QGIS/C4/Interpolation/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 12:04, 4 February 2022 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Interpolation Methods in QGIS এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা Interpolation মেথড সম্পর্কে শিখব।
00:12 Inverse Distance Weighting (IDW) এবং

Triangulated Irregular Network (TIN)

00:18 এখানে আমি ব্যবহার করছি:

Ubuntu Linux OS সংস্করণ 16.04

00:24 QGIS সংস্করণ 2.18
00:28 টিউটোরিয়ালটি অনুসরণ করতে আপনাকে QGIS ইন্টারফেসের সাথে পরিচিত হতে হবে।
00:34 এই শৃঙ্খলায় পূর্বশর্ত টিউটোরিয়ালের জন্য, এই ওয়েবসাইটে যান।
00:40 টিউটোরিয়ালের জন্য প্রয়োজনীয় ডেটা ফাইল Code files লিঙ্কে উপলব্ধ।
00:46 ফোল্ডারের বিষয়বস্তু ডাউনলোড করুন এবং এক্সট্রাক্ট করুন।
00:51 আমি ফোল্ডারটি Desktop এ সংরক্ষণ করেছি। ফোল্ডারটি খুলতে এতে ডাবল ক্লিক করুন।
00:59 এক্সট্র্যাক্ট করা ফোল্ডারে Air Stations.shp তে যান।
01:04 এই ফাইলটি মহারাষ্ট্রে স্থিত আবহাওয়া কেন্দ্রগুলি দেখায়।
01:10 Interpolation হল বিচ্ছিন্ন বিন্দু থেকে অবিচ্ছিন্ন পৃষ্ঠ বানানোর একটি পদ্ধতি।
01:17 QGIS এ interpolation এর দুটি পদ্ধতি উপলব্ধ।
01:22 Inverse Distance Weighting (IDW) এবং Triangulated Irregular Network (TIN)
01:28 Interpolation Plugin এর ব্যবহার Point layer থেকে interpolated raster বানাতে করা হয়।
01:35 QGIS ইন্টারফেস খুলুন।
01:38 এখানে আমি QGIS ইন্টারফেস খুলেছি।
01:43 এখানে দেখানো অনুযায়ী Plugins মেনু ব্যবহার করে interpolation plugin সক্রিয় করুন।
01:49 Interpolation plugin এর জন্য চেক বাক্স চেক করুন। ডায়ালগ বাক্স বন্ধ করুন।
01:56 Raster মেনু খুলুন।
01:59 Interpolation বিকল্পটি এখন Raster মেনুতে জুড়ে গেছে।
02:04 Add Vector Layer টুলে ক্লিক করুন। Add vector layer ডায়ালগ বাক্স খোলে।
02:11 Browse বোতামে ক্লিক করুন এবং Code files ফোল্ডারে যান। এখানে আমরা দুটি ফাইল চয়ন করব।
02:20 AirStations.shp ফাইল চয়ন করুন।
02:24 কীবোর্ডে Ctrl কী ধরে রাখুন এবং MH_Disticts.shp তে ক্লিক করুন।
02:32 Open বোতামে ক্লিক করুন।
02:35 Add vector layer ডায়ালগ বাক্সে Open বোতামে ক্লিক করুন।
02:40 আমরা ক্যানভাসে মহারাষ্ট্র রাজ্যের মানচিত্র দেখি।
02:45 প্রতিটি জেলার Air stations এর স্থানগুলি পয়েন্ট ফীচার হিসাবে দেখানো হয়েছে৷
02:52 এই পয়েন্ট ফীচার লেবেল করুন।
02:56 Air Stations এ লেয়ারে ডান ক্লিক করুন।
03:00 Layer Properties ডায়ালগ বাক্স খুলতে Properties বিকল্পে ক্লিক করুন।
03:06 বাম প্যানেলে স্থিত Labels বিকল্পটি চয়ন করুন।
03:11 উপরে স্থিত ড্রপ ডাউনে ক্লিক করুন।
03:15 ড্রপ ডাউন থেকে Show labels for this layer চয়ন করুন।
03:20 Label with ড্রপ-ডাউনে, Air underscore Pollut চয়ন করুন। নীচে স্ক্রোল করুন।
03:28 এখানে আপনি লেবেল শৈলী বদলানোর বিভিন্ন বিকল্প পাবেন।
03:33 প্রয়োজনীয় স্টাইল চয়ন করুন এবং OK বোতামে ক্লিক করুন।
03:38 ক্যানভাসে, লেবেল সহ বিন্দুগুলি প্রদর্শিত হবে।
03:43 Air Stations dot shp layer এর জন্য attribute টেবিল খুলুন।
03:49 attribute টেবিলে প্রতিটি স্টেশনের জন্য Nitrogen Oxides মাত্রা দেওয়া রয়েছে।
03:57 আমরা Nox attribute থেকে Air Stations layer কে ইন্টারপোলেট করব।
04:03 এখানে আমরা interpolation এর জন্য IDW method ব্যবহার করব। attribute টেবিল বন্ধ করুন।
04:11 Inverse Distance Weighting মেথড নমুনা পয়েন্টকে ওজন দেয়।
04:17 এর ব্যবহার ডেটা interpolating করতে করা হয় যেমন তাপমাত্রা, বৃষ্টিপাত, জনসংখ্যা ইত্যাদি।
04:26 QGIS ইন্টারফেসে ফিরে যান।
04:29 Raster মেনুতে ক্লিক করুন।
04:32 Interpolation plugin এ ক্লিক করুন।
04:35 Interpolation plugin ডায়ালগ বাক্স খোলে।
04:39 Input বিভাগে, Vector layers এর মত বিকল্প হিসাবে Air Stations চয়ন করুন।
04:46 এখানে, ডিফল্টরূপে, Air Stations layer ইতিমধ্যেই চয়নিত।
04:52 Interpolation attribute হিসাবে NOx চয়ন করুন।
04:57 Add বোতামে ক্লিক করুন।
05:00 এটি Air Stations dot shp layer কে Nitrogen Oxide অ্যাট্রিবিউটের সাথে জুড়বে।
05:06 Type ড্রপ ডাউনে Points চয়ন করুন। এখানে Points ডিফল্টরূপে চয়নিত।
05:14 Output বিভাগে যান।
05:17 Interpolation method হিসাবে Inverse Distance Weighting চয়ন করুন। সকল সেটিংস ডিফল্ট রেখে দিন।
05:26 Output file এর পাশে থাকা তিনটি ডট বোতামে ক্লিক করুন।
05:30 পছন্দসই ফোল্ডারে IDW underscore Stations হিসাবে আউটপুট সংরক্ষণ করুন। আমি এটি Desktop এ সংরক্ষণ করব।
05:40 Add result to project চেক করুন, যদি এটি চেক না থাকে।
05:45 OK বোতামে ক্লিক করুন।
05:47 কালো এবং সাদা এলাকা সহ মানচিত্র স্ক্রীনে দেখায়।
05:53 সাদা এলাকা Nitrogen Oxides এর উচ্চ লেবেল দেখায়।
05:58 কালো এলাকা Nitrogen Oxides এর নিম্ন লেবেল দেখায়।
06:03 আরো স্পষ্টতার জন্য, আমরা layer এর সিম্বলজি বদলাবো।
06:08 IDW layer এর জন্য Layer properties খুলুন।
06:13 বাম প্যানেল থেকে, Style বিকল্পে ক্লিক করুন।
06:17 Render type হিসাবে Single band Pseudocolor চয়ন করুন।
06:22 Interpolation ড্রপ ডাউন থেকে Discrete চয়ন করুন।
06:26 কালার ড্রপ ডাউন থেকে Spectral চয়ন করুন। Invert চেক বাক্স চেক করুন।
06:33 Classify বোতামে ক্লিক করুন।
06:36 অন্য সকল সেটিংস ডিফল্ট ছেড়ে দিন।
06:40 Apply এবং OK বোতামে ক্লিক করুন।
06:44 Spectral রঙে এলাকা সহ মানচিত্র ক্যানভাসে দেখায়।
06:50 লাল রঙের এলাকায় Nitrogen Oxides এর উচ্চ ঘনত্ব রয়েছে।
06:56 নীল এলাকায় Nitrogen Oxides এর ঘনত্ব সবচেয়ে কম।
07:01 টুল বার থেকে Save টুল ব্যবহার করে প্রোজেক্ট সংরক্ষণ করুন।
07:06 একটি উপযুক্ত নাম দিন। সঠিক স্থান চয়ন করুন।
07:12 Save বোতামে ক্লিক করুন।
07:15 এখন Triangulated Irregular Network interpolation মেথড সম্পর্কে শিখি।
07:22 TIN এর ব্যবহার ত্রিভুজ দ্বারা বানানো পৃষ্ঠ বানাতে করা হয়।
07:28 এটি nearest neighbor point তথ্যের উপর নির্ভর করে।
07:33 'TIN মেথডের ব্যবহার সাধারণত এলিভেশন ডেটার জন্য করা হয়।
07:38 নতুন QGIS উইন্ডো খুলুন। টুল বারে New টুলে ক্লিক করুন।
07:45 Points dot shp layer লোড করতে Add Vector Layer টুল ব্যবহার করুন।
07:52 Points layer এর Attribute table খুলুন।
07:56 প্রতিটি পয়েন্ট ফীচারের জন্য এলিভেশন ডেটা লক্ষ্য করুন।
08:01 Attribute টেবিল বন্ধ করুন।
08:04 আবার Raster মেনু থেকে Interpolation window খুলুন।
08:09 Input বিভাগে, Vector layers ড্রপ ডাউনে Points layer চয়ন করুন। Interpolation attribute হিসাবে elevation চয়ন করুন।
08:20 Add বোতামে ক্লিক করুন। এটি interpolating এর জন্য elevation attribute সহ Points layer জুড়বে।
08:28 Type ড্রপ ডাউনে Points নিজেই চয়নিত হয়। এটি এভাবে রেখে দিন।
08:34 Output বিভাগে, Interpolation method হিসাবে Triangular interpolation চয়ন করুন।
08:41 output ফাইল TIN-Stations হিসাবে সংরক্ষণ করুন এবং OK বোতামে ক্লিক করুন।
08:49 triangulated interpolation দেখিয়ে মানচিত্র ক্যানভাসে প্রদর্শিত হয়।
08:54 এই layer এর জন্য symbology বদলান।
08:58 আমরা IDW layer এর জন্য যা করেছি, একই ধাপ অনুসরণ করুন।
09:12 মানচিত্র এখন Spectral রঙে দেখায়। লাল রঙের অঞ্চল উচ্চ এলিভেশন দেখায়।
09:21 নীল এলাকা নিম্ন এলিভেশন দেখায়।
09:25 টুলবারে Save টুল ব্যবহার করে মানচিত্র সংরক্ষণ করুন।
09:30 সংক্ষেপে, এই টিউটোরিয়ালে আমরা Interpolation এর দুটি মেথড সম্পর্কে শিখেছি।
09:37 Inverse Distance Weighting (IDW) এবং Triangulated Irregular Network (TIN)
09:43 অনুশীলনীর জন্য, SO2 attribute সহ Air Stations layer এর জন্য IDW interpolated মানচিত্র বানান।
09:52 আপনার মানচিত্র এইরকম দেখানো উচিত।
09:56 এই ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন।
10:03 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আরো বিস্তারিত জানতে আমাদের লিখুন।
10:13 এই ফোরামে আপনার নির্দিষ্ট প্রশ্ন পোস্ট করুন।
10:17 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।

আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta