STEMI-2017/C2/Importance-of-Fibrinolytic-Checklist/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 16:04, 21 July 2020 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search


Time Narration
00:01 নমস্কার, Fibrinolytic চেকলিস্টের গুরুত্বের এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা শিখব

Fibrinolytic চেকলিস্টে থাকা বিভিন্ন শর্তাবলী সম্পর্কে।

00:15 টিউটোরিয়ালটি অনুশীলন করতে, আপনার প্রয়োজন -

STEMI App সংস্থাপন সহ একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট এবং, একটি কার্যকরী ইন্টারনেট সংযোগ।

00:25 এছাড়াও আপনার STEMI যন্ত্র এবং STEMI অ্যাপ এর কার্যকর জ্ঞান থাকতে হবে।
00:31 না হলে, এই ওয়েবসাইটে STEMI টিউটোরিয়ালগুলি দেখুন।
00:37 এটি আমাদের STEMI হোমপেজ।
00:39 New Patient ট্যাব চয়ন করুন।
00:42 New Patient ট্যাবের নীচে Patient Details দেখায়।
00:47 Fibrinolytic Checklist চয়ন করুন।

Fibrinolytic চেকলিস্ট Basic Details এর পর Patient Details ট্যাবে দেখায়।

00:59 Fibrinolytic checklist এর নীচে, রোগী মহিলা হলে 13 টি আইটেম প্রদর্শিত হবে।
01:07 রোগী পুরুষ হলে 12 টি আইটেম প্রদর্শিত হবে।
01:12 এটি thrombolysis এর জন্য একটি আপেক্ষিক বা নিশ্চিত প্রতিলক্ষণ।
01:19 হাব / স্পোক হাসপাতাল একসঙ্গে বন্ধ থাকলে

এই 13 টি পয়েন্টের কোনোটি Yes চিহ্নিত হলে, রোগীকে হাব হাসপাতালে বদলী করা বাঞ্ছনীয় হবে।

01:33 এই 13 টি পয়েন্ট দেখি।
01:36 1. Systolic BP greater than 180 mmHg: BP চেক করে।
01:43 2. Diastolic BP greater than 110 mmHg: একইভাবে BP চেক করা।
01:51 3. Right Vs Left arm Systolic BP greater than 15 mmHg: এটি অ্যাম্বুলেন্সে করা সম্ভব নয়, কিন্তু হাসপাতালে BP চেক করা।
02:06 4.Significant closed head/facial trauma within previous 3 months: রোগী বা তার আত্মীয়দের জিজ্ঞাসা করা।
02:16 5. Recent (within 6 weeks) major trauma, surgery (including eye surgery), GI/GU bleed: রোগী বা তার আত্মীয়দের জিজ্ঞাসা করা।
02:29 6.Bleeding or Clotting problem or on blood thinners: আবার রোগী বা তার আত্মীয়দের জিজ্ঞাসা করা।
02:38 7. CPR greater than 10 min: একটি কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে রোগীর 10 মিনিটের বেশী জীবনসঁচারের প্রয়োজন।
02:48 8.Pregnant Female: 50 বছরের নীচের মহিলা রোগীদের ক্ষেত্রে, গর্ভাবস্থা যাচাই করা।
02:56 9. Serious systemic disease (ie., advanced/ terminal cancer, severe liver or kidney disease: রোগী বা তার আত্মীয়দের জিজ্ঞাসা করা।
03:10 10. History of structural central nervous system disease: আবার, রোগী বা তার আত্মীয়দের জিজ্ঞাসা করা।
03:20 আগামী তিন পয়েন্ট ডাক্তারদের জন্য এবং ডাক্তার উপলব্ধ থাকলে এগুলি যাচাই করতে বলুন:
03:28 11. Pulmonary edema (rales greater than halfway up)
03:33 12. Systemic Hypoperfusion (cool, clammy)
03:37 13. Does the patient have severe heart failure or cardiogenic shock such that PCI is preferable?
03:46 সংক্ষিপ্তকরণ করি।
03:48 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি -

Fibrinolytic চেকলিস্টের গুরুত্ব এবং, Fibrinolytic চেকলিস্টে থাকা বিভিন্ন শর্তাবলী সম্পর্কে।

03:59 STEMI INDIA

একটি অলাভজনক সংগঠন হিসেবে গড়ে তোলা হয়েছে, প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক রোগীদের জন্য উপযুক্ত যত্ন অ্যাক্সেসের বিলম্বতা কমাতে এবং হার্ট অ্যাটাকের দরুন মৃত্যু হ্রাস করতে।

04:13 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প, ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।

অধিক বিবরণের জন্য, এই সাইটটি পরিদর্শন করুন, http://spoken-tutorial.org

04:27 এই টিউটোরিয়ালটিতে অবদান রয়েছে:

STEMI INDIA - এবং আইআইটি বোম্বে থেকে স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পের।

এই টিউটোরিয়ালে অংশগ্রহনের জন্যে ধন্যবাদ।

Contributors and Content Editors

PoojaMoolya