Avogadro/C2/Edit-molecules/Bengali

From Script | Spoken-Tutorial
Jump to: navigation, search
Time Narration
00: 01 নমস্কার । Edit molecules. টিউটোরিয়ালটিতে সবাইকে স্বাগত।
00:08 এই টিউটোরিয়ালে, আমরা শিখব- পরমাণু যোগ এবং মুছে ফেলা
00:14 বন্ড যোগ এবং মুছে ফেলা
00:16 বন্ড ঘোরানো
00:18 বন্ডের দৈর্ঘ্য পরিবর্তন
00:20 হাইড্রোজেনকে মিথাইল গ্রুপ-এ পরিবর্তন করা
00:23 কাঠামো কপি, পেস্ট এবং একসাথে যোগ দিন।
00: 27 এখানে আমি ব্যবহার করছি

উবুন্টু লিনাক্স OS সংস্করণ।14.04 Avogadro সংস্করণ 1.1.1

00:37 এই টিউটোরিয়ালটি অনুসরণ করতে, আপনার : Avogadro ইন্টারফেস-এর সাথে পরিচিত হওয়া উচিত।
00:43 যদি না হয়, তবে প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইটটি দেখুন।
00:49 এখানে আমি টার্মিনাল ব্যবহার করে Avogadro কীভাবে খুলতে হয় তা দেখাবো।
00:55 টার্মিনালটি খুলতে 'CTRL, ALT' 'এবং' T কীগুলি একসাথে টিপুন ।
01:03 প্রম্পটে Avogadro টাইপ করুন এবং এন্টার টিপুন।
01:08 Avogadro অ্যাপ্লিকেশন উইন্ডো খুলেছে ।
01:12 প্রদর্শনের জন্য, আমি ফ্র্যাগমেন্ট লাইব্রেরি থেকে n-butaneএর অণু দেখবো।
01:19 বিল্ড মেনুতে ক্লিক করুন। Insert->Fragmentএ নেভিগেট করুন
01:25 Insert fragment ডায়ালগ বক্স প্রদর্শিত হচ্ছে ।
01:29 ফ্রাগমেন্ট-গুলির তালিকা থেকে, খুলতে alkanesফোল্ডারে ডবল ক্লিক করুন।
01:35 প্রদর্শিত ড্রপ ডাউন থেকে butane.cml নির্বাচন করুন।
01:41 Insert বোতামটি ক্লিক করুন। এক্স এ ক্লিক করে Insert Fragment ডায়লগ বাক্সটি বন্ধ করুন।
01:49 প্যানেল এ, Butane 'অণুটি নীল রঙে হাইলাইট করা হয়েছে ।
01:54 হাইলাইটটি মুছে ফেলার জন্য, একসাথে Ctrl, Shift এবং A কী টিপুন।
02:02 সঠিক alignment পেতে ন্যাভিগেশন টুল ব্যবহার করে কাঠামোটি ঘোরান।
02: 09 আমরা এখন অণুতে পরমাণুগুলি কীভাবে যোগ করা যায়, তা শিখব।
02:14 টুল বারে ড্র টুল আইকনে ক্লিক করুন।
02:18 কার্বন এটম-এ ক্লিক করুন এবং প্যানেল-এ টানুন।
02:23 প্রয়োজনীয় হাইড্রোজেনগুলি দিয়ে একটি কার্বন পরমাণু যোগ হয়েছে ।
02:27 আমরা এখন এই প্যানেল-এ pentane এর একটি অণু পেয়েছি।
02:32 * একইভাবে, আপনি alkanes-এর একটি সারি তৈরি করতে ড্র টুল ব্যবহার করে পরমাণু যোগ করতে পারেন।
02:39 একটি নতুন উইন্ডো খুলুন । ড্র 'টুল ব্যবহার করে প্রোপেন আঁকুন ।
02:45 ইথেন এর একটি অণু পেতে হাইড্রোজেন দিয়ে শেষ কার্বন পরমাণু মুছে ফেলি।..
02:52 পরমাণুগুলি মুছে ফেলার জন্য, টুল বারের Selection Tool আইকনে ক্লিক করুন।
02:57 নির্বাচনের জন্য শেষ কার্বন পরমাণুতে ক্লিক করুন এবং টানুন।
03:02 নির্বাচিত পরমাণুটি নীল রঙে দেখা যাচ্ছে ।
03:06 মুছে ফেলার জন্য ব্যাকস্পেস টিপুন । বিকল্পভাবে আপনি Edit মেনুর clear বিকল্প ব্যবহার করতে পারেন।
03:14 পুনরায় করতে Ctrl এবং Z কী একসাথে টিপুন।
03:20 আমরা একটি অণুর মধ্যে বন্ড যোগ এবং মুছে দেওয়া প্রদর্শন করব।
03:26 বন্ডগুলি যোগ করতে টুলবারে ড্র টুল আইকন নির্বাচন করুন।
03:31 Draw Settings মেনু বাম দিকে খুলেছে ।
03:35 ডিফল্টভাবে এলিমেন্ট ড্রপ ডাউন তালিকায় 'কার্বন নির্বাচিত থাকে ।
03:40 একটি ডাবল বন্ড আনতে বন্ড অর্ডার ড্রপ ডাউন থেকে ডাবল নির্বাচন করুন।
03:46 C-1 এবং C-2 এর মধ্যে বন্ধনটি-তে ক্লিক করে ডাবল বন্ড-এ রূপান্তর করুন।
03:52 একটি ডবল বন্ড-কে ট্রিপল বন্ড-এ রূপান্তর করতে, বন্ড অর্ডার থেকে ট্রিপল নির্বাচন করুন।

বন্ড-এ ক্লিক করুন

03:59 বন্ড মুছে ফেলার জন্য, ডান মাউস বোতামটি ধরে রাখুন এবং বন্ডগুলিতে ক্লিক করুন।
04:04 এর ফলে দুটি ভিন্ন অণু তৈরী হয়
04:08 চলুন অণুগুলি পুনরায় যোগ দেওয়া যাক
04:11 এক অণুর কার্বন-এ ক্লিক করুন, টানুন এবং অন্যান্য অণুর কার্বন ক্লিক করুন।
04:18 আমরা বন্ড সেন্ট্রিক ম্যানিপুলেশন টুল ব্যবহার করে বন্ডগুলি ঘোরানো এবং বন্ডের দৈর্ঘ্য পরিবর্তন করতে পারি।
04:24 টুল বারের বন্ড সেন্ট্রিক ম্যানিপুলেশন টুলএ ক্লিক করুন।
04:29 বন্ড সেন্ট্রিক ম্যানিপুলট সেটিংস মেনু বামদিকে খোলে।
04:34 ডিফল্টরূপে, Show Angles এবং Snap-to Bonds চেক করা হয়।
04:39 স্ন্যাপ-টু থ্রেশহোল্ড '10 0' </ sup> (10 ডিগ্রি) তে সেট করা থাকে ।
04:43 ব্যবহারকারীরা প্রয়োজন অনুযায়ী পছন্দমত সেটিংস করতে পারেন।
04:49 কোণ প্রদর্শন করতে, দুটি পরমাণুর মধ্যের বন্ডের উপর ক্লিক করুন।
04:55 আমাদের বন্ড ঘূর্ণন প্লেন স্থির করা প্রয়োজন।
04: 59 আপনি যে তল-টি চান তা ঠিক করার জন্য, বন্ডটিতে ক্লিক করুন এবং উপরে বা নীচের দিকে সরান
05:05 পরমাণুর মধ্যের তলটি নীল বা হলুদ রঙে প্রদর্শিত হয়।
05:11 ঘোরানোর জন্য, একটি পরমাণুতে ক্লিক করুন এবং সরান।
05:16 পরমাণু বরাবর সংযুক্ত বন্ডগুলি একটি নির্দিষ্ট তলে ঘোরে ।
05:21 বন্ড-এর দৈর্ঘ্য পরিবর্তন করতে ডান মাউস বোতামটি ধরে রাখুন এবং টানুন।
05:27 এখন আমরা দেখাব কিভাবে হাইড্রোজেনগুলি-কে মিথাইল গ্রুপগুলিতে পরিবর্তন করা যায়।
05:32 বিল্ড মেনুতে ক্লিক করুন এবং Change H To Methyl ক্লিক করুন।
05:38 সব হাইড্রোজেন এখন মিথাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে গেছে ।
05:43 পরিবর্তনগুলি থেকে পূর্বাবস্থায় ফেরানোর জন্য একসঙ্গে CTRL এবং Z কী টিপুন।
05: 49 আমরা একটি বিশেষ হাইড্রোজেন পরমাণুও নির্বাচন করতে পারি এবং সেটিকে মিথাইল গ্রুপে পরিবর্তন করতে পারি।
05: 55 টুল বারে সিলেকশন টুল আইকনে ক্লিক করুন
05:59 নির্বাচন করার জন্য শেষ কার্বন পরমাণুর সাথে যুক্ত hydrogen-এ ক্লিক করুন ।
06:04 বিল্ড মেনুতে যান এবং Change H to Methyl.এ ক্লিক করুন ।
06:10 নির্বাচিত হাইড্রোজেন মিথাইল' গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়।
06:15 নির্বাচন সরাতে , Ctrl, Shift এবং A কীগুলি একযোগে চাপুন
06:22` আসুন দেখি কিভাবে কোনো কাঠামো কপি, পেস্ট এবং যোগ করতে হয়।
06:28 একটি নতুন উইন্ডো খুলতে ফাইল -> New এ ক্লিক করুন।
06:33 আমরা মল্টোজ অণু তৈরি করতে শিখব।
06:37 মল্টোজ দুটি গ্লুকোজ অণু নিয়ে তৈরী ।
06:41 গ্লুকোজ অণু যোগ করার জন্য, বিল্ড মেনুতে ক্লিক করুন।
06:46 নীচে স্ক্রল করুন এবং Insert -> Fragment এ ক্লিক করুন
06:51 Insert -> Fragment ডায়ালগ বক্স প্রদর্শিত হচ্ছে ।
06:55 তালিকাটি নীচে স্ক্রল করুন এবং' Cyclic sugar' ফোল্ডারগুলিতে ক্লিক করুন।
07:01 একটি উপ মেনু প্রদর্শিত হয় ।
07:04 নিচের দিকে যান এবং beta-d-glucopyranose.cml নির্বাচন করুন।
07:10 Insert বোতামে ক্লিক করুন। ডায়ালগ বাক্সটি বন্ধ করুন।
07:16 beta-D-glucopyranose.cml নীল রঙে হাইলাইট হয়ে প্যানেলে প্রদর্শিত হয়।
07:24 একটি হাত টুল ব্যবহার করে এটিকে কেন্দ্রে নিয়ে আসুন ।
07:28 আসুন আরেকটি গ্লুকোজ অণু কপি এবং পেস্ট করা যাক ।
07:33 মেনু বারে Edit মেনুতে ক্লিক করুন।
07:36 এবং Copy তে ক্লিক করুন। আবার edit মেনুটি নিচে স্ক্রোল করুন এবং তারপর পেস্ট ' এ ক্লিক করুন।
07:44 মনে রাখবেন, কপি, পেস্ট অপারেশন সময়, এক মুহূর্ত-এর জন্য উইন্ডো আবছা হয়ে যায় এবং তারপর পুনরাবস্থায় ফিরে আসে ।
07:51 নতুন অণুটি কপি হয়ে,প্যানেলের বিদ্যমান অণুর উপরেই পেস্ট হয়ে যায় ।
07:58 কার্সার একটি হাত টুল-এ পরিবর্তন হয়ে যায় ।
08:01 মূল অণুটির থেকে কপি করা অণুটিকে সরান।
08:06 এখন প্যানেলে আমাদের দুটি পৃথক অণু আছে
08:10 নির্বাচন করতে, Ctrl + Shift এবং A তিনটি একসাথে টিপুন।
08:17 আসুন আমরা অণুগুলিকে লেবেল করি। লেবেল করা সমস্ত পরমাণুর অবস্থান চিহ্নিত করতে সাহায্য করে।
08:25 লেবেল করতে, Display Types ড্রপ ডাউন' থেকে লেবেল চেক বক্সে ক্লিক করুন।
08:32 মল্টোজ পেতে আমাদের জল অণু মুছে ফেলতে হবে।
08:37 প্রথম অনুর C-1-এর OH গ্রুপ এবং দ্বিতীয় অণুর C -9 এর হাইড্রোজেন মুছুন।
08:46 ড্র টুল সেটিংস-এ কার্বন নির্বাচন করুন।
08:50 বন্ড অর্ডার হিসাবে Single নির্বাচন করুন
08:54 Adjust Hydrogens চেক বাক্স অনির্বাচন করুন ।
08:58 'অক্সিজেন পরমাণুর` মাধ্যমে, প্রথম অণুর C-1 এবং দ্বিতীয় অণুর C-9 যোগ করার জন্য ক্লিক করুন এবং টেনে আনুন।
09:07 আমাদের জ্যামিতি অপ্টিমাইজ করা প্রয়োজন।
09:11 অটো অপ্টিমাইজেশান টুল নির্বাচন করুন
09:15 অটো অপ্টিমাইজেশান সেটিংস মেনু বাম দিকে প্রদর্শিত হয় ।
09:20 MMFF94 ফোর্স ফিল্ড নির্বাচন করুন এবং স্টার্ট এ ক্লিক করুন।
09:27 অপ্টিমাইজেশান সম্পূর্ণ করতে কয়েক সেকেন্ড লাগতে পারে। আপনি এখন লেবেলগুলি সরাতে পারেন
09:35 আমাদের এখন প্যানেলে মল্টোজ এর একটি অপটিমাইজড কাঠামো আছে।
09:40 আসুন সংক্ষিপ্ত বিবরণ দেখা যাক । এই টিউটোরিয়ালে আমরা শিখেছি: পরমাণু যোগ এবং মুছে ফেলা
09:47 বন্ড যোগ এবং মুছে ফেলা
09:50 বন্ড ঘোরানো
09:52 বন্ডের দৈর্ঘ্য পরিবর্তন করা
09:54 হাইড্রোজেনকে মিথাইল গ্রূপ-এ পরিবর্তন করা
09:56 কাঠামো কপি, পেস্ট এবং সংযুক্ত করা ।
10:00 একটি অনুশীলনী হিসাবে, ড্র টুল ব্যবহার করে একটি বুটেন অণু তৈরি করুন
10:06 সেটিকে 2,3 dimethyl Butane-এ রূপান্তর করুন
10:10 বন্ডগুলি ঘোরান এবং বন্ড-এর দৈর্ঘ্য পরিবর্তন করুন ।
10:14 একটি সেলুলোজ অনু তৈরী করুন (ইঙ্গিত: ডি-গ্লুকোজ মোনোমার fragment library তে উপলব্ধ থাকে )
10:22 UFF বল ক্ষেত্র ব্যবহার করে জ্যামিতি optimize করুন ।
10:27 এই ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়, যদি আপনার ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি এটি ডাউনলোড করে দেখুন।
10:36 আমরা কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালা পরিচালনা করি এবং সার্টিফিকেট দিয়ে থাকি । আমাদের সাথে যোগাযোগ করুন ।
10:44 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা পরিচালিত হয়।
10:52 অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছেন ।

যোগদান করার জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Antarade