Python-3.4.3/C4/Handling-Errors-and-Exceptions/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 21:24, 1 June 2020 by Kaushik Datta (Talk | contribs)
Time | Narration |
00:01 | Handling errors and exceptions এর স্পোকেন টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:07 | এই টিউটোরিয়ালে আমরা errors এবং exceptions সম্পর্কে শিখব। |
00:14 | errors এবং exceptions পরিচালনা করা শিখব। |
00:17 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স 16.04 অপারেটিং সিস্টেম |
00:25 | Python 3.4.3 এবং IPython 5.1.0 |
00:32 | টিউটোরিয়ালটি অনুশীলন করতে, আপনার জানা উচিত যে ফাংশন কিভাবে ব্যবহার করে এবং testing এবং debugging কিভাবে কার্যান্বিত করে। |
00:43 | না হলে এই ওয়েবসাইটে সম্পর্কিত Python টিউটোরিয়াল দেখুন। |
00:48 | Python এ দুটি ধরণের এরর রয়েছে: syntax errors এবং exceptions |
00:57 | Syntax errors ভুল ব্যবহারের কারণে ঘটে এবং এগুলি parser দ্বারা সনাক্ত করা হয়। |
01:04 | উদাহরণস্বরূপ: if True print বন্ধনীতে ডাবল উদ্ধৃতিতে done |
01:11 | এটি Syntax Error দেয় কারণ True এর পর colon অনুপস্থিত। |
01:17 | Exception একটি এরর যা কোনো প্রোগ্রাম কার্যকর করার সময় ঘটে। |
01:23 | Python exception উত্পন্ন করে যা সামলানো যেতে পারে, যা প্রোগ্রামকে ক্রাশ করতে এড়িয়ে যায়। |
01:30 | উদাহরণস্বরূপ: 1/0
এটি ZeroDivisionError exception দেবে। |
01:37 | আমরা এই উদাহরণগুলিতে কাজ করি। টার্মিনালটি খুলুন। |
01:43 | ipython3 লিখুন এবং এন্টার টিপুন। |
01:48 | এখান থেকে টার্মিনালে প্রতিটি কমান্ড লেখার পর এন্টার কী টিপতে ভুলবেন না। |
01:55 | এখন লিখুন if True print বন্ধনীতে ডাবল উদ্ধৃতিতে done |
02:03 | আউটপুট SyntaxError দেখায়। |
02:06 | এটি লাইনে সবচেয়ে শুরুর বিন্দুতে একটি অ্যারো প্রদর্শন করে। যেখানে error এর সন্ধান করা হয়েছিল। |
02:13 | আমাদের ক্ষেত্রে If এ True এর পর কোলন অনুপস্থিত তাই এরর ঘটে। |
02:20 | এখন লিখুন, 1/0
Python একটি ZeroDivisionError নামে exception দেয়। |
02:29 | expression বাক্যবিন্যাস সঠিক হলেও আমরা কোনো সংখ্যাকে শূন্য দ্বারা ভাগ করতে পারি না। |
02:36 | Exception programming language দ্বারা রিপোর্ট করা একটি বিশেষ ধরণের ব্যর্থতা। |
02:42 | এখন দেখি যে কীভাবে প্রোগ্রামে হওয়া Exceptions থেকে কিভাবে মোকাবেলা করা যায়। |
02:48 | লিখুন a = input বন্ধনীতে ডাবল উদ্ধৃতিতে Enter an integer. |
02:57 | আমি ইনপুট হিসাবে ac লিখব। এখন লিখুন num is equal to int বন্ধনীতে a |
03:07 | আপনি এই কোড রান করলে, এটি ValueError Exception দেয়। এটির কারণ হল আমরা string কে integer এ রূপান্তর করার চেষ্টা করছি। |
03:17 | সুতরাং এখন আমরা exceptions ধরতে পারি এবং এটি পরিচালনা করতে কোড লিখি। এইজন্য আমাদের Python এ try এবং except clause রয়েছে। |
03:27 | এখানে try....except...else blocks এর সিনট্যাক্স। প্রথমে, try এবং except keywords এর মাঝের স্টেটমেন্ট কার্যকর করা হয়। |
03:38 | স্টেটমেন্টের কারণে কোনো exception না ঘটলে except clause বাদ দেওয়া হয়। |
03:44 | স্টেটমেন্টের কারণে কোনো exception ঘটলে except clause নিষ্পাদিত হয় যদি exception নাম মেলে। |
03:52 | এবং execution, try statement এর পর চলতে থাকে। |
03:57 | কোড else-block এ নিষ্পাদিত হয় যদি try: block এ কোড exception কে প্রস্তুত না করে। |
04:05 | যেমন দেখানো হয়েছে লিখুন। ইনপুট হিসাবে ac দিন। |
04:12 | এখন আমরা try এবং except blocks লিখব। |
04:16 | আউটপুট পেতে দুইবার এন্টার টিপুন। |
04:20 | পূর্ববর্তী উদাহরণে, আমরা একটি সমস্যার মুখোমুখি হয়েছিলাম কারণ আমরা string ac কে integer এ রূপান্তর করার চেষ্টা করেছি। |
04:28 | এখানে ইন্টিজারে string value এর রূপান্তরকরণ try block এর ভিতরে দেওয়া হয়। |
04:34 | ValueError exception উত্থাপিত হয় এবং তাই আউটপুট হিসাবে Wrong input প্রদর্শিত হয়। |
04:41 | পূর্ববর্তী উদাহরণে, আমরা খুঁজে বের করেছিলাম যে এররের কারণ কি এবং তারপর এটির সমাধান সম্পর্কে ভেবেছি। এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে debugging বলে। |
04:53 | এখন আমরা else clause সহ try except স্টেটমেন্টে আরেকটি কেস দেখব। |
04:59 | আমাদের আগের কোডটি কিছুটা পরিবর্তন করুন। যেমন দেখানো হয়েছে লিখুন।
আমি ইনপুট হিসাবে 23 দেয়। |
05:10 | এখন যেমন দেখানো হয়েছে লিখুন। এই try… except স্টেটমেন্টে একটি বৈকল্পিক else clause রয়েছে। |
05:20 | এটি উপযোগী যদি try clause exception প্রস্তুত না করে। |
05:25 | debugging করার আরেকটি উদাহরণ দেখি। নিম্ন কোড সহ mymodule.py ফাইল বানান। |
05:34 | ভ্যারিয়েবল ‘i’ 0 থেকে 9 পর্যন্ত পুনরাবৃত্তি হয়। |
05:39 | এই কোড Ipython এ রান করি।
লিখুন from mymodule import test test ওপেন এবং ক্লোস বন্ধনী |
05:52 | Interpreter আমাদের ZeroDivisionError দেয় কারণ সেখানে division by zero error রয়েছে। |
05:59 | ভ্যালু নির্ণয় করতে যা হল এররের কারণ, Percentage debug লিখুন। |
06:06 | কোড যা এররের কারণ হয়েছিল, একটি অ্যারো দ্বারা প্রদর্শিত হবে। |
06:11 | prompt ipdb তে পরিবর্তিত হয়েছে যা হল ipython debugger মোড। |
06:18 | এখানে এই debugger ব্যবহার করে আপনি আগের code block এ ভ্যারিয়েবল অ্যাক্সেস করতে পারেন। |
06:24 | আমরা ভ্যারিয়েবলের ভ্যালু যাচাই করে দেখতে পারি যে কি ভুল হয়েছে। |
06:29 | উদাহরণস্বরূপ, i লিখলে আমরা আউটপুট হিসাবে 5 পাই। |
06:36 | এর মানে হল i এর ভ্যালু যখন 5 হয় তখন এরর ঘটে। |
06:42 | ipdb prompt থেকে প্রস্থান করতে q টিপুন এবং এন্টার টিপুন। |
06:48 | এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। সংক্ষেপে... |
06:54 | এই টিউটোরিয়ালে আমরা নিম্ন সম্পর্কে শিখেছি Errors এবং exceptions. |
07:00 | try এবং except ব্যবহার করে exception হ্যান্ডল করা। ipython এ debugging এর জন্য percentage debug ব্যবহার করা। |
07:09 | আপনার সমাধানের জন্য এখানে একটি স্ব মূল্যায়ন প্রশ্ন রয়েছে।
আপনি ipython এ debugger কিভাবে শুরু করেন? |
07:17 | এবং উত্তর হল, আমরা percentage debug লিখে ipython এ debugger শুরু করি। |
07:25 | সময়ের সাথে আপনার প্রশ্ন এই ফোরামে পোস্ট করুন। |
07:29 | এই ফোরামে Python সম্পর্কিত আপনার সাধারণ প্রশ্ন পোস্ট করুন। |
07:34 | FOSSEE দল TBC প্রকল্প সমন্বয় করে। |
07:38 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। আরো জানতে এই লিঙ্কে যান। |
07:49 | আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |