LibreOffice-Suite-Calc/C2/Working-with-Cells/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 15:02, 29 November 2012 by Pratibha (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
VISUAL CUE NARRATION
00:00 LibreOffice Calc -এ সেল নিয়ে কাজ সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়াল-এ আপনাকে স্বাগত জানাচ্ছি |
00:06 এই টিউটোরিয়াল-এ আমরা শিখব -
00:08 একটি spreadsheet -এ কিভাবে সংখ্যা, টেক্সট, তারিখ ও সময় লেখা যায় |
00:16 কিভাবে Format Cells ডায়লগ বক্স ব্যবহার করা যায় |
00:19 কিভাবে সেলগুলির মধ্যে এবং শীটগুলির মধ্যে যাতায়াত করা যায় |
00:23 সারি, কলাম এবং শীটে কিভাবে কিছু নির্বাচন করা যায় |
00:29 এখানে আমরা অপারেটিং সিস্টেম হিসেবে উবুন্টু লিনাক্স ১০.০৪ এবং LibreOffice সংকলন -এর সংস্করণ ৩.৩.৪ ব্যবহার করছি |
00:39 তাহলে প্রথমে cell-এ তথ্য লেখার পদ্ধতি শেখা যাক |
00:43 “personal finance tracker.ods” ফাইল-টি খুলুন |
00:49 cell -এ কোনো কিছু লেখার জন্য ওই cell -এ ক্লিক করুন এবং কীবোর্ড-এর মাধ্যমে লেখাটি লিখুন |
00:59 লেখাটি স্বাভাবিকভাবে বামদিকে সরে থাকে | ফরম্যাটিং বারের কোনো একটি alignment ট্যাব-এ ক্লিক করে এই বিন্যাস পরিবর্তন করা যায় |
01:08 আবার পূর্বাবস্থায় ফিরে আসা যাক |
01:11 এখন স্প্রেডশীটের "A1" নামের সেলে ক্লিক করুন |
01:15 দেখুন, নির্বাচিত সেল-টি উজ্জ্বল হয়ে গেছে |
01:20 আমরা ইতিমধ্যেই কলামের শিরোনাম লিখে রেখেছি |
01:24 “Items” শিরোনাম-এর নীচে, কিছু আইটেম-এর নাম লিখুন যেমন “Salary”, “House rent”, “Electricity bill”, “Phone bill”, “Laundry” iscellaneous” |
01:38 সেল-এ সংখ্যা লিখতে, সেল-এ ক্লিক করুন এবং সংখ্যাগুলি লিখুন |
01:43 ঋণাত্মক সংখ্যা লেখার জন্য, হয় সংখ্যার আগে একটি বিয়োগ চিন্হ লিখুন বা সেটিকে বন্ধনীর মধ্যে লিখুন |
01:53 স্বাভাবিকভাবে, সংখ্যাগুলি ডানদিকে সরে থাকে এবং ঋণাত্মক সংখ্যার আগে একটি বিয়োগ-চিহ্ন থাকে |
02:01 পূর্বাবস্থায় ফিরে আসা যাক |
02:04 এখন আমরা চাই, আমাদের "personal finance tracker.ods" স্প্রেডশীট-এর সিরিয়াল নম্বর শিরোনাম অর্থাৎ "SN"-এর নীচে, প্রতিটি আইটেমের ক্রমিক সংখ্যা নীচে নীচে থাকুক |
02:17 "A2" নামের সেল-এ ক্লিক করুন এবং ১,২,৩ সংখ্যাগুলি নীচে নীচে লিখুন |
02:27 ক্রমিক সংখ্যাগুলি স্বয়ংক্রিয়ভাবে ভরাট করার জন্য সেল "A4" এ ক্লিক করুন | সেলের নীচে ডানদিকের কোনে একটা কালো বাক্স দেখা যাচ্ছে | সেটিকে সেল "A7" পর্যন্ত টানুন এবং মাউস বাটনটি ছেড়ে দিন |
02:42 দেখুন, “A5” থেকে “A7” পর্যন্ত সেলগুলিতে পরবর্তী ক্রমিক সংখ্যাগুলি দেখা যাচ্ছে |
02:51 আইটেম-গুলির ক্রমিক সংখ্যা লেখার পর, আমরা এখন "কস্ট" শিরোনাম-এর নীচে প্রতিটি আইটেমের জন্য খরচ লিখতে চাই |
02:59 এটি করতে "C3" নামের সেল-এর উপর ক্লিক করুন এবং "House Rent" -এর জন্য ব্যয় হিসাবে "Rupees 6000" লিখুন |
03:07 এখন, যদি আমরা সংখ্যার পূর্বে টাকার চিন্হ চাই, তাহলে কী করবো ?
03:11 ধরুন, আপনি "ইলেকট্রিসিটি বিল" হিসাবে "Rupees 800" লিখতে চান | তাহলে , সেল C4 এর উপর রাইট ক্লিক করে "Format Cells" বিকল্পটির উপর ক্লিক করুন |
03:23 "Format Cells" ডায়ালগ বক্স খুলে গেছে |
03:27 প্রথম ট্যাবটি হল "Numbers" | যদি এটি ইতিমধ্যে নির্বাচিত না থাকে, তাহলে সেটির উপর ক্লিক করুন |
03:32 “Category” এর মধ্যে বিভিন্ন বিভাগ যেমন সংখ্যা, শতাংশ, কারেন্সি, তারিখ, সময় এবং আরো অনেক কিছু আছে |
03:41 কারেন্সি বা মুদ্রা নির্বাচন করুন |
03:44 এখন ফরম্যাট বিকল্পটির নীচে নিম্নমুখী তীর-এ ক্লিক করুন | সমগ্র বিশ্বের বিভিন্ন মুদ্রা চিহ্ন এখানে দেখা যাচ্ছে |
03:53 INR Rupees English India নির্বাচন করুন | স্বাভাবিকভাবে, ড্রপ ডাউন-এ রুপী 1234 নির্বাচিত থাকে |
04:04 ডানদিকের ছোট প্রিভিউ এলাকায় আপনি এটির প্রিভিউ দেখতে পারবেন |
04:10 Options-এর মধ্যে, ইছামত দশমিক স্থান সংখ্যা এবং সংখ্যার আগের শূন্য-সংখ্যা যোগ করার বিকল্প আছে |
04:20 লক্ষ্য করুন, আমরা শূন্যর সংখ্যা বাড়াতে ফরম্যাট এর ক্ষেত্র-টি Rupees ১,234 দশমিক শূন্য শূন্য ত়ে পরিবর্তিত হয়ে গেছে যা ২ দশমিক স্থান ইঙ্গিত করছে |
04:35 লক্ষ্য করুন, প্রিভিউ এলাকায় পরিবর্তনটি দেখা যাচ্ছে |
04:40 প্রতি হাজার-এর জন্য "কমা" বিভাজক যোগ করতে , Thousands separator -এর উপর করুন ক্লিক করুন | আগের মতই, প্রিভিউ এলাকায় পরিবর্তনটি লক্ষ্য করুন |
04:50 এছাড়াও আপনি ফন্ট ট্যাব-এ ক্লিক করে ফন্টের স্টাইল বা শৈলী পরিবর্তন করতে পারেন | এখানে ফন্ট, Typeface এবং সাইজ-এর বিভিন্ন বিকল্প আছে |
05:00 ফন্ট এফেক্টস্ এবং অন্যান্য ট্যাবগুলি ব্যবহার করুন |
05:05 আমরা পরে অন্য টিউটোরিয়াল-এ Alignment ট্যাবের বিকল্পগুলি নিয়ে আলোচনা করবো |
05:11 এখন, OK -ত়ে ক্লিক করুন |
05:15 ৮০০ লিখুন এবং Enter টিপুন | দেখুন, ৮০০ সংখ্যাটি, ২ দশমিক স্থান সমেত ৮০০ টাকা হিসাবে দেখা যাচ্ছে |
05:26 এখন , C5 থেকে C7 পর্যন্ত সেলগুলিকে নির্বাচন করুন | CTRL কী চেপে ধরুন এবং সেল G2 ও নির্বাচন করুন লক্ষ্য করুন, সব নির্বাচিত সেলগুলি উজ্জ্বল আছে |
05:39 যেকোনো একটি উজ্জ্বল সেল-এ রাইট ক্লিক করুন এবং Format Cells নির্বাচন করুন |
05:46 আগের মতই একই বিকল্প নির্বাচন করুন | OK-ত়ে ক্লিক করন |
05:51 এখন, অন্যান্য সব খরচ হিসাবে নীচে নীচে লিখুন "Phone bill"-এর জন্য ৬০০ টাকা, "Laundry" খরচ হিসাবে ৩০০ টাকা , “Miscellaneous” খরচ হিসাবে ২০০০ টাকা
06:06 "Accounts" শিরোনাম -এর নীচে, মাসিক বেতন হিসাবে ৩০০০০ টাকা লিখুন |
06:13 ক্যালক -এ তারিখ লিখতে, সেলটি নির্বাচন করুন এবং তারিখ লিখুন |
06:18 আপনি তারিখ-এর উপাদানগুলি ফরওয়ার্ড স্ল্যাশ বা একটি হাইফেন ব্যবহার করে আলাদা করতে পারেন অথবা নির্দিষ্টভাবে লিখতে পারেন যেমন ১০ অক্টোবর ২০১১ |
06:27 ক্যালক-এ তারিখ-এর বিভিন্ন ধরনের বিন্যাস ব্যবহার করা যায় |
06:32 অথবা, আপনি সেল-এ রাইট ক্লিক করে তারপর "Format Cells" বিকল্প নির্বাচন করতে পারেন |
06:38 category -ত়ে "Date" এবং "Format" -এ পছন্দসই বিন্যাস নির্বাচন করুন | আমি ১২, ৩১, ১৯৯৯ নির্বাচন করলাম | প্রিভিউ এলাকায় পরিবর্তনটি লক্ষ্য করুন |
06:51 নীচে বিন্যাস সংকেত হিসাবে MM, DD এবং YYYY দেখা যাচ্ছে | আপনি প্রয়োজন অনুযাই এই বিন্যাস সংকেত পরিবর্তন করতে পারেন |
07:02 আমি DD, MM এবং YYYY লিখলাম | প্রিভিউ এলাকায় পরিবর্তনটি লক্ষ্য করুন |

OK ত়ে ক্লিক করুন |

07:12 ক্যালক-এ লেখার জন্য, সেলটি নির্বাচন করুন এবং সময় লিখুন |
07:18 আপনি সময়-এর উপাদানগুলি কোলন দ্বারা আলাদা করতে পারেন যেমন ১০ কোলন ৪৩ কোলন ২০ |
07:24 অথবা, আপনি সেল-এ রাইট ক্লিক এবং তারপর "Format Cells" বিকল্প নির্বাচন করতে পারেন |
07:31 ক্যাটাগরি -ত়ে "Time" এবং "Format" -এ পছন্দসই বিন্যাস নির্বাচন করুন | আমি ১৩ কোলন ৩৭ কোলন ৪৬ নির্বাচন করলাম | প্রিভিউ এলাকায় পরিবর্তনটি লক্ষ্য করুন |
07:43 নীচে বিন্যাস সংকেত হিসাবে HH:MM:SS প্রদর্শিত হচ্ছে | আপনি প্রয়োজন অনুসারে বিন্যাস সংকেত পরিবর্তনও করতে পারেন |
07:57 প্রিভিউ এলাকায় পরিবর্তনটি লক্ষ্য করুন |

OK -ত়ে ক্লিক করুন |

08:03 আসুন আবার পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক |
08:06 এখন আমরা শিখব কিভাবে স্প্রেডশীট-এর একটি সেল থেকে অপর সেল-এ এবং একটি শীট থেকে অন্য শীট -এ যাতায়াত করা যায় |
08:17 তাহলে প্রথমে দেখা যাক কিভাবে একটি স্প্রেডশীট-এর এক সেল থেকে অন্য সেলে যাতায়াত করা যায় |
08:23 আপনি একটি সেল-এ কার্সার দিয়ে শুধুমাত্র ক্লিক করেই সেই নির্দিষ্ট সেলটি ব্যবহার করতে পারবেন |
08:29 দেখুন, শুধুমাত্র একটি বিশেষ সেল উজ্জ্বল হয়ে গেছে |
08:32 একটি বিশেষ সেল ব্যবহার করার আরেকটি পদ্ধতি হল সেল রেফারেন্স ব্যবহার করা |
08:38 "Name Box" -এর ঠিক ডানদিকের ছোট কালো নিম্নমুখী তীর -এ ক্লিক করুন |
08:43 এখন আপনি যে সেল-এ যেতে চাইছেন সেটির সেল রেফারেন্স লিখুন এবং এন্টার টিপুন |
08:49 এমনকি আপনি "Name box" -এ ক্লিক করে উপস্থিত সেল রেফারেন্স মুছে দিতে পারেন এবং তারপর আপনার প্রয়োজনীয় সেল রেফারেন্স লিখতে পারেন |
08:58 এরপর আমরা শিখব কিভাবে একটি স্প্রেডশীট-এর বিভিন্ন সেলের মধ্যে যাতায়াত করা যায় |
09:03 সেলগুলির মধ্যে যাতায়াত করার প্রথম পদ্ধতি হল কার্সার ব্যবহার করা |
09:09 ফোকাস বা ক্রিয়া - কেন্দ্র সরাতে, যে সেলটিকে আপনি ক্রিয়া - কেন্দ্র করতে চান সেখানে কার্সর নিয়ে যান এবং সেখানে মাউস -এর বাম বাটন টিপুন |
09:18 এখন একটি নতুন সেল ক্রিয়া - কেন্দ্র হয়ে গেছে |
09:28 সেল-গুলির মধ্যে যাতায়াত করার আরেকটি পদ্ধতি হল - একটি সারির পরবর্তী সেলে যেতে ট্যাব ব্যবহার করা |
09:35 একটি সারির আগের সেল যেতে, ”Shift ও Tab” ব্যবহার করা |
09:39 একটি কলামের পরের সেল-এ যেতে "Enter" ব্যবহার করা |
09:42 একটি কলামের পূর্ববর্তী সেল -এ যেতে "Shift ও Enter" ব্যবহার করা |
09:46 এরপর আমরা শিখব কিভাবে কিবোর্ড ব্যবহার করে ক্যালক-এর বিভিন্ন স্প্রেডশিট-এর মধ্যে যাতায়াত করা যায় |
09:53 সক্রিয় শীট-এর ডানদিকের শীটটি ব্যবহার করার জন্য,"Control" এবং "Page Down " কী-দুটি একসাথে টিপুন |
10:00 সক্রিয় শীট-এর বাম-দিকের শীটটি ব্যবহার করতে,"Control" এবং "Page Up" কী-দুটি একসাথে টিপুন |
10:08 আপনি কার্সার ব্যবহার করেও শীট-গুলির মধ্যে যাতায়াত করতে পারেন |
10:13 “Working with Sheets” নামক টিউটোরিয়াল-এ এই বিষয় বিশদ বিবরণ আছে |
10:19 যদি আপনার অনেকগুলি শীট থাকে, তাহলে কিছু শীটের ট্যাব স্ক্রিন-এর অনুভূমিক স্ক্রল বার-এর আড়ালে লুকিয়ে থাকতে পারে |
10:28 যদি তাই হয়, তাহলে শীট ট্যাবগুলির নীচের বাঁদিকে উপস্থিত চারটি বাটন ব্যবহার করে আপনি ট্যাবগুলি দেখতে পারবেন |
10:36 আসুন পূর্বাবস্থায় ফিরে যাওয়া যাক |
10:39 কার্সর দ্বারা অনেকগুলি সেল নির্বাচন করার জন্য, প্রথমে একটি সেলে ক্লিক করুন |
10:45 এখন মাউস-এর বাম বাটন টিপে রাখুন |
10:48 স্ক্রিন-এ কার্সর-টি ঘরান এবং যখন প্রয়োজনীয় সেলগুলি উজ্জ্বল হয়ে যাবে, মাউস-এর বাম বাটন ছেড়ে দিন |

দেখুন, নির্বাচিত সেলগুলি উজ্জ্বল রয়েছে |

11:00 একাধিক পরস্পর সংলগ্ন কলাম বা সারি নির্বাচন করতে, সেগুলির প্রথম কলাম বা প্রথম সারির উপর ক্লিক করুন |
11:09 এখন "শিফট" কি নীচে চেপে ধরুন |
11:12 এই দলের শেষ কলাম বা সারিত়ে ক্লিক করুন |
11:15 একাধিক কলাম বা সারি যারা পরস্পর সংলগ্ন নয়, তাদের নির্বাচিত করতে, সেগুলির প্রথম কলাম বা সারির উপর ক্লিক করুন |
11:23 "Control" কী টিপে ধরুন এবং "Control" কীটি টিপে রেখেই বাকি সব কলাম বা সারির উপর ক্লিক করুন |
11:31 একাধিক সংলগ্ন শীট নির্বাচন করতে, প্রথম প্রয়োজনীয় শীট-এর ট্যাব -এ ক্লিক করুন |
11:39 এখন শেষ প্রয়োজনীয় শীট-এর ট্যাব-এ কার্সর বসান |
11:43 "Shift" কীটি ধরে শীট ট্যাবে ক্লিক করুন |
11:48 এই দুই শীটের মধ্যে সব ট্যাব সাদা হয়ে গেছে যা নির্দেশ করে যে তারা সব নির্বাচিত হয় |
11:56 এখন আপনি যা করবেন , সেটাই সব উজ্জ্বল শীট-গুলিকে প্রভাবিত করবে |
12:01 একাধিক শীট যারা পরস্পর সংলগ্ন নয়, তাদের নির্বাচন করতে, প্রথম শীট-er ট্যাব-এ ক্লিক করুন |
12:08 এখন তৃতীয় শীট ট্যাবের উপর কার্সারটি সরান |
12:12 "Control" কীটি টিপে ধরুন এবং শীট ট্যাবে ক্লিক করুন |
12:16 নির্বাচিত ট্যাবগুলি সাদা হয়ে গেছে এবং এখন আপনি যাই করবেন সেটি সব উজ্জ্বল শীটগুলির উপর প্রযক্ত হবে |
12:24 LibreOffice Calc -এর উপর এই কথ্য টিউটোরিয়াল-টির এখানেই সমাপ্তি হল |
12:30 এতে আমরা শিখেছি -
12:33 ক্যালক-এ কিভাবে সংখ্যা, টেক্সট, টেক্সট রূপে সংখ্যা, তারিখ এবং সময় লিখবেন |
12:40 কিভাবে Format Cells ডায়ালগ বক্স ব্যবহার করবেন |
12:43 কিভাবে বিভিন্ন সেল এবং বিভিন্ন শীট-এর মধ্যে যাতায়াত করা যায় |
12:47 সারি, কলাম এবং শীটে কিভাবে কিছু নির্বাচন করা যায় |
12:52 Assignment বা অনুশীলনী
12:55 “Spreadsheet Practice.ods” খুলুন |
12:58 “Serial Numbers” -এ ১ থেকে ৫ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলি নীচে নীচে লিখুন |
13:04 ট্যাব কী ব্যবহার করে সেলগুলির মধ্যে যাতায়াত করুন |
13:09 সিরিয়াল নম্বর-এর নীচের সব লেখাগুলি নির্বাচন করুন |
13:13 তারিখ এবং সময়-এর জন্য একটি করে কলাম যোগ করুন |
13:16 Format Cells ডায়লগ বক্স-এ প্রদর্শিত বিকল্পগুলি ব্যবহার করে সেগুলির মধ্যে কিছু মান লিখুন |
13:21 *এই লিঙ্ক-এ উপলব্ধ ভিডিও-টি দেখুন |
13:24 *এটি Spoken Tutorial প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় |
13:27 *যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি ভিডিও-টি ডাউনলোড করেও দেখতে পারেন |
13:32 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পর দল
13:35 *কথ্য টিউটোরিয়াল-গুলি ব্যবহার করে workshop সঞ্চালন করে |
13:38 *যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয় |
13:41 *এই বিষয় বিস্তারিত তথ্যের জন্য contact@spoken-tutorial.org তে ইমেল করুন |
13:48 *স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ |
13:52 *এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
14:00 *এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য ।
14:03 *spoken hyphen tutorial dot org slash NMEICT hyphen Intro
14:11 *আমি অন্তরা এই টিউটোরিয়াল-টি অনুবাদ এবং রেকর্ড করেছি ।
14:16 *শুভবিদায় ।

Contributors and Content Editors

Kaushik Datta, PoojaMoolya, Pratibha