Health-and-Nutrition/C2/Indian-Law-to-Protect-Breastfeeding/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 18:11, 6 July 2021 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:00 স্তনপান সুরক্ষিত করতে ভারতীয় আইন সম্পর্কিত টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এই টিউটোরিয়ালে, আমরা শিখব:
00:09 ইনফ্যান্ট মিল্ক সাবস্টিটিউটস বা IMS সম্পর্কে।
00:13 IMS এক্ট।
00:16 এখন প্রথমে বুঝি যে ইনফ্যান্ট মিল্ক সাবস্টিটিউটস কি হয়?
00:23 ইনফ্যান্ট মিল্ক সাবস্টিটিউটসকে IMS ও বলা হয়।
00:29 IMS হল শিশুর খাবার যা বুকের দুধের আংশিক
00:33 বা সম্পূর্ণ প্রতিস্থাপন হিসাবে উপস্থাপিত করা হয়।
00:39 এতে 2 বছর অবধি শিশুদের জন্য সকল শিশুর বাণিজ্যিক খাবার অন্তর্ভুক্ত রয়েছে।
00:48 এই টিউটোরিয়ালে, আমরা IMS কে শিশুর বাণিজ্যিক খাবার বা শিশুর খাবার হিসাবে নির্দেশ করব।.
00:58 লোকেরা শিশুর বাণিজ্যিক খাবার কেনো ব্যবহার করে?
01:03 শিশুর বাণিজ্যিক খাবারের জনপ্রিয় ব্যবহারের পাঁচটি প্রমুখ কারণ রয়েছে।
01:11 প্রথম কারণটি হল কল্পিত কথা যাতে শিশুর বাণিজ্যিক খাবারকে বুকের দুধের সাথে তুলনা করে।
01:20 এটা বিশ্বাস করা যায় যে সেটি বুকের দুধের মতই উত্তম।
01:26 সেটি স্তনপানকে সম্পূর্ণরূপে প্রতিস্থাপিত করতে পারে।
01:31 কিছু অজ্ঞাত লোক সেটি বুকের দুধের চেয়ে ভালো বলে বিশ্বাস করে।
01:40 এই কল্পিত কথাটি জনপ্রিয় কারণ তাদের ক্ষতিগুলি সহজেই জানা বা দেখা যায় না।
01:48 লোকেদের তাদের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে সঠিকভাবে পরিচালিত করা হয় না।
01:54 এছাড়াও, বিপণন কৌশলগুলি তাদেরকে বুকের দুধের সমতুল্য হিসাবে প্রচার করে।
02:02 এমনকি অনেক চিকিৎসক বা স্বাস্থ্যসেবা কর্মীরা তাদের ক্ষতিকারক প্রভাব সম্পর্কে অবগত নন।
02:10 তারা স্তন্যপান না করার কারণে ক্ষতিগুলি সম্পর্কে জানে না।
02:17 তাই, শিশুর বাণিজ্যিক খাবারকে বেশিরভাগ লোকেরা বিপজ্জনক বলে মনে করে না।
02:25 শিশুর বাণিজ্যিক খাবারগুলির একটি সাধারণ সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে।
02:32 এটি খাওয়ার খাওনোর বোতল এবং কৃত্রিম স্তনবৃন্তের ক্ষেত্রেও প্রযোজ্য।
02:39 শিশুর কোনো বাণিজ্যিক খাবার বুকের দুধের সমতুল্য হতে পারে না।
02:46 তারা হয়তো মায়ের দুধের সাধারণ উপাদানগুলি অনুকরণ করতে পারে।
02:52 সাধারণ উপাদানগুলিতে প্রোটিন, ক্যালোরি বা চর্বি অন্তর্ভুক্ত থাকে।
02:59 তবে সেগুলিতে বুকের দুধের বহুসংখ্যক উপাদান থাকে না।
03:06 এছাড়াও, বুকের দুধ প্রতিটি মা এবং তার শিশুর জন্য ভিন্ন হয়।
03:13 শিশুর বাণিজ্যিক খাবারে এই গুণটি নেই।
03:18 এগুলি সকল মা এবং শিশুর জন্য একই।
03:24 তাতে স্তনপান করানোর মত মানসিক-সংবেদনশীল সুবিধাও নেই।
03:31 তারা পুষ্টিহীনতা বা মেদবহূলতার কারণ হিসাবে খুব পরিচিত।
03:38 এগুলি সংক্রামক এবং অ-সংক্রামক রোগও সৃষ্টি করে।
03:44 এই রোগগুলি হল হৃদয় এবং রক্তনালী সম্পর্কিত সমস্যা
03:48 এবং এলার্জি।
03:51 তাদের সবচেয়ে খারাপ প্রভাব হল তারা স্তনপানকে শিশুদের কাছে গুরুত্বহীন করে তোলে।
03:59 তারা স্তনপান যে বিনামূল্য এবং উৎকৃষ্ট তা লোকেদের দেখতে বাধা দেয়।
04:08 শিশুর খাবার ব্যবহারের দ্বিতীয় কারণ হল এগুলি দেখতে একটি সহজ শর্টকাটের মত লাগে।
04:16 স্তনপান করানো হল একটি দক্ষতা।
04:19 স্তনপান করানোর সঠিক কৌশল শিখতে বা সহায়তা করতে সময় এবং প্রচেষ্টা লাগে।
04:28 স্তনপান করানো সম্পর্কে শিখতে সমস্যা হতে পারে।
04:34 বাড়িতে স্তনপান করাতে মায়েদের পরিবারের সমর্থন প্রয়োজন।
04:40 বাড়ির বাইরে বা কর্মক্ষেত্রে স্তনপান করাতে তার সমাজের সহায়তা প্রয়োজন।
04:49 তাই শিশুর বাণিজ্যিক খাবার সুবিধাজনক বিকল্প হিসাবে গণ্য করা হয়।
04:57 এখন শিশুর বাণিজ্যিক খাবার ব্যবহারের তৃতীয় কারণ নিয়ে আলোচনা করি।
05:04 ভালোমত না জানা স্বাস্থ্যসেবা কর্মীরা একটি সহজ সমাধান হিসাবে শিশুর খাবার ব্যবহার করেন।
05:12 তারা কিভাবে সঠিক উপায়ে মায়েদের স্তনপান করাতে সহায়তা করবেন তা জানেন না।
05:18 তাই এই সমস্যাযুক্ত পরিস্থিতিতে, তারা ডিফল্টরূপে শিশুর বাণিজ্যিক খাবারের পরামর্শ দেয়।
05:27 শিশুর খাবার ব্যবহারের চতুর্থ কারণ হল নির্মাণকর্তা দ্বারা তাদের অত্যাধিক প্রচার করা।
05:36 শিশুদের খাবার কিনতে লোকেদের সন্তুষ্টির জন্য বৈজ্ঞানিক শব্দ এবং পুরষ্কার ব্যবহার করা হয়।
05:44 তারা স্বাস্থ্যসেবা কর্মীদের সহজে শিশুর খাবারগুলি নির্ধারণ করার জন্য রাজী করায়।
05:52 শিশুর খাবার ব্যবহারের পঞ্চম কারণ হল নতুন মায়েদের সংবেদনশীল দুর্বলতা।
06:01 তাদের উদ্বেগ তাদের নিজস্ব সমস্যার সময় বৃদ্ধি পায়।
06:06 বন্যা বা COVID-19 সঙ্কটের মত দুর্যোগের সময় এগুলি বেড়ে যায়।
06:16 তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং মনে করে যে বুকের দুধ তার শিশুর জন্য পর্যাপ্ত হবে না।
06:23 তারা শিশুদের খাবারের উপযোগিতা সম্পর্কে ভুল পরামর্শ বিশ্বাস করা শুরু করে।
06:31 তারপর তারা শিশুর বাণিজ্যিক খাবারের ব্যবহার শুরু করে।
06:37 এখন শিশুদের বাণিজ্যিক খাবার প্রচারের ইতিহাস সংক্ষেপে আলোচনা করি।
06:45 এটি আবিষ্কারের পর থেকে প্রচারে স্তনপান করানোকে গুরুত্বহীন দেখায়।
06:53 তাদের সংস্থাগুলি সরাসরি গর্ভবতী বা স্তনপান করানো মহিলা এবং স্বাস্থ্যকর্মীদের লক্ষ্য করে।
07:02 তারা পুষ্টি বা স্তনপানের কর্মশালার মাধ্যমে শিশুদের খাবারগুলি প্রচার করার চেষ্টা করে।
07:09 তারা বন্যা বা ভূমিকম্পের মত জরুরী পরিস্থিতিতে বিনামূল্যে প্রোডাক্ট বিতরণ করে।
07:19 তারা মুদির দোকান এবং মেডিকেল স্টোরে শিশুদের খাবার প্রচার করার চেষ্টা করে।
07:27 শিশুর বাণিজ্যিক খাবার স্টোরগুলিতে সুস্পষ্টভাবে প্রদর্শিত হয়।
07:33 তারা লোকেদের লোভ দেখিয়ে শিশুর বাণিজ্যিক খাবার কিনতে এবং ব্যবহার করতে উৎসাহিত করে।
07:42 স্বাস্থ্য কর্মীরা বুঝতে পেরেছিল যে এই কৌশলগুলি শিশুদের জন্য কতটা ক্ষতিকর।
07:50 শৈশব জীবনের এক দুর্বল সময়।
07:55 শিশুর খাওয়ার অনুচিত ব্যবহারের মত অনুপযুক্ত খাওয়ানোর অভ্যাসগুলি খুব বিপজ্জনক।
08:05 তাই শিশুর বাণিজ্যিক খাবারের প্রচার নিয়ন্ত্রণ করতে বিশেষ আইন প্রয়োজন।
08:14 সেইজন্য ইন্টারন্যাশনাল কোড অফ মার্কেটিং অফ ব্রেস্টমিল্ক সাবস্টিটিউটস নির্মাণ করা হয়েছিল।
08:23 এটি 1981 সালে বিশ্ব স্বাস্থ্য পরিষদ দ্বারা গ্রাহ্য করা হয়েছিল।
08:30 এটি সকল দেশকে শিশুর খাবারের বাণিজ্যিক নিয়ন্ত্রণকারী আইন বানানোর অনুমোদন দিয়েছিল।
08:39 ভারত পাস করেছিল "ইনফ্যান্ট মিল্ক সাবস্টিটিউটস, ফিডিং বটলস এন্ড ইনফ্যান্ট ফুডস (রেগুলেশন অফ প্রোডাকশন, সাপ্লাই এন্ড ডিস্ট্রিবিউশন) এক্ট 1992 এন্ড এমেন্ডমেন্ট এক্ট 2003”.
08:57 এটিকে IMS এক্টও বলা হয়।
09:02 সকল দেশ অনেক আইন পাস করে কোডটি আইনীকরণ করেছে।
09:09 সমস্ত আইনে IMS এক্ট হল সবচেয়ে কড়া আইন।
09:17 IMS এক্টের বিধানগুলি BPNI খুব স্পষ্টভাবে জানিয়েছে।
09:25 BPNI হল ব্রেস্টফিডিং প্রমোশন নেটওয়ার্ক অফ ইন্ডিয়া।
09:32 এখন, IMS এক্টের 10 টি উল্লঙ্ঘন নিয়ে আলোচনা করি।
09:39 IMS এক্ট উল্লঙ্ঘন হিসাবে বিবেচিত হয় যদি:
09:44 একটি খাবার যে কোনো উপায়ে বিশেষত ২ বছর বয়সী শিশুদের জন্য প্রচার করা হয়।
09:53 খাবারের নামে কিছু যায় আসে না।
09:57 যদি প্রোডাক্ট IMS এক্টের সুযোগের অধীনে বিজ্ঞাপন দেওয়া হয়।
10:04 এর মধ্যে রয়েছে শিশু দুধের বিকল্প, খাওয়ানোর বোতল এবং শিশুর খাদ্য।
10:12 যে কোনো ফর্ম বা মাধ্যমে কোনো বিজ্ঞাপন IMS এক্ট উল্লঙ্ঘন করে।
10:20 এতে টিভি, সংবাদপত্র, ম্যাগাজিন, জার্নাল, রেডিও, SMS বিজ্ঞাপন অন্তর্ভুক্ত রয়েছে।
10:30 এতে সোশ্যাল মিডিয়া, বিলবোর্ড, ব্যানার এবং অন্যান্য বিজ্ঞাপন অন্তর্ভুক্ত রয়েছে।
10:39 যদি প্রোডাক্ট বা তার নমুনাগুলি সরাসরি কোনো ব্যক্তির কাছে বিতরণ করা হয়।
10:47 এতে গর্ভবতী মহিলা বা স্তনপান করানো মহিলাও অন্তর্ভুক্ত।
10:53 প্রোডাক্ট ব্যবহার বা বিক্রি করার যদি কোনো ধরণের লোভ দেওয়া হয়।
11:01 লোভের মধ্যে ছাড় বা বিনামূল্যে উপহার ইত্যাদি হতে পারে।
11:08 যদি IMS এর প্রচার সম্পর্কিত শিক্ষাগত সামগ্রী বিতরণ করা হয়।
11:16 যদি এই প্রোডাক্টের লেবেলগুলির বিক্রি বাড়ানোর জন্য নির্দিষ্ট ছবি লাগানো হয়।
11:24 এই ছবিগুলি মা, শিশু, কার্টুন, গ্রাফিক্স ইত্যাদির হতে পারে।
11:33 যদি কোনো হাসপাতাল, নার্সিং হোম, ওষুধের দোকান কোনোভাবে IMS এর প্রচার করে।
11:41 এতে রয়েছে IMS সংস্থাগুলির প্রচারপত্র বা পোস্টার প্রদর্শন করা।
11:49 যদি IMS প্রচারের জন্য স্বাস্থ্যকর্মী বা তাদের পরিবারকে অর্থ বা উপহার দেওয়া হয়।
11:58 যদি কোনো IMS সংস্থা বা তার বিতরক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবদান প্রদান করে।
12:08 এতে রয়েছে অর্থ সরবরাহ সেমিনার,
12:11 মিটিং,

সম্মেলন,

12:14 বা শিক্ষামূলক কোর্সের জন্য।
12:17 এতে স্পনসরশিপ অন্তর্ভুক্ত,
12:21 গবেষণার জন্য অনুদান বা সহকারিতা।
12:25 স্বাস্থ্যকর্মী বা তাদের সমিতিগুলির স্পনসরশিপ অনুমোদিত নয়।
12:33 যদি IMS এর বিক্রির পরিমাণের উপর ভিত্তি করে বিক্রয় কমিশন স্থির করা হয়।
12:42 এটি করার মাধ্যমে, IMS সংস্থা বা তার প্রোডাক্ট বিতরক IMS আইন লঙ্ঘন করে।
12:51 অবিলম্বে এই লঙ্ঘন রিপোর্ট করুন।
12:56 এটি করতে আপনি BPNI STANPAN SURAKSHA মোবাইল অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারেন।
13:05 এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করা খুবই সহজ।
13:11 এতে লঙ্ঘন রিপোর্ট করার মাত্র 2 টি সহজ ধাপ রয়েছে।
13:17 যখন আপনি কোনো লঙ্ঘন দেখবেন, অ্যাপ্লিকেশনটি খুলুন।
13:23 'Report promotion of baby foods or feeding bottles' মেনুতে থাকা ট্যাবে ক্লিক করুন।
13:32 রিপোর্টিং পৃষ্ঠাটি খুলবে।
13:36 নির্ধারিত কলামগুলিতে প্রয়োজনীয় তথ্য দিন।
13:42 আপনার কাছে কোনো ছবি বা নথি থাকলে তা যুক্ত করুন।
13:48 এটি জমা দিন।
13:51 মনে রাখবেন, IMS সংস্থাগুলি তাদের বিজ্ঞাপনগুলিতে স্তনপান করানোর সুবিধা জানাতে পারে।
13:59 তবে এই ধরণের বিজ্ঞাপন মাকে এখনও স্তনপান করানোর পরিকল্পনার বিষয়ে সন্দেহ প্রদান করে।
14:07 তাদের বিজ্ঞাপনগুলি শিশুদের খাবার যতটা সম্ভব মায়ের কাছে বিক্রি করতে ডিজাইন করা হয়েছে।
14:14 যত তাড়াতাড়ি একজন মা স্তনপান করানো বন্ধ করে, তত বেশি ফর্মূলা কেনা হয়।
14:21 এই কারণেই IMS সংস্থাগুলি স্তনপান করানোকে গুরুত্বহীন দেখানোর চেষ্টা করে।
14:30 কমপক্ষে 2 বছর বয়স পর্যন্ত শিশুর জন্য স্তনপান করা জরুরী।
14:38 পর্যাপ্ত পরিমাণে স্তনপান করানোর জন্য সঠিক স্তনপান করানোর কৌশলটি গুরুত্বপূর্ণ।
14:45 এটি একই শৃঙ্খলার অন্য টিউটোরিয়ালে আলোচনা করা হয়েছে।
14:51 এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে।

যোগদানের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta