LibreOffice-Suite-Writer/C4/Creating-newsletter/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 11:23, 6 January 2014 by Nancyvarkey (Talk | contribs)

Jump to: navigation, search
Visual Cue Narration
00:00 LibreOffice রাইটার এ –একাধিক কলাম যুক্ত নিউজলেটার তৈরী সংক্রান্ত কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত |
00:07 LibreOffice রাইটার এই টিউটোরিয়াল এ আমরা নিউজলেটার নির্মাণ এবং তাতে আর কি কি করা যেতে পারে তা শিখবো |
00:17 এখানে আমরা আমাদের অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 10.04 এবং LibreOffice Suite-এর সংস্করণ 3.3.4 |
00:27 একটি নিউজলেটার কে ব্যবহার করা হয় একটি প্রকাশন হিসেবে,যা নিয়মিত সময় অন্তর তার গ্রাহকদের বিতরন করা হয় | উদাহরণস্বরূপ - একটি periodical, একটি pamphlet এবং আরো অনেক।. |
00:39 এতে বিভাগগুলি কলামে বিভক্ত থাকে যাতে পাঠক খুব সহজেই বিভাগের বিভিন্ন নিবন্ধগুলিতে চোখ বুলিয়ে নিতে পারেন |
00:47 LibreOffice রাইটার ব্যবহার করে এমন নিউজলেটার তৈরি করা যেতে পারে যাতে নিবন্ধ পড়া অনেক সহজ ও দ্রুত হবে |
00:55 একটি নতুন টেক্সট ডকুমেন্ট খুলতে ক্লিক করুন , "ফাইল" "নিউ" এবং "টেক্সট ডকুমেন্ট" বিকল্পটির উপর |
01:03 এই ডকুমেন্ট-টি সংরক্ষণ করুন, ফাইলের নাম দিন "নিউজলেটার" |
01:13 আমাদের কাছে একটি নতুন টেক্সট ডকুমেন্ট আছে, নাম "নিউজলেটার"|
01:17 এখন এই ডকুমেন্টর মধ্যে কলাম যুক্ত করা যাক |
01:20 এটি করার জন্য প্রথমে মেনু বারের "ফরম্যাট" বোতামে ক্লিক করুন এবং তারপর "কলাম" ক্লিক করুন |
01:27 একটি ডায়লগ বক্স এ বিভিন্ন বিকল্পগুলি প্রদর্শিত হচ্ছে -
01:31 প্রয়োজনমত কলাম সংখ্যা নির্বাচন করা |
01:34 কলামগুলির প্রস্থ এবং ফাঁক নির্ধারণ করা |
01:37 সেইসাথে বিভাজক রেখার বিভিন্ন বৈশিষ্ট্য নির্ধারণ করুন |
01:42 এখন নিউজলেটার ডকুমেন্ট-এর জন্য "২" কলাম নির্বাচন করতে কলাম ক্ষেত্রের মান বাড়িয়ে ২ করুন |
01:49 কলাম ক্ষেত্রের পাশে উপলব্ধ পাঁচটি আইকন-এ বিভিন্ন ফরম্যাটের পূর্বরূপ প্রদর্শিত হচ্ছে |
01:56 এখানে দ্বিতীয় বিন্যাসে উপর ক্লিক করুন |
01:59 কলামের বৈশিষ্ট্য নির্ধারক বাকি কলাম-গুলির মান অপরিবর্তিত রাখুন |
02:05 এবং "ওকে" বাটন ক্লিক করুন |
02:08 আপনি দেখতে পাচ্ছেন টেক্সট এলাকায় ২ টি কলাম প্রদর্শিত হচ্ছে |
02:12 এখন প্রথম কলামে একটি নিবন্ধ লেখা যাক |
02:15 আমরা সেটির শিরোনাম দেবো "নেচার", লেখা গারো এবং আকার ১৫ |
02:21 এবং সেটির নীচে আমরা একটি নিবন্ধ লিখব |
02:25 দেখুন, যেইমাত্র প্রথম কলামের সমাপ্তি হয়, কার্সার স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কলামে চলে যায় |
02:33 এমনকি আপনি কলামে যেকোনো ছবি যুক্ত করতে পারেন এবং এটি যাতে কলামের মধ্যে ধরে যায় তাই সেটির মাপও পরিবর্তন করতে পারেন |
02:39 এখন আপনি কিছু জায়গা ছাড়ার পরে, কলামের মধ্যে অন্য একটি নিবন্ধ লিখতে পারেন |
02:46 তাই প্রথমে নিবন্ধটির শিরোনাম দেওয়া যাক "Sports " , গাঢ়, লেখার আকার ১৫ এবং তার নিচে আমাদের একটি নিবন্ধ লিখতে হবে |
02:56 তাহলে বলা যায় - কলাম, পাঠকের জন্য একাধিক নিবন্ধ পড়া সহজ করে দেয় |
03:02 এখন নিবন্ধ থেকে কিছু বাক্য মুছে ফেলা যাক যাতে সেটি শুধুমাত্র প্রথম কলামের মধ্যে ধরে যায় |
03:08 এরপর পরবর্তী কলামে যাওয়ার জন্য "Insert" বোতামে ক্লিক করুন এবং তারপর "ম্যানুয়াল ব্রেক" ক্লিক করুন |
03:16 প্রদর্শিত ডায়লগ বক্সে, "কলাম ব্রেক" বোতামে ক্লিক করুন এবং তারপর "ওকে " বাটনে ক্লিক করুন |
03:23 আপনি দেখবেন আপনার কার্সার স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী কলামের উপর চলে আসছে |
03:27 তাহলে আপনি এই কলামে আরেকটি নিবন্ধ লেখা শুরু করতে পারেন |
03:31 বিন্যাস সংক্রান্ত সব বিকল্প যেমন ,
03:33 "বামে বিন্যাস , ডানে বিন্যাস,
03:36 লেখার "পটভূমিতে রঙ" যোগ ,
03:38 লেখা "হাইলাইটিং" করা এবং আরো অনেক অন্যান্য বৈশিষ্ট্য |
03:41 লেখাকে আকর্ষণীয় করার জন্য যোগ করা যেতে পারে |
03:45 উদাহরণস্বরূপ, আপনি লেখার একটি অংশ নির্বাচন করুন, যার পটভূমিতে আপনি রঙ প্রয়োগ করতে চান |
03:51 এখন টুলবারের “Background Color” আইকনের উপর ক্লিক করুন এবং তারপর "Green 4" ক্লিক করুন |
03:59 দেখুন, নির্বাচিত লেখার পটভূমির রঙ পরিবর্তন হয় হাল্কা সবুজ হয়ে গেছে |
04:05 এইভাবে আপনি লেখার বিভিন্ন অংশে পটভূমিতে পছন্দমত বিভিন্ন রং দিতে পারেন |
04:10 এমনকি আপনি নিউজলেটারে ব্যানার যুক্ত করতে পারেন, তারজন্য প্রথমে অঙ্কন টুলবারের "টেক্সট" বিকল্পে ক্লিক করুন |
04:18 এখন টেক্সটবাক্স-টিকে ডকুমেন্ট-এর এমন কথাও রাখুন যেখানে কোন লেখা নেই |
04:24 টেক্সটবাক্স এর ভিতরে আপনি যে কোনো লেখা লিখতে পারেন যা একটি ব্যানার বা বিজ্ঞাপন হিসেবে কাজ করবে |
04:30 তাহলে কিছু লেখা যাক “This is a newsletter” |
04:35 এমনকি আপনি এই লেখাতে effects যুক্ত করতে পারেন |
04:37 উদাহরণস্বরূপ, প্রথমে লেখার উপর ডান ক্লিক করুন এবং তারপর মেনুতে “Text” বিকল্পে ক্লিক করুন |
04:45 একটি ডায়লগ বক্স প্রদর্শিত হচ্ছে যাতে "টেক্সট" এবং "টেক্সট অ্যানিমেশন" নামক দুটি ট্যাব রয়েছে |
04:50 "টেক্সট অ্যানিমেশন" ট্যাবে ক্লিক করুন |
04:53 এই ট্যাবে “Effects" ক্ষেত্রের মধ্যে বিভিন্ন বিকল্প রয়েছে |
04:58 নিউজ লেটার এর লেখা মিটমিট করার জন্য, "Blink" বিকল্প ক্লিক করুন |
05:04 এবং পরিশেষে "ওকে " বাটনে ক্লিক করুন |
05:07 দেখুন, “This is a newsletter” লেখাটি ডকুমেন্ট-এ ক্রমাগত মিটমিট করছে |
05:13 একইভাবে, লেখাতে বিভিন্ন ধরনের effects এবং গ্রাফিক্স প্রয়োগ করা যায় |
05:18 এখন পরের পৃষ্ঠায় একটি নতুন নিবন্ধ লেখার জন্য, আপনাকে প্রথমে "Insert" বোতামে ক্লিক করতে হবে |
05:25 এবং তারপর "ম্যানুয়াল ব্রেক” বিকল্পে ক্লিক করুন |
05:29 প্রদর্শিত ডায়লগ বক্সে, "পেজ ব্রেক" বোতামে ক্লিক করুন |
05:34 এবং পরিশেষে "ওকে " বোতামে ক্লিক করুন |
05:37 দেখুন, আপনার কার্সার পরের পৃষ্ঠায় চলে এসেছে |
05:40 এই পৃষ্ঠায় আগের পৃষ্ঠার মত একই কলামের বিন্যাস রয়েছে |
05:46 আপনার প্রবন্ধের একটি শব্দ গণনা বজায় রাখার জন্য, প্রথমে আপনার লেখার একটি অংশ বা সম্পূর্ণ নির্বাচন করুন |
05:53 এখন মেনু বারের "টুলস " বিকল্পে ক্লিক করুন |
05:57 এখন ড্রপডাউন বাক্সে “Word Count” বিকল্পে ক্লিক করুন |
06:02 একটি ডায়লগ বক্স প্রদর্শিত হছে, যা আপনাকে বর্তমান নির্বাচন আর সাথে সাথে সম্পূর্ণ শব্দ গণনা দেখাচ্ছে |
06:10 এটা আপনাকে নির্বাচিত লেখার এবং সম্পূর্ণ ডকুমেন্ট-এর অক্ষরের মোট গণনাও দেখায় |
06:18 ডকুমেন্ট লেখার সময় বানান পরীক্ষা স্বয়ংক্রিয়ভাবে করা যায় |
06:23 টুলবারের "AutoSpellcheck" আইকনের উপর ক্লিক করুন |
06:27 এখন যদি, নিবন্ধ লেখার সময়, কোন বানান ভুল থাকে, তাহলে রাইটার স্বয়ংক্রিয়ভাবে সেটির নিচে একটি লাল লাইন দিয়ে দেখিয়ে দেবে |
06:37 উদাহরণস্বরূপ, আপনি যদি "Cat" শব্দের বানান "C A A T" লেখেন এবং স্পেসবার টেপেন , তাহলে তার নিচে একটি লাল লাইন প্রদর্শিত হেব |
06:48 কিন্তু যখন , আপনি বানানটি ঠিক করে নেবেন, লাল লাইনটি চলে যাবে |
06:52 অতএব, আমরা দেখছি পূর্ববর্তী টিউটোরিয়াল এ আলোচনা করা সমস্ত ফর্ম্যাটিং বিকল্পগুলি নিউজলেটার এর মধ্যে প্রয়োগ করা যেতে পারে |
07:01 এখন আমরা LibreOffice রাইটার সংক্রান্ত এই টিউটোরিয়াল-এর শেষে এসে গেছি |
07:06 সংক্ষেপে, আমরা শিখেছি LibreOffice রাইটার এ কিভাবে নিউজলেটার তৈরি করা যায় এবং তাদের ওপর কিছু কাজ সম্পাদনা করা যেতে পারে |
07:17 * নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন ।
07:21 * এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় |
07:24 * আপনার যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন।
07:28 কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল
07:31 কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে ।
07:34 * যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয় |
07:38 * অধিক বিবরণের জন্য, contact@spoken-tutorial.org তে ইমেল করুন ।
07:44 * স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ,
07:48 * যা ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
07:56 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য ।
08:00 * http://spoken-tutorial.org/NMEICT-Intro
08:07 * রাধা এই টিউটোরিয়াল - টি অনুবাদ এবং অন্তরা সেটি রেকর্ড করেছেন | এই টিউটোরিয়াল - এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ । শুভবিদায় ।

Contributors and Content Editors

Antarade, Gaurav, Kaushik Datta, Nancyvarkey