Koha-Library-Management-System/C3/Copy-cataloging-using-Z39.50/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 11:48, 12 December 2019 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 Copy Cataloging using Z39.50 এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:09 এখানে আমরা Z39.50 ব্যবহার করে catalog তে records যুক্ত করা শিখব।
00:20 টিউটোরিয়ালটি রেকর্ড করতে আমি ব্যবহার করছি Ubuntu Linux operating system 16.04
00:28 এবং Koha version 16.05
00:33 নিশ্চিত হন যে আপনি ইন্টারনেটের সাথে যুক্ত রয়েছেন।
00:38 টিউটোরিয়ালটি অনুসরণ করতে, শিক্ষার্থীদের Library Science,
00:45 Cataloging standards, AACR2 এবং MARC21 এর জ্ঞান থাকতে হবে।
00:54 টিউটোরিয়ালটি অনুশীলন করতে আপনার সিস্টেমে Koha সংস্থাপিত থাকা উচিত।
01:00 এবং আপনার Koha তে Admin অ্যাক্সেস থাকা উচিত।
01:05 আরো জানতে, এই ওয়েবসাইটে Koha Spoken Tutorial এর শৃঙ্খলা দেখুন।
01:13 সুতরাং, Z39.50 কি?
01:18 Z39.50 হল remote computer databases থেকে তথ্য সন্ধান এবং পুনরুদ্ধার করার একটি client–server protocol.

সংক্ষেপে, এটি একটি টুল যা Cataloging কপি করতে ব্যবহৃত হয়।

01:37 এখন শুরু করি।

প্রথমে আমরা Koha ইন্টারফেসে যাই এবং Superlibrarian, Bella হিসাবে লগইন করি।

01:47 Koha homepage এ, Koha administration এ ক্লিক করুন।
01:53 এই পৃষ্ঠায়, নীচে স্ক্রোল করুন এবং Additional parameters এ যান।
01:59 তারপর Z39.50/SRU servers এ ক্লিক করুন।
02:07 Z39.50/SRU servers administration নামে একটি নতুন পৃষ্ঠা খোলে।
02:16 এখানে +New Z39.50 server এবং +New SRU server দুটি ট্যাব রয়েছে।
02:26 +New Z39.50 server. ট্যাবে ক্লিক করুন।
02:32 শিরোনাম New Z39.50 server এর সাথে নতুন পৃষ্ঠা খোলে।
02:40 লক্ষ্য করুন target Z39.50 Server জুড়তে আমাদের target server এর বর্ণন জানতে হবে।
02:51 আপনি কোনো Z39.50 server এর বিবরণ না জানলে আপনি এই URL এ Z39.50 servers এর তালিকা পেতে পারেন।
03:05 Z39.50 servers পৃষ্ঠাটি খোলে, যাতে আমাদের কিছু বিবরণ পূরণ করতে বলা হয়।
03:12 এখন শুরু করা যাক।
03:14 (Anywhere) ফীল্ড ফাঁকা ছেড়ে দিন।
03:18 Name এ, আমি Library of Congress লিখব।
03:23 কারণ এটি সবচেয়ে বড় লাইব্রেরীর একটি এবং এতে বড় bibliographical ডেটা রয়েছে।
03:31 এরপর Country ফীল্ডে, ড্রপ ডাউন থেকে United States চয়ন করুন।
03:38 Protocol এ, ড্রপ ডাউন থেকে Z39.50 চয়ন করুন।
03:46 আপনি আপনার প্রয়োজনীয়তা অনুসারে বাকি বিবরণ পূরণ করতে পারেন।
03:51 তারপর পৃষ্ঠার নীচে Search বোতামে ক্লিক করুন।
03:57 সার্চ ফলাফলের সাথে একটি নতুন পৃষ্ঠা খোলে।
04:01 9 টি লাইব্রেরীর একটি তালিকা বিভিন্ন শিরোনাম সহ প্রদর্শিত হয় যেমন-

Title

Host Connection Reliability

Host

Port এবং

DB

04:16 এই বর্ণনের ব্যবহার Koha তে New Z39.50 server এ বর্ণন পূরণ করতে ব্যবহৃত হবে।
04:26 দ্রষ্টব্য যে আপনি লাইব্রেরীর ভিন্ন তালিকা দেখতে পাবেন যা 10 এর অধিক হতে পারে।
04:32 মনে রাখবেন কোনো target Z39.50 server জোড়ার আগে Host Connection Reliability নিশ্চিত করুন।
04:43 আমি Title : Library of Congress এ ক্লিক করব।
04:48 শিরোনাম Library of Congress সহ একটি নতুন পৃষ্ঠা খোলে।
04:54 এই পৃষ্ঠাটি খোলা রাখুন, কারণ আমাদের এই পৃষ্ঠায় একটুপরে আরো বর্ণন প্রয়োজন হবে।
05:01 এখন, আমরা New Z39.50 server পৃষ্ঠায় ফিরে যাই যা আমরা এই টিউটোরিয়ালে আগে খোলা রেখেছি।
05:12 এবং এই পৃষ্ঠায় প্রয়োজনীয় বর্ণন পূরণ করা শুরু করুন।
05:17 বর্ণন Library of Congress এ রয়েছে যা আমরা খোলা রেখেছি।
05:23 এখন শুরু করা যাক।
05:25 New Z39.50 server পৃষ্ঠায় Server name এ Library of Congress লিখুন।
05:34 এই বর্ণন Library of Congress পৃষ্ঠায় হল Name বিভাগ।
05:41 আমি অন্যান্য কিছু বর্ণন New Z39.50 server পৃষ্ঠায় পূরণ করেছি যা আমি Library of Congress পৃষ্ঠা থেকে নোট করেছি।
05:54 আপনি ভিডিওটি থামিয়ে আপনার প্রয়োজনীয়তা অনুসারে বর্ণন পূরণ করতে পারেন।
06:01 দয়া করে মনে রাখবেন যে লাল চিহ্নযুক্ত ফীল্ডগুলি বাধ্যতামূলক।
06:06 এরপর আমরা Preselected (searched by default) চেক-বাক্স দেখি।
06:12 আপনি ডিফল্ট রূপে এই নির্দিষ্ট লাইব্রেরীর database সর্বদা সন্ধান করতে চাইলে এতে ক্লিক করুন।

আমি এটি আনচেক ছেড়ে দেবো।

06:23 এখন আমরা Rank (display order). ফীল্ডে আসি।

আপনি এই লাইব্রেরীর তালিকার শীর্ষে এই লাইব্রেরী সূচীবদ্ধ করতে চাইলে এখানে 1 লিখুন।

06:37 লক্ষ্য করুন আপনি একাধিক z39.50 targets জুড়তে চাইলে আপনি তাদের র‌্যাঙ্ক অনুযায়ী সাজাতে পারেন।
06:47 Syntax এর জন্য, ড্রপ ডাউন থেকে, আমি MARC21/USMARC চয়ন করব।

আপনার প্রয়োজন অনুযায়ী Syntax চয়ন করতে পারেন।

07:00 Encoding এর জন্য, Koha ডিফল্টরূপে utf8 চয়ন করে।

আমি এটি এইভাবেই ছেড়ে দেবো।

07:08 কিন্তু আপনি প্রয়োজন অনুযায়ী অন্য কোনো ভ্যালু চয়ন করতে পারেন।
07:14 এরপর হল Time out (0 its like not set).
07:20 এখানে, ফলাফল প্রদর্শন করতে আপনি সেকেন্ডের সংখ্যা লিখুন।

আমি 240 লিখব।

07:32 Record type এর জন্য, Koha ডিফল্টরূপে Bibliographic চয়ন করে।

এটি করলে, প্রতিটি রেকর্ডে একটি Bibliographic বর্ণন থাকবে।

07:44 সকল বিবরণ পূরণ করার পর, পৃষ্ঠার নীচে Save বোতামে ক্লিক করুন।
07:51 Z39.50/SRU servers administration পৃষ্ঠাটি আবার খোলে।
08:00 আমরা এই পৃষ্ঠায় বিভিন্ন শিরোনামের ভিত্তিতে যুক্ত হওয়া বর্ণন দেখতে পারি।
08:06 এখন, এই লাইব্রেরী থেকে রেকর্ড সন্ধান করতে Koha homepage এ যান।

এবং Cataloging এ ক্লিক করুন।

08:16 দুটি বিকল্প সহ একটি নতুন পৃষ্ঠা খোলে।

+New record এবং

New from Z39.50/SRU

08:29 New from Z39.50/SRU তে যান এবং ড্রপ-ডাউন থেকে BOOKS চয়ন করুন।
08:40 Z39.50/SRU search নামে একটি নতুন উইন্ডো খোলে।
08:48 পৃষ্ঠার ডানদিকে field Search targets এ যান।
08:54 এখানে আপনি Z39.50 target দেখতে পারেন যা আগে এই টিউটোরিয়ালে জুড়ে ছিলাম।

অর্থাৎ LIBRARY OF CONGRESS

09:07 এখন, LIBRARY OF CONGRESS সংলগ্ন চেক বাক্সে ক্লিক করুন।
09:14 একই পৃষ্ঠার বাম দিকে এবং বিকল্প ফীল্ড সহ Z39.50/SRU search রয়েছে।
09:25 এই ফীল্ডে Title এ যান এবং Clinical Microbiology লিখুন।
09:33 আপনি চাইলে বাকি ফীল্ডগুলি পূরণ করতে পারেন।

আমি তাদের ফাঁকা রেখে দেবো।

09:40 এখন পৃষ্ঠার নীচে Search বোতামে ক্লিক করুন।
09:46 তবে ক্লিক করার আগে নিশ্চিত করুন যে আপনি ইন্টারনেটের সাথে যুক্ত রয়েছেন।
09:52 Results নাম আরেকটি পৃষ্ঠা খোলে, নিম্ন শিরোনাম সহ বর্ণন বিশদ প্রদর্শন করে:

Server, Title, Author, Date, Edition, ISBN, LCCN, MARC এবং Card

10:11 এখন, পৃষ্ঠার ডানদিকে যান এবং Import ফীল্ডে যান।
10:18 আমি Title: Clinical Microbiology ফীল্ডের জন্য Import এ ক্লিক করব।
10:25 আপনি প্রয়োজন অনুসারে অন্য কোনো Title এর জন্য Import এ ক্লিক করতে পারেন।
10:32 Import এ ক্লিক করা হলে Add MARC record নামে নতুন উইন্ডো খোলে।
10:39 আপনি কিছু tags দেখবেন যা Library of Congress database থেকে Imported করেছি।
10:47 কিন্তু আপনার প্রয়োজনীয়তা অনুসারে সংশ্লিষ্ট tags এর জন্য ফাঁকা fields আপনাকে পূরণ করতে হবে।
10:55 মনে রাখবেন, আমরা এই পৃষ্ঠার বর্ণন পূর্বের টিউটোরিয়ালে পূরণ করেছি।
11:02 ভিডিওটি থামান এবং বর্ণন পূরণ করুন।
11:06 বর্ণন পূরণ করার পর, পৃষ্ঠার শীর্ষে Save বোতামে ক্লিক করুন।
11:13 Items for Clinical microbiology by Ross, Philip W নামে একটি নতুন পৃষ্ঠা খোলে।
11:22 এখন, পৃষ্ঠার নীচে Add item বোতামে ক্লিক করুন।
11:28 Items for Clinical microbiology by Ross, Philip W পৃষ্ঠাটি খোলে।
11:36 এর সাহায্যে আমরা Library of Congress থেকে Koha তে Clinical microbiology বইয়ের বর্ণন সফলভাবে ইম্পোর্ট করেছি।
11:48 সংক্ষিপ্তকরণ করি।
11:50 এখানে আমরা Z39.50 ব্যবহার করে Catalog এ রেকর্ড যুক্ত করা শিখেছি।
12:00 অনুশীলনী-

Z39.50 ব্যবহার করে Catalog এ Serial এর রেকর্ড যুক্ত করুন।

12:10 নিম্ন লিঙ্কে ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন।
12:18 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আরও তথ্যের জন্য, আমাদের লিখুন।
12:28 দয়া করে আপনার প্রশ্ন এই ফোরামে পোস্ট করুন।
12:32 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাদ্ধ।
12:45 আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta