LibreOffice-Suite-Impress/C3/Slide-Master-Slide-Design/Bengali
From Script | Spoken-Tutorial
Visual Cue | Narration |
00,00 | LibreOffice ইমপ্রেস-এর উপর এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত | |
00,08 | এই টিউটোরিয়ালে আমরা শিখবো কিভাবে : স্লাইডে পটভূমি, স্লাইডে সজ্জা প্রয়োগ করা যায় | |
00,15 | এখানে আমরা উবুন্টু লিনাক্স ১০.০৪ এবং LibreOffice সংকলন সংস্করণ ৩.৩.৪ ব্যবহার করছি | |
00,24 | পটভূমি বলতে স্লাইড-এ প্রয়োগ করা সেইসব রং এবং প্রভাবকে বোঝায়, যা বিষয়বস্তুর পিছনে থাকে । |
00,32 | LibreOffice ইমপ্রেস-এ অনেক পটভূমি বিকল্প থাকে, যা আপনাকে ভাল উপস্থাপনা তৈরি করতে সাহায্য করবে । |
00,38 | এমনকি আপনি আপনার নিজস্ব পটভূমি তৈরি করতে পারেন | |
00,42 | Sample-Impress.odp উপস্থাপনাটি খুলুন | |
00,48 | আমাদের উপস্থাপনার জন্য একটি নিজস্ব পটভূমি তৈরি করা যাক । |
00,52 | আমরা উপস্থাপনার মধ্যে সব স্লাইডে এই একই পটভূমি প্রয়োগ করব । |
00,57 | আমরা এই পটভূমি তৈরি করতে স্লাইড মাস্টার' বিকল্প ব্যবহার করবো | |
01,02 | 'মাস্টার' স্লাইড কোনো পরিবর্তন করলে সেটি উপস্থাপনার সব স্লাইডে প্রযুক্ত হয় | |
01,08 | 'মুখ্য' মেনু থেকে,ভিউ ক্লিক করুন , 'মাস্টার' নির্বাচন করুন, 'স্লাইড মাস্টার' | |
01,15 | 'মাস্টার স্লাইড' প্রদর্শিত হচ্ছে | |
1.17 | লক্ষ্য করুন, Master View টূলবার এখন দেখা যাচ্ছে | এটি ব্যবহার করে আপনি মাস্টার পৃষ্ঠা তৈরি এবং মুছে ফেলা এবং সেটির নাম পরিবর্তন করতে পারবেন | |
01,27 | এখন দুটি স্লাইড প্রদর্শিত হচ্ছে | |
01,31 | এই দুটি' হলো মাস্টার পৃষ্ঠা যেগুলি এই উপস্থাপনায় ব্যবহৃত হয়েছে | |
01,37 | Tasks অংশ থেকে ক্লিক করুন Master Pages | |
01,41 | Used in This Presentation ক্ষেত্র এই উপস্থাপনার মধ্যে ব্যবহৃত সব মাস্টার স্লাইড প্রদর্শন করে | |
01,48 | 'মাস্টার স্লাইড' হলো একটি টেমপ্লেট বা ছাঁদের মত | |
01,51 | তারপর এখানে আপনি আপনার পছন্দমত বিন্যাস ধার্য করতে পারেন, যা উপস্থাপনার মধ্যে সব স্লাইডে প্রযুক্ত হবে । |
01,58 | প্রথমে, Slides অংশ থেকে প্রথম স্লাইড নির্বাচন করুন | |
02.03 | এই উপস্থাপনায় একটি সাদা পটভূমি প্রয়োগ করা যাক | |
02,07 | 'মুখ্য' মেনু থেকে ক্লিক করুন format এবং তারপর ক্লিক করুন Page | |
02,12 | পেজ সেটআপ ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে | |
02,15 | Background ট্যাবে ক্লিক করুন | |
02,18 | Fill ড্রপ ডাউন মেনু থেকে, 'বিটম্যাপ' বিকল্প নির্বাচন করুন | |
02,24 | বিকল্পগুলির তালিকা থেকে, Blank নির্বাচন করুন এবং ক্লিক করুন OK | |
02,29 | স্লাইড-এ এখন একটি সাদা পটভূমি রয়েছে | |
02,32 | লক্ষ্য করুন, এই পটভূমিতে লেখার বর্তমান রং খুব ভালভাবে বোঝা যাচ্ছেনা | |
02,38 | সর্বদা এমন একটি রঙ নির্বাচন করবেন, যা পটভূমিতে ভালোভাবে ফুটে উঠবে | |
02,43 | লেখার রং কালোতে পরিবর্তন করা যাক | এরফলে সাদা পটভূমিতে লেখাগুলি স্পষ্টভাবে দেখা যাবে | |
02,52 | প্রথমে লেখাটি নির্বাচন করুন | |
02,55 | 'মুখ্য মেনু থেকে ফরম্যাট ক্লিক করুন, 'ক্যারেক্টার | |
02,59 | 'ক্যারেক্টার' ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে | |
03,02 | 'ক্যারেক্টার' ডায়লগ বাক্স থেকে, Font Effects ট্যাব ক্লিক করুন | |
03,08 | Font Color ড্রপ ডাউন থেকে কালো নির্বাচন করুন | |
03,12 | ক্লিক করুন OK | |
03,15 | লেখার রং এখন কালো | |
03,18 | এখন, এই স্লাইডে একটি রং প্রয়োগ করা যাক | |
03,21 | কনটেক্সট মেনুর জন্য স্লাইড-এ ডান ক্লিক করুন, এবার ক্লিক করুন Slide এবং Page Setup | |
03,27 | ফিল ড্রপ ডাউন বিকল্প থেকে, রঙ বিকল্পটি নির্বাচন করুন নীল ৮ নির্বাচন করুন এবং ক্লিক করুন ওকে | |
03,36 | দেখুন, আমাদের নির্বাচিত হালকা নীল রঙ স্লাইডে প্রযুক্ত হয়ে গেছে | |
03,42 | টিউটোরিয়ালটি সাময়িকভাবে বন্ধ করে অনুশীলনীটি করে নিন | একটি নতুন মাস্টার স্লাইড তৈরি করুন ও পটভূমিতে লাল রঙ করুন | |
03,52 | এখন জানা যাক, এই উপস্থাপনায় কিভাবে অন্য নকশা উপাদান যোগ করা যায় | |
03,57 | উদাহরণস্বরূপ, এই উপস্থাপনায় একটি লোগো যোগ করা যাক | |
04,01 | আপনার পর্দার নীচে Basic Shapes টুলবারটি লক্ষ্য করুন | |
04,06 | আপনি এটি ব্যবহার করে বিভিন্ন মৌলিক আকৃতি অঙ্কন করতে পারবেন, বৃত্ত, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ এবং ডিম্বাকৃতি | |
04,16 | এই স্লাইডের শিরোনাম এলাকায় একটি আয়তক্ষেত্র আঁকা যাক | |
04,21 | Basic Shapes টুলবার থেকে আয়তক্ষেত্র ক্লিক করুন | |
04,25 | এখন কার্সারটি স্লাইড-এর উপরের বাঁদিকের অংশে অর্থাত শিরোনাম এলাকায় নিয়ে আসুন | |
04,31 | আপনি একটি যোগ চিহ্ন দেখতে পাচ্ছেন যার সাথে বড় হাতের অক্ষরে I রয়েছে | |
04,36 | বাম মাউস বোতাম ধরে রাখুন এবং টেনে এনে একটি ছোট আয়তক্ষেত্র আঁকুন | |
04,41 | এখন মাউস বোতামটি ছেরে দিন | |
04,44 | একটি আয়তক্ষেত্র আঁকা হয়ে গেছে ! |
04,47 | আয়তক্ষেত্রর পাশে আটটি হাতল লক্ষ্য করুন | |
04,50 | ছোট নীল বর্গক্ষেত্রগুলি যা নির্বাচিত বস্তুর চারপাশে প্রদর্শিত হচ্ছে, সেগুলিই হলো হাতল বা নিয়ন্ত্রক বিন্দু | |
04,58 | এগুলি ব্যবহার করে আয়তক্ষেত্রের আকার পরিবর্তন করা যাবে | |
05,03 | আপনি নিয়ন্ত্রণ বিন্দুর উপর কার্সার রাখলে, কার্সারটি একটি দ্বিমুখী তীরে পরিবর্তিত হয়ে যাবে | |
05,10 | এটি সেই দিক নির্দেশ করে যেদিকে নিয়ন্ত্রণ বিন্দুগুলি সরিয়ে আকৃতির আকার পরিবর্তন করা যাবে | |
05,17 | এবার এই আয়তক্ষেত্রটিকে আকারে বড় করা যাক যাতে এটি শিরোনাম এলাকাকে সম্পূর্ণরূপে জুড়ে থাকে | <Pause> |
05,25 | আমরা এই আকৃতিকে সাজাতেও পারি ! |
05,28 | কনটেক্সট মেনু দেখতে আয়তক্ষেত্র এর উপর ডান ক্লিক করুন | |
05,32 | এখানে আপনি আয়তক্ষেত্রটি পরিবর্তন করার বিভিন্ন বিকল্প নির্বাচন করতে পারেন | |
05,37 | ক্লিক করুন Area | Area ডায়লগ বাক্স প্রদর্শিত হচ্ছে | |
05,43 | Fill ক্ষেত্রে ড্রপ ডাউন মেনু থেকে, কালার বা রঙ নির্বাচন করুন | |
05,48 | ম্যাজেন্টা ৪ নির্বাচন করুন এবং ক্লিক করুন ওকে | |
05,52 | আয়তক্ষেত্র-টির রঙ পরিবর্তন হয়ে গেছে | |
05,56 | আয়তক্ষেত্রটি এখন লেখাটিকে আচ্ছাদিত করে দিয়েছে | |
05,59 | লেখাটি এবার দৃশ্যমান করতে, প্রথমে আয়তক্ষেত্রটিকে নির্বাচন করুন | |
06,03 | এখন কনটেক্সট মেনু খুলতে ডান ক্লিক করুন | |
06,07 | ক্লিক করুন Arrange এবং তারপর Send to back | |
06,11 | লেখাটি আবার দেখা যাচ্ছে ! |
06,15 | এখন আয়তক্ষেত্রটি লেখার পিছনে চলে গেছে | |
06,18 | Tasks অংশ থেকে ক্লিক করুন preview of the Master Page । |
06,23 | ডান ক্লিক করুন এবং নির্বাচন করুন Apply to All Slides | |
06,27 | Close Master View বোতামে ক্লিক করে Master View বন্ধ করুন । |
06,32 | মাস্টার পৃষ্টায় করা সব সজ্জা এখন উপস্থাপনার সব স্লাইডে প্রযুক্ত হয়ে গেছে | |
06,39 | লক্ষ্য করুন, আয়তক্ষেত্রটি এখন সব পৃষ্ঠায় দেখা যাচ্ছে | |
06,45 | এখন স্লাইডের লেআউট বা সজ্জা পরিবর্তন করা শিখতে যাক | |
06,49 | লেআউট আসলে কি ? লেআউট হলো স্লাইড টেমপ্লেট যাতে বিষয়বস্তুর জন্য আগে থেকেই স্থান নির্দিষ্ট করা থাকে । |
06,58 | স্লাইড সজ্জাগুলি দেখতে ডান প্যানেল থেকে, লেআউটস ক্লিক করুন | |
07,04 | 'ইমপ্রেস-এ উপলব্ধ সজ্জাগুলি এখানে প্রদর্শিত হচ্ছে | |
07,07 | সজ্জাগুলির থাম্বনেল দেখুন | এগুলির থেকে বোঝা যায় স্লাইডে সজ্জাটি প্রয়োগ করার পর সেটি কেমন দেখতে লাগবে | |
7,16 | এখালে শিরোনাম এবং দুই স্তম্ভাকার বিন্যাসের সজ্জা রয়েছে, এমন সজ্জা রয়েছে যেখানে আপনি তিনটি স্তম্ভে লিখতে পারবেন | |
7,24 | এখানে ফাঁকা সজ্জাও আছে | আপনি আপনার স্লাইডে প্রথমে একটি ফাঁকা সজ্জা প্রয়োগ করতে পারেন এবং তারপর আপনার নিজস্ব সজ্জা তৈরি করতে পারেন | |
07,32 | এই স্লাইডে একটি সজ্জা প্রয়োগ করা যাক | |
07,35 | Potential Alternatives স্লাইডটি নির্বাচন করুন এবং সব লেখা মুছে দিন | |
07,43 | এখন, ডান দিকে সজ্জাগুলির অংশ থেকে, নির্বাচন করুন title 2 content over content । |
07,51 | স্লাইডে এখন তিনটি টেক্সট বাক্স এবং একটি শিরোনাম এলাকা রয়েছে | |
07,56 | লক্ষ্য করুন, আমরা মাস্টার পৃষ্ঠা ব্যবহার করে যে আয়তক্ষেত্রটি যোগ করেছি, সেটি এখানেও দৃশ্যমান | |
08,02 | শুধুমাত্র মাস্টার স্লাইড ব্যবহার করে এই আয়তক্ষেত্রটিকে সম্পাদনা করা যাবে | |
08,07 | মাস্টার স্লাইড-এর সজ্জা অন্য যেকোনো স্লাইড-এ প্রযুক্ত কোনো বিন্যাস বা সজ্জাকে উপেক্ষা করতে পারে । |
08,15 | এখন এই টেক্সট বাক্সগুলিকে কিছু লেখা যাক | |
08,19 | প্রথম টেক্সট বাক্সে লিখুন : Strategy 1 PRO: Low cost, CON: slow action | |
08,28 | দ্বিতীয় টেক্সট বাক্সে লিখুন : Strategy 2 CON: High cost PRO: Fast Action | |
08,40 | তৃতীয় টেক্সট বাক্সে লিখুন : Due to lack of funds, Strategy 1 is better | |
08,48 | এইভাবেই আপনি আপনার উপস্থাপনার জন্য সবচেয়ে উপযুক্ত যেকোনো সজ্জা নির্বাচন করতে পারেন | |
08,54 | এখানে এই টিউটোরিয়ালটি সমাপ্ত হলো | এই টিউটোরিয়ালে আমরা শিখেছি কিভাবে; স্লাইডে পটভূমি, স্লাইডে সজ্জা প্রয়োগ করতে হয় | |
09,03 | এখন আপনার জন্য একটি অনুশীলনী রয়েছে | |
09,05 | একটি নতুন মাস্টার স্লাইড তৈরি করুন | |
09,08 | একটি নতুন পটভূমি তৈরি করুন | |
09,11 | সজ্জা পরিবর্তন করে title, content over content করুন । |
09,15 | একটি মাস্টার স্লাইডে সজ্জা প্রয়োগ করা হলে কি হয় তা পরীক্ষা করে দেখুন | |
09,20 | একটি নতুন স্লাইড যোগ করুন এবং ফাঁকা সজ্জা প্রয়োগ করুন | |
09,25 | টেক্সট বাক্স ব্যবহার করুন এবং এতে কলাম যোগ করুন | |
09,29 | ওই টেক্সট বাক্সগুলি সাজান | |
09,32 | টেক্সট বাক্সে কিছু লিখুন | |
09,36 | নিম্নলিখিত লিঙ্ক এ উপলব্ধ ভিডিওটি দেখুন । এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায় | |
09,42 | যদি আপনার ভাল ব্যান্ডউইডথ না থাকে, আপনি এটি ডাউনলোড করেও দেখতে পারেন। |
09,47 | কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়ালগুলি ব্যবহার করে কর্মশালার আয়োজন করে । যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের সার্টিফিকেট দেয় | |
09,56 | অধিক বিবরণের জন্য, contact@spoken-tutorial.org তে ইমেল করুন । |
10,02 | স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত । |
10,14 | এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক-এ প্রাপ্তিসাধ্য । http://spoken-tutorial.org/NMEICT-Intro |
10,25 | আমি অন্তরা এই টিউটোরিয়াল - টি অনুবাদ এবং রেকর্ড করেছি | |
10.30 | এই টিউটোরিয়াল - এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ । শুভবিদায় । |