QGIS/C4/Interpolation/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 12:04, 4 February 2022 by Kaushik Datta (Talk | contribs)
Time | Narration |
00:01 | Interpolation Methods in QGIS এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:07 | এই টিউটোরিয়ালে আমরা Interpolation মেথড সম্পর্কে শিখব। |
00:12 | Inverse Distance Weighting (IDW) এবং
Triangulated Irregular Network (TIN) |
00:18 | এখানে আমি ব্যবহার করছি:
Ubuntu Linux OS সংস্করণ 16.04 |
00:24 | QGIS সংস্করণ 2.18 |
00:28 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে আপনাকে QGIS ইন্টারফেসের সাথে পরিচিত হতে হবে। |
00:34 | এই শৃঙ্খলায় পূর্বশর্ত টিউটোরিয়ালের জন্য, এই ওয়েবসাইটে যান। |
00:40 | টিউটোরিয়ালের জন্য প্রয়োজনীয় ডেটা ফাইল Code files লিঙ্কে উপলব্ধ। |
00:46 | ফোল্ডারের বিষয়বস্তু ডাউনলোড করুন এবং এক্সট্রাক্ট করুন। |
00:51 | আমি ফোল্ডারটি Desktop এ সংরক্ষণ করেছি। ফোল্ডারটি খুলতে এতে ডাবল ক্লিক করুন। |
00:59 | এক্সট্র্যাক্ট করা ফোল্ডারে Air Stations.shp তে যান। |
01:04 | এই ফাইলটি মহারাষ্ট্রে স্থিত আবহাওয়া কেন্দ্রগুলি দেখায়। |
01:10 | Interpolation হল বিচ্ছিন্ন বিন্দু থেকে অবিচ্ছিন্ন পৃষ্ঠ বানানোর একটি পদ্ধতি। |
01:17 | QGIS এ interpolation এর দুটি পদ্ধতি উপলব্ধ। |
01:22 | Inverse Distance Weighting (IDW) এবং Triangulated Irregular Network (TIN) |
01:28 | Interpolation Plugin এর ব্যবহার Point layer থেকে interpolated raster বানাতে করা হয়। |
01:35 | QGIS ইন্টারফেস খুলুন। |
01:38 | এখানে আমি QGIS ইন্টারফেস খুলেছি। |
01:43 | এখানে দেখানো অনুযায়ী Plugins মেনু ব্যবহার করে interpolation plugin সক্রিয় করুন। |
01:49 | Interpolation plugin এর জন্য চেক বাক্স চেক করুন। ডায়ালগ বাক্স বন্ধ করুন। |
01:56 | Raster মেনু খুলুন। |
01:59 | Interpolation বিকল্পটি এখন Raster মেনুতে জুড়ে গেছে। |
02:04 | Add Vector Layer টুলে ক্লিক করুন। Add vector layer ডায়ালগ বাক্স খোলে। |
02:11 | Browse বোতামে ক্লিক করুন এবং Code files ফোল্ডারে যান। এখানে আমরা দুটি ফাইল চয়ন করব। |
02:20 | AirStations.shp ফাইল চয়ন করুন। |
02:24 | কীবোর্ডে Ctrl কী ধরে রাখুন এবং MH_Disticts.shp তে ক্লিক করুন। |
02:32 | Open বোতামে ক্লিক করুন। |
02:35 | Add vector layer ডায়ালগ বাক্সে Open বোতামে ক্লিক করুন। |
02:40 | আমরা ক্যানভাসে মহারাষ্ট্র রাজ্যের মানচিত্র দেখি। |
02:45 | প্রতিটি জেলার Air stations এর স্থানগুলি পয়েন্ট ফীচার হিসাবে দেখানো হয়েছে৷ |
02:52 | এই পয়েন্ট ফীচার লেবেল করুন। |
02:56 | Air Stations এ লেয়ারে ডান ক্লিক করুন। |
03:00 | Layer Properties ডায়ালগ বাক্স খুলতে Properties বিকল্পে ক্লিক করুন। |
03:06 | বাম প্যানেলে স্থিত Labels বিকল্পটি চয়ন করুন। |
03:11 | উপরে স্থিত ড্রপ ডাউনে ক্লিক করুন। |
03:15 | ড্রপ ডাউন থেকে Show labels for this layer চয়ন করুন। |
03:20 | Label with ড্রপ-ডাউনে, Air underscore Pollut চয়ন করুন। নীচে স্ক্রোল করুন। |
03:28 | এখানে আপনি লেবেল শৈলী বদলানোর বিভিন্ন বিকল্প পাবেন। |
03:33 | প্রয়োজনীয় স্টাইল চয়ন করুন এবং OK বোতামে ক্লিক করুন। |
03:38 | ক্যানভাসে, লেবেল সহ বিন্দুগুলি প্রদর্শিত হবে। |
03:43 | Air Stations dot shp layer এর জন্য attribute টেবিল খুলুন। |
03:49 | attribute টেবিলে প্রতিটি স্টেশনের জন্য Nitrogen Oxides মাত্রা দেওয়া রয়েছে। |
03:57 | আমরা Nox attribute থেকে Air Stations layer কে ইন্টারপোলেট করব। |
04:03 | এখানে আমরা interpolation এর জন্য IDW method ব্যবহার করব। attribute টেবিল বন্ধ করুন। |
04:11 | Inverse Distance Weighting মেথড নমুনা পয়েন্টকে ওজন দেয়। |
04:17 | এর ব্যবহার ডেটা interpolating করতে করা হয় যেমন তাপমাত্রা, বৃষ্টিপাত, জনসংখ্যা ইত্যাদি। |
04:26 | QGIS ইন্টারফেসে ফিরে যান। |
04:29 | Raster মেনুতে ক্লিক করুন। |
04:32 | Interpolation plugin এ ক্লিক করুন। |
04:35 | Interpolation plugin ডায়ালগ বাক্স খোলে। |
04:39 | Input বিভাগে, Vector layers এর মত বিকল্প হিসাবে Air Stations চয়ন করুন। |
04:46 | এখানে, ডিফল্টরূপে, Air Stations layer ইতিমধ্যেই চয়নিত। |
04:52 | Interpolation attribute হিসাবে NOx চয়ন করুন। |
04:57 | Add বোতামে ক্লিক করুন। |
05:00 | এটি Air Stations dot shp layer কে Nitrogen Oxide অ্যাট্রিবিউটের সাথে জুড়বে। |
05:06 | Type ড্রপ ডাউনে Points চয়ন করুন। এখানে Points ডিফল্টরূপে চয়নিত। |
05:14 | Output বিভাগে যান। |
05:17 | Interpolation method হিসাবে Inverse Distance Weighting চয়ন করুন। সকল সেটিংস ডিফল্ট রেখে দিন। |
05:26 | Output file এর পাশে থাকা তিনটি ডট বোতামে ক্লিক করুন। |
05:30 | পছন্দসই ফোল্ডারে IDW underscore Stations হিসাবে আউটপুট সংরক্ষণ করুন। আমি এটি Desktop এ সংরক্ষণ করব। |
05:40 | Add result to project চেক করুন, যদি এটি চেক না থাকে। |
05:45 | OK বোতামে ক্লিক করুন। |
05:47 | কালো এবং সাদা এলাকা সহ মানচিত্র স্ক্রীনে দেখায়। |
05:53 | সাদা এলাকা Nitrogen Oxides এর উচ্চ লেবেল দেখায়। |
05:58 | কালো এলাকা Nitrogen Oxides এর নিম্ন লেবেল দেখায়। |
06:03 | আরো স্পষ্টতার জন্য, আমরা layer এর সিম্বলজি বদলাবো। |
06:08 | IDW layer এর জন্য Layer properties খুলুন। |
06:13 | বাম প্যানেল থেকে, Style বিকল্পে ক্লিক করুন। |
06:17 | Render type হিসাবে Single band Pseudocolor চয়ন করুন। |
06:22 | Interpolation ড্রপ ডাউন থেকে Discrete চয়ন করুন। |
06:26 | কালার ড্রপ ডাউন থেকে Spectral চয়ন করুন। Invert চেক বাক্স চেক করুন। |
06:33 | Classify বোতামে ক্লিক করুন। |
06:36 | অন্য সকল সেটিংস ডিফল্ট ছেড়ে দিন। |
06:40 | Apply এবং OK বোতামে ক্লিক করুন। |
06:44 | Spectral রঙে এলাকা সহ মানচিত্র ক্যানভাসে দেখায়। |
06:50 | লাল রঙের এলাকায় Nitrogen Oxides এর উচ্চ ঘনত্ব রয়েছে। |
06:56 | নীল এলাকায় Nitrogen Oxides এর ঘনত্ব সবচেয়ে কম। |
07:01 | টুল বার থেকে Save টুল ব্যবহার করে প্রোজেক্ট সংরক্ষণ করুন। |
07:06 | একটি উপযুক্ত নাম দিন। সঠিক স্থান চয়ন করুন। |
07:12 | Save বোতামে ক্লিক করুন। |
07:15 | এখন Triangulated Irregular Network interpolation মেথড সম্পর্কে শিখি। |
07:22 | TIN এর ব্যবহার ত্রিভুজ দ্বারা বানানো পৃষ্ঠ বানাতে করা হয়। |
07:28 | এটি nearest neighbor point তথ্যের উপর নির্ভর করে। |
07:33 | 'TIN মেথডের ব্যবহার সাধারণত এলিভেশন ডেটার জন্য করা হয়। |
07:38 | নতুন QGIS উইন্ডো খুলুন। টুল বারে New টুলে ক্লিক করুন। |
07:45 | Points dot shp layer লোড করতে Add Vector Layer টুল ব্যবহার করুন। |
07:52 | Points layer এর Attribute table খুলুন। |
07:56 | প্রতিটি পয়েন্ট ফীচারের জন্য এলিভেশন ডেটা লক্ষ্য করুন। |
08:01 | Attribute টেবিল বন্ধ করুন। |
08:04 | আবার Raster মেনু থেকে Interpolation window খুলুন। |
08:09 | Input বিভাগে, Vector layers ড্রপ ডাউনে Points layer চয়ন করুন। Interpolation attribute হিসাবে elevation চয়ন করুন। |
08:20 | Add বোতামে ক্লিক করুন। এটি interpolating এর জন্য elevation attribute সহ Points layer জুড়বে। |
08:28 | Type ড্রপ ডাউনে Points নিজেই চয়নিত হয়। এটি এভাবে রেখে দিন। |
08:34 | Output বিভাগে, Interpolation method হিসাবে Triangular interpolation চয়ন করুন। |
08:41 | output ফাইল TIN-Stations হিসাবে সংরক্ষণ করুন এবং OK বোতামে ক্লিক করুন। |
08:49 | triangulated interpolation দেখিয়ে মানচিত্র ক্যানভাসে প্রদর্শিত হয়। |
08:54 | এই layer এর জন্য symbology বদলান। |
08:58 | আমরা IDW layer এর জন্য যা করেছি, একই ধাপ অনুসরণ করুন। |
09:12 | মানচিত্র এখন Spectral রঙে দেখায়। লাল রঙের অঞ্চল উচ্চ এলিভেশন দেখায়। |
09:21 | নীল এলাকা নিম্ন এলিভেশন দেখায়। |
09:25 | টুলবারে Save টুল ব্যবহার করে মানচিত্র সংরক্ষণ করুন। |
09:30 | সংক্ষেপে, এই টিউটোরিয়ালে আমরা Interpolation এর দুটি মেথড সম্পর্কে শিখেছি। |
09:37 | Inverse Distance Weighting (IDW) এবং Triangulated Irregular Network (TIN) |
09:43 | অনুশীলনীর জন্য, SO2 attribute সহ Air Stations layer এর জন্য IDW interpolated মানচিত্র বানান। |
09:52 | আপনার মানচিত্র এইরকম দেখানো উচিত। |
09:56 | এই ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন। |
10:03 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আরো বিস্তারিত জানতে আমাদের লিখুন। |
10:13 | এই ফোরামে আপনার নির্দিষ্ট প্রশ্ন পোস্ট করুন। |
10:17 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।
আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |