Python/C2/Saving-plots/Bengali
From Script | Spoken-Tutorial
Timing | Narration |
---|---|
0:00 | নমস্কার, অঙ্কন সংরক্ষণ করার এই টিউটোরিয়াল-এ আপনাদের স্বাগত । |
0:04 | এই টিউটোরিয়াল-এর শেষে, আপনি
|
0:13 | এই টিউটোরিয়াল-টি দেখার আগে, অনুগ্রহ করে "Using plot interactively" টিউটোরিয়াল-টি দেখে নিন । |
0:19 | এখন, IPython ইন্টারপ্রেটর শুরু করতে কমান্ড লিখুন ipython hyphen pylab |
0:30 | এটি, অঙ্কন এবং অঙ্কন সরখনের জন সব মডিউল সমেত IPython ইন্টারপ্রেটর খুলে দেবে । |
0:36 | আলোচনার শুরুতে, minus 3 pi থেকে 3 pi অবধি sine ওয়েভ অঙ্কন করা যাক । |
0:43 | প্রথমে অঙ্কনের জন্য প্রয়োজনীয় বিন্দুগুলি নির্ণয় করা যাক । |
0:45 | এটি linspace ব্যবহার করে এভাবে করা যায়, |
0:51 | লিখুন x = linspace বন্ধনীর মধ্যে minus 3 into pi comma 3 into pi comma 100 |
0:59 | আমরা প্রয়োজনীয় বিন্দুগুলি x-এ সংরক্ষণ করে নিয়েছি । |
1:03 | এখন plot বিবৃতি ব্যবহার করে বিন্দ্গুলি অঙ্কন করা যাক । তাহলে লিখুন plot (x,sinx) |
1:18 | হয়ে গেছে! |
1:19 | আমরা একটি প্রাথমিক sine plot তৈরী করেছি, এখন দেখা যাক কিভাবে, এবার দেখা যাক কিভাবে এই অঙ্কন-টিকে সংগ্রখন করা যায় যাতে ভবিষ্যতে এই অঙ্কন আপনার প্রতিবেদন-এ অন্তর্ভুক্ত করা যায় । |
1:32 | অঙ্কন সংরক্ষণ করতে, আমরা savefig() ফাংশন ব্যবহার করব । |
1:36 | এর জন্য, আমরা টার্মিনাল-এর পাশাপাশি প্লট উইন্ডো টিকেও খুলে রাখব । |
1:40 | বিবৃতিটি হবে savefig বন্ধনীর মধ্যে একক উধৃতিচিন্হের মধ্যে slash home slash fossee slash sine dot png |
1:52 | লক্ষ্য করুন savefig ফাংশন-এর একটি আর্গুমেন্ট হলো ফাইল-এর নাম, ফাইল নামের . এর পর তিনটি অক্ষর হলো বর্ধিতাংশ এবং ফাইলের প্রকার যা নির্ধারণ করে আপনি কোন বিন্যাসে ফাইল-টি সংরক্ষণ করবেন । |
2:10 | এছাড়াও, আমরা যেখানে ফাইল সংরক্ষণ করতে চাই, তার সম্পূর্ণ বা পরম পথ-টি দিয়েছি । |
2:18 | এখানে আমরা বর্ধিতাংশ হিসাবে dot png ব্যবহার করেছি যার অর্থ আমরা এই ছবিটিকে একটি PNG ফাইল হিসাবে সংরক্ষণ করতে চাই । |
2:25 | এবার, sine dot png ফাইলটি খুঁজে নেওয়া যাক যা আমরা একটু আগেই সংরক্ষণ করেছিলাম । |
2:32 | আমরা ফাইল-টি slash home slash fossee তে সংরক্ষণ করেছি, তাহলে ফাইল ব্রাউসার ব্যবহার করে slash home slash fossee তে যাওয়া যাক । |
2:49 | এইত, ফাইল sine dot png এখানে রয়েছে । |
2:52 | এটি খুলে পরিখা করে দেখা যাক । |
2:57 | সুতরাং একটি অঙ্কন সংরক্ষণ করতে, আমরা savefig ফাংশন ব্যবহার করব । |
3:05 | dot savefig অন্কন্তিকে বিভিন্ন বিন্যাসে সংরক্ষণ করতে পারে, যেমন pdf - portable document format, ps - post script, eps - encapsulated post script, svg - scalable vector graphics, png - portable network graphics ইত্যাদি transperency সমর্থন করে.. |
3:24 | ভিডিও-টি এখন সাময়িকভাবে বন্ধ করুন, অনুশিলোনীটি করুন এবং ভিডিও-টি পুনরায় চালান । |
3:29 | sine অঙ্কন-টি EPS বিন্যাসে সংরক্ষণ করুন, যা LaTeX নথিতে অন্তর্ভুক্ত করা যায় । |
3:37 | আমাদের কাছে sine plot -টি রয়েছে, এখন অঙ্কন-টি sine dot eps হিসাবে সংরক্ষণ করুন । |
3:49 | এখন, আমরা savefig ফাংশন ব্যবহার করে, এই অঙ্কন-টি সংরক্ষণ করব, তাহলে লিখুন savefig বন্ধনীর মধ্যে একক উদৃতি চিন্হের মধ্যে slash home slash fossee slash sine dot eps এবং এন্টার টিপুন । |
4:04 | এখন slash home slash fossee তে যান এবং নতুন তৈরী করা ফাইল-টি দেখে নিন । |
4:13 | হ্যা ! নতুন ফাইল sine dot eps এখানে রয়েছে । |
4:18 | ভিডিও-টি এখন সাময়িকভাবে বন্ধ করুন, অনুশিলোনীটি করুন এবং ভিডিও-টি পুনরায় চালান । |
4:23 | sine plot টি PDF, PS এবং SVG বিন্যাসে সংরক্ষণ করুন । |
4:31 | এখানেই এই টিউটোরিয়াল-টি সমাপ্ত হলো । |
4:34 | এই টিউটোরিয়াল-এ আমরা savefig() ফাংশন ব্যবহার করে অঙ্কন সংরক্ষণ করতে শিখেছি । |
4:38 | এবং বিভিন্ন বিন্যাসে সংরক্ষণ করা যেমন - pdf - ps - png - svg - eps |
4:45 | এখন আপনার জন্য কিছু প্রশ্ন রয়েছে : |
4:48 | 1. অঙ্কন সংরক্ষণ করতে কোন কমান্ড ব্যবহৃত হয় ? saveplot() savefig() savefigure() saveplt() |
4:59 | 2. savefig('sine.png') অঙ্কন সরক্ষণ করে, |
5:04 | মূল ডিরেক্টরি (GNU/Linux, Unix সিস্টেম)-তে , c colon slash (উইন্ডোস-এ). |
5:14 | দ্বিতীয় বিকল্প -এখানে ত্রুটি ঘটবে যেহেতু সম্পূর্ণ পথটি দেওয়া হয়নি । |
5:18 | তৃতীয় টি - বর্তমান কার্যকরী ডিরেক্টরি । |
5:21 | শেষ বিকল্প : পূর্বনির্ধারিত ডিরেক্টরি যেমন /documents. |
5:26 | এখন, উত্তর গুলি দেখে নিন । |
5:28 | 1.অঙ্কন সংরক্ষণ করতে, আমরা savefig() ফাংশন ব্যবহার করি । |
5:33 | 2. যখন আমরা একটি ফাইল সংরক্ষণ করি, তা বর্তমান কার্যকরী ডিরেক্টরি-তে সংরক্ষিত হয় । |
5:38 | আশা করি টিউটোরিয়ালটি আপনার ভালোলেগেছে । ধ্যনবাদ । |