LibreOffice-Suite-Calc/C3/Advanced-Formatting-and-Protection/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 01:05, 26 October 2013 by Antarade (Talk | contribs)

Jump to: navigation, search
Visual Cue Narration
00:00 LibreOffice ক্যালক এর উন্নত বিন্যাস এবং সুরক্ষা সংক্রান্ত এই কথ্য টিউটোরিয়াল-এ আপনাদের স্বাগতো |
00:07 এই টিউটোরিয়াল আমাদের শিখব  :

পাসওয়ার্ড দ্বারা স্প্রেডশীট রক্ষা করা পাসওয়ার্ড দ্বারা স্প্রেডশীট এর মধ্যে একটি শীট বা একটি ট্যাবকে রক্ষা করা | একটি ডাটাবেসের জন্য পরিসীমা ধার্য করা | সাবটোটাল বিকল্পটি ব্যবহার করা সেল যাচাই করা |

00:25 এখানে আমরা উবুন্টু লিনাক্স সংস্করণ 10.04 এবং LibreOffice সংকলন সংস্করণ 3.3.4 ব্যবহার করছি|
00:35 প্রথমে “Personal-Finance-Tracker.ods” ফাইলটি খুলুন ।
00:40 প্রথমে এই ফাইলটিকে পাসওয়ার্ড দিয়ে রক্ষা শেখা যাক |
00:44 এই বিকল্পটি নিশ্চিত করে যারা কেবল পাসওয়ার্ডটি জানেন, তারাই সেই ফাইলটি খুলতে পারবেন |
00:51 প্রধান মেনু থেকে ফাইল এবং তারপর Save As ক্লিক করুন |
00:55 Save ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে |
00:58 এখানে Save with password বাক্সতেটি টিক দিন |
01:03 তারপর Save ক্লিক করুন |
01:06 যেহেতু আমরা Save As বিকল্পটি ব্যবহার করছি, আমরা হয় এটিকে আলাদা একটি ফাইল হিসাবে সংরক্ষণ করতে পারি অথবা আগের ফাইলটিকেই প্রতিস্থাপন করতে পারি |
01:15 এখানে ফাইলটি প্রতিস্থাপন করা যাক |
01:18 Yes ক্লিক করুন |
01:20 তারপর একটি পাসওয়ার্ড লিখুন |
01:23 এবং এছাড়াও পুনরায় নিশ্চিতকরণ বাক্সে পাসওয়ার্ড লিখুন এবং ওকে ক্লিক করুন |
01:30 তারপর Personal-Finance-Tracker.ods বন্ধ করুন |
01:36 এখন, এই ফাইলটি পুনরায় খুলুন এবং পরীক্ষা করুন |
01:41 পাসওয়ার্ড লেখার ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে !
01:45 এখানে একটি ভুল পাসওয়ার্ড দিন |
01:48 ওকে ক্লিক করুন |
01:50 আমরা একটি ত্রুটির বার্তা পাবো, পাসওয়ার্ডটি ভুল |
01:56 এখন সঠিক পাসওয়ার্ডটি লিখুন |
01:59 ফাইলটি খুলে গেছে |
02:01 কিভাবে আমরা পাসওয়ার্ড বিকল্পটি মুছে ফেলবো? এটিও খুব সহজ |
02:07 Save with password বিকল্প থেকে টিক তুলে দিন |
02:10 আবার আমরা সংরক্ষণ করুন বিকল্প ব্যবহার করে, উভয় একটি পৃথক ফাইল রূপে সংরক্ষণ করে অথবা একই ফাইলে প্রতিস্থাপন করতে পারি |
02:18 এখানে ফাইলটি প্রতিস্থাপন করুন |
02:21 Yes ক্লিক করুন |
02:23 এই ফাইলটি বন্ধ করুন এবং আবার খুলুন |
02:27 এখন আপনার ফাইল খোলার জন্য কোনো পাসওয়ার্ড-এর প্রয়োজন হলো না |
02:31 এখন শেখা যাক, কিভাবে ফাইল-এর শিট-গুলিকে আলাদা করে পাসওয়ার্ড দিয়ে রক্ষা করা যায় |
02:37 মেনু বার থেকে, ক্লিক করুন “Tools”, “Protect Document” এবং “Sheet” |
02:44 “Protect Sheet” ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে |
02:47 শীট রক্ষা করার জন্য, প্রথমে, “Select Locked cells” এবং “Select Unlocked cells” বিকল্পদুটির টিকচিন্হ তুলে দিন |
02:56 এখন, "পাসওয়ার্ড" ক্ষেত্রে, ছোট হাতের অক্ষরে লিখুন - “abc” এবং “Confirm” ক্ষেত্রে পাসওয়ার্ডটি পুনরায় লিখুন |
03:07 ওকে ক্লিক করুন |
03:08 এখন, একটি সেল-এ তথ্য নির্বাচন করে পরিবর্তন করার চেষ্টা করুন |
03:15 আমরা কোন সেল নির্বাচন করতে পারছি নি !
03:18 শীট পরিবর্তন করা যাচ্ছে না  !
03:22 কিন্তু অন্য শীট-গুলির কি খবর ?
03:24 Sheet2 এর উপর ক্লিক করুন |
03:27 একটি সেল নির্বাচন করে সম্পাদনা করার চেষ্টা করুন |
03:30 ক্যালক আমাদের অন্যান্য শীটের সেল এ সম্পাদনা করতে দেবে |
03:35 প্রথম শীটে ফিরে যান |
03:38 এখন, এই শীট-এর প্রতিরক্ষা তুলে নিন |
03:41 এটি সহজ কাজ |
03:43 মেনু বার থেকে, "টুলস", “Protect Document” এবং "শিট"ক্লিক করুন |
03:49 একটি ডায়লগ বক্স এ, পাসওয়ার্ডের এর জন্য অনুরোধ প্রদর্শিত হবে |
03:53 ছোট হাতের অক্ষরে "এবিসি" লিখুন এবং ওকে ক্লিক করুন |
03:59 আমরা আবার সেল নির্বাচন করতে পারছি !
04:03 চলুন “Ranges” সম্পর্কে জানা যাক |
04:06 আপনি একটি স্প্রেডশীট মধ্যে সেলগুলির একটি পরিসীমা নির্ধারণ করতে পারেন ও ডাটাবেস হিসাবে ব্যবহার করতে পারেন |
04:12 এই ডাটাবেস পরিসীমার প্রতিটি সারি একটি ডাটাবেস রেকর্ড-এর অনুরূপ এবং
04:17 একটি সারির প্রতিটি সেল একটি ডাটাবেস ক্ষেত্র |
04:22 আপনি,ডাটাবেসের মতনই এই পরিসীমার মধ্যে নির্দিষ্ট ক্রমে সাজানো, দলবদ্ধকরণ, অনুসন্ধান, এবং যেকোনো গণনা করতে পারেন ।
04:30 “Personal-Finance-Tracker.ods” -এ একটি ডাটাবেস তৈরী করুন এবং তথ্য নির্দিষ্ট ক্রমে সাজান |
04:38 প্রথমে, সেই আইটেম নির্বাচন করা যাক, যেগুলির ডাটাবেসের মধ্যে দরকার |
04:43 "SN" থেকে অ্যাকাউন্টে শিরোনাম এর অধীনে সব তথ্য একসঙ্গে নির্বাচন করুন | আমরা ইতিমধ্যেই জানি কিভাবে তথ্য নির্বাচন করতে হয় |
04:53 এখন, ডেটাবেস-এর একটি নাম দেওয়া যাক |
04:56 মেনু বার থেকে, "Data" ক্লিক করুন এবং তারপর “Define Range” ক্লিক করুন |
05:02 “Name” ক্ষেত্রে, ডাটাবেস ছোট করে "dtbs" লিখুন |
05:08 "ওকে" ক্লিক করুন |
05:10 আবার, মেনু বার থেকে, “Data” এবং “Select Range” ক্লিক করুন |
05:15 প্রদর্শিত “Select Database Range” ডায়লগ বাক্সের মধ্যে, ডেটাবেসের তালিকায় "dtbs" দেখা যাচ্ছে |
05:24 "ওকে" বাটন ক্লিক করুন |
05:27 এখন ডাটাবেসের তথ্য নির্দিষ্ট ক্রমে সাজান |
05:31 মেনু বার থেকে, "Data " এবং "Sort " ক্লিক করুন |
05:35 প্রদর্শিত (Sort) ডায়লগ বাক্স থেকে, (Sort –by) ক্ষেত্রটি ক্লিক করুন এবং নির্বাচন করুন "SN " |
05:42 এরপর ডানদিক থেকে , "নিম্নক্রমে" নির্বাচন করুন |
05:47 প্রথমে “Then by” ক্ষেত্রের নিচে, ড্রপ ডাউন বোতামে ক্লিক করুন, এবং “Cost” নির্বাচন করুন |
05:54 আবার, ডান দিক থেকে, “Descending” নির্বাচন করুন |
05:58 দ্বিতীয় “Then by” ক্ষেত্রে, ড্রপ ডাউনে ক্লিক করুন , নির্বাচন করুন "স্পেন্ট" এবং তারপর আবার “Descending” নির্বাচন করুন |
06:07 ওকে ক্লিক করুন |
06:09 "SN" শিরোনাম এর নীচে তথ্য নিম্নক্রমে সাজানো রয়েছে !
06:15 অনুরূপ পদ্ধতিতে, আমরা ডাটাবেসের মধ্যে অন্যান্য কাজও করতে পারি!
06:21 সর্টিং বাতিল করে মূল তথ্য পেতে চাইলে, CTRL + Z কী টিপুন |
06:28 এখন, ক্যালক এ “Subtotal” বিকল্প কিভাবে ব্যবহার করতে হয় তা শেখা যাক |
06:34 "সব-টোটাল" বিকল্প, আমাদের পছন্দের গাণিতিক ফাংশন ব্যবহার করে বিভিন্ন শিরোনামের নিচে তথ্যগুলির যোগফল দেয় |
06:43 "Cost " শিরোনামের নিচের তথ্যগুলির আংশিক যোগফল বার করা যাক |
06:49 প্রথমত,মুছে ফেলা যাক এর এন্ট্রির সারি সংখ্যা 8 |
06:53 একসঙ্গে ‘SN’ অ্যাকাউন্টে অধীন সমস্ত তথ্য নির্বাচন করুন|
06:59 এর পরে, মেনু বার থেকে, "ডেটা" এবং "Subtotals" ক্লিক করুন |
07:04 প্রদর্শিত Subtotals ডায়লগ বাক্সের Group by ক্ষেত্র থেকে "SN" নির্বাচন করুন |
07:11 এই ক্রমিক সংখ্যা দ্বারা তথ্য দলবদ্ধ করে |
07:15 এরপর Calculate subtotals for” ক্ষেত্রে, “Cost” বিকল্প ক্লিক কর |
07:21 এটি এর অধীনে থাকা সমস্ত তথ্যের সমষ্টি নির্ণয় করবে |
07:26 “Use function” ক্ষেত্রর মধ্যে, “Sum” নির্বাচন করুন এবং ওকে ক্লিক করুন |
07:33 দেখবেন স্প্রেডশিট এ "খরচ" এর অধীনে ভুক্তি "গ্রান্ডটোটাল" প্রদর্শন করা হয় |
07:41 শীট এর বাম দিকে 3টে নতুন ট্যাব আছে"1" "2" এবং "3" |
07:47 এই ট্যাবগুলির তথ্য এর 3টি বিভিন্ন মতামত প্রদান করে |
07:52 এক নম্বর ট্যাব এ ক্লিক করুন |
07:54 "খরচ" এর অধীনে তথ্য এর শুধুমাত্র গ্রান্ড টোটাল প্রদর্শন করা হয় |
08:00 দ্বিতীয় ট্যাবে ক্লিক করুন |
08:02 "খরচ" এর অধীনে তথ্য ও সেইসাথে গ্রান্ডটোটাল প্রদর্শন করা হয় |
08:08 এখন,তৃতীয় ট্যাবে ক্লিক করুন |
08:11 আমরা "খরচ" এর অধীনে তথ্যর গ্রান্ডটোটাল ও শীট বিস্তারিত দেখতে পারি |
08:18 এই ফাইলটি এখন বন্ধ করুন |
08:21 একটি ডায়লগ বক্স বার্তা সহিত প্রদর্শিত হবে, পরিবর্তনগুলি সংরক্ষণ করতে চান বা বাতিল |
08:26 Discard ক্লিক করুন |
08:28 এখন ফাইলটি পুনরায় খুলুন |
08:31 এখন, LibreOffice ক্যালক এ "Validity" বিকল্প সম্পর্কে জানবো |
08:37 "Validity" বিকল্প স্প্রেডশীট-এর তথ্য যাচাই করে |
08:41 এটি করতে স্প্রেডশীটে নির্বাচিত সেল এর জন্য “Validation rules” নির্দিষ্ট করতে হবে |
08:49 উদাহরণস্বরূপ, "পার্সোনাল-ফিনান্স -ট্র্যাকার.ods"",এ আমরা ভ্যালিডেশন ব্যবহার করে কেনা দ্রব্যগুলির জন্য পেমেন্ট মোড নির্দিষ্ট করতে পারি |
08:59 এখন, "তারিখ" এবং তার বিষয়বস্তু মুছে ফেলা যাক |
09:04 “Received” শিরোনামের পাশে “Mode of Payment” এর জন্য অন্য একটি শিরোনাম “M-O-P” যোগ করুন ।
09:12 শিরোনাম "এমওপি” নিচে",সেল ব্যবহার করা যাবে,পেমেন্ট মোড প্রদর্শন করতে ডাটা এন্ট্রির জন্য, "আইটেম" শিরোনামের অধীনে |
09:21 এইটি হল "বেতন" "বিদ্যুৎ বিল" এবং অন্যান্য বস্তুগুলি |
09:27 এখন আমরা শিরোনাম "এমওপি” নিচের খালি সেল এর উপর ক্লিক করি |
09:33 এই উপাদানটি "বেতন" এর জন্য পেমেন্ট মোড থাকবে |
09:38 এখন, মেনু বার থেকে, "তথ্য" এবং "বৈধতা" ক্লিক করুন |
09:43 “Validity” ডায়লগ বাক্স এ প্রদর্শিত হচ্ছে |
09:47 এখন “Criteria” ট্যাবে ক্লিক করুন |
09:50 “Allow” ক্ষেত্রের ড্রপ ডাউন থেকে, “List” ক্লিক করুন |
09:55 "এন্ট্রিস" বাক্সটি |
09:58 এখন নির্বাচিত সেল যাচাই অপশন এ যা প্রদর্শিত হবে প্রবেশ করা যাক |
10:05 এখন পেমেন্ট এর প্রথম মোড টাইপ করি "ক্যাশ"হিসাবেএবং তারপর এর কীবোর্ড থেকে "এন্টার" কী টিপুন |
10:13 পরবর্তী, এর দ্বিতীয় মোড টাইপ করা যাক, "ডিমান্ড ড্রাফট" হিসেবে |
10:19 ওকে ক্লিক করুন |
10:21 নির্বাচিত সেলগুলি যাচাই করা হয়ে গেছে !
10:25 এখন, নিম্নমুখী তীর টিপুন যা পাশাপাশি প্রদর্শন করা হয় |
10:30 আপনি কি দেখতে পাচ্ছেন যা অপশন আমরা "এন্ট্রিস" বক্সের মধ্যে পেমেন্ট মোড হিসেবে প্রবেশ করিয়ে ছি ?
10:36 নীচের সেল যাচাই করার জন্য প্রথমে টুলবারে "রংতুলি বিন্যাস" অপশন এ ক্লিক করুন |
10:43 তারপর, বাম মাউস বাটন টিপে, এবং সেল বরাবর টেনে এনে যাচাই সেল এর নীচের সেল নির্বাচন করুন |
10:53 এখন, মাউস বোতামটি ছেড়ে দিন |
10:57 সমস্ত নির্বাচিত সেল একই পদ্ধতিতে যাচাই করা যায় |
11:09 এখন “M-O-P”শিরোনাম-এর ঠিক নিচের সেল-এ ক্লিক করুন এবং তারপর নিম্নমুখী তীর ক্লিক করুন |
11:17 উভয় অপশন কে মোড অফ পেমেন্ট হিসেবে প্রদর্শন করা হয় |
11:21 "ক্যাশ" অপশনটি নির্বাচন করা যাক |
11:25 একই পদ্ধতিতে, আপনি নির্বাচন করতে পারেন "ক্যাশ" বা "ডিমান্ড ড্রাফট" প্রতিটি যাচাই সেল এর জন্য তৈরি করা মোড অফ পেমেন্ট, হিসেবে |
11:36 এইখানে আমরা LibreOffice ক্যালক এই কথ্য টিউটোরিয়াল শেষে এসেছি |
11:42 সংক্ষেপ, আমরা শিখেছি কিভাবে:

একটি স্প্রেডশীট রক্ষা পাসওয়ার্ড একটি স্প্রেডশীট ফাইলে একটি একক শীট অথবা ট্যাব রক্ষা পাসওয়ার্ড | কিভাবে ডাটাবেসের জন্য রেঞ্জ নির্ধারণ | কিভাবে Subtotals ব্যবহার | কিভাবে সেল যাচাই |

12:01 নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন ।
12:04 এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় |
12:07 আপনার যদি ভাল ব্যান্ডউইডথ না থাকে, আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন।
12:11 কথ্য টিউটোরিয়াল প্রকল্পর দল
12:13 কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে ।
12:17 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয় |
12:20 অধিক বিবরণের জন্য, contact@spoken-tutorial.org তে ইমেল করুন ।
12:27 স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ
12:31 যা ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত ।
12:39 এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য ।
12:42 http://spoken-tutorial.org/NMEICT-Intro
12:50 রাধা এই টিউটোরিয়াল - টি অনুবাদ এবং অন্তরা সেটি রেকর্ড করেছেন | এই টিউটোরিয়াল - এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ । শুভবিদায় ।

Contributors and Content Editors

Antarade, Gaurav, Kaushik Datta