STEMI-2017/C3/STEMI-D-to-STEMI-AB-Hospital/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 17:05, 29 July 2020 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search


Time
Narration
00:01 STEMI D Hospital থেকে STEMI A/B Hospital এ স্থানান্তরের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:09 এই ক্ষেত্রে, প্রথমে রোগীকে STEMI D Hospital এ আনা হয় এবং পরে STEMI A/B Hospital স্থানান্তর করা হয়.
00:20 STEMI D Hospital এ, STEMI App এ নিম্ন বর্ণণ লিখতে হবে -
00:26 শুরু করি.

STEMI হোমপেজে, আমরা D Hospital ইউসার।

New Patient ট্যাব চয়ন করুন।

00:37 একজন রোগী অনুমান করে নিম্ন তথ্য লিখুন।
00:41 Basic Details এ, Patient Name , Age, Gender, Phone নম্বর এবং Address লিখুন।
00:48 এরপর ড্রপ ডাউন থেকে Payment চয়ন করুন।

আমি State BPL Insurance চয়ন করব।

00:55 এখন Symptom Onset এর তারিখ এবং সময় লিখুন।
01:00 এরপর আমাদের STEMI D Hospital Arrival Date and Time লিখতে বলা হয়.
01:06 এরপর Admission রূপে Direct চয়ন করুন।

এর কারণ রোগীকে সরাসরি STEMI D Hospital এ পাঠানো হয়.

01:17 এরপর STEMI Details পূরণ করতে হবে.
01:20 আমি Manual ECG Taken কে Yes চেক করে তারিখ এবং সময় লিখব।
01:27 এরপর STEMI Confirmed. এটি ECG নেওয়ার ভিত্তিতে নিশ্চিত করা হয়।
01:33 আমি তারিখ এবং সময় সহ STEMI Confirmed কে Yes চয়ন করব.
01:39 শেষে এই পৃষ্ঠায়, Transport Details রয়েছে।
01:44 এখানে আমরা Private vehicle চয়ন করব।

এটি ট্রান্সপোর্ট মোড়ের উপর নির্ভর করে Ambulance, GVK EMRI Ambulance বা Public vehicle হতে পারে।

01:58 পৃষ্ঠার নীচে Save and Continue বোতাম চয়ন করুন।
02:02 App পরবর্তী পৃষ্ঠা Fibrinolytic Checklist এ নিয়ে যাবে।
02:08 Fibrinolytic Checklist এ, 12 টি আইটেম রয়েছে কারণ রোগী পুরুষ।
02:14 রোগীর মহিলা হলে 13 টি আইটেম দেখাবে।
02:20 আমি এই পৃষ্ঠাতে প্রদর্শিত সকল 12 টি আইটেমের জন্য No চেক করব।
02:25 এর পর, পৃষ্ঠার নীচে Save and Continue বোতামটি চয়ন করুন।
02:31 আমরা এখন Cardiac History পৃষ্ঠাতে রয়েছি।
02:34 আমি আগের হিস্ট্রি Angina, CABG, PCI1, PCI2 কে No চেক করব।
02:42 তারপর Diagnosis এ, নেই নির্দিষ্ট রোগীর বিবরণগুলি লিখব।
02:47 এরপর, রোগীর নিরীক্ষণের যথাযথ লক্ষণ যাচাই করুন।
02:53 লক্ষণের জন্য, আমি Palpitation, Diaphoresis, Shortness of breath, Nausea/vomiting, Dizziness কে Yes চেক করব.
03:05 পরেরটি হল Clinical Examination.
03:09 এখানে রোগীর Height, Weight এবং BMI লিখতে হবে।
03:15 এছাড়াও BP Systolic, BP Diastolicএবং Heart Rate
03:21 পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন।
03:25 এটি পরবর্তী পৃষ্ঠাতে নিয়ে আসে - Co-Morbid Conditions
03:30 রোগীর বা রোগীর পরিবারের সাথে পরামর্শ করে বর্ণন লিখুন।
03:35 আমি নিম্ন বর্ণন পূরণ করতে যাচ্ছি
03:38 পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন।
03:43 এখন আমরা পরবর্তী পৃষ্ঠা Contact Details এ এসেছি।
03:48 এখানে রোগীর আত্মীয়ের বর্ণন লিখতে হবে।

Name, Relation Type, Address, City, Contact No

03:57 তারপর Occupation
04:00 তারপর ID proof বিভাগ - Aadhar Card No. এবং সফ্ট কপি আপলোড।
04:08 নীচে Save & Continue বোতাম চয়ন করুন।
04:12 App আমাদের পরবর্তী ট্যাবে চলে আসে যা হল Thrombolysis.
04:17 এখানে Medications Prior to Thrombolysis নির্দিষ্ট করতে হবে।
04:21 ঔষধের একটি তালিকা এই পৃষ্ঠায় দেখায়।
04:25 dosage এর তারিখ এবং সময় সহ রোগীকে নির্দেশিত ঔষধের বর্ণন লিখুন।
04:33 মনে রাখবেন ওষুধের dosage শুধুমাত্র ডেমো উদ্দেশ্যের জন্য একটি উদাহরণ।

রোগীর অবস্থা এবং চিকিত্সার modalities অনুযায়ী ওষুধ নির্দেশ করুন।

04:46 নীচে Save & Continue বোতাম চয়ন করুন।
04:49 App আমাদের পরবর্তী পৃষ্ঠায় নিয়ে আসে যা হল Thrombolysis.
04:55 এখানে যে কোনো এক ধরণের Thrombolytic Agent চয়ন করতে হবে.
05:01 আমি Streptokinase চয়ন করব।

তারপর Dosage, Start Date এবং Time, End Date এবং Time লিখুন।

05:09 এরপর 90 min ECG, Date এবং Time রয়েছে।
05:14 এবং Successful Lysis Yes বা No, এটি 90 min ECG ভিত্তিক।
05:23 নীচে Save & Continue বোতাম চয়ন করুন।
05:27 App পরবর্তী পৃষ্ঠা In-Hospital Summary তে নিয়ে আসে.
05:31 তারপর এখানে হাসপাতালের ওষুধ রয়েছে।
05:35 STEMI D Hospital এ রোগীকে নির্দেশ করা ওষুধ Yes চেক করতে হবে.
05:42 তারপর পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন।
05:46 এখন Discharge Summary পৃষ্ঠায় রয়েছি।
05:49 Discharge Summary তে, Death রয়েছে।
05:53 এখন আমি Death হিসাবে No চয়ন করব.
05:56 তারপর পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন।
06:01 App পরবর্তী পৃষ্ঠায় নিয়ে যাবে, যা হল Discharge Medications.
06:06 ডিসচার্জের সময় রোগীর নির্ধারিত ঔষধগুলি Yes হিসাবে চিহ্নিত করা উচিত।

তাই আমি কয়েকটি Yes চিহ্নিত করব।

06:14 তারপর পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন।
06:19 App পরবর্তী পৃষ্ঠায় নিয়ে যাবে, যা হল Discharge/ Transfer.
06:24 Discharge from D hospital. তারিখ এবং সময় পূরণ করুন।
06:28 Discharge To ফীল্ডে,Stemi Cluster Hospital চয়ন করুন।
06:33 তারপর ড্রপ ডাউন তালিকা থেকে Transfer to Hospital Name চয়ন করুন।
06:38 এটি করলে Transfer Hospital Address নিজেই পূরণ দেখাবে।

এর কারণ এই হাসপাতাল STEMI প্রোগ্রামের অংশ।

06:50 Transport Vehicle ফীল্ডে, Private (or GVK EMRI Ambulance) চয়ন করুন।
06:58 Ambulance বা GVK Ambulance চয়নিত হলে বিস্তারিত বর্ণণ লিখতে অনুরোধ করা হবে।
07:05 শেষে Finish বোতামে ক্লিক করুন।
07:08 এটি STEMI D Hospital এ STEMI App এ ডেটা এন্ট্রি সমাপ্ত করে.
07:13 রোগী এখন A/B Hospital এ পৌঁছেছে।
07:17 এটি A/B Hospital এ অনুসরণ করা পদ্ধতির সারসংক্ষেপ।
07:23 এখন A/B Hospital এ STEMI App এ আরো ডেটা এন্ট্রি করা সম্পর্কে শিখি।
07:29 এখন A/B Hospital ইউসার রূপে STEMI হোমপেজে রয়েছি।
07:34 Search tab চয়ন করুন।
07:37 STEMI D Hospital থেকে রোগীর Id বা নাম লিখুন এবং পৃষ্ঠার নীচের Search বোতাম চয়ন করুন।
07:48 প্রদর্শিত তালিকা থেকে নির্দিষ্ট রোগী চয়ন করুন।
07:54 রোগীর ফাইল খুললে পৃষ্ঠার উপরে ডানদিকে Edit বোতাম চয়ন করুন।
08:01 এটি নির্দিষ্ট পৃষ্ঠা এডিট করার অনুমতি দেয়.

একইভাবে অবশিষ্ট পৃষ্ঠাগুলি এডিট করুন।

08:09 আমরা প্রথম ট্যাব Patient Details এ আসি এবং প্রথম পৃষ্ঠা হল Basic Details.
08:16 এখানে STEMI D Hospital এ পূরণ করা সকল বর্ণন দেখায়।
08:23 A/B Hospital এ, আমাদের A/B Hospital Arrival Date এবং Time লিখতে হবে.
08:29 পৃষ্ঠার নীচে Save & Continue বোতাম চয়ন করুন।
08:33 এই পৃষ্ঠা এড়াতে পারি কারণ ডেটা ইতিমধ্যে STEMI D Hospital এ লেখা হয়েছে।
08:41 Thrombolysis মুখ্য পৃষ্ঠা এড়ানো হয়েছে।

ডেটা এন্ট্রি সহ Thrombolysis, STEMI D Hospital এ করা হয়েছে।

08:53 App এখন পরবর্তী পৃষ্ঠা PCI তে নিয়ে আসে.
08:56 এখানে Drug before PCI রয়েছে.
08:59 Date এবং Time বর্ণন সহ PCI এর আগে রোগীকে দেওয়া ওষুধের বর্ণন লিখুন.
09:06 নীচে Save and Continue বোতাম চয়ন করুন।
09:10 পরবর্তী পৃষ্ঠা হল PCI Details.
09:14 এই পৃষ্ঠায় বর্ণন শুধুমাত্র কার্ডিওলজিস্ট বা ক্যাথ ল্যাব প্রযুক্তিবিদ দ্বারা লিখতে হবে।
09:22 Cath Lab details এ, Cath Lab Activation এবং Cath Lab Arrival রয়েছে।
09:31 এরপর Vascular access তারপর Catheter access রয়েছে।
09:36 তারপর CART বর্ণন পূরণ করুন:

Start Date and Time, End Date and Time.

09:43 এখানে প্রদত্ত বিকল্প থেকে যে কোনো একটি Culprit Vessel উল্লেখ করতে হবে।
09:49 তারপর Culprit Vessel সম্পর্কিত সকল বর্ণন লিখুন।
09:55 এখন রোগীর জন্য এন্ট্রি Management এ করুন।
10:01 অবশেষে এই পৃষ্ঠায়, Intervention রয়েছে।
10:05 Intervention বিকল্প চয়নিত থাকলে, আমরা নিম্ন কিছু বর্ণন পাই.
10:10 নির্দিষ্ট রোগীর জন্য প্রাসঙ্গিক বর্ণন পূরণ করুন।
10:17 নীচে Save and Continue বোতাম চয়ন করুন।
10:21 আমরা Medications in Cath Lab ট্যাবে রয়েছি.
10:26 Cath Lab এ রোগীর জন্য প্রদত্ত ঔষধের বিবরণ লিখুন।
10:31 আমি 2b3a Inhibitors এর জন্য বর্ণন লিখব।

Unfractionated Heparin, Dosage, Date এবং Time

10:42 নোট করুন উপরে উল্লিখিত doses এবং ঔষধের নির্বাচন শুধুমাত্র ডেমো উদ্দেশ্যের জন্য।

রোগীর অবস্থা এবং চিকিত্সার modalities অনুযায়ী ওষুধ দেওয়া হয়.

10:56 নীচে Save and Continue বোতাম চয়ন করুন।
11:00 আমরা In-Hospital Summary পৃষ্ঠা এড়িয়ে যাবো।
11:04 পরবর্তী পৃষ্ঠা Discharge Summary তে যাবো।
11:09 এখানে Death ট্যাব রয়েছে যা আমি No চয়ন করব.
11:11 এটি No চয়ন করব.
11:13 তারপর নীচে Save and Continue বোতাম চয়ন করুন।
11:17 এরপর হল Discharge Medications.
11:20 আবার এই পৃষ্ঠায় প্রদর্শিত বিকল্প থেকে রোগীর প্রাসঙ্গিক ডেটা লিখুন।
11:27 তারপর নীচে Save and Continue বোতাম চয়ন করুন।
11:31 এখন আমরা Discharge বা Transfer পৃষ্ঠায় রয়েছি।

এখানে রোগীর ডিসচার্জ বর্ণন রয়েছে।

11:39 এগুলি আগে লেখা হয়েছে, যখন রোগীকে STEMI D থেকে STEMI AB Hospital এ স্থানান্তর করা হয়েছে।
11:48 Add Transfer Details বোতাম চয়ন করুন।
11:52 এখানে, A/B Hospital থেকে ডিসচার্জের সময় সম্পর্কিত বর্ণন লিখতে হবে.
11:58 শেষে Finish বোতাম চয়ন করুন।
12:00 সংক্ষেপে,
12:03 এখানে আমরা শিখেছি -

STEMI D Hospital এ STEMI App এ নতুন রোগীর ডেটা লেখা।

এবং A/B Hospital এ STEMI App এ একই রোগীর ডেটা লেখা।

12:18 STEMI INDIA একটি অলাভজনক সংগঠন হিসেবে গড়ে তোলা হয়েছে

প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক রোগীদের জন্য উপযুক্ত যত্ন অ্যাক্সেসের বিলম্বতা কমাতে

এবং হার্ট অ্যাটাকের দরুন মৃত্যু হ্রাস করতে।

12:31 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প, ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।

অধিক বিবরণের জন্য, এই সাইটটি পরিদর্শন করুন, http://spoken-tutorial.org

12:45 এই টিউটোরিয়ালটিতে অবদান রয়েছে STEMI INDIA এবং আইআইটি বোম্বে থেকে স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পের।

এই টিউটোরিয়ালে অংশগ্রহনের জন্যে ধন্যবাদ।

Contributors and Content Editors

PoojaMoolya