Koha-Library-Management-System/C2/Access-to-Library-Account-on-Web/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 17:26, 4 December 2019 by Kaushik Datta (Talk | contribs)
|
|
00:01 | Access your Library Account on the Web এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:07 | এখানে আমরা শিখব: Web এ patron হিসাবে আপনার Library Account অ্যাক্সেস করা, |
00:15 | এবং এটির সুবিধা কি। |
00:18 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে Firefox web browser ব্যবহার করছি। |
00:24 | টিউটোরিয়ালটি ধরে নিয়েছে যে আপনার system administrator সার্ভারে Koha Library সংস্থাপিত করেছে। |
00:32 | SuperLibrarian বা Library Staff এই Koha Library তে কিছু Item types বানিয়েছে। |
00:40 | টিউটোরিয়ালটি ধরে নিয়েছে যে আপনি এই Koha Library এর URL জানেন। |
00:46 | এবং আপনি এই library এর patron. |
00:50 | না হলে এর জন্য Librarian বা system administrator এর সাথে যোগাযোগ করুন। |
00:57 | শুরু করি। আপনার Web Browser খুলুন এবং http://127.0.1.1/8000 লিখুন। |
01:12 | এই URL সংস্থাপনের সময় আপনার sys-ad দ্বারা দেওয়া port number এবং domain name ভিত্তিক। |
01:21 | এখন Enter টিপুন। |
01:24 | শিরোনাম Welcome to Spoken Tutorial Library এর সাথে নতুন OPAC পৃষ্ঠা খোলে। |
01:32 | OPAC পৃষ্ঠার উপরের ডানদিকে, Login to your account এ ক্লিক করুন। |
01:40 | এই login, library এর patrons এর জন্য। |
01:44 | খোলা নতুন উইন্ডোতে, আমাদের patron Login এবং Password লিখতে হবে। |
01:52 | মনে রাখবেন আমরা পূর্ববর্তী টিউটোরিয়ালে Ms. Reena Shah হিসাবে Patron বানিয়েছি। |
02:00 | আমি Reena হিসাবে লগইন করব এবং এখানে তার পাসওয়ার্ড লিখব। |
02:05 | আপনি একটি আলাদা partron বানালে, এখানে সেই লগইন বর্ণন ব্যবহার করুন। |
02:11 | Hello, Reena Shah নামে একটি নতুন পৃষ্ঠা খোলে। |
02:15 | এই পৃষ্ঠাটি Patron এর summary এর বর্ণন দেখায়। |
02:20 |
পৃষ্ঠাটি Checked out (1) আইটেমের বর্ণন প্রদর্শন করে যেমন: |
02:25 | Title- Exploring Biology |
02:28 | Sharma, Sanjay |
02:30 | Due- 10/08/2018 |
02:36 | Barcode- 00002 |
02:41 | Fines- No. |
02:44 | মনে রাখবেন, এই এন্ট্রি পূর্ববর্তী টিউটোরিয়ালের অনুশীলনীতে বানানো হয়েছিল। |
02:50 | পৃষ্ঠার বাম দিকে স্থিত অন্যান্য ট্যাবগুলি লক্ষ্য করুন। |
02:55 | your summary, your fines, |
02:59 | your personal details, your tags, |
03:04 | change your password, your search history, |
03:08 | your reading history, your privacy, |
03:12 | your purchase suggestions, your messaging এবং your lists |
03:20 | এই ট্যাবগুলিতে ক্লিক করলে, Patron এর বিবরণ খোলে।
আমি এই টিউটোরিয়ালের পর এই ট্যাবগুলি সম্পর্কে ব্যাখ্যা করব। |
03:30 | OPAC ইন্টারফেসের উপরের বাম কোণে লক্ষ্য করুন যে সেখানে দুটি ট্যাব Cart এবং Lists রয়েছে। |
03:39 | আপনি কোনো Library item কে cart এ জুড়তে চাইলে নিম্নানুসার করুন - |
03:45 | এই শৃঙ্খলায় আগে বর্ণিত হিসাবে OPAC এ আইটেম সন্ধান করুন। |
03:51 | আমি Microbiology বই সন্ধান করব। আপনি সেই বস্তু সন্ধান করতে পারেন যা আপনি আপনার লাইব্রেরীতে চান। |
04:00 | সেই keyword এর সন্ধানের ফলাফল দেখাবে। |
04:04 | প্রতিটি শিরোনামের অধীনে, নিম্ন বিকল্প দেখায় - Place Hold, Save to Lists , Add to cart |
04:15 | লক্ষ্য করুন Place Hold বিকল্প কেবলমাত্র সেই items এর জন্য দেখাবে যা লাইব্রেরী দ্বারা জারি করা যেতে পারে। |
04:23 | যে কোনো বিশেষ item কে cart এ জুড়তে Add to cart বিকল্পে ক্লিক করুন। |
04:30 | যদি একাধিক items কে cart এ জুড়তে হয় তবে নিম্ন স্টেপ করুন। |
04:37 | Items এর ঠিক উপরে, Select titles to ট্যাবে যান। |
04:45 | কার্টে একাধিক items জুড়তে সংশ্লিষ্ট items এর বামে স্থিত রেডিও বোতামে ক্লিক করুন। |
04:53 | এখন, শীর্ষে যান। Select titles to ট্যাগ With selected titles হিসাবে দেখাবে। |
05:04 | ড্রপ-ডাউন থেকে, Cart এ ক্লিক করুন। সকল চয়নিত items, cart এ চলে যাবে। |
05:12 | এরপর, ইন্টারফেসের উপরের বাম কোণে যান এবং Cart ট্যাবে যান। |
05:20 | ড্রপ-ডাউন থেকে, Items in your cart:2 এ ক্লিক করুন। |
05:25 | মনে রাখবেন: সংখ্যা 2 নির্বাচিত আইটেমের মোট সংখ্যা প্রতিনিধিত্ব করে। |
05:31 | কারণ আমি আইটেম 2 চয়ন পড়েছি, এখানে সংখ্যা 2 রয়েছে। |
05:36 | আপনি ভিন্ন আইটেম চয়ন করে থাকলে সংখ্যা আপনার ইন্টারফেসে দেখাবে। |
05:44 | ক্লিক করলে নিম্ন বিকল্প সহ Your cart নামে একটি নতুন উইন্ডো দেখাবে:
More details , Send |
05:54 | Download, Print, |
05:58 | Empty and close. |
06:01 | আপনি এগুলি নিজে অন্বেষণ করতে পারেন। |
06:04 | অন্বেষণের পরে, এই উইন্ডো বন্ধ করুন। |
06:08 | এটি করতে পৃষ্ঠার উপরের বাম কোণে যান এবং ক্রস বোতামে ক্লিক করুন। |
06:15 | আমরা এখন OPAC ইন্টারফেসে রয়েছি। |
06:19 | যদি একটি item, Lists এ জুড়েছে, তাহলে প্রতিটি item এর নীচে Save to Lists এ ক্লিক করুন। |
06:31 | ক্লিক করলে একটি নতুন উইন্ডো Add to a list নির্দিষ্ট item এর শিরোনাম সহ খোলে। |
06:39 | আমার ক্ষেত্রে, Industrial Microbiology Patel, Arvind H রয়েছে। |
06:45 | Add to a new list সেকশনে, List name এ, সূচীর জন্য নাম লিখুন। |
06:55 | এটি সম্পূর্ণরূপে আপনার রেফারেন্সের জন্য। |
06:58 | আমি এখানে Microbiology লিখব। |
07:02 | আপনি আপনার প্রয়োজন অনুসারে একটি নাম দিতে পারেন। |
07:07 | তারপর Category সেকশনে, ড্রপ ডাউন থেকে Private এ ক্লিক করুন, যদি Koha দ্বারা ইতিমধ্যে চয়নিত না থাকে। |
07:19 | এটি নিশ্চিত করে যে সূচী কেবলমাত্র আপনার কাছে দৃশ্যমান হবে। |
07:24 | এরপর, পৃষ্ঠার নীচে Save এ ক্লিক করুন। |
07:30 | আমরা আবার OPAC ইন্টারফেসে আছি। |
07:34 | এখন, OPAC ইন্টারফেসের উপরের বাম কোণে, Lists ট্যাবে ক্লিক করুন। |
07:42 | ড্রপ-ডাউন থেকে, আমি Microbiology তে ক্লিক করব। |
07:46 | আপনার কাছে আপনার সূচীর জন্য পৃথক নাম থাকলে সেই নামে ক্লিক করুন। |
07:53 | সংরক্ষিত items এখন সূচীতে দেখাবে। |
07:58 | এখন বাম পাশের ট্যাবগুলি দেখুন। |
08:03 | শুরু করার জন্য, আমি your personal details ট্যাবে ক্লিক করব। |
08:09 | Ms. Reena Shah এর বিবরণ সহ একটি নতুন পৃষ্ঠা খোলে। |
08:16 | আবার, একই পৃষ্ঠার বাম দিকে your reading history তে ক্লিক করুন। |
08:24 | নিম্ন বর্ণন সহ Checkout history পৃষ্ঠা খোলে:
Title, Item type |
08:33 | Call no এবং Date |
08:38 | এখন, একই পৃষ্ঠার বাম দিকে your purchase suggestions এ ক্লিক করুন। |
08:46 | Your purchase suggestions পৃষ্ঠা খোলে। |
08:51 | এখন New purchase suggestion ট্যাবে ক্লিক করুন। |
08:57 | শিরোনাম Enter a new purchase suggestion সহ একটি নতুন পৃষ্ঠা খোলে। |
09:04 | এখানে আমাদের কয়েকটি বিবরণ পূরণ করতে বলা হয়। |
09:09 | Title: , Author:, Copyright date: |
09:15 | Standard number (ISBN, ISSN or other), |
09:21 | Publisher, Collection title, |
09:26 | Publication place, Item type, |
09:31 | Reason for suggestion: এবং Notes: |
09:35 | দ্রষ্টব্য: লাল রঙে চিহ্নিত Title ফীল্ড বাধ্যতামূলক। |
09:41 | আমি Title এ Genetics লিখব। |
09:45 | তারপর আমি Standard number (ISBN, ISSN or other) এ 1234567891 লিখব। |
10:00 | পৃষ্ঠার নীচে Submit your suggestion এ ক্লিক করুন। |
10:05 | Your purchase suggestions নামে আবার একটি নতুন পৃষ্ঠা খোলে। |
10:11 | এর সাথেই আমরা শিখেছি যে patron Koha Library তে বই সন্ধান করতে OPAC কিভাবে ব্যবহার করতে পারেন। |
10:20 | শেষে, পৃষ্ঠার উপরের ডান কোণায় Logout এ ক্লিক করে OPAC অ্যাকাউন্ট থেকে লগ আউট করুন। |
10:29 | এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে। |
10:33 | সংক্ষিপ্তকরণ করি।
এখানে আমরা Web এ patron হিসাবে আপনার Library Account অ্যাক্সেস করা এবং এর সুবিধা সম্পর্কে শিখেছি। |
10:48 | অনুশীলনী হিসাবে, অন্য বইয়ের জন্য ক্রয়ের পরামর্শ দিন। |
10:54 | নিম্ন লিঙ্কে ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন। |
11:02 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আরও তথ্যের জন্য, আমাদের লিখুন। |
11:12 | দয়া করে আপনার প্রশ্ন এই ফোরামে পোস্ট করুন। |
11:16 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাদ্ধ। |
11:28 | আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |