STEMI-2017/C2/STEMI-App-and-its-mandatory-fields/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 15:58, 21 July 2020 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search


Time
NARRATION
00:01 STEMI App এবং এর mandatory fields এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:08 এই টিউটোরিয়ালে আমরা শিখব - ট্যাবলেটে STEMI App খোলা।
00:15 STEMI হোমপৃষ্ঠা সম্পর্কে জানা।
00:17 STEMI App এ বাধ্যতামূলক ফীল্ডে ডেটা লেখা।
00:23 টিউটোরিয়ালটি অনুশীলন করতে, সংস্থাপিত STEMI App সহ একটি অ্যান্ড্রয়েড ট্যাবলেট এবং একটি কার্যকর ইন্টারনেট সংযোগ প্রয়োজন।
00:36 STEMI App লাল আয়তক্ষেত্রের মত যাতে STEMI লোগো রয়েছে।
00:42 STEMI App চয়ন করার আগে, নিশ্চিত করুন যে ট্যাবলেট ইন্টারনেটের সাথে যুক্ত রয়েছে।
00:50 না হলে, একটি পপ আপ আপনাকে ইন্টারনেট সংযোগ যাচাই করতে জিজ্ঞাসা করে।
00:56 যন্ত্র ইন্টারনেটের সাথে যুক্ত হওয়ার পর STEMI App চয়ন করুন।
01:01 STEMI হোমপেজ প্রদর্শিত হয়।
01:04 এখানে এটি দেখাচ্ছে stemiAuser. এর কারণ আমি A Hospital ইউসার।
01:12 আপনি অন্য কোনো হসপিটালের ইউসার হলে, ধরুন B Hospital, তাহলে এখানে stemiBuser দেখায়।
01:22 একইভাবে stemiCuser বা stemiDuser যথাক্রমে C Hospital এবং D Hospital এর জন্য দেখাবে।
01:33 যদি STEMI App, EMRI Ambulance থেকে অ্যাক্সেস হল, তাহলে stemiEuser দেখাবে।
01:42 সকল ক্ষেত্রেই, আমরা STEMI হোমপৃষ্ঠায় আসি। এখন আমরা প্রস্তুত।
01:49 STEMI হোমপৃষ্ঠার মাঝে 3 টি ট্যাব রয়েছে।
01:54 'New Patient ট্যাব - রোগীর সম্পূর্ণ হিস্ট্রি লিখতে।
01:59 Search ট্যাব - ইতিমধ্যে সংরক্ষণ করা রোগীর বিবরণ খোঁজা এবং চয়ন করতে।
02:05 'ECG ট্যাব - কম ডেটা এন্ট্রি সহ দ্রুত ECG নিতে সাহায্য করে।
02:12 পৃষ্ঠার উপরের বামদিকে একটি Menu ট্যাব রয়েছে। আমরা এর ব্যবহার পরবর্তী টিউটোরিয়ালগুলিতে দেখবো।
02:21 এখন বুঝি যে বাধ্যতামূলক ফীল্ডগুলি কি।
02:26 ফীল্ড যেগুলি লাল ছোট asterisk দ্বারা নির্দেশিত তাকে বাধ্যতামূলক ফীল্ড বলে।
02:34 এই ক্ষেত্রগুলিতে ডেটা এন্ট্রি করা বাধ্যতামূলক এবং ঐচ্ছিক নয়।
02:38 এই তথ্য নির্দিষ্ট পৃষ্ঠা সংরক্ষণ করতে এবং পরবর্তী পৃষ্ঠায় যাওয়ার জন্য প্রয়োজন।
02:45 ডেমো হিসাবে, এটি চয়ন করে মেন ECG ট্যাব খুলবো।
02:51 মেন ECG ট্যাবে, সকল চারটি ফীল্ড -

Patient Name, Age, Gender, এবং Admission হল বাধ্যতামূলক।

03:01 এগুলি একটি লাল asterisk দ্বারা নির্দেশিত।
03:05 একটি রোগী অনুমান করে নিম্ন তথ্য লিখুন

Patient Name: Ramesh, Age: 53, Gender: Male

03:15 ধরুন একটি ফীল্ড বাদ দেই যেমন Admission.
03:19 পৃষ্ঠার নীচে Take ECG বোতাম চয়ন করে পৃষ্ঠাটি সংরক্ষণ করুন এবং এগোই।
03:26 অবিলম্বে একটি পপ আপ দেখায়, Select Admission type.
03:32 যেমনকি আপনি দেখতে পারেন, 4 টি ফীল্ডের 1 টি ফাঁকা থাকলে পৃষ্ঠাটি সংরক্ষণ হবে না।
03:39 এখন, অনুপস্থিত ডেটা পূরণ করি। Admission - Direct.
03:45 পৃষ্ঠাটি সংরক্ষণ করতে পৃষ্ঠার নীচের অংশে Take ECG বোতাম চয়ন করুন।
03:51 অবিলম্বে, Saved Successfully ম্যাসেজ পৃষ্ঠার নীচে দেখায়।
03:57 একইভাবে, বাধ্যতামূলক ডেটা পূরণ করতে হবে, যখন লাল asterisk সহ ফীল্ডে যাই।
04:05 সংক্ষিপ্তকরণ করি।
04:08 এই টিউটোরিয়ালে, আমরা শিখেছি -

ট্যাবলেটে STEMI App খোলা। STEMI হোমপৃষ্ঠা সম্পর্কে জানা। STEMI App এ বাধ্যতামূলক ফীল্ডে ডেটা লেখা।

04:20 STEMI INDIA একটি অলাভজনক সংগঠন হিসেবে গড়ে তোলা হয়েছে

প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক রোগীদের জন্য উপযুক্ত যত্ন অ্যাক্সেসের বিলম্বতা কমাতে এবং হার্ট অ্যাটাকের দরুন মৃত্যু হ্রাস করতে।

04:34 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প, ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।

অধিক বিবরণের জন্য, এই সাইটটি পরিদর্শন করুন, http://spoken-tutorial.org

04:47 এই টিউটোরিয়ালটিতে অবদান রয়েছে STEMI INDIA এবং আইআইটি বোম্বে থেকে স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পের।

এই টিউটোরিয়ালে অংশগ্রহনের জন্যে ধন্যবাদ।

Contributors and Content Editors

PoojaMoolya