Koha-Library-Management-System/C2/Koha-installation-on-Linux-16.04/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 13:04, 7 January 2020 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Installation of Koha on Ubuntu Linux OS এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:09 এখানে আমরা Ubuntu Linux OS 16.04 এ Koha Library Management System সংস্থাপিত করা এবং সংস্থাপন পুনরায় যাচাই করা শিখব।
00:24 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করেছি: Ubuntu Linux OS 16.04

Koha version 16.05

00:35 gedit text editor এবং Firefox web browser
00:41 শুরু করার আগে, নিশ্চিত করুন যে আপনার মেশিনে Ubuntu Linux OS 16.04
00:50 কোনো text editor,

Firefox বা Google Chrome web browser রয়েছে।

00:57 সর্বনিম্ন হার্ডওয়্যার প্রয়োজনীয়তাগুলি হল i3 প্রসেসর বা তার অধিক,
01:05 500GB হার্ড ডিস্ক বা অধিক,
01:09 সর্বনিম্ন 4 জিবি র‌্যাম এবং নেটওয়ার্ক সুবিধা।
01:15 এই টিউটোরিয়ালে ব্যবহৃত কমান্ডগুলি প্লেয়ারের নীচে Code file লিঙ্কে উপলব্ধ।
01:22 আমি এই ফাইলটি আমার মেশিনে gedit টেক্সট এডিটরে খুলেছি।

আমি একই ফাইল প্রদর্শনের সময় কমান্ড কপি করতে ব্যবহার করব।

01:33 এখন শুরু করি।

কীবোর্ডে একসাথে Ctrl + Alt + T কী টিপে টার্মিনাল খুলুন।

01:43 প্রথমে নিশ্চিত করতে হবে যে আমাদের Ubuntu Linux সংস্থাপন আপ-টু-ডেট রয়েছে।
01:50 তার জন্য এই কমান্ড codefile থেকে কপি করুন এবং এটি টার্মিনালে পেস্ট করুন।

এবং, এন্টার টিপুন।

01:59 এখন থেকে, এই সংস্থাপন চলাকালীন যখনই অনুরোধ করা হবে তখন সিস্টেম পাসওয়ার্ড লিখুন।

এবং, এন্টার টিপুন।

02:10 এই কমান্ড koha.list নামের একটি ফাইল বানাবে এবং package repository আপডেট করবে।
02:19 মনে রাখবেন: এই টিউটোরিয়ালটি বানানোর সময় Koha 16.05 স্ট্যাবল সংস্করণ ছিল।
02:28 এই কমান্ডটি কোড ফাইল থেকে কপি করুন এবং এটি টার্মিনালে পেস্ট করুন।

এবং, এন্টার টিপুন।

02:37 এটি gpg.asc ফাইল ডাউনলোড করবে এবং signature key আপডেট করবে।
02:47 এই কমান্ডটি codefile থেকে কপি করুন এবং এটি টার্মিনালে পেস্ট করুন।

এবং, এন্টার টিপুন।

02:57 এখন এই কমান্ডটি কোড ফাইল থেকে কপি করুন এবং এটি টার্মিনালে পেস্ট করুন।

এবং, এন্টার টিপুন।

03:07 এটি নতুন repositories আপডেট করবে।
03:11 এখন sudo apt-get install koha-common লিখুন এবং এন্টার টিপুন।
03:22 আপনি চালিয়ে যেতে চাইলে Y টিপুন এবং এন্টার টিপুন।
03:30 এটি আপনার সিস্টেমে Koha সংস্থাপন করবে।

সংস্থাপন শেষ হওয়ার জন্য অপেক্ষা করুন। এতে কিছু সময় লাগতে পারে।

03:40 এখন, Koha এর জন্য port number বদলাতে text editor এ conf file খুলতে হবে।
03:49 আমি gedit টেক্সট এডিটর ব্যবহার করব। আপনি আপনার পছন্দের যে কোনো টেক্সট এডিটর ব্যবহার করতে পারেন।
03:57 এই কমান্ড কোড ফাইলে কপি করুন এবং এটি টার্মিনালে পেস্ট করুন।

এবং, এন্টার টিপুন।

04:06 ফাইলটি text editor এ খোলে।
04:10 INTRAPORT = 80 লাইনে যান।
04:16 80 কে 8080 এ বদলান। এটি port number কে 8080 তে বদলাবে।
04:26 তারপর ফাইলটি সেভ করে বন্ধ করুন।
04:30 টার্মিনালে ফিরে আসি।
04:33 এখন, আমাদের database সেট আপ করতে হবে।
04:38 এই কমান্ড কোড ফাইলে কপি করুন এবং এটি টার্মিনালে পেস্ট করুন। এন্টার টিপুন।
04:47 আপনাকে চালিয়ে যেতে বলা হলে Y টিপুন এবং এন্টার টিপুন।
04:57 এটি database এ root user এর জন্য পাসওয়ার্ড admin123 সেট করবে।
05:05 আপনি চাইলে একটি আলাদা পাসওয়ার্ড দিতে পারেন।
05:10 এই কমান্ড কোড ফাইলে কপি করুন এবং এটি টার্মিনালে পেস্ট করুন। এন্টার টিপুন।
05:19 এরপর এই দুটি কমান্ড এক এক করে কপি করুন, সেগুলি টার্মিনালে পেস্ট করুন এবং এন্টার টিপুন।
05:26 sudo a2enmod rewrite
05:35 sudo a2enmod cgi
05:43 এটি Koha এর modules সক্ষম করবে।
05:48 তারপর sudo service apache2 restart লিখুন।
05:55 এটি apache services পুনরায় চালু করবে। তারপর এন্টার টিপুন।
06:02 library নামক Koha instance বানাতে-

এই কমান্ড কোড ফাইলে কপি করুন এবং এটি টার্মিনালে পেস্ট করুন।

এবং এন্টার টিপুন।

06:16 এরপর, আমাদের অ্যাপাচে সার্ভার বলে যে আমরা পোর্ট 8080 ব্যবহার করছি।
06:24 তার জন্য, আমাদের text editor এ ports.conf ফাইল খুলতে হবে।
06:31 এই কমান্ড কোড ফাইল থেকে কপি করুন এবং এটি টার্মিনালে পেস্ট করুন।

এবং এন্টার টিপুন।

06:40 ports.conf ফাইলে, Listen 80 লাইন সন্ধান করুন।
06:47 সেই লাইনের পাশে, Listen 8080 যোগ করুন।
06:53 তারপর ফাইলটি সেভ করে বন্ধ করুন।
06:57 তারপর apache services পুনরায় চালু করুন।

এই কমান্ড কোড ফাইল থেকে কপি করুন এবং এটি টার্মিনালে পেস্ট করুন।

এন্টার টিপুন।

07:10 এরপর Code file থেকে এই কমান্ডটি কপি করুন এবং এটি টার্মিনালে পেস্ট করুন। এন্টার টিপুন।
07:20 এটি 000-default সাইটটি অক্ষম করে।
07:27 ম্যাসেজটি নিশ্চিত করে যে এটি আগে থেকেই অক্ষম।

এখন এগোই।

07:34 এই দুটি কমান্ড এক এক করে কপি করুন, তাদের টার্মিনালে পেস্ট করুন এবং এন্টার টিপুন।
07:41 sudo a2enmod deflate এবং এন্টার টিপুন।
07:52 sudo a2ensite library এবং এন্টার টিপুন।
08:03 terminal ম্যাসেজটি নিশ্চিত করে যে site library সক্ষম হয়েছে।
08:10 কোড ফাইল থেকে এই কমান্ডটি কপি করুন এবং এটি টার্মিনালে পেস্ট করুন।

এবং এন্টার টিপুন।

08:20 তারপর sudo su লিখুন এবং এন্টার টিপুন।
08:26 আমরা এখন superuser এ রয়েছি যা হল রুট ইউজার মোড।
08:33 কোড ফাইল থেকে এই কমান্ডটি কপি করুন এবং এটি টার্মিনালে পেস্ট করুন। এন্টার টিপুন।
08:41 প্রম্পট করলে admin123 পাসওয়ার্ডটি লিখুন এবং এন্টার টিপুন।
08:49 আমরা এখন আমাদের MariaDB prompt এ রয়েছি।
08:54 MariaDB prompt এ use mysql semicolon লিখুন এবং এন্টার টিপুন।
09:03 এটি MariaDB তে mysql database ব্যবহার করার জন্য।
09:09 টার্মিনালে Database changed ম্যাসেজ প্রদর্শিত হয়।
09:15 লক্ষ্য করুন যে MariaDB mysql প্রম্পট করে।
09:22 এখন দেখানো অনুযায়ী নিম্ন কমান্ড সাবধানতার সাথে লিখুন এবং এন্টার টিপুন।
09:30 এটি user koha_library এর জন্য koha123 পাসওয়ার্ড সেট করবে।
09:39 আমরা টার্মিনালে Query OK ম্যাসেজ দেখতে পাই।
09:45 এরপর flush privileges semicolon লিখুন এবং এন্টার টিপুন।

এটি নবীনতম পরিবর্তন আপডেট করবে।

09:58 আবার আমরা টার্মিনালে Query OK ম্যাসেজ দেখতে পাই।
10:04 শেষে quit semicolon লিখুন এবং Mariadb থেকে প্রস্থান করতে এন্টার টিপুন।
10:13 আমরা এখন root user প্রম্পটে ফিরে এসেছি।
10:17 আমরা এখন টেক্সট এডিটরে koha-conf.xml ফাইল খুলব।
10:25 আমি gedit টেক্সট এডিটর ব্যবহার করে এটি করব।
10:30 এই ফাইলে, keyword mysql সন্ধান করুন।
10:37 নীচে স্ক্রোল করুন এবং এই লাইনটি দেখুন।
10:41 Alphanumeric এর বদলে koha123 লিখুন।
10:47 মনে রাখবেন যে এটি password, যা আমরা আগে টার্মিনালের মাধ্যমে database এর জন্য সেট করেছি।
10:55 ফাইলটি সংরক্ষণ করুন এবং editor উইন্ডোটি বন্ধ করুন।
10:59 এখন যে কোনো web browser খুলুন। আমি Firefox web browser খুলব।
11:06 address bar এ 127.0.0.1:8080 লিখুন এবং এন্টার টিপুন।
11:21 Koha web installer পৃষ্ঠা ব্রাউজারে প্রদর্শিত হবে।
11:26 Login করতে, আগে সেট করা credentials ব্যবহার করুন।
11:31 আমি username এ koha_library এবং password হিসাবে koha123 লিখব।
11:42 আপনি ভিন্ন username এবং password দিয়ে থাকলে এটি লিখুন।
11:48 এখন নীচে ডানদিকে Login বোতামে ক্লিক করুন।
11:53 আমরা Koha web installer এর Step 1 এ রয়েছি।
11:58 Language ড্রপ-ডাউনে, English এর জন্য en চয়ন করুন, যদি এটি ডিফল্টরূপে চয়নিত না থাকে।
12:06 এখন নীচের ডানদিকে Next বোতামে ক্লিক করুন।
12:10 উইন্ডো এখন 2 টি ম্যাসেজ দেখায়।

ম্যাসেজ নিশ্চিত করে যে Perl modules এবং সকল dependencies সংস্থাপিত রয়েছে।

12:21 নীচে ডানদিকে Next বোতামে ক্লিক করুন।
12:25 আমরা এখন Step 2 – Database settings এ রয়েছি।
12:30 এখানে লক্ষ্য করুন, সকল ভ্যালু রয়েছে যা আমরা আগে দিয়েছি।
12:36 তারপর নীচে Next বোতামে ক্লিক করুন।
12:40 এটি করলে, আমরা Connection established ম্যাসেজ দেখতে পাই.
12:46 আরো 2 টি নিশ্চিতকরণ ম্যাসেজ রয়েছে।
12:51 নীচে ডানদিকে Next বোতামে ক্লিক করুন।
12:54 আমরা Step 3 তে আসি।
12:57 স্ক্রীনে কী প্রদর্শিত হয় তা পড়ুন এবং তারপর Next বোতামে ক্লিক করুন।
13:03 শীঘ্রই আমরা আমাদের স্ক্রীনে Success ম্যাসেজ দেখবো।

এটি নিশ্চিত করে যে database tables তৈরী হয়েছে।

13:13 চালিয়ে যেতে নীচে দেওয়া Next বোতামে ক্লিক করুন।
13:18 তত্ক্ষণাত্, আমরা এই স্ক্রীনে আসি।
13:21 প্রদর্শিত টেক্সট পড়ুন এবং তারপর install basic configuration settings লিঙ্কে ক্লিক করুন।
13:29 এটি করলে, আমাদের MARC flavor চয়ন করতে বলা হয়।

আমি MARC21 চয়ন করছি।

13:38 তারপর নীচে Next বোতামে ক্লিক করুন।
13:42 Mandatory বিভাগে নীচে স্ক্রোল করুন।
13:47 এখানে, আমরা দেখি যে Default MARC21 চেক-বাক্স চয়নিত।
13:54 Optional বিভাগে, প্রদর্শিত সকল বিকল্প চয়ন করুন।
14:01 যেই আমরা নীচে স্ক্রোল করি আমরা দেখি যে Other data এ, সকল চেক-বাক্স ইতিমধ্যে চয়নিত রয়েছে।
14:09 পৃষ্ঠার নীচে স্ক্রোলিং চালিয়ে যান।
14:13 নীচে আরেকটি Optional বিভাগ রয়েছে, যা খুব দীর্ঘ।
14:18 এখানে Some basic currencies বিকল্পে যান এবং এটি চয়ন করুন।
14:24 এরপর, Useful patron attribute types বিকল্পটি চয়ন করুন।
14:30 এখন পৃষ্ঠার নীচে যান এবং Import বোতামে ক্লিক করুন।
14:36 এটি Koha তে চয়নিত সকল কার্যকারিতা সক্ষম করবে।
14:41 আমরা এখন একটি নতুন পৃষ্ঠায় আসি। এই পৃষ্ঠাটি নীচে স্ক্রোল করে স্ক্রীনে প্রদর্শিত সকল টেক্সট পড়ুন।
14:50 আমরা একটি সফল ম্যাসেজ All done দেখি।
14:54 এখন Finish বোতামে ক্লিক করুন।
14:57 আমরা আমাদের স্ক্রীনে অন্তিম ম্যাসেজ দেখি যা নিশ্চিত করে যে আমাদের সংস্থাপন সফল হয়েছে।
15:04 আমরা এখন Koha interface এ যাবো।
15:08 username koha_library এবং password koha123 লিখুন।
15:16 ড্রপ-ডাউন থেকে My Library চয়ন করুন।
15:20 তারপর Login বোতামে ক্লিক করুন।
15:23 আমরা Koha Administration পৃষ্ঠায় আসি।
15:27 আমরা এই পৃষ্ঠায় বিভিন্ন ট্যাব দেখতে পারি।
15:31 আমরা পরে এই শৃঙ্খলায় শিখব যে এগুলি কিভাবে ব্যবহার করব।
15:37 এখন, No Library Set এ ক্লিক করুন এবং Logout বিকল্প চয়ন করুন।
15:45 এটি আমাদের এই টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। সংক্ষিপ্তকরন করি।
15:50 এখানে আমরা Ubuntu Linux OS 16.04 এ Koha Library Management System সংস্থাপিত করা এবং সংস্থাপন পুনরায় যাচাই করা শিখেছি।
16:03 নিম্ন লিঙ্কে ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে।

এটি ডাউনলোড করুন এবং দেখুন।

16:12 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়।

আরও তথ্যের জন্য, আমাদের লিখুন।

16:22 দয়া করে সময়ের সাথে আপনার প্রশ্ন এই ফোরামে পোস্ট করুন।
16:26 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।

এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাদ্ধ।

16:39 আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta