Koha-Library-Management-System/C2/OPAC/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 16:21, 28 November 2019 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 How to use OPAC এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:06 এখানে আমরা শিখব: Search ব্যবহার করে কোনো item খোঁজা।
00:13 এবং Advance Search ব্যবহার করে item খোঁজা।
00:18 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:

Ubuntu Linux OS 16.04

Koha version 16.05

00:32 টিউটোরিয়ালটি অনুসরণ করতে আপনার Library Science এর জ্ঞান থাকা উচিত।
00:38 টিউটোরিয়ালটি অনুশীলন করতে আপনার সিস্টেমে Koha সংস্থাপিত থাকা উচিত।
00:44 এবং, আপনার Koha তে অ্যাডমিন অ্যাক্সেস থাকা উচিত।
00:49 না হলে এই ওয়েবসাইটে Koha Spoken Tutorial এর শৃঙ্খলা দেখুন।
00:56 শুরু করতে, আমি Microbiology তে আরো 2 বই জুড়েছি।
01:02 প্রথম লেখক Powar and Daginawala এবং দ্বিতীয় লেখক Heritage এর সাথে।
01:12 আমার লাইব্রেরীতে মোট 3 টি বই রয়েছে।
01:17 এগোনোর আগে আপনার লাইব্রেরীতে পছন্দের আরও দুটি বই জুড়ুন যা পূর্ববর্তী টিউটোরিয়ালে বর্ণিত হয়েছে।
01:27 আপনার Web Browser খুলুন এবং http://127.0.1.1/8000 লিখুন।
01:39 এই URL সংস্থাপনের সময় দেওয়া port number এবং domain নামের উপর ভিত্তিক।
01:47 আপনি যা উল্লেখ করেছেন তার অনুসারে লিখুন। এখন Enter টিপুন।
01:54 হোমপেজ Welcome to Spoken Tutorial Library খোলে।
02:00 Search ফীল্ডে, Library catalog ড্রপ ডাউন থেকে, আমরা নিম্ন বিকল্প দ্বারা সার্চ করতে পারি।
02:09 Title, Author , Subject, ISBN , Series এবং Call number
02:22 আমি এখানে ডানদিকের ফীল্ডে, Microbiology লিখব এবং ফীল্ডের ডানদিকে Go তে ক্লিক করুন।
02:33 Microbiology শব্দ থাকা সকল Library items , ফলাফলে সূচীবদ্ধ।
02:40 search word সহ সূচীবদ্ধকে ইউসাররের পছন্দ অনুযায়ী আগে বাড়ানো যেতে পারে।
02:47 এটি করতে সূচীর ডানদিকে যান এবং Relevance ট্যাবে ক্লিক করুন।
02:54 ড্রপ-ডাউন থেকে, আমি Author (A-Z) চয়ন করব।
03:00 আপনি আপনার প্রয়োজন অনুযায়ী অন্য কোনো প্রাসঙ্গিক বিকল্প চয়ন করতে পারেন।
03:06 Author (A-Z) চয়ন করলে, Authors এ একটি সুচি বর্ণানুক্রমে প্রদর্শিত হয়.
03:14 সূচীবদ্ধ items শিরোনামের নীচে দেখুন। এখানে, আমরা সকল লাইব্রেরীতে সেই নির্দিষ্ট আইটেমের উপলব্ধতা দেখতে পারি।
03:26 আমরা আরো ভালো ফলাফলের জন্য আমাদের সার্চ কিভাবে উন্নত করতে পারি?
03:31 আমরা বামদিকে Refine Your Search ট্যাবে ক্লিক করে এটি করতে পারি।
03:39 তারপর নিম্ন সেকশন অনুযায়ী বিভিন্ন ট্যাবে যান : Availability, Authors, Item Types এবং Topics
03:52 আপনি দেখতে পারেন যে আপনি আবশ্যক সামগ্রী সহজে খুঁজে না পেলে কি করতে হবে.
04:01 Search Catalog পৃষ্ঠায়, Advanced Search এ ক্লিক করুন।
04:07 শিরোনাম Search for নামে একটি নতুন পৃষ্ঠা খোলে।
04:13 একাধিক ড্রপ-ডাউন বিকল্প দ্বারা আমরা প্রয়োজনীয় সামগ্রীর জন্য search পরিমার্জন করতে পারি।
04:21 বাম দিকের প্রথম ড্রপ-ডাউন থেকে, উপযুক্ত বিকল্প চয়ন করুন যেমন:

Keyword, Subject , Title , Author , Publisher, Publisher Location, ISBN এবং Barcode

04:40 আমি Subject চয়ন করব। এবং ডান পাশের ফীল্ডে, বাম দিকের ড্রপ-ডাউন থেকে চয়নিত বিকল্পের বর্ণন লিখুন।
04:51 আমি এখানে Microbiology লিখব।
04:55 দ্বিতীয় ড্রপ-ডাউন বিকল্প দ্বারা আমি Author এ Patel চয়ন করব।
05:03 তৃতীয় ড্রপ-ডাউন বিকল্প দ্বারা, আমি Publisher এ Pearson চয়ন করব।
05:11 একই পৃষ্ঠায়, সেকশন Item Type এ অন্যান্য বিকল্প লক্ষ্য করুন -
05:18 Book, Reference এবং Serial
05:23 বিকল্পগুলি অনুসরণ করে - Publication date range, Language এবং Sorting
05:34 Item Type সেকশনে, আমি Books এর জন্য রেডিও বোতামে ক্লিক করব।
05:41 আমি Publication date range খালি ছেড়ে দেবো।
05:46 Language এ, ড্রপ-ডাউন থেকে English চয়ন করুন।
05:52 Sorting সেকশনে, Sort by এ: আমি Author (A-Z) চয়ন করব।
06:00 সকল বিবরণ পূরণ করার পর, পৃষ্ঠার নীচে Search এ ক্লিক করুন।
06:07 এই পৃষ্ঠায় নিম্নলিখিত সকল items এর তালিকা থাকবে:

Subject এ Microbiology

06:16 Author এ Patel, Arvind H.
06:20 Publisher এ Pearson
06:23 এখন, Advanced Search পৃষ্ঠায় ফিরে যাই এবং Search for সেকশনের নীচে More Options বোতামে ক্লিক করুন।
06:36 এটি করলে, Advanced search পৃষ্ঠার বিন্যাস বদলে যায়।
06:42 আবার, প্রথম ড্রপ-ডাউনে, আমি Subject চয়ন করব।
06:48 তারপর আমি Microbiology লিখব।
06:52 এখন বিকল্পের দ্বিতীয় সারিতে যান।
06:56 প্রথম ড্রপ-ডাউনে, আমি বিকল্প and একই ভাবে রাখি।
07:03 এবং ডানদিকে ড্রপ-ডাউনে, আমি Author চয়ন করব।
07:08 তারপর এর ডানদিকে আমি Patel লিখব।
07:13 এরপর, বিকল্পের তৃতীয় সারিতে যান। প্রথম ড্রপ-ডাউনে, আমি or বিকল্প চয়ন করব।
07:22 এবং ডানদিকে ড্রপ-ডাউনে, আমি Author চয়ন করব।
07:28 তারপর এর ডানদিকে আমি Heritage লিখব।
07:33 দরকার হলে, আপনি Item type নীচে search বিকল্প দ্বারা আরো সন্ধান করতে পারেন বা বাকি বিকল্প।
07:45 সকল বিবরণ পূরণ করার পর, সেকশনের নীচে Search বোতামে ক্লিক করুন।
07:52 এইভাবে আমরা লাইব্রেরীতে OPAC দ্বারা আইটেম সন্ধান করতে পারি।
07:58 এখানে আপনি শিখেছেন যে ইউসার সহজে লাইব্রেরী আইটেম সন্ধান করতে পারেন।
08:05 এটি আমাদের টিউটোরিয়ালের শেষে নিয়ে আসে।
08:08 সংক্ষিপ্তকরণ করি।

এখানে আমরা শিখেছি Search ব্যবহার করে আইটেম খোঁজা।

08:17 এবং Advance Search দ্বারা আইটেম খোঁজা।
08:22 অনুশীলনীর জন্য -

Biology কীওয়ার্ড দ্বারা OPAC এ Journals এর সূচী সন্ধান করুন।

08:30 নিম্ন লিঙ্কে ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন।
08:37 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আরও তথ্যের জন্য, আমাদের লিখুন।
08:47 দয়া করে আপনার প্রশ্ন এই ফোরামে পোস্ট করুন।
08:51 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাদ্ধ।
09:03 আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta