Blender/C2/3D-Cursor/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 15:48, 28 June 2013 by Kaushik Datta (Talk | contribs)

Jump to: navigation, search
Time Narration
00.03 ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত।
00.07 এই টিউটোরিয়ালটি ব্লেন্ডার 2.59 এ 3D কার্সার সম্পর্কে।
00.15 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়ালটি অনুবাদ করেছি।
00.25 এই টিউটোরিয়াল দেখার পর, আমরা শিখব যে 3D কার্সার কি ?
00.32 কিভাবে ব্লেন্ডারে 3D কার্সার ব্যবহার করে 3D ভিউতে নতুন বস্তু এবং ব্লেন্ডারে 3D কার্সারের জন্য স্নাপ্পিং বিকল্প জুড়ব।
00.46 আমি ধরে নেই, আপনি আগে থেকেই সিস্টেমে ব্লেন্ডার সংস্থাপন করতে জানেন।
00.51 না হলে, ব্লেন্ডার সংস্থাপন করার আমাদের আগের টিউটোরিয়ালটি পড়ুন।
00.57 3D কার্সার ক্রস হেয়ারের সাথে লাল এবং সাদা রঙের বৃত্ত, যা আপনি ব্লেন্ডার পর্দার কেন্দ্রে দেখতে পারেন।
01.06 ব্লেন্ডারে 3D কার্সার দেখি। এটি করতে আমাদের ব্লেন্ডার খুলতে হবে।
01.12 ব্লেন্ডার খোলার দুটি উপায় আছে।
01.15 প্রথমে, ডেস্কটপে ব্লেন্ডার আইকনে যান। ব্লেন্ডার আইকনে ডান ক্লিক করুন। Open এ বাম ক্লিক করুন।
01.27 ব্লেন্ডার খোলার দ্বিতীয় এবং সহজ উপায় হল ডেস্কটপে ব্লেন্ডার আইকনে বাম ডবল ক্লিক করুন।
01.42 এটি ব্লেন্ডার 2.59. দয়া করে মনে রাখবেন যে এখানে প্রদর্শিত পর্দার রেজল্যুশন 1024*768 পিক্সেল।
01.54 ব্লেন্ডার ইন্টারফেসে ফন্টের আকার বৃদ্ধি করা হয়েছে যাতে আপনি দেওয়া সমস্ত বিকল্প বুঝতে পারেন।
02.01 ইন্টারফেস ফন্টের আকার কিভাবে বৃদ্ধি করে, তা শিখতে ইউসার প্রেফারেন্সেসের টিউটোরিয়ালটি দেখুন।
02.12 এটি স্বাগত পৃষ্ঠা বা স্প্ল্যাশ স্ক্রীন হিসাবে পরিচিত। ব্লেন্ডার সম্পর্কে শিখতে এটি কিছু দরকারী রেফারেন্স লিংক দেখায়।
02.20 স্প্ল্যাশ স্ক্রীন অপসারণের জন্য কীবোর্ডে ESC টিপুন বা
02.25 ব্লেন্ডার ইন্টারফেসে স্প্ল্যাশ স্ক্রীন ছাড়া অন্য কোথাও বাম মাউস ক্লিক করুন।
02.32 এখন আপনি ডিফল্ট ব্লেন্ডার কর্মক্ষেত্র দেখতে পারেন।
02.37 3D কার্সার কিউব দ্বারা বেষ্টিত পর্দার কেন্দ্রের ডানদিকে আছে।
02.43 আমরা কার্সার সঠিকভাবে দেখতে পারি না তাই কিউব মুছে ফেলা দরকার।
02.48 ডিফল্টরূপে, কিউব আগে থেকেই নির্বাচিত।
02.51 এটি মুছতে, কীবোর্ডে ডিলিট বোতাম টিপুন। ডিলিট এ বাম ক্লিক করুন।
02.58 এখানে, আপনি এখন 3D কার্সার ভালমত দেখতে পারেন।
03.04 3D কার্সারের প্রধান উদ্দেশ্য হল 3D ভিউতে জড়িত নতুন বস্তুর স্থান নির্দিষ্ট করা।
03.15 ADD এ যান। Mesh এ যান। কিউবে বাম ক্লিক করুন।
03.19 3D ভিউতে নতুন বস্তু জুড়তে কীবোর্ড শর্টকাট shift & A বোতামও ব্যবহার করতে পারেন।
03.27 একটি নতুন কিউব 3D ভিউতে জুড়ে গেছে।
03.30 যেমনকি আপনি দেখতে পারেন, নতুন কিউব 3D কার্সার হিসাবে একই স্থানে প্রদর্শিত হয়েছে।
03.38 এখন দেখি যে নতুন স্থানে নতুন বস্তু কিভাবে যোগ করতে পারি।
03.44 প্রথমে 3D কার্সার নতুন স্থানে সরাতে হবে।
03.48 এইজন্য 3D স্পেসে যেকোনো স্থানে বাম ক্লিক করুন।
03.53 আমি কিউবের বামদিকে ক্লিক করছি।
03.59 নতুন বস্তু Mesh যোগ করতে Shift & A টিপুন। UV Sphere এ বাম ক্লিক করুন।
04.10 UV Sphere 3D কার্সারের নতুন স্থানে প্রদর্শিত হয়।
04.15 এখন আমরা 3D কার্সারের জন্য স্নাপ্পিং বিকল্প দেখব।
04.22 Object এ যান। Snap এ যান। এটি Snap মেনু।
04.29 এখানে বিভিন্ন বিকল্প আছে।
04.31 আপনি কীবোর্ড শর্টকাট Shift & S ও ব্যবহার করতে পারেন।
04.38 কার্সারের চয়ন, 3D কার্সারের নির্বাচিত আইটেম দেখায়।
04.45 উদাহরণস্বরূপ, 3D কার্সারে কিউব প্রদর্শন করি।
04.50 কিউবে ডান ক্লিক করুন। Snap মেনু উপরে আনতে Shift & S টিপুন।
04.58 Selection to cursor এ বাম ক্লিক করুন। কিউব 3D কার্সারে প্রদর্শিত হয়।
05.06 এখন কিউব ডানদিকে নিয়ে যান। সবুজ হাতলে বাম ক্লিক করুন, মাউস ধরুন এবং ডানদিকে টেনে আনুন।
05.17 কীবোর্ড শর্টকাটের জন্য G & Y টিপুন।
05.23 3D ভিউতে মুভিং অবজেক্ট সম্পর্কে অধিক জানতে Basic description of Blender interface এর এই টিউটোরিয়ালটি দেখুন।
05.35 স্ন্যাপ মেনু উপরে আনতে Shift & S টিপুন। Cursor to selected এ বাম ক্লিক করুন।
05.43 3D কার্সার নতুন স্থানে কিউবের কেন্দ্রে প্রদর্শিত হয়।
05.50 যদি আপনার কাছে একই সময়ে একের অধিক বস্তু নির্বাচিত থাকে, ধরুন কিউব এবং UV sphere এখানে আছে,
05.59 Cursor to selected, দুটি নির্বাচিত বস্তুর কেন্দ্রে 3D কার্সার প্রদর্শিত হয়।
06.07 আমি দেখাই। যেমনকি আপনি দেখতে পারেন, কিউব আগে থেকেই নির্বাচিত।
06.12 UV sphere নির্বাচন করতে Shift এবং রাইট ক্লিক করুন। এখন আপনার কাছে একই সময়ে দুটি নির্বাচিত বিকল্প আছে।
06.22 স্ন্যাপ মেনু উপরে আনতে Shift & S টিপুন। Cursor to selected এ টিপুন।
06.30 3D কার্সার দুটি নির্বাচিত বস্তুর কেন্দ্রে প্রদর্শিত হয়।
06.36 এখন ল্যাম্পে Shift এবং রাইট ক্লিক করুন। স্ন্যাপ মেনু উপরে আনতে Shift & S টিপুন।
06.47 Cursor to selected এ টিপুন। 3D কার্সার 3টি নির্বাচিত বস্তুর কেন্দ্রে প্রদর্শিত হয়।
06.58 3D কার্সার সরানোর জন্য 3D ভিউতে যেকোনো স্থানে টিপুন। আমি নীচে ডানদিকে টিপছি।
07.07 স্ন্যাপ মেনু উপরে আনতে Shift & S টিপুন।
07.12 Cursor to Center এ টিপুন। 3D কার্সার 3D ভিউয়ের কেন্দ্রে প্রদর্শিত হয়।
07.22 বস্তু অনির্বাচিত করার জন্য কীবোর্ডে A টিপুন।
07.28 এখন UV sphere এ ডান ক্লিক করুন। এটি অনির্বাচিত করার জন্য A টিপুন।
07.39 স্ন্যাপ মেনু উপরে আনতে Shift & S টিপুন।
07.44 Cursor to active এ টিপুন।
07.47 3D কার্সার, পূর্ববর্তী সক্রিয় নির্বাচন UV sphere এর কেন্দ্রে প্রদর্শিত হয়।
07.56 3D কার্সার অতিরিক্ত সুবিধা প্রদান করে, যখন মডেলিং এর সময় পিভট পয়েন্ট হিসেবে ব্যবহৃত হয়।
08.03 কিন্তু আমরা এটি পরের টিউটোরিয়ালে দেখব।
08.08 এখন 3D কার্সার ব্যবহার করে বিভিন্ন স্থানে 3D ভিউতে নতুন বস্তু যোগ করার চেষ্টা করুন।
08.16 এরপর, স্ন্যাপ মেনুতে স্নাপ্পিং বিকল্প খুলুন। শুভকামনা।
08.26 এখন ব্লেন্ডার 3D কার্সারের উপর টিউটোরিয়ালটি শেষ করি।
08.31 এই প্রকল্পটি ভারত সরকারের MHRD এর "আইসিটির মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন" দ্বারা সমর্থিত।
08.40 এই সম্বন্ধে আরও তথ্য oscar.iitb.ac.in এবং http://spoken-tutorial.org/NMEICT-Intro ওয়েবসাইটে উপলব্ধ।
09.00 কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল,
09.02 কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
09.06 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র (সার্টিফিকেট) ও দেওয়া হয়।
09.11 আরো বিস্তারিত জানার জন্য contact@spoken-tutorial.org তে যোগযোগ করুন।
09.17 অংশগ্রহনের জন্য ধন্যবাদ।
09.19 আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি।

Contributors and Content Editors

Kaushik Datta, Ranjana