STEMI-2017/C2/Introduction-to-Maestros-Device/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 15:55, 21 July 2020 by PoojaMoolya (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search


Time
NARRATION
00:01 Maestros STEMI কিটের এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এই টিউটোরিয়ালে আমরা শিখব:

Maestros STEMI কিটের কম্পোনেন্ট, এবং তার উদ্দেশ্য।

00:16 টিউটোরিয়ালটি অনুশীলন করতে, আপনার প্রয়োজন - Maestros STEMI কিট।
00:22 এই কিটের Hospital Model এ থাকে

একটি মেটাল কেসে একটি অ্যান্ড্রয়েড ট্যাব, একটি একই ডিভাইসে থাকা NIBP, ECG এবং SPO2 মনিটর সহ Maestros যন্ত্র

Wi-Fi প্রিন্টার, ট্রলি, পাওয়ার স্ট্রিপ।

00:46 এই কিটের Ambulance Model এ থাকে

একটি মেটাল কেসে একটি অ্যান্ড্রয়েড ট্যাব , এর সাথে একই যন্ত্রে থাকা NIBP, ECG এবং SPO2 মনিটর। এবং একটি পাওয়ার স্ট্রিপ।

01:05 Ambulance Model এ Wi Fi প্রিন্টার নেই এবং এটি ট্রলির উপর রাখা হয় না।
01:13 Ambulance Model এ ট্যাবের মেটাল কেস একটি ক্যাম্প দ্বারা লাগানো হয়েছে।
01:20 HP ট্যাবলেট একটি ডাটা রাখার যন্ত্র। এতে রয়েছে-

ট্যাবের শীর্ষে একটি পাওয়ার বোতাম, 2 টি মাইক্রো USB পোর্ট এবং নীচে একটি HDMI পোর্ট।

01:36 2 টি USB পোর্টের মধ্যে, একেবারে ডানদিকে থাকা পোর্ট ট্যাব চার্জ করতে ব্যবহৃত হয়।
01:44 অ্যান্ড্রয়েড ট্যাব চার্জ করা যাবে:

একটি স্ট্যান্ডার্ড মাইক্রো USB চার্জার দ্বারা, অথবা Maestros যন্ত্র থেকে ঝুলন্ত USB তার দিয়ে।

01:58 এই ক্যাবল ব্যবহৃত হলে, ট্যাব নিজে চার্জ হতে এটি Maestros যন্ত্র থেকে পাওয়ার আহরণ করে।
02:06 এই সুবিধা প্রদান করা হয়েছে যাতে ট্যাব পাওয়ার পয়েন্টে প্লাগ করা হলে ট্যাব চার্জ না হয়।
02:15 বরং যন্ত্র কাছাকাছি রাখা উচিত যখন ট্যাব চার্জ করা হয়।
02:21 ট্যাব একটি মেটাল কেস দ্বারা Maestros যন্ত্রে যুক্ত করা হয়।
02:27 ট্যাব এবং Maestros হল পৃথক যন্ত্র।
02:32 কিন্তু তারা মেটাল কেসিং দ্বারা ঘিরে থাকায় একটি সিঙ্গল ইউনিট হিসেবে কাজ করে।
02:39 Maestros যন্ত্রে 5 পোর্ট রয়েছে

1 - Charging পোর্ট, 2 - ECG পোর্ট, 3 - BP পোর্ট, 4 - SpO2 পোর্ট এবং, 5- Temp

02:51 এর বামদিকে চার্জিং পোর্ট সহ একটি পাওয়ার বোতাম রয়েছে।
02:57 এবং ডানদিকে রয়েছে ECG, BP এবং SpO2 পোর্ট।
03:04 Maestros যন্ত্রের বামদিকে দুটি সবুজাভ হলুদ নির্দেশক LED রয়েছে।

একটি জ্বলে যখন Maestros যন্ত্র চালু করা হয় এবং, অন্যটি যখন যন্ত্রটি চার্জিং মোডে থাকে।

03:23 এখন Non Invasive Blood Pressure ইউনিট দেখি যা হল NIBP ইউনিট।
03:32 B.P cuff এর দুটি অংশ রয়েছে, B.P cuff cable এবং extension cable.
03:39 প্রথমে B.P cuff cable কে extension cable এর সাথে যুক্ত করুন।
03:46 তারপর extension cable এর অপর প্রান্ত B.P port এর সাথে যুক্ত করুন।
03:52 যেমনকি পূর্বে উল্লেখ করা হয়েছে, এটি Maestros যন্ত্রের নীচে বামদিকে স্থিত।
04:00 এখন আমরা B.P নিতে প্রস্তুত।
04:05 এরপর আমরা SpO2 ইউনিট দেখবো।

SpO2 তারের দুটি অংশ রয়েছে - এক্সটেনশন কেবল, এবং SpO2 প্রোব।

04:18 এখানে দেখানো, extension cable কে SpO2 প্রোবের সাথে যুক্ত করুন।
04:24 সংযোগকারী তার অভেদ্য রাখতে স্বচ্ছ কভার স্ন্যাপ করুন।
04:31 extension cable এর অপর প্রান্ত Maestros যন্ত্রের সাথে যুক্ত করা হয়েছে।
04:38 এটিকে Maestros যন্ত্রের উপরের বামদিকের পোর্টে যুক্ত করুন।
04:45 এখন, আমরা SpO2 পরিমাপ করতে প্রস্তুত।
04:50 এরপর, ECG ইউনিট দেখি। Maestros যন্ত্রের উপরের বামদিকে ECG ক্যাবলকে ECG পোর্টের সাথে যুক্ত করুন, যেমনকি এখানে দেখানো হয়েছে।
05:04 কানেক্টরের মাথার উভয় পাশ স্ক্রু দিয়ে কষে সংযোগ সুরক্ষিত করুন।
05:11 এখন আমরা ECG নিতে প্রস্তুত।
05:15 সংক্ষিপ্তকরণ করি।
05:16 এই টিউটোরিয়ালে আমরা শিখেছি -

Maestros STEMI কিটের সাথে আসা বিভিন্ন ইউনিট সম্পর্কে। এবং তাদের কিভাবে Maestros যন্ত্রের সাথে যুক্ত করা হয়.

05:29 STEMI INDIA

একটি অলাভজনক সংগঠন হিসেবে গড়ে তোলা হয়েছে, প্রাথমিকভাবে হার্ট অ্যাটাক রোগীদের জন্য উপযুক্ত যত্ন অ্যাক্সেসের বিলম্বতা কমাতে, এবং হার্ট অ্যাটাকের দরুন মৃত্যু হ্রাস করতে।

05:44 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প, ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।

অধিক বিবরণের জন্য, এই সাইটটি পরিদর্শন করুন, http://spoken-tutorial.org

06:00 এই টিউটোরিয়ালটিতে অবদান রয়েছে:

STEMI INDIA, এবং আইআইটি বোম্বে থেকে স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পের। এই টিউটোরিয়ালে অংশগ্রহনের জন্যে ধন্যবাদ।

Contributors and Content Editors

PoojaMoolya