাক্স অপারেটিং সিস্টেমের মৌলিক অপারেশন সম্পর্কে জানা উচিত। |
| 00:42 | না হলে, প্রাসঙ্গিক লিনাক্স টিউটোরিয়ালের জন্য, www.spoken-tutorial.org ওয়েবসাইটে যান। |
| 00:51 | CellDesigner সংস্থাপন করতে, ওয়েব ব্রাউজার খুলুন এবং দেখানো অনুযায়ী URL এ যান। |
| 01:00 | ডানদিকে স্থিত Download CellDesigner বোতামে ক্লিক করুন। |
| 01:07 | একটি নতুন ওয়েব-পৃষ্ঠা খোলে। |
| 01:09 | নীচে স্ক্রোল করুন এবং Download এ যান। |
| 01:13 | এটি Download for Linux 64 bit এবং Download for Linux 32 bit দেখায়। |
| 01:20 | এখন, মেশিনের OS type সম্পর্কিত বিবরণ সন্ধান করা দেখি। |
| 01:26 | তাই আপনার মেশিনের উপরে ডানদিকে স্থিত System Settings আইকনে ক্লিক করুন। |
| 01:34 | ক্লিক করার পর, System Settings পৃষ্ঠাটি খোলে। |
| 01:40 | প্যানেল System এ, Details আইকনে ডবল ক্লিক করুন। |
| 01:48 | এখানে Details একটি নতুন উইন্ডো খোলে। আপনার মেশিনের OS type যাচাই করুন যে এটি 64-বিট না 32-বিট। |
| 02:00 | এখানে 64 বিট মেশিন রয়েছে। এখন উইন্ডোটি বন্ধ করে ব্রাউজারে ফিরে যাবো। |
| 02:07 | আপনার 32 বিট মেশিন থাকলে 32 বিট সংস্করণ ডাউনলোড করুন। |
| 02:14 | আমি Download for Linux 64 bit লিঙ্কে ক্লিক করব। |
| 02:19 | অবিলম্বে, একটি নতুন উইন্ডো খোলে। |
| 02:22 | আমি নতুন ইউসার হওয়ায়, আমি First Time User বিকল্পে ক্লিক করব। |
| 02:26 | তারপর Continue তে ক্লিক করব। |
| 02:29 | এরপর আমাদের কিছু ব্যক্তিগত বিবরণ পূরণ করতে বলা হয়। |
| 02:33 | ভরার পরে, Download বোতামে ক্লিক করুন। |
| 02:37 | একটি ডায়ালগ বাক্স খোলে। এখানে Save File বোতামে ক্লিক করুন। |
| 02:44 | এটি ইন্টারনেট গতির উপর নির্ভর করে কিছু সময় নেবে। |
| 02:49 | ফাইল ডাউনলোড হয়ে গেলে, Ctrl + Alt + T কী একসাথে টিপে টার্মিনালে যান। |
| 02:58 | আমি ইতিমধ্যে ফাইলটি ডিফল্ট Download ফোল্ডারে ডাউনলোড করেছি। |
| 03:04 | তাই প্রথমে আমি সেই ফোল্ডারে যাবো। লিখুন cd space Downloads এবং এন্টার টিপুন। |
| 03:15 | লিখুন ls এবং এন্টার টিপুন। |
| 03:20 | এখানে সেই ফাইল রয়েছে যা আমরা ডাউনলোড করেছি। |
| 03:25 | আপনি 32 বিট ইনস্টলার ডাউনলোড করে থাকলে ফাইলের নাম 64 এর বদলে 32 হবে। |
| 03:32 | এখানে থেকে টার্মিনাল কমান্ডে 32 bit installer ফাইলের নাম ব্যবহার করা মনে রাখুন। |
| 03:39 | এখন, ফাইলের অনুমতি বদলে যাবে। |
| 03:43 | তাই লিখুন: sudo space chmod space 777 space hyphen capital R space CellDesigner hyphen 4.3 hyphen linux hyphen x64 hyphen installer.run |
| 04:08 | এবং Enter টিপুন। |
| 04:12 | অনুরোধ করলে admin পাসওয়ার্ড লিখুন এবং Enter টিপুন। |
| 04:19 | এখন dot forward slash CellDesigner hyphen 4.3 hyphen linux hyphen x64 hyphen installer.run লিখে ফাইল রান করব এবং এন্টার টিপব। |
| 04:39 | Setup wizard ডায়লগ বাক্স খোলে। |
| 04:43 | Next বোতামে ক্লিক করুন। |
| 04:47 | I accept the agreement বিকল্পে ক্লিক করুন এবং তারপর Next এ ক্লিক করুন। |
| 04:54 | Installation Directory ডায়ালগ সেই ডাইরেক্টরীতে দেখায় যেখানে CellDesigner সংস্থাপিত হবে। |
| 05:00 | এটি /home/<your username>/CellDesigner4.3 হিসাবে দেখায়, এখন Next এ ক্লিক করুন। |
| 05:10 | এটি Ready to Install দেখায়। আবার, Next এ ক্লিক করুন। |
| 05:17 | সংস্থাপন শুরু হবে। |
| 05:20 | সমাপ্ত হলে, View Readme File আনচেক করুন এবং Finish বোতামে ক্লিক করুন। |
| 05:29 | এখন Ctrl + Alt + T কী একসাথে টিপে নতুন টার্মিনাল খুলুন। |
| 05:34 | লিখুন ls এবং এন্টার টিপুন। |
| 05:39 | আমরা এখানে runCellDesigner4.3 ফাইল দেখতে পারি। |
| 05:44 | CellDesigner খুলতে এই ফাইলটি এক্সিকিউট করতে হবে। |
| 05:48 | তাই লিখুন dot forward slash runCellDesigner4.3 এবং Enter টিপুন। |
| 06:00 | এখন Linux মেশিনে CellDesigner উইন্ডো খুলে গেছে। |
| 06:05 | লক্ষ্য করুন Main menu বার স্পষ্টভাবে দেখতে পারছি না। এটি দৃশ্যমান করতে, আমাদের system settings বদলাতে হবে। |
| 06:15 | মেশিনের উপরে ডানদিকে স্থিত System Settings আইকনে ক্লিক করুন। |
| 06:23 | ক্লিক করলে, System Settings পৃষ্ঠা খোলে। |
| 06:28 | Personal প্যানেলে, Appearance এ ডবল ক্লিক করুন। |
| 06:34 | Appearance নামে একটি উইন্ডো খোলে। |
| 06:38 | Look ট্যাবে, Theme এ যান। |
| 06:43 | Theme বাক্সে ড্রপ-ডাউন মেনু থেকে, Radiance চয়ন করুন এবং উইন্ডোটি বন্ধ করুন। |
| 06:53 | লক্ষ্য করুন যে এখন Main menu বার স্পষ্টরূপে দৃশ্যমান। এখন এগোই। |
| 07:01 | নতুন ডকুমেন্ট খুলতে, File এ এবং তারপর New তে ক্লিক করুন। |
| 07:07 | বিকল্পরূপে, মেনুবারে New আইকনে ক্লিক করুন বা Ctrl + N কী টিপুন। |
| 07:16 | New Document নামে একটি ডায়ালগ বাক্স স্ক্রীনে দেখায়, যাতে আমাদের ফাইলের নাম লিখতে হবে। |
| 07:23 | ফাইলের নাম হিসাবে Create and Edit লিখুন। |
| 07:30 | Width কে 900 এবং Height কে 800 এ সেট করুন। |
| 07:36 | নীচে OK বোতামে লিক করুন। |
| 07:40 | একটি তথ্য বাক্স খোলে। |
| 07:43 | আমাদের দেওয়া নামের সকল স্পেস underscore এ বদলে যায়। |
| 07:48 | তাই আমাদের ফাইলের প্রকৃত নাম Create underscore and underscore Edit হবে। Ok তে ক্লিক করুন এবং এগিয়ে যান। |
| 07:58 | কেন্দ্রের সাদা অংশকে আমরা ড্র এরিয়া বলি। |
| 08:02 | আমরা আসন্ন টিউটোরিয়ালে মেনু বার, টুলবার এবং বিভিন্ন প্যানেল সম্পর্কে বিস্তারে শিখব। |
| 08:09 | টুলবার থেকে অন্য আইকন চয়ন করার আগে, Select Mode আইকনে ক্লিক করুন। |
| 08:16 | এটি একটি সিলেকশন টুল হিসাবে কাজ করে. এই সিলেকশন টুলে, আমরা ড্র এরিয়াতে কম্পোনেন্ট চয়ন, আঁকা এবং সরাতে পারি। |
| 08:25 | কম্পোনেন্ট আঁকার আগে, নিশ্চিত করব যে CellDesigner উইন্ডোতে Grid Snap এবং Grid Visible সক্ষম রয়েছে। |
| 08:35 | তাই মেন মেনু বারে Edit এ ক্লিক করুন। |
| 08:39 | নীচে স্ক্রোল করুন এবং Grid Snap এ ক্লিক করুন। |
| 08:43 | তারপর, Edit এ ফিরে যান এবং Grid Visible এ ক্লিক করুন। |
| 08:49 | Grid ড্র এরিয়াতে কম্পোনেন্ট আরো ভালোভাবে যুক্ত করতে সক্ষম করে। |
| 08:54 | এখন List এবং Notes এরিয়ার স্থান বদলাই। |
| 08:59 | আমরা আগের টিউটোরিয়ালে List এরিয়া, Notes এরিয়া এবং Draw এরিয়া সম্পর্কে শিখেছি। |
| 09:06 | আপনি না জানলে এই শৃঙ্খলার পূর্ববর্তী টিউটোরিয়ালগুলি দেখুন। |
| 09:12 | এগিয়ে যান এবং List এরিয়ার স্থান বদলান। |
| 09:15 | View বিকল্পে যান, List এ ক্লিক করুন এবং Right বিকল্প চয়ন করুন। |
| 09:24 | এটি ড্র এরিয়ার ডানদিকে List বদলায়। |
| 09:30 | বর্ডার লাইন ড্রেগ করে এরিয়ার আকার বদলানো যেতে পারে। |
| 09:35 | আমি কার্সার বর্ডার লাইনে রাখব। |
| 09:38 | আপনি একটি ডাবল হেডেড অ্যারো দেখেন। ড্র এরিয়া বাড়াতে বা কমাতে এটি ড্রেগ করুন। |
| 09:45 | এখন আমরা ড্র এরিয়াতে কাজ করতে এগিয়ে যাবো। |
| 09:49 | তার আগে, CellDesigner উইন্ডোতে সকল আইকন দেখতে সক্ষম হতে হবে। |
| 09:55 | তাই, মেন মেনু বারে View তে যান। |
| 10:00 | Change Toolbar Visible এ ক্লিক করুন এবং Show All বিকল্প চয়ন করুন। |
| 10:09 | আপনি CellDesigner উইন্ডোতে সকল আইকন দেখতে সক্ষম। এগিয়ে যাই। |
| 10:17 | সেল বা ঘূর্ণায়মান কম্পোনেন্ট প্রদর্শন করতে, টুলবার থেকে Square আইকন ব্যবহার করব। তাই প্রথমে এতে ক্লিক করুন। |
| 10:28 | তারপর ড্র এরিয়াতে ক্লিক করুন এবং মাউস বোতাম না ছেড়ে বর্গক্ষেত্র আঁকতে ড্রেগ করুন। এখন মাউস বোতাম ছেড়ে দিন। |
| 10:38 | এখন খোলা Property of Compartment ডায়লগ বাক্সে, নাম এ Cell উল্লেখ করুন এবং Size কে 1.0 সেট করুন এবং Ok তে ক্লিক করুন। |
| 10:52 | এই নাম কম্পার্টমেন্টের নীচের অংশে দেখায়। |
| 10:57 | এছাড়া কম্পার্টমেন্টের নামের স্থানও বদলানো যেতে পারে। |
| 11:01 | এটি করতে, কম্পার্টমেন্টের নাম চয়ন করুন, যা হল সেল। |
| 11:07 | এখন, এটি ড্রেগ করে ড্রপ করুন যেখানে আপনি এটি রাখতে চান। |
| 11:14 | এখন File এ এবং তারপর Save As বিকল্পে ক্লিক করে ফাইলটি সংরক্ষণ করুন। |
| 11:22 | এখন সেই ফোল্ডারটি চয়ন করুন যেখানে আপনার ফাইল সংরক্ষণ করতে চান। |
| 11:26 | আমি এটি Desktop এ সংরক্ষণ করতে চাই। |
| 11:28 | তাই আমি সংরক্ষণের ফোল্ডার হিসাবে Desktop এ ডবল ক্লিক করব। |
| 11:34 | তারপর নীচের ডানদিকে OK বোতামে ক্লিক করুন। |
| 11:38 | আবার, নীচে ডানদিকে OK বোতামে ক্লিক করুন। আমাদের ফাইল সংরক্ষিত হয়েছে। |
| 11:46 | CellDesigner বন্ধ করতে, File এবং তারপর Exit এ ক্লিক করুন। |
| 11:52 | এখন সেই ফোল্ডারে যাই যেখানে ফাইল সংরক্ষণ করেছি। তাই, Desktop এ যাবো। এখানে আমার ফাইল রয়েছে। |
| 12:00 | লক্ষ্য করুন ফাইলটি .xml ফরম্যাটে সংরক্ষণ হয়েছে। এটি ডিফল্ট CellDesigner ফাইল ফরম্যাট। |
| 12:08 | উল্লেখ্য যে এই ফাইল শুধুমাত্র CellDesigner এ খোলা যাবে। |
| 12:12 | সংক্ষিপ্তকরন করি, এখানে আমরা শিখেছি: |
| 12:17 | উবুন্টু লিনাক্স OS এ CellDesigner সংস্করণ 4.3 ডাউনলোড এবং সংস্থাপন করা, CellDesigner এ একটি Compartment বানানো। |
| 12:27 | নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়। এটি ডাউনলোড করে দেখুন। |
| 12:35 | স্পোকেন টিউটোরিয়াল দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। আরো জানতে আমাদের লিখুন। |
| 12:45 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা পরিচালিত। এই মিশন সম্পর্কে অধিক তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
| 12:57 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্যে ধন্যবাদ। |