Koha-Library-Management-System/C3/Installation-of-MarcEditor/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 17:14, 27 November 2019 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Windows এ MarcEditor সংস্থাপনের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:08 এখানে আমরা 64-bit Windows মেশিনে MarcEditor সংস্থাপন করা শিখব।
00:16 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:

Windows 10 Pro Operating System

Firefox web browser

00:27 এই টিউটোরিয়ালটি লাইব্রেরী কর্মীদের জন্য সবচেয়ে উপযুক্ত।
00:32 এগোনোর আগে, আপনার মেশিনে নিম্ন রয়েছে কিনা তা নিশ্চিত করুন-

Windows 10, 8 বা 7

00:43 যে কোনো ওয়েব ব্রাউজার যেমন: Internet Explorer, Firefox বা Google Chrome
00:51 আপনার বিদ্যমান লাইব্রেরীতে Excel spreadsheet এ লাইব্রেরী রেকর্ড থাকতে পারে।
00:58 এবং, আপনার লাইব্রেরী এখন Koha Library Management System এ মাইগ্রেট করা হচ্ছে।
01:05 সুতরাং, সকল রেকর্ড Excel থেকে MARC format এ রূপান্তর করা আবশ্যক।
01:12 এটি জেনে রাখা গুরুত্বপূর্ণ:

Excel spreadsheet এ রেকর্ডগুলি প্রথমে MARC ফরম্যাটে রূপান্তর করতে হবে এবং তারপর Koha তে ইম্পোর্ট করতে হবে।

01:26 কারণ Koha তে Excel format এ থাকা উপস্থিত ডেটা সরাসরি ইম্পোর্ট করার বিধান নেই।
01:35 এখন শুরু করি।
01:37 Excel data কে MARC ফরম্যাট অর্থাৎ (dot) mrc ফরম্যাটে রূপান্তর করতে, আমরা MarcEdit software ব্যবহার করব।
01:48 এই সফ্টওয়্যার সংস্থাপিত করতে ব্রাউজারে যান এবং এই URL লিখুন।
01:55 Downloads শিরোনাম সহ একটি নতুন পৃষ্ঠা খোলে।
02:00 Current Development এ, MarcEdit 7.0.x/MacOS 3.0.x এ যান, Windows 64-bit download এ যান।
02:17 তবে আপনার মেশিন 32-bit হলে আপনার Windows 32-bit download লিঙ্কে ক্লিক করা উচিত।
02:26 এই যাচাই করতে যে আপনার মেশিন 32-বিট বা 64-বিট কিনা, মেশিনের নীচে বাম কোণে যান।
02:35 Start icon এ ক্লিক করুন।
02:38 উপরে স্ক্রোল করুন এবং Settings এ ক্লিক করুন।
02:43 এই আইকনগুলি থেকে, System (Display, notifications, apps, power) এ ক্লিক করুন।
02:51 বাম দিকে কিছু বিকল্প সহ আরেকটি উইন্ডো খুলবে।
02:56 About এ যান এবং এতে ক্লিক করুন।
03:00 একই পৃষ্ঠায়, ডান দিকে, PC বিভাগে, System type এ যান।
03:08 আপনার মেশিনের অপারেটিং সিস্টেমের বিবরণ প্রদর্শিত হবে।
03:13 আমার মেশিন হল 64-bit operating system, x64-based processor.
03:21 বিবরণ পড়ার পরে, উইন্ডো বন্ধ করুন।
03:25 এটি করতে উপরের ডানদিকে যান এবং ক্রস চিহ্নে ক্লিক করুন।
03:31 আমরা আবার Downloads পৃষ্ঠায় ফিরে আসব,
03:36 যেহেতু আমার মেশিনটি 64-বিট, আমি 64-bit download এ ক্লিক করব।
03:42 শিরোনাম সহ আরেকটি নতুন উইন্ডো 64-bit download দুটি বিভাগ সহ খোলে-

Non-Administrator এবং

Administrator

03:53 এরপর আমি Administrator বিভাগের নীচে Download MarcEdit 7 লিঙ্কে ক্লিক করব।
04:02 কারণ আমি আমার লাইব্রেরীর Koha administrator নির্দিষ্ট করেছি।
04:09 MacrEdit_Setup64Admin.msi ডায়ালগ বাক্স দেখায়।
04:16 আমরা এখানে 2 টি বিকল্প দেখতে পারি-

Save File এবং

Cancel

04:22 নীচে Save File বোতামে ক্লিক করুন।
04:26 এটি করার পর, আপনার মেশিনের Downloads ফোল্ডারে যান।
04:31 এখানে আপনি দেখতে পাবেন যে MacrEdit_Setup64Admin.msi ফাইলটি সংরক্ষিত হয়েছে।
04:40 এখন, সংরক্ষিত ফাইলে ডান ক্লিক করুন এবং প্রদর্শিত বিকল্প থেকে Install এ ক্লিক করুন।
04:48 User Account Control ডায়ালগ বাক্সে, Yes এ ক্লিক করুন।
04:56 Welcome to the MarcEdit 7 Setup Wizard নামে আরেকটি উইন্ডো দেখায়।
05:04 পৃষ্ঠার নীচে Next বোতামে ক্লিক করুন।
05:08 License Agreement শিরোনাম সহ আরেকটি নতুন উইন্ডো খোলে।
05:14 License Agreement সাবধানতার সাথে পড়ুন।
05:18 দুটি বিকল্প I do not agree এবং I agree থেকে, I Agree রেডিও বোতামে ক্লিক করুন।
05:28 তারপর, উইন্ডোর নীচে Next বোতামে ক্লিক করুন।
05:33 Select Installation Folder নামের একটি নতুন উইন্ডো খোলে।
05:39 এটি ফোল্ডারের পাথ দেখায় যেখানে সংস্থাপিত সফ্টওয়্যার সংরক্ষণ করা হবে।
05:45 বিকল্প হিসাবে, আপনি এই সফ্টওয়্যার নিজের পছন্দের পৃথক ফোল্ডারে সংস্থাপিত করতে পারেন। field Folder এ প্রয়োজনীয় পাথ লিখে এটি করুন।
05:56 আপনি Browse ট্যাবেও ক্লিক করতে পারেন এবং পছন্দসই পাথ চয়ন করতে পারেন।
06:03 যদিও আমি ফোল্ডারের পাথ এইভাবেই field Folder এ রাখব।
06:09 উইন্ডোর নীচে Next বোতামে ক্লিক করুন।
06:14 আরেকটি নতুন উইন্ডো Confirm Installation খুলবে।
06:19 এখন একই উইন্ডোর নীচে Next বোতামে ক্লিক করুন।
06:25 Installing MarcEdit 7 উইন্ডো খোলে।
06:30 এরপর, আমরা একটি success message উইন্ডো দেখি।

এটি দেখায় যে Installation Complete.

MarcEdit 7 has been successfully installed.

06:42 এই উইন্ডো থেকে বেরিয়ে আসতে Close বোতামে ক্লিক করুন।
06:47 শিরোনাম MarcEdit 7.0.250 By Terry Reese নামে আরেকটি উইন্ডো খোলে।
06:56 এখন এই উইন্ডো মিনিমাইজ করুন।
07:01 আপনি দেখতে পাবেন যে ডেস্কটপে একটি শর্টকাট তৈরী হয়েছে।
07:06 এর সাথেই আমরা 64-bit Windows উইন্ডো মেশিনের Desktop এ MarcEditor সংস্থাপিত করেছি।
07:14 নিম্ন লিঙ্কে ভিডিওটি স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পকে সারাংশিত করে। এটি ডাউনলোড করুন এবং দেখুন।
07:22 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র দেয়। আরও তথ্যের জন্য, আমাদের লিখুন।
07:32 দয়া করে আপনার প্রশ্ন এই ফোরামে পোস্ট করুন।
07:36 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাদ্ধ।
07:48 আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta