Arduino/C2/Introduction-to-Arduino/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 17:47, 2 July 2020 by Kaushik Datta (Talk | contribs)
Time | Narration |
00:01 | Introduction to Arduino এর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:06 | এই টিউটোরিয়ালে আমরা শিখব: Arduino ডিভাইস, |
00:12 | Arduino এর বৈশিষ্ট্য, Arduino board এর উপাদান, |
00:18 | microcontrollers এবং Ubuntu Linux OS এ Arduino IDE এর সংস্থাপন। |
00:26 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি: Arduino UNO Board, |
00:31 | Ubuntu Linux 14.04 অপারেটিং সিস্টেম। |
00:36 | এবং Arduino IDE. |
00:39 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে আপনার ইলেক্ট্রনিক্সের প্রাথমিক জ্ঞান থাকা উচিত। |
00:45 | এটি হল Arduino board.
Arduino UNO board Arduino প্রকল্পের অন্যতম জনপ্রিয় রূপ। |
00:53 | এতে রয়েছে ATMEGA328 microcontroller, Digital input/output pins, |
01:02 | Analog input pins এবং USB power adapter. |
01:08 | USB power adapter এর ব্যবহার board এর প্রোগ্রামিং এর জন্য করা যেতে পারে। |
01:13 | এটি হল microcontroller.
এটি পোর্টেবল সঙ্গীত ডিভাইস থেকে ওয়াশিং মেশিন এবং গাড়ি পর্যন্ত অনেকগুলি বৈদ্যুতিন ডিভাইসে পাওয়া যায়। |
01:25 | সুতরাং, micro-controller কি? micro-controller একটি mini computer. |
01:31 | এতে একটি CPU অর্থাৎ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মেমরি, সিস্টেম ক্লক এবং পেরিফেরাল রয়েছে। |
01:41 | Micro-controller এক সময়ে শুধুমাত্র একটি কাজ সম্পাদন করতে এবং একটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশন কার্যকর করতে সমর্পিত। |
01:51 | আমরা কয়েকটি উদাহরণ দেখবো যেখানে একটি Micro-controller ব্যবহৃত হয়। |
01:56 | এটি ব্যবহৃত হয়: প্রিন্টার, গাড়ি, ট্রাফিক সিগন্যাল এবং মোশন ডিটেক্টরে। |
02:04 | এরপর আমরা Arduino এর কয়েকটি বৈশিষ্ট্য দেখবো। |
02:09 | Arduino IDE একটি ওপেন সোর্স সফ্টওয়্যার। |
02:13 | এটি code লিখতে এবং ফিজিকাল board এ upload করতে সহজ হয়। |
02:19 | প্রোগ্রামিং ভাষাগুলি এর inbuilt functions সহ শেখা খুব সহজ হয়। |
02:25 | এটি Windows, Mac OSX এবং Linux এ চলে।
এই সফ্টওয়্যারের ব্যবহার যে কোনো Arduino board সহ করা যেতে পারে। |
02:35 | এরপর আমরা দেখব যে Arduino IDE কিভাবে সংস্থাপিত করে। |
02:40 | সংস্থাপন করতে ওয়েবসাইটটিতে যান: www.arduino.cc |
02:48 | Download লিঙ্কে ক্লিক করুন। |
02:51 | এখানে Windows, Mac operating systems এবং Linux এর জন্য Arduino ডাউনলোড করার বিভিন্ন লিঙ্ক রয়েছে। |
03:00 | টিউটোরিয়ালটি রেকর্ড করার সময়, আমাদের কাছে Arduino সংস্করণ হল 1.6.9.
সংস্করণটি ভবিষ্যতে ভিন্ন হতে পারে। |
03:10 | আমি Windows Operating System এর জন্য Windows for non admin install সংস্থাপন করার পরামর্শ দেবো। |
03:18 | এখন Linux Operating System এ Arduino সংস্থাপন করার পদ্ধতিটি দেখাবো। |
03:24 | আমি Linux 64bit লিঙ্কে ক্লিক করব কারণ আমার মেশিনের আর্কিটেকচার হল 64- bit. |
03:32 | আপনার সিস্টেমের আর্কিটেকচারের ভিত্তিতে Linux 32-bit বা 64-bit এ ক্লিক করুন। |
03:39 | Just Download এ ক্লিক করুন।
একটি ডায়লগ বাক্স খোলে। Save File এ ক্লিক করুন। |
03:47 | এটি ডাউনলোড করতে কিছু সময় লাগবে। সম্পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। |
03:52 | আমার Downloads ফোল্ডারে, ডাউনলোড করা zip file উপলব্ধ।
Zip ফোল্ডার থেকে ফাইলগুলি বের করুন। |
04:02 | এখন Terminal থেকে Arduino IDE চালু করি। |
04:07 | Terminal খুলতে CTRL + ALT + T টিপুন। |
04:12 | cd Downloads লিখে Downloads directory তে যান। |
04:19 | Arduino ফোল্ডারের নাম দেখতে ls লিখুন। |
04:23 | এখানে আমার সিস্টেমে এটি Arduino 1.6.9 দেখায়। |
04:29 | এখন ডিরেক্টরীকে Arduino 1.6.9 এ বদলান।
লিখুন cd arduino 1.6.9 |
04:40 | উপলব্ধ ফাইলের সূচী দেখতে ls লিখুন। |
04:46 | এই ফোল্ডারে, আমাদের Arduino IDE কম্পাইল সম্পর্কিত বিভিন্ন ফাইল রয়েছে যেমন: Arduino backend files এবং configuration files. |
05:00 | এখন, arduino এক্সিকিউটেবল ফাইলটি রান করি। এটি করতে লিখুন: dot slash arduino এবং Arduino IDE চালু করতে এন্টার টিপুন। |
05:16 | আমরা Arduino IDE উইন্ডো দেখি। |
05:20 | আমি আমার কম্পিউটারের USB port থেকে Arduin যুক্ত করেছি। সংযোগ যাচাই করুন। |
05:27 | Tools মেনুতে ক্লিক করুন। এটি দেখায় যে Arduino UNO বোর্ড ইতিমধ্যে চয়নিত। |
05:36 | Port মেনুতে, আমরা port নম্বর দেখতে পারি। |
05:41 | এখন, আমি Arduino IDE বন্ধ করি। |
05:45 | File এবং Close এ ক্লিক করুন। |
05:49 | Linux Operating System এ Arduino সংস্থাপন করার আরেকটি উপায় হল Terminal এ apt hyphen get কমান্ড ব্যবহার করে। |
05:59 | প্রম্প্ট হলে sudo পাসওয়ার্ড লিখুন। |
06:03 | এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। সংক্ষেপে, |
06:08 | এখানে আমরা শিখেছি: Arduino ডিভাইস, Arduino এর বৈশিষ্ট্য, Arduino বোর্ডের উপাদান, |
06:17 | Micro-controllers এবং Arduino IDE Ubuntu Linux এ Arduino IDE এর সংস্থাপন। |
06:25 | নিম্ন লিঙ্কে ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন। |
06:34 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আরও তথ্যের জন্য, আমাদের লিখুন। |
06:49 | আপনার এই স্পোকেন টিউটোরিয়ালে কোনো প্রশ্ন রয়েছে? দয়া করে এই সাইটে যান। |
06:55 | যেখানে প্রশ্ন রয়েছে সেই মিনিট এবং সেকেন্ড চয়ন করুন। সংক্ষেপে আপনার প্রশ্ন ব্যাখ্যা করুন। |
07:03 | আমাদের দল থেকে কেউ তাদের উত্তর দেবে। |
07:07 | স্পোকেন টিউটোরিয়াল ফোরামটি এই টিউটোরিয়ালের নির্দিষ্ট প্রশ্নের জন্য। |
07:12 | এখানে কোনো সম্পর্কহীন এবং সাধারণ প্রশ্ন পোস্ট করবেন না। এটি অব্যবস্থতা হ্রাস করতে সহায়তা করবে। |
07:20 | কম অব্যবস্থতা সহ, আমরা এই আলোচনা নির্দেশমূলক উপাদান হিসাবে ব্যবহার করতে পারি। |
07:27 | Spoken Tutorial প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
07:38 | আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |