QGIS/C2/Coordinate-Reference-Systems/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 12:14, 24 January 2022 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Coordinate Reference System in QGIS এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা শিখব,
00:10 QGIS এ projections এ স্তর যোগ করা।
00:15 layers এর জন্য metadata এর তথ্য দেখা।
00:19 নতুন layer এ লেয়ার দ্বারা নির্বাচিত বৈশিষ্ট্য সংরক্ষণ করা।
00:24 একসাথে ভিন্ন projections এর data layers ওভারলে এবং পুনঃ প্রজেক্ট করা।
00:30 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি,

Ubuntu Linux OS সংস্করণ 16.04, QGIS সংস্করণ 2.18

00:42 টিউটোরিয়ালটি অনুসরণ করতে আপনার GIS সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে।
00:49 অনুগ্রহ করে এই শৃঙ্খলার আগের টিউটোরিয়াল দেখুন।
00:54 Coordinate Reference Systems সম্পর্কে,
00:57 Coordinate Reference Systems দুই ধরনের হয়,

Geographic coordinate system এবং Projected Coordinate System

01:06 সর্বাধিক ব্যবহৃত geographic coordinate system হল WGS 84.
01:12 সর্বাধিক ব্যবহৃত projected coordinate system হল UTM.
01:18 এখানে আমি QGIS ইন্টারফেস খুলেছি।
01:23 canvas এ, দেশের প্রশাসনের সীমানা সহ বিশ্বের মানচিত্র প্রদর্শিত হয়।
01:30 মানচিত্র ডাউনলোড করা এবং QGIS এ এটির প্রদর্শনের উপায় পূর্বাপেক্ষিত টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে।
01:39 অনুগ্রহ করে পূর্বাপেক্ষিত টিউটোরিয়ালটি দেখুন।
01:43 এই ফাইলটি Code files লিঙ্ক থেকেও ডাউনলোড করা যেতে পারে।
01:48 canvas এর বাম দিকে, আপনি layer নামে বিশ্ব মানচিত্রের ফাইল সহ Layers Panel দেখবেন।
01:57 এখানে ডিফল্টরূপে Layers Panel সক্রিয় রয়েছে।
02:02 না হলে, আমরা View মেনু ব্যবহার করে Layers Panel সক্রিয় বা নিষ্ক্রিয় করতে পারি।
02:08 menu bar এ View মেনুতে ক্লিক করুন। নীচে স্ক্রোল করুন এবং Panels বিকল্প চয়ন করুন।
02:16 সাব-মেনু panel এর নামের তালিকা দেখায়।
02:21 panel সক্রিয় বা নিষ্ক্রিয় করতে Layer Panel বিকল্পে ক্লিক করুন।
02:27 আমরা সীমানা টেনে panel এর আকার ব্যবস্থিত করতে পারি।
02:32 আপনি মানচিত্রের রঙ বদলাতে চাইলে, Layers Panel এ layer নামের উপর ডান ক্লিক করুন।
02:39 context menu নীচে স্ক্রোল করুন এবং Styles বিকল্প চয়ন করুন।
02:44 সাব-মেনু একটি রঙের ত্রিভুজ দেখায়।
02:48 রঙিন ত্রিভুজের শীর্ষবিন্দু ঘুড়িয়ে রঙ চয়ন করুন।
02:53 কনটেক্সট মেনু বন্ধ করতে canvas এ যে কোনো জায়গায় ক্লিক করুন।
02:58 QGIS উইন্ডোর QGIS বারে নীচে-বাম কোণে, আপনি লেবেল Coordinate এবং সংখ্যা সহ একটি টেক্সট বাক্স দেখবেন।
03:09 নির্দিষ্ট স্থানের জন্য X এবং Y coordinates এর মান এই টেক্সট বাক্সে দেখানো হয়েছে।
03:17 মানচিত্রের উপর কার্সার নিয়ে যান।
03:20 লক্ষ্য করুন, X এবং Y coordinates এর মান কার্সারের স্থানের সাথে বদলায়।
03:28 ডিফল্টভাবে status bar এ Render বিকল্প চেক রয়েছে। এভাবে রেখে দিন।
03:37 status bar এ, নীচে-ডান কোণায়, আপনি আরেকটি লেবেল Current CRS দেখবেন।
03:44 এই কোড বর্তমান Projection Coordinate Reference System দেখায়।
03:50 layer’s projection নির্ধারণ করতে, আমরা metadata দেখতে পারি।
03:56 Layers Panel এ, layer এর নামে ডান ক্লিক করুন।
04:01 কনটেক্সট মেনু থেকে, Properties চয়ন করুন। Layer Properties ডায়ালগ বাক্স খোলে।
04:09 ডায়ালগ বাক্সে, বাম দিকের প্যানেলে, Metadata বিকল্পে ক্লিক করুন।
04:15 Properties বিভাগে, স্লাইডারটি নীচে স্ক্রোল করুন।
04:20 নীচের অংশে, শিরোনাম Layer Spatial Reference System এ, আপনি এই প্রজেকশনের সংজ্ঞা দেখতে পাবেন।
04:29 এটি geographic coordinate system এ WGS84 দেখায়।
04:35 ডায়ালগ বাক্স বন্ধ করতে নীচের Ok বোতামে ক্লিক করুন।
04:41 এখন ম্যাপে লেয়ার যোগ করি এবং projection বদলাই।
04:47 data layers সম্পর্কে।
04:50 সাধারণত geographical data, GIS ওয়ার্কস্পেসে layers এ সংরক্ষিত হয়।
04:57 প্রতিটি layer এর data, attribute table এ সংরক্ষিত থাকে।
05:02 অনেক স্তর একই ভৌগলিক স্থানের ডেটা প্রদর্শন করতে পারে।
05:08 QGIS ইন্টারফেসে ফিরে যান।
05:12 এখন আমরা layer’s projection পরিবর্তন করা দেখি।
05:17 এই প্রক্রিয়াকে Re-Projection বলা হয়।
05:21 সম্পূর্ণ layer পুনরায় প্রজেক্ট করার পরিবর্তে, আমরা কিছু বৈশিষ্ট্য পুনরায় প্রজেক্ট করব।
05:27 টুল বারের উপরের ডান কোণায়, Select features by area or single click টুলে ক্লিক করুন।
05:35 এই টুলের পাশে কালো ত্রিভুজটিতে ক্লিক করুন।
05:39 ড্রপ ডাউন থেকে Select features চয়ন করুন।
05:44 canvas এ প্রদর্শিত বিশ্ব মানচিত্রে, এটি চয়ন করতে United States of America বৈশিষ্ট্যে ক্লিক করুন।
05:52 Nলক্ষ্য করুন, United States of America ভিন্ন রঙে দেখানো হয়েছে।
05:58 এখন এই layer এর projected coordinate system পরিবর্তন করব এবং সংরক্ষণ করব।
06:04 Layers Panel এ layer এর নামে ডান ক্লিক করুন।
06:08 নীচে স্ক্রোল করুন, Save As বিকল্প চয়ন করুন।
06:12 Save Vector Layer as... ডায়ালগ বাক্স খোলে।
06:17 ডিফল্ট ফরম্যাট বিকল্প হল ESRI Shapefile. এটি এভাবে রেখে দিন।
06:26 File name টেক্সট বাক্সের পাশে Browse বোতামে ক্লিক করুন।
06:31 Save layer as... ডায়ালগ বাক্স খোলে। আউটপুট লেয়ারকে USA-1.shp নাম দিন।
06:41 সংরক্ষণ করতে একটি উপযুক্ত স্থান খুঁজুন। আমি এটি Desktop এ সংরক্ষণ করব।
06:48 নীচে Save বোতামে ক্লিক করুন।
06:52 Save Vector Layer as.... ডায়ালগ বাক্সে, File name টেক্সট বাক্সে file path দেখা যাচ্ছে।
06:59 আমরা এই লেয়ারের জন্য নতুন projection চয়ন করব।
07:03 CRS ড্রপ ডাউন বাক্সের পাশে, Select CRS বোতামে ক্লিক করুন।
07:10 Coordinate Reference System Selector এ, Filter search box এ North America লিখুন।
07:17 বিশ্বের Coordinate reference systems এ, Projected Coordinate System শিরোনামে ফলাফলে স্ক্রোল করুন।
07:27 SNorth_America_Albers_Equal_Area_Conic (EPSG:102008) projection চয়ন করুন।
07:37 নীচে OK বোতামে ক্লিক করুন।
07:41 CRS ড্রপ ডাউন বাক্সে, নতুন চয়নিত CRS দেখানো হয়েছে।
07:47 Save only selected features বিকল্পটি চেক করতে চেক বাক্সে ক্লিক করুন।
07:53 এটি নিশ্চিত করবে যে শুধুমাত্র নির্বাচিত feature ই পুনঃ প্রজেক্ট এবং এক্সপোর্ট হবে।
08:00 এখানে ডিফল্টরূপে, Add saved file to map বিকল্পটি চেক রয়েছে।
08:06 না হলে এই বিকল্পটি চেক করতে চেক বাক্সে ক্লিক করুন।
08:11 OK বোতামে ক্লিক করুন।
08:14 পুনঃপ্রকল্পিত layer ভিন্ন রঙে লোড হয়।
08:19 এই দুটি layers এখন ভিন্ন projections এ রয়েছে।
08:24 লক্ষ্য করুন Layers Panel এ আপনি এখন 2টি এন্ট্রি দেখতে পাচ্ছেন।
08:30 লক্ষ্য করুন যে নতুন United States layer world map layer এর উপরে সঠিকভাবে ওভারলে হয়।
08:38 এর কারণ হল QGIS-এর On-the-fly CRS transformation বৈশিষ্ট্য রয়েছে।
08:45 QGIS উইন্ডোর নীচে ডান কোণে projection টেক্সটে EPSG:4326 এর পাশে OTF শব্দ রয়েছে।
08:56 Layers Panel এ ক্লিক করে United-States লেয়ার চয়ন করুন।
09:02 status বারের নীচে ডানদিকে Current CRS টেক্সট EPSG:4326 এ ক্লিক করুন।
09:11 Project Properties CRS ডায়ালগ বাক্স খোলে।
09:16 Enable on-the-fly CRS transformation অফ করি এবং দেখি কি হয়।
09:23 এতে ক্লিক করে Enable on the fly CRS transformation চেক বাক্স আনচেক করুন। নীচের দিকে OK বোতামে ক্লিক করুন।
09:34 main QGIS উইন্ডোতে ফিরে যান, আপনি দেখবেন যে বিশ্বের মানচিত্র সরে গেছে।
09:40 আপনি canvas এ শুধুমাত্র United States এর মানচিত্র দেখবেন।
09:45 এর কারণ হল এই layer এর জন্য Projected CRS, Albers Projection এ বদলে গেছে।
09:52 এখন coordinates এবং স্কেল ভিন্ন।
09:56 Layers Panel এ United States layer এ ডান ক্লিক করুন।
10:01 Zoom to Layer বিকল্প চয়ন করুন।
10:05 এখন আপনি চয়নিত projection এ United States দেখবেন।
10:10 আবার, Project Properties ডায়ালগ বাক্স খুলতে Current CRS টেক্সটে ক্লিক করুন।
10:17 Enable ‘on the fly’ CRS transformation বিকল্পটি চালু করুন।
10:23 Recently used Coordinate Reference Systems শিরোনামে, WGS 84 চয়ন করুন। নীচে, OK বোতামে ক্লিক করুন।
10:35 canvas এ ডিসপ্লে বিশ্ব মানচিত্রের সাথে আগের অবস্থায় ফিরে আসবে।
10:41 dataset থেকে vector layer মুছতে, Layers panel এ নামের উপর ডান ক্লিক করুন।
10:48 context menu থেকে, Remove বিকল্পে ক্লিক করুন।
10:52 ক্রিয়া নিশ্চিত করতে একটি প্রম্পট দেখায়। OK বোতামে ক্লিক করুন।
10:59 লক্ষ্য করুন যে layer dataset থেকে সরে গেছে।
11:04 সংক্ষেপে,
11:07 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি,

QGIS এ projections এ layers যোগ করা।

11:15 layers এর জন্য metadata তথ্য দেখা।
11:19 নতুন layer এ layer থেকে চয়নিত বৈশিষ্ট্য সংরক্ষণ করা।
11:24 একসাথে ভিন্ন projections এর data layers ওভারলে এবং পুনঃ প্রজেক্ট করা।
11:30 অনুশীলনী হিসাবে: North_America_Lambert_Conformal_Conic projection সহ United States প্রজেক্ট করুন এবং পার্থক্যটি দেখুন।
11:43 সমগ্র বিশ্বের মানচিত্র layer কে World Mercator projection সিস্টেমে পুনঃ প্রজেক্ট করুন।
11:50 আপনার সম্পন্ন অনুশীলনী এইরকম দেখানো উচিত।
11:55 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন।
12:03 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। বিস্তারিত জানতে আমাদের লিখুন।
12:15 এই ফোরামে আপনার নির্দিষ্ট প্রশ্ন পোস্ট করুন।
12:19 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদর্শিত লিঙ্কে উপলব্ধ।
12:31 আমি কৌশিক দত্ত আইআইটি বোম্বে থেকে বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta