QGIS/C2/Creating-Dataset-Using-Google-Earth-Pro/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 12:25, 24 January 2022 by Kaushik Datta (Talk | contribs)
Time | Narration |
00:01 | Creating Dataset using Google Earth Pro এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:07 | এই টিউটোরিয়ালে আমরা শিখব |
00:10 | Google Earth Pro ডাউনলোড এবং সংস্থাপিত করা। |
00:13 | ডেটাসেট নেভিগেট করতে এবং বানাতে Google Earth Pro ব্যবহার করা। |
00:19 | Google Earth Pro ব্যবহার করে Kml ফরম্যাটে point এবং polygon ফাইল বানানো। |
00:26 | QGIS এ KML ফাইল খোলা। |
00:30 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি Ubuntu Linux OS সংস্করণ 16.04 |
00:38 | QGIS সংস্করণ 2.18 |
00:42 | Google-Earth Pro সংস্করণ 7.3 |
00:46 | Mozilla Firefox ব্রাউজার সংস্করণ 54.0 এবং |
00:50 | একটি কার্যকর ইন্টারনেট সংযোগ। |
00:55 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে আপনাকে QGIS ইন্টারফেসের সাথে পরিচিত হতে হবে। |
01:01 | প্রাক-প্রয়োজনীয় QGIS টিউটোরিয়ালের জন্য, এই ওয়েবসাইটে যান। |
01:07 | Google Earth একটি কম্পিউটার প্রোগ্রাম যা পৃথিবীর 3D প্রস্তুতি রেন্ডার করে। |
01:15 | প্রোগ্রাম সুপার ইমপোজিং, স্যাটেলাইট ইমেজ, এরিয়াল ফটোগ্রাফি এবং GIS ডেটা দ্বারা পৃথিবীর মানচিত্র বানায়। |
01:25 | প্রোগ্রাম ব্যবহারকারীদের বিভিন্ন কোণ থেকে শহর এবং ভূদৃশ্য দেখার অনুমতি দেয়। |
01:32 | Google Earth Pro ডাউনলোড এবং সংস্থাপিত করুন। |
01:37 | প্রোগ্রামটি আপনার সিস্টেমে ইতিমধ্যে সংস্থাপিত থাকলে আপনি এই ধাপটি এড়িয়ে যেতে পারেন। |
01:42 | Google Search পৃষ্ঠা খুলুন। |
01:46 | search bar এ লিখুন Download Google Earth Pro এবং এন্টার টিপুন। |
01:53 | ফলাফল সহ একটি পৃষ্ঠা খোলে। |
01:56 | Earth Versions-Google Earth ফলাফলে ক্লিক করুন। |
02:02 | Google Earth ডাউনলোড করতে 3টি বিকল্পের সাথে পৃষ্ঠাটি খোলে। |
02:08 | স্ক্রিনের নীচে ডানদিকে Download Earth Pro on desktop বোতামে ক্লিক করুন। |
02:15 | Download Google Earth Pro (Linux), প্রাইভেসী নীতি এবং শর্তাবলী পৃষ্ঠা খোলে। |
02:22 | এখানে প্রদত্ত সকল তথ্য পড়ুন। |
02:26 | আপনার দ্বারা ডাউনলোড করা Google Earth Pro সংস্করণটি এখানে প্রদর্শিত হয়েছে। |
02:32 | উপযুক্ত রেডিও বোতামে ক্লিক করে আপনার ডাউনলোড প্যাকেজ চয়ন করুন। |
02:38 | আমি 64 bit dot deb বেছে নেবো। |
02:42 | Accept & Download বোতামে ক্লিক করুন। |
02:47 | একটি ডায়ালগ বাক্স খোলে, Save file বিকল্প চয়ন করুন এবং OK বোতামে ক্লিক করুন। |
02:54 | ফাইলটি Downloads ফোল্ডারে ডাউনলোড হয়। |
02:58 | সংস্থাপনের জন্য, টার্মিনাল খুলুন। |
03:02 | ডাইরেক্টরীটিকে Downloads এ বদলান। |
03:06 | স্ক্রীনে দেখানো অনুযায়ী command লিখুন এবং এন্টার টিপুন। |
03:12 | অনুরোধ করলে আপনার system password লিখুন। |
03:18 | কয়েক সেকেন্ড পরে প্রোগ্রাম সংস্থাপন সম্পন্ন হয়। |
03:23 | টার্মিনাল বন্ধ করুন। |
03:26 | Dashboard খুলুন এবং search box এ Google Earth Pro লিখুন। |
03:32 | Google Earth Pro আইকনে ক্লিক করুন। এটি Google Earth Pro ইন্টারফেস খুলবে। |
03:40 | Windows এবং Mac এ Google Earth Pro সংস্থাপনের ধাপগুলি Additional material এ রয়েছে। |
03:48 | Start-up Tips পৃষ্ঠা পড়ুন। |
03:52 | উইন্ডো বন্ধ করতে Close বোতামে ক্লিক করুন। |
03:56 | এখন আমরা Google Earth ব্যবহার করে একটি ডেটা সেট বানাবো। |
04:00 | বাম প্যানেলে, Places ট্যাবের নীচে, Temporary Places ফোল্ডারে ডান ক্লিক করুন। |
04:07 | Add চয়ন করুন এবং তারপর সাব মেনু থেকে Folder চয়ন করুন। |
04:12 | Google Earth - New Folder ডায়ালগ বাক্স খোলে। |
04:17 | Name ফীল্ডে লিখুন Places in Maharashtra. |
04:22 | নিম্ন দুটি চেক বাক্স চেক করুন। |
04:24 | Allow this folder to be expanded এবং Show contents as options. |
04:31 | নীচে ডানদিকে কোণায় OK বোতামে ক্লিক করুন। |
04:35 | Places in Maharashtra ফোল্ডারে Places প্যানেলে জুড়ে গেছে। |
04:40 | এখন আমরা এই ফোল্ডারে point data set বানাবো। |
04:45 | স্থানে যেতে আমরা Google Earth ব্যবহার করব। |
04:50 | বাম প্যানেলে search box লিখুন Mumbai. Search বোতামে ক্লিক করুন। |
05:00 | Mumbai এলাকাতে যেতে Google Earth মানচিত্রকে জুম করবে। |
05:05 | Mumbai এর স্থান দেখানো হয়েছে। |
05:10 | টুলবারে হলুদ রঙের পিন হিসাবে দেখানো Add placemark টুলে ক্লিক করুন। |
05:17 | Google-Earth New Placemark ডায়ালগ বাক্স খোলে। |
05:22 | Name ফীল্ডে Mumbai লিখুন। |
05:26 | Name ফীল্ডের পাশে Pin আইকনে ক্লিক করুন। |
05:31 | চয়ন করার বিকল্প সহ আইকন বাক্স খোলে। আমি লাল পিন আইকন চয়ন করব। |
05:39 | আইকন ডায়ালগ বাক্সের নীচে ডান-কোণে OK বোতামে ক্লিক করুন। |
05:46 | New placemark ডায়ালগ বাক্সে OK বোতামে ক্লিক করুন। |
05:51 | লক্ষ্য করুন যে নতুন placemark মানচিত্রে জুড়ে গেছে। |
05:56 | Mumbai স্থান Places প্যানেলে জুড়ে গেছে। |
06:01 | search panel এ সার্চ ফলাফল মুছুন, search box এ Pune লিখুন। |
06:09 | সার্চ বিকল্প থেকে Pune Maharashtra চয়ন করুন। Search বোতামে ক্লিক করুন। |
06:17 | Pune শহরে যেতে Google Earth ম্যাপে জুম করবে। |
06:22 | Pune এর স্থান মানচিত্রে দেখা যাচ্ছে। আমরা Pune এর জন্য Placemark জুড়বো। |
06:31 | টুলবারে Add placemark এ ক্লিক করুন। |
06:35 | সেই পদক্ষেপগুলি অনুসরণ করুন যা আমরা placemark Mumbai জুড়তে করেছি। |
06:43 | সকল ধাপ পূর্ণ করার পর, লক্ষ্য করুন যে Pune এর জন্য placemark জুড়ে গেছে। |
06:50 | একই পদ্ধতি অনুসরণ করুন এবং Satara, Nashik, Amravati, Chandrapur, Jalna, Latur এবং Dhule শহর চিহ্নিত করুন। |
07:05 | আমরা Maharashtra তে কয়েকটি লোকেশনের জন্য লোকেশন মানচিত্র বানিয়েছি। |
07:11 | এখন এই লোকেশনের জন্য boundary layer বানাবো। |
07:16 | Places in Maharashtra ফোল্ডার আইকনে ডান ক্লিক করুন। |
07:20 | Add বিকল্পে ক্লিক করুন। সাব-মেনু থেকে Folder চয়ন করুন। |
07:28 | Google Earth New Folder ডায়ালগ বাক্স খোলে। |
07:33 | Name ফীল্ডে লিখুন Boundary. |
07:37 | স্ক্রিনের নীচে ডানদিকের কোণায় Ok বোতামে ক্লিক করুন। |
07:43 | Boundary ফোল্ডার Places প্যানেলে জুড়ে গেছে। |
07:48 | জুম আউট করতে ডানদিকে স্লাইডার টেনে আনুন। |
07:54 | Maharashtra সীমানা দেখা পর্যন্ত স্লাইডারটি টেনে আনুন। |
07:59 | টুলবার থেকে Add polygon বিকল্পে ক্লিক করুন। |
08:04 | Name ফীল্ডে লিখুন Boundary. |
08:08 | Maharashtra সীমানায় ক্লিক করা শুরু করুন এবং মোটামুটিভাবে Maharashtra সীমানা আঁকুন। |
08:31 | পূর্ণ হলে বাক্সে OK বোতামে ক্লিক করুন। |
08:36 | Boundary polygon layer, Places প্যানেলে জুড়ে গেছে। |
08:41 | Places in Maharashtra ফোল্ডারে ডান ক্লিক করুন। |
08:46 | সাব-মেনু থেকে Save Place as... এ ক্লিক করুন। |
08:51 | Save file ডায়ালগ বাক্স খোলে। |
08:55 | ফাইলের নাম Places in Maharashtra দিন। |
09:00 | ফাইল সংরক্ষণ করার উপযুক্ত স্থান চয়ন করুন। আমি Desktop চয়ন করব। |
09:07 | আপনি এই ফাইলটি দুটি ভিন্ন ফাইল ফরম্যাটে সংরক্ষণ করতে পারেন। |
09:12 | Files of type ড্রপডাউনে আপনি Kml এবং Kmz বিকল্প দেখবেন। |
09:20 | Kmz হল Kml ফাইলের সংকুচিত সংস্করণ। |
09:25 | Kmz ফাইল ফরম্যাট, প্রায়ই একটি বড় ফাইল সংরক্ষণ করতে ব্যবহৃত হয়। |
09:31 | আপনি এখানে উল্লিখিত যে কোনো বিকল্প বেছে নিতে পারেন। |
09:36 | আমি ফাইল সংরক্ষণ করতে Kml ফরম্যাট ব্যবহার করব। |
09:40 | Files of type ফীল্ডে Kml format এ ক্লিক করুন। |
09:45 | ডায়ালগ বাক্সের নীচে ডান কোণায় Save বোতামে ক্লিক করুন। |
09:51 | একইভাবে Boundary file কেও Kml ফরম্যাটে সংরক্ষণ করুন। |
09:56 | দুটি ফাইল Places in Maharashtra.kml এবং Boundary.kml, Desktop এ সংরক্ষিত। |
10:06 | এরপর আমরা Google Earth Pro এ নির্মিত দুটি ফাইল QGIS এ খুলব। |
10:13 | QGIS ইন্টারফেস খুলুন। |
10:17 | বাম মেনু থেকে Add Vector Layer টুলে ক্লিক করুন। |
10:22 | Add Vector Layer ডায়ালগ বাক্স খোলে। |
10:26 | Source ফীল্ডে, Browse বোতামে ক্লিক করুন। |
10:31 | Desktop ফোল্ডারে যান। |
10:35 | Places in Maharashtra.kml এবং Boundary.kml ফাইল দুটি চয়ন করুন। |
10:42 | Open বোতামে ক্লিক করুন। |
10:45 | Add vector layer ডায়ালগ বাক্সে Open বোতামে ক্লিক করুন। |
10:50 | Select vector Layers to add ডায়ালগ বাক্সে Open বোতামে ক্লিক করুন। OK বোতামে ক্লিক করুন। |
11:01 | ইম্পোর্ট করা দুটি ফাইলই এখন QGIS ক্যানভাসে layers হিসেবে জুড়ে গেছে। |
11:08 | QGIS এ টুলস ব্যবহার করে আরো বিশ্লেষণে করতে এই layers ব্যবহার করা যেতে পারে। |
11:15 | সংক্ষেপে, এই টিউটোরিয়ালে আমরা Google Earth Pro ডাউনলোড এবং সংস্থাপন করা শিখেছি। |
11:23 | ডেটাসেট নেভিগেট করতে এবং বানাতে Google Earth Pro ব্যবহার করা। |
11:29 | Google Earth Pro ব্যবহার করে Kml ফরম্যাটে point এবং polygon ফাইল বানানো। |
11:36 | QGIS এ KML ফাইল খোলা। |
11:40 | অনুশীলনী হিসাবে, ভারতের রাজ্যের রাজধানীগুলির একটি ডেটা সেট বানান। |
11:46 | Kml ফরম্যাটে point এবং boundary ফাইল সংরক্ষণ করুন। ইঙ্গিত: সকল রাজ্যের রাজধানীতে যান এবং ভারতের সীমানা আঁকুন। |
11:57 | আপনার সম্পন্ন অনুশীলনী এইরকম দেখানো উচিত। |
12:03 | নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন। |
12:11 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। আরো বিস্তারিত জানতে আমাদের লিখুন। |
12:21 | এই ফোরামে আপনার নির্দিষ্ট প্রশ্ন পোস্ট করুন। |
12:24 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। |
12:31 | আমি কৌশিক দত্ত আইআইটি বোম্বে থেকে বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |