STEMI-2017/C2/Essential-data-to-be-filled-before-an-ECG/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 16:01, 21 July 2020 by PoojaMoolya (Talk | contribs)
Time | NARRATION |
00:00 | নমস্কার, ECG করার পূর্বে অপরিহার্য তথ্য পূরণ করার এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:08 | এই টিউটোরিয়ালে ECG করার পূর্বে STEMI অ্যাপে অপরিহার্য তথ্য পূরণ করা শিখব। |
00:15 | টিউটোরিয়ালটি অনুশীলন করতে, আপনার প্রয়োজন -
STEMI App সংস্থাপন সহ একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট এবং, একটি কার্যকরী ইন্টারনেট সংযোগ। |
00:25 | এই শৃঙ্খলায় আগে আমরা শিখেছি
STEMI অ্যাপে লগইন এবং লগআউট করা এবং, STEMI অ্যাপে বাধ্যতামূলক ফীল্ডে তথ্য লেখা। |
00:37 | শুরু করার আগে, নিশ্চিত করুন যে ECG যন্ত্র
রোগী এবং, STEMI যন্ত্রে যুক্ত করা হয়েছে। |
00:46 | এখন আমরা STEMI হোমপেজে রয়েছি। |
00:50 | জরুরী চিকিৎসার ক্ষেত্রে, ECG ট্যাবটি চয়ন করুন, যাতে ন্যূনতম ডাটা লিখে দ্রুত ECG নেওয়া যায়. |
00:59 | একজন রোগী অনুমান করি এবং নিম্ন তথ্য লিখি। |
01:03 | Patient Name: Ramesh
Age: 53, Gender: Male, Admission: Direct |
01:12 | এই চারটি ফীল্ড হাসপাতালে লগইনের ধরণ নির্বিশেষে সকল ইউসারের জন্য একই. |
01:19 | সুবিধা হল যে আমাদের শুধুমাত্র এখানে প্রদর্শিত, চারটি ফীল্ডে ডেটা লিখতে হবে. |
01:25 | তারপর আমরা দ্রুত পৃষ্ঠার নীচে স্থিত Take ECG বোতাম চয়ন করে ECG নিতে পারি। |
01:34 | Take ECG বোতাম চয়ন করে, রোগীর ব্যক্তিগত বিবরণ যা আমরা লিখেছি সঞ্চিত হয়েছে। |
01:42 | এবং তখনই, Saved Successfully ম্যাসেজ পৃষ্ঠার নীচের অংশে প্রদর্শিত হয়. |
01:49 | এখন যন্ত্র আমাদের ECG live stream পৃষ্ঠায় নিয়ে যায় এবং আমরা একটি ECG নিতে প্রস্তুত। |
01:57 | কেউ চাইলে ডেটা লেখার সময় দ্রুত ECG নিতে পারেন। |
02:02 | Homepage এ New Patient ট্যাবে, পৃষ্ঠার উপরের ডানদিকে স্থিত ECG বোতামে টিপুন। |
02:10 | আমরা ECG বোতামে টিপলে, আমরা সরাসরি ECG live stream পৃষ্ঠায় যাই. |
02:17 | সংক্ষিপ্তকরণ করি। |
02:19 | এই টিউটোরিয়ালে আমরা শিখেছি -
ECG করার পূর্বে STEMI অ্যাপে অপরিহার্য তথ্য পূরণ করা |
02:27 | STEMI INDIA - একটি অলাভজনক সংগঠন হিসেবে গড়ে তোলা হয়েছে, প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক রোগীদের জন্য উপযুক্ত যত্ন অ্যাক্সেসের বিলম্বতা কমাতে
এবং হার্ট অ্যাটাকের দরুন মৃত্যু হ্রাস করতে। |
02:41 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প, ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। |
02:48 | অধিক বিবরণের জন্য, এই সাইটটি পরিদর্শন করুন, http://spoken-tutorial.org |
02:54 | এই টিউটোরিয়ালটিতে অবদান রয়েছে STEMI INDIA এবং আইআইটি বোম্বে থেকে স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পের।
এই টিউটোরিয়ালে অংশগ্রহনের জন্যে ধন্যবাদ। |