LibreOffice-Suite-Base/C2/Build-a-complex-form-with-form-controls/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 20:34, 11 July 2013 by Antarade (Talk | contribs)

Jump to: navigation, search
Visual Cues Narration
00:00
00:04 জটিল ফরম সংক্রান্ত এই টিউটোরিয়াল-এ, আমরা শিখব :
00:08 * একটি জটিল ফর্ম নির্মান
  • এবং ফর্ম পরিবর্তন ।
00:13 পূর্ববর্তী টিউটোরিয়াল-এ, আমরা শিখেছি কিভাবে LibreOffice বেজ-এ ফর্ম ব্যবহার করে তথ্য ঢোকানো যায় এবং কিভাবে ফর্মটি পরিবর্তন করা যায় ।
00:22 এই টিউটোরিয়াল-এ, একটি জটিল ফর্ম নির্মাণ শেখা যাক ।
00:28 LibreOffice বেজ প্রোগ্রাম আগে থেকে খোলা না থাকলে, প্রথমে সেটি খোলা যাক |
00:44 লাইব্রেরি ডেটাবেস খুলুন |
00:47 বেজ যদি ইতিমধ্যেই খোলা থাকে, তাহলে আপনি এখানে থেকে ফাইল মেনুর মধ্যে ওপেন –এ ক্লিক করে লাইব্রেরী ডাটাবেস খুলতে পারেন |
00:57 বা ফাইল মেনুর ভিতরে Recent Documents ক্লিক করতে পারেন |
01:03 একটি নতুন ফর্ম তৈরী করা যাক, যা লাইব্রেরীর সদস্যদের দেওয়া বইগুলির হিসাব রাখতে সহায়তা করবে ।
01:12 তাহলে শেখা যাক, এই স্ক্রিনে যে ফর্ম টি দেখা যাচ্ছে সেইরকম ফর্ম কিভাবে তৈরী করা যায় ।
01:18 LibreOffice বেজ প্রধান উইন্ডোতে যান এবং বাম প্যানেলের ডাটাবেস তালিকায় ফরমস আইকনের উপর ক্লিক করুন ।
01:29 তারপর ক্লিক করুন 'Use Wizard to create form' ।
01:34 এখন ফরমস উইন্ডো খুলে গেছে এবং সেটির উপরে এখন পরিচিত ফর্ম উইজার্ড প্রর্দশিত হচ্ছে ।
01:41 আমরা আগেই এই উইজার্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেছি । তাহলে এখন আলোচনায় তাড়াতাড়ি এগিয়ে যাওয়া যাক ।
01:49 প্রথম ধাপ, ক্ষেত্র নির্বাচন । Tables or queries লেবেলের নিচের ড্রপ ডাউন বাক্স থেকে 'Tables:BooksIssued' নির্বাচন করুন ।
02:02 জোড়া তীর বোতাম ব্যবহার করে, সব ক্ষেত্রগুলিকে বাম থেকে ডান ডানদিকে নিয়ে যান । <pause>
02:10 এবার Next বোতামে ক্লিক করুন ।
02:12 এটি দ্বিতীয় ধাপ, , কিন্তু আমরা এখনকার মত এই ধাপ-এ কিছু করব না । নীচে Next বোতামে ক্লিক করুন ।
02:20 আমরা এখন পঞ্চম ধাপে আছি । প্রথম বিন্যাস 'Columnar – Labels Left' নির্বাচন করুন এবং Next বোতাম ক্লিক করুন ।
02:30 ষষ্ঠ ধাপেও কিছু না করে শুধু Next বোতাম ক্লিক করুন ।
02:36 সপ্তম ধাপ, বরফ নীল নির্বাচন করুন এবং

Next বোতাম ক্লিক করুন ।

02:42 অষ্টম ধাপে ফর্ম-টির নাম দিন 'Books Issued to Members' <pause> ।
02:53 এবং 'Modify the form' বিকল্পটি ক্লিক করুন ।
02:57 এরপর Finish বোতামে ক্লিক করুন ।
03:00 লক্ষ্য করুন, উইজার্ড পপআপ উইন্ডো আর দেখা যাচ্ছে না এবং আমরা ফর্ম ডিজাইন উইন্ডো দেখতে পাচ্ছি ।
03:07 তথ্য ঢোকানোর জন্য ফর্মটিকে ব্যবহার করার আগে এখানে কিছু পরিবর্তন করা যাক ।
03:15 প্রথমে ফর্ম-এর সমস্ত উপাদান-গুলিকে দলমুক্ত করা যাক ।
03:22 আমরা এটি করছি, যাতে আমরা সহজে ফর্মের উপাদানগুলির বৈশিষ্ট্য আলাদাভাবে সম্পাদনা করতে পারি ।
03:31 সব ফর্ম উপাদানগুলি একবারে পৃথক করতে , প্রথমে সমস্ত ফর্ম উপাদানগুলি নির্বাচন করা প্রয়োজন ।
03:40 এটি করতে, প্রথমে ফরম ডিজাইন টুলবার খোলা যাক ।
03:46 এর জন্য উপরের view মেনু ক্লিক করুন, তারপর Toolbars ক্লিক করুন, তারপর ফরম ডিজাইন ক্লিক করুন ।
03:56 এই টুলবার-এ , একবার মাউস পয়েন্টার আইকন-এ ক্লিক করুন , যেটি হলো প্রথম এবং সবথেকে বামদিকের আইকন ।
04:05 আমরা এখন থেকে এটিকে select বা বির্বাচন আইকন হিসাবে উল্লেখ করব ।
04:11 এটির সাহায্যে ফর্ম উপাদান-গুলিকে ক্লিক করে এবং টেনে নির্বাচন করা হয় ।
04:18 এখন, ফর্ম-এর উপরের বামদিকে ক্লিক করুন এবং কোনাকুনি নীচের অংশে ডানদিকে টেনে আনুন ।
04:26 এখন আপনি পর্যায়ক্রমে কালো এবং সাদা রেখা দ্বারা অঙ্কন করা একটি আয়তক্ষেত্র দেখতে পাচ্ছেন ।
04:32 নিশ্চিত করুন যেন সমস্ত ফর্ম উপাদান এই আয়তক্ষেত্র-এর ভিতরে থাকে ।
04:38 আমরা এই পদ্ধতি বার বার ব্যবহার করব । ফর্ম-এর কএকটি উপাদানের দল নির্বাচন করুন ।
04:46 আমরা এখন দেখতে পাচ্ছি, সব উপাদানে ছোট সবুজ বাক্সে ঘেরা রয়েছে ।
04:53 এখন এখানে যাই করা হোক না কেন, এই এলাকার সকল উপাদানগুলি সমানভাবে প্রভাবিত হবে ।
05:02 এবার এখানে যে কোন একটি লেবেলের উপর মাউস পয়েন্টার নিয়ে আসুন ।
05:08 লক্ষ্য করুন, কোনো লেবেল এবং টেক্সট বাক্সের উপরে মাউস পয়েন্টার-টি একটি যোগ-চিন্হের মত দেখাচ্ছে ।
05:18 এখন একটি লেবেলের উপর ডান ক্লিক করুন এবং নীচে গ্রুপ ক্লিক করুন এবং তারপর 'Ungroup' এ ক্লিক করুন ।
05:28 এখন একটি শিরোলেখ লেখা যাক, যা সমস্ত ফর্ম উপাদানের উপরে থাকবে ।
05:35 এই জন্য, ফর্ম উপাদানগুলি নিচে সরানো যাক এবং তারপর সেগুলি ফর্ম-এর কেন্দ্রে আনা যাক ।
05:43 সুতরাং প্রথমে নিম্নমুখী তীর কি প্রায় সাতবার টিপুন ।
05:50 তারপর ডানমুখী তীর কি ১৪ বার টিপুন ।
05:57 লক্ষ্য করুন এর ফলে এই সমস্ত নির্বাচিত ফর্ম উপাদানগুলি ডান দিকে এবং ফর্ম-এর কেন্দ্রে চলে এসেছে ।
06:07 এখন, যেখানে শিরোলেখ লিখতে হবে সেখানে কার্সার নিয়ে আসুন ।
06:14 এই কাজের জন্য, ফর্ম উইন্ডো এলাকার উপরের বামদিকে ক্লিক করা যাক,
06:21 এবার দুইবার Enter কি টিপুন ,
06:26 এবং তারপর চার বার ট্যাব কী টিপুন । এরপর লিখুন 'Form to track Books Issued to Members'
06:38 এখন যখন আপনি লেবেল এবং টেক্সট বাক্সতে ক্লিক করবেন, তখন দেখবেন যে এইসব উপাদানগুলি পৃথকভাবে নির্বাচিত বা উজ্জ্বল হয়ে উঠছে ।
06:52 ঠিক আছে, এরপর, আমাদের ফর্মে BookId এবং MemberId লেবেল-এর নাম পরিবর্তন করা যাক ।
07:00 এটি করতে আপনি BookId লেবেল-এর উপর ডবল ক্লিক করুন, যা এখন আমাদের পরিচিত প্রোপার্টিস পপ আপ উইন্ডো প্রর্দশিত করবে ।
07:12 লেবেল এর পাশে লিখুন Book Title।
07:18 এখন আমাদের ফর্মে MemberId লেবেলের উপর ক্লিক করুন ।
07:25 লক্ষ্য করুন, প্রোপারটিস উইনডো আবার পরিবর্তন হয়ে গেছে, এখানে লেবেল -এর পাশে লিখুন - 'Member Name' ।
07:34 দেখুন, ট্যাব কি টেপার সাথে সাথে, ফর্মের লেবেল পরিবর্তন হয়ে গেছে ।
07:43 এরপর , এখন এই ফর্মের উপাদানগুলি ফন্টের মাপ পরিবর্তন করা যাক ।
07:49 আবার সব উপাদানগুলি নির্বাচন করা যাক ।
07:54 এরজন্য প্রথমে ক্লিক করে, এবং তারপর ধরে টেনে আনার পদ্ধতিটি ব্যবহার করতে হবে ।
07:59 এখন, যেকোনো একটি লেবেল-এ ডবল ক্লিক করুন, যেটি তারপর Properties উইন্ডো প্রদর্শন করবে ।
08:08 নিচে স্ক্রল করে ফন্ট খুঁজে নিন এবং সেটির ডানদিকে চৌকো বাটন-এ ক্লিক করুন ।
08:18 নতুন পপআপ উইন্ডো-তে , বোল্ড এবং আকার ৮-এ ক্লিক করুন ।
08:26 এবার ওকে বাটনে ক্লিক করুন ।
08:29 লক্ষ্য করুন, ফর্মের সব উপাদান জুড়ে ফন্ট বোল্ড এবং ফন্ট সাইজ ৮ -এ পরিবর্তিত হয়ে গেছে ।
08:38 এরপর, সমস্ত ফর্ম উপাদান আমাদের উইন্ডোর কেন্দ্রে সরিয়ে আনা যাক ।
08:45 এরজন্য, সব উপাদান নির্বাচন করা যাক ।
08:49 এখন যেকোন লেবেলের উপর ক্লিক করুন এবং ফর্ম ডিজাইন উইন্ডোর কেন্দ্রে টেনে নিয়ে আসুন ।
09:00 এখন এই ফর্মটি সংরক্ষণ করা যাক ।
09:03 এই উইন্ডোটি বন্ধ করুন ।

আমাদের ফর্ম এখন কেমন দেখতে লাগছে তা দেখতে,

09:10 বেজ প্রধান উইন্ডোতে যান এবং ডান প্যানেলের 'Books Issued to Members' ফর্মের উপর ডবল ক্লিক করুন ।
09:20 এবর একটি ফর্ম প্রর্দশিত হচ্ছে যা তথ্য ঢোকাতে ব্যবহারের জন্য প্রস্তুত ।
09:26 এখন এই ফর্ম -এ , আপনি কিছু নমুনা তথ্য দেখতে পাচ্ছেন ।
09:31 এবং বইয়ের শিরোনাম ও সদস্যদের নাম-এর পাশে , কিছু সংখ্যা দেখতে পাচ্ছেন ,
09:37 এগুলি সত্যিই Books এবং Members টেবিলের প্রধান সংখ্যা, কিন্তু এই মানগুলিকে ব্যবহার খুব সহজসাধ্য নয় ।
09:46 এগুলির পরিবর্তে কি আপনি আসল নাম এবং বইয়ের শিরোনাম দেখতে পছন্দ করবেন ?
09:50 চাইলে কিভাবেই বা এটি করবেন ?
09:53 একটি উপায় হলো তালিকা বাক্স নামক একটি ফর্ম নিয়ন্ত্রক যোগ করা ।
09:59 আমরা পরবর্তী টিউটোরিয়ালে শিখব কিভাবে একটি তালিকা বাক্স অথবা অন্যান্য ফর্ম নিয়ন্ত্রক যুক্ত করা এবং ব্যবহার করা যায় ।
10:08 এখানেই LibreOffice বেজ-এ জটিল ফরম সংক্রান্ত এই টিউটোরিয়াল সমাপ্ত হলো ।
10:13 সংক্ষেপ, আমরা শিখেছি:
  • একটি জটিল ফর্ম নির্মাণ এবং
  • ফর্ম পরিবর্তন করা ।
10:20 স্পোকেন্ টিউটোরিয়াল্ Talk to a Teacher প্রকল্পের অংশবিশেষ যা ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত । এই প্রকল্প http://spoken-tutorial.org . দ্বারা পরিচালিত হয় | এই বিষয় বিস্তারিত তথ্য এই লিঙ্ক - এ প্রাপ্তিসাধ্য http://spoken-tutorial.org/NMEICT-Intro
10:40 আমি অন্তরা এই টিউটোরিয়াল - টি অনুবাদ এবং রেকর্ড করেছি | এই টিউটোরিয়াল - এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ ।

Contributors and Content Editors

Antarade, Gaurav, Kaushik Datta