Geogebra/C3/Theorems-on-Chords-and-Arcs/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 12:56, 14 February 2014 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Visual Cue Narration
00.01 নমস্কার, জীয়োজেব্রাতে জ্যা এবং চাপ এর উপপাদ্যের এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00.08 এই টিউটোরিয়ালের শেষে,
00.10 আপনি উপপাদ্য যাচাই করা শিখবেন
  • বৃত্তের জ্যা,
  • বৃত্তের চাপ।
00.19 আমরা ধরে নেই যে, আপনার জীয়োজেব্রা সম্পর্কে মৌলিক জ্ঞান আছে।
00.23 যদি না হয়, প্রাসঙ্গিক টিউটোরিয়ালের জন্য আমাদের ওয়েবসাইট http://spoken-tutorial.org পরিদর্শন করুন।
00.30 এই টিউটোরিয়ালটি রেকর্ড করার জন্যে,
00.33 আমি লিনাক্স অপারেটিং সিস্টেমের উবুন্টু সংস্করণ 11.10, জীয়োজেব্রা সংস্করণ 3.2.47.0 ব্যবহার করছি।
00.43 আমরা নিম্নলিখিত জীয়োজেব্রা সরঞ্জামগুলি ব্যবহার করব।
00.47 * Circle with Center and Radius
00.50 * Circular Sector with Center between Two Points
00.53 * Circular Arc with Center between Two points
00.56 * Midpoint এবং
  • Perpendicular line
01.00 নতুন জীয়োজেব্রা উইন্ডো খুলুন।
01.02 Dash home এবং Media Apps-এর উপর টিপুন।
01.07 Type-এর মধ্যে, Education এবং Geogebra চয়ন করুন।
01.15 একটি উপপাদ্য সংজ্ঞায়িত করি।
01.18 বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব জ্যা দ্বিখণ্ডিত করে।
01.23 বৃত্তের কেন্দ্র A থেকে জ্যা BC এর লম্ব এটিকে দ্বিখণ্ডিত করে।
01.32 এখন উপপাদ্য যাচাই করি।
01.37 এই টিউটোরিয়ালের জন্য আমি "Axes" -এর পরিবর্তে "Grid" বিন্যাস (লেআউট) ব্যবহার করব।
01.42 অঙ্কন প্যাডে রাইট ক্লিক করুন।
01.44 'Graphic view' তে
01.45 'Axes' আনচেক করে
01.47 'Grid' নির্বাচন করুন।
01.52 প্রথমে একটি বৃত্ত আঁকি।
01.54 টুলবার থেকে “Circle with Center and Radius” টুল নির্বাচন করুন।
01.58 অঙ্কন প্যাডে বিন্দু 'A' চিহ্নিত করুন।
02.01 একটি ডায়লগ বাক্স প্রর্দশিত হবে।
02.03 ব্যাসার্ধের জন্য মান '3' লিখুন,
02.06 OK টিপুন।
02.07 কেন্দ্র 'A' এবং ব্যাসার্ধ '3' সেমি-এর সঙ্গে একটি বৃত্ত আঁকা হয়ে গেছে।
02.14 এখন বিন্দু 'A' সরাই এবং বৃত্তের গতিবিধি দেখি।
02.19 “Segment between two points” টুল নির্বাচন করুন।
02.22 বিন্দু 'B' এবং 'C' বৃত্তের পরিধির উপর চিহ্নিত করুন।
02.27 একটি জ্যা 'BC' টানা হয়েছে।
02.30 এখন 'BC' জ্যা এর উপর একটি উল্লম্ব রেখা আঁকি যা বিন্দু 'A' এর মধ্যে দিয়ে যায়।
02.36 টুলবার থেকে "Perpendicular line" এ টিপুন।
02.39 জ্যা 'BC', এবং বিন্দু 'A' তে টিপুন।
02.45 এখন বিন্দু 'B' সরাই এবং দেখি কিভাবে উল্লম্ব রেখা বিন্দু 'B' এর সাথে বদলায়।
02.52 উল্লম্ব রেখা এবং জ্যা 'BC' একটি বিন্দুতে ছেদ করে।
02.57 “Intersect Two objects” টুলে টিপুন।
02.59 ছেদ বিন্দু 'D' হিসাবে চিহ্নিত করুন।
03.04 যাচাই করুন যে D জ্যা BC এর মধ্যবিন্দু কিনা।
03.09 "Distance" টুলে টিপুন।
03.12 বিন্দু 'B' 'D' ...'D' 'C' ... তে টিপুন।
03.19 লক্ষ্য করুন যে 'BD' এবং 'DC' এর দূরত্ব সমান।
03.24 এর অর্থ 'D' হল জ্যা 'BC' এর মধ্যবিন্দু।
03.29 কোণ 'CDA' পরিমাপ করি।
03.33 Angle tool এ টিপুন।
03.36 বিন্দু 'C','D', 'A' তে টিপুন।
03.42 কোণ 'CDA' হল '90^0'.
03.46 উপপাদ্য যাচাই করা হয়েছে।
03.50 এখন বিন্দু 'C' সরাই,
03.52 এবং দেখি বিন্দু 'C' এর সাথে দূরত্ব কিভাবে বদলায়।
04.03 এখন ফাইলটি সংরক্ষণ করি।
04.05 File”>> "Save As" এ টিপুন।
04.08 আমি ফাইলের নাম "circle-chord" লিখব এবং “Save” এ টিপব।
04.21 এখন পরবর্তী উপপাদ্য এ যাই।
04.28 একই চাপ দ্বারা সম্মুখিত অন্তর্লিখিত কোণের মান একই।
04.34 একই চাপ BC দ্বারা সম্মুখিত অন্তর্লিখিত কোণ BDC এবং BEC এর মান একই।
04.44 এখন উপপাদ্য যাচাই করা যাক।
04.54 একটি নতুন জীয়োজেব্রা উইন্ডো খুলি।
04.51 “File” >> "New" তে টিপুন।
04.55 একটি বৃত্ত আঁকা যাক।
04.57 টুলবার থেকে " the Circle with Center through point" টুলে টিপুন।
05.01 কেন্দ্র হিসাবে একটি বিন্দু 'A ' চিহ্নিত করুন।
05.04 এবং বিন্দু 'B' পেতে আবার টিপুন।
05.09 একটি চাপ 'BC' আঁকা যাক।
05.13 "Circular Arc with Center between Two points" এ টিপুন।
05.18 পরিধির উপর বিন্দু 'A',' B' এবং 'C' তে টিপুন।
05.24 একটি চাপ 'BC' টানা হয়েছে।
05.27 এখন চাপ 'BC' এর বৈশিষ্ট্য পরিবর্তন করা যাক।
05.30 "Algebra View" তে
05.32 অবজেক্ট 'd' তে রাইট ক্লিক করে
05.35 "Object Properties" নির্বাচন করুন।
05.38 Color হিসাবে সবুজ নির্বাচন করে Close এ টিপুন।
05.46 New point টুলে টিপুন, বৃত্তের পরিধিতে বিন্দু 'D' এবং 'E' চিহ্নিত করুন।
05.56 এখন চাপ BC থেকে বিন্দু 'D' এবং 'E' পর্যন্ত দুটি কোণ সম্মুখিত করি।
06.04 "Polygon" টুলে টিপুন।
06.05 বিন্দু 'E', 'B', 'D', 'C' তে এবং চিত্র সম্পূর্ণ করতে 'E' তে আবার টিপুন।
06.18 কোণ 'BDC' এবং 'BEC' পরিমাপ করি।
06.27 "Angle" টুলে টিপুন।
06.29 বিন্দু 'B', 'D', 'C' এবং 'B', 'E', 'C' তে টিপুন।
06.40 আমরা দেখতে পারি যে কোণ 'BDC' এবং 'BEC' হল সমান।
06.52 পরবর্তী উপপাদ্য সংজ্ঞায়িত করি।
06.55 কেন্দ্রে চাপ দ্বারা সম্মুখিত কোণ, একই চাপ দ্বারা সম্মুখিত অন্তর্লিখিত কোণের দ্বিগুণ।
07.06 কেন্দ্র A তে চাপ BC দ্বারা সম্মুখিত কোণ BAC, একই চাপ দ্বারা সম্মুখিত অন্তর্লিখিত কোণ BEC এবং BDC এর দ্বিগুণ।
07.22 উপপাদ্য যাচাই করা যাক।
07.26 একটি সেক্টর 'ABC' আঁকা যাক।
07.30 "Circular Sector with Center between Two Points" টুলে টিপুন।
07.35 বিন্দু 'A', 'B', 'C' তে টিপুন।
07.45 এখন সেক্টর 'ABC' এর রঙ পরিবর্তন করা যাক।
07.48 সেক্টর 'ABC' তে রাইট ক্লিক করুন।
07.51 "Object Properties" নির্বাচন করুন।
07.54 Color হিসাবে "সবুজ" নির্বাচন করুন। Close এ টিপুন।
08.00 কোণ 'BAC' পরিমাপ করুন।
08.04 "Angle" টুলে টিপুন, বিন্দু 'B', 'A', 'C' তে টিপুন।
08.15 কোণ 'BAC' কোণ 'BEC' এবং 'BDC' এর দ্বিগুন।
08.28 এখন বিন্দু 'C' সরাই।
08.32 লক্ষ্য করুন যে কোণ 'BAC' সর্বদা কোণ 'BEC' এবং 'BDC' এর দ্বিগুন হয়।
08.41 অর্থাত উপপাদ্য যাচাই করা হয়েছে।
08.45 আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
08.48 সংক্ষিপ্তকরণ করি।
08.53 এই টিউটোরিয়ালে, আমরা যাচাই করা শিখেছি:
08.57 * বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের লম্ব জ্যাকে দ্বিখণ্ডিত করে।
09.00 * একই চাপ দ্বারা সম্মুখিত অন্তর্লিখিত কোণের মান একই।
09.06 * কেন্দ্রে চাপ দ্বারা সম্মুখিত কোণ, একই চাপ দ্বারা সম্মুখিত অন্তর্লিখিত কোণের দ্বিগুণ।
09.15 নির্দেশিত কাজ হিসাবে যাচাই করুন
09.19 বৃত্তের একই জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়।
09.24 একটি বৃত্ত আঁকুন।
09.26 point টুল থেকে প্রদত্ত দৈর্ঘ্যের সাথে সেগমেন্ট নির্বাচন করুন।
09.29 এটি সমান আকারের দুটি জ্যা আঁকতে ব্যবহার করুন।
09.33 কেন্দ্র থেকে জ্যা পর্যন্ত উল্লম্ব রেখা আঁকুন।
09.37 ছেদবিন্দু চিহ্নিত করুন।
09.40 উল্লম্ব দূরত্ব পরিমাপ করুন।
09.44 নির্দেশিত কাজের আউটপুট এরকম হওয়া উচিত।
09.48 এই লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। http://spoken-tutorial.org/What is a Spoken Tutorial
09.51 এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সংক্ষেপে বোঝায়।
09.53 আপনার কাছে ভালো ব্যান্ডউইডথ না থাকলে এটি ডাউনলোড করেও দেখতে পারেন।
09.58 কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল
10.00 কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
10.03 অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র (সার্টিফিকেট) ও দেওয়া হয়।
10.07 আরো বিস্তারিত জানার জন্য contact@spoken-tutorial.org তে লিখুন।
10.14 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প talk to a teacher প্রকল্পের অংশবিশেষ।
10.18 এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত।
10.25 আপনি এই সম্বন্ধে আরও তথ্য http://spoken-tutorial.org/NMEICT-Intro এই ওয়েবসাইটে দেখতে পারেন।
10.29 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta, Pratik kamble, Ranjana