Blender/C2/Moving-in-3D-Space/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 15:26, 28 June 2013 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
'Time Narration
00.04 ব্লেন্ডার টিউটোরিয়ালের শৃঙ্খলায় আপনাদের স্বাগত।
00.07 এই টিউটোরিয়ালটি ব্লেন্ডার 2.59 এ 3D Space এ ন্যাভিগেশন সম্পর্কে।
00.17 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল-টি অনুবাদ করেছি।
00.26 এই টিউটোরিয়ালটি দেখার পরে, আমরা ব্লেন্ডার ভিউপোর্ট এরমত 3D Space এ প্যান, রোটেট এবং জুম করা শিখব।
00.38 আমি ধরে নেই, আপনি আগে থেকেই সিস্টেমে ব্লেন্ডার সংস্থাপন করতে জানেন।
00.43 না হলে, ব্লেন্ডার সংস্থাপন করার আমাদের আগের টিউটোরিয়ালটি পড়ুন।
00.50 ব্লেন্ডারে ন্যাভিগেশন মাউসের ধরনের উপর অনেকটা নির্ভর করে - আপনার কাছে
00.56 3 বাটন মাউস,
00.58 বা হুইলের সাথে,
01.00 2 বাটন মাউস আছে।
01.05 আমি ব্লেন্ডার টিউটোরিয়ালের এই শৃঙ্খলার জন্য হুইলের সাথে 2 বাটন মাউস ব্যবহার করছি।
01.13 প্রথম কাজ, আমরা দেখব যে ভিউয়ের ঘোরা।
01.17 মাউস এবং কিবোর্ড ব্যবহার করে এটি করার তিনটি উপায় আছে।
01.22 প্রথমত, আমরা মাউস হুইল বা স্ক্রলের সাথে Shift কী ব্যবহার করব।
01.27 Shift কী ধরে রাখুন, মাউস হুইল নীচের দিকে টিপুন এবং মাউস ঘোরান।
01.41 দৃশ্য বাম থেকে ডান তাছাড়া উপর এবং নীচে মাউসের দিকে ঘোরে।
01.48 এখন SHIFT কী ধরে রাখুন এবং মাউস হুইল উপর এবং নীচে স্ক্রল করুন।
02.00 দৃশ্য উপর এবং নীচে ঘোরে। এটি ভিউ ঘোরানোর দ্বিতীয় পদ্ধতি।
02.06 SHIFT কী ধরে রাখুন এবং এবং মাউস হুইল নীচের দিকে স্ক্রল করুন। ভিউ উপরের দিকে ঘোরে।
02.19 SHIFT কী ধরে রাখুন এবং এবং মাউস হুইল উপরের দিকে স্ক্রল করুন। ভিউ নীচের দিকে ঘোরে।
02.33 ভিউ ঘোরানোর তৃতীয় এবং শেষ পদ্ধতি হল মাউস হুইলের সাথে CTRL কী ব্যবহার করা।
02.40 CTRL কী ধরে রাখুন এবং মাউস হুইল স্ক্রল করুন। ভিউ বাম থেকে ডান এবং বিপরীতক্রমে ঘোরে।
02.55 Ctrl কী ধরে রাখুন এবং এবং মাউস হুইল উপরের দিকে স্ক্রল করুন। ভিউ ডান দিকে ঘোরে।
03.09 Ctrl কী ধরে রাখুন এবং এবং মাউস হুইল নীচের দিকে স্ক্রল করুন। ভিউ বাম দিকে ঘোরে।
03.22 আপনি ভিউ ঘোরানোর জন্য আপনার numpad কী ও ব্যবহার করতে পারেন।
03.29 ctrl কী এবং numpad 2 ধরে রাখুন, ভিউ উপরের দিকে ঘোরে।
03.37 ctrl কী এবং numpad 8 ধরে রাখুন, ভিউ নীচের দিকে ঘোরে।
03.46 ctrl কী এবং numpad 4 ধরে রাখুন, ভিউ বাম দিকে ঘোরে।
03.55 ctrl কী এবং numpad 6 ধরে রাখুন, ভিউ ডান দিকে ঘোরে।
04.03 আপনি ল্যাপটপ ব্যবহার করে থাকলে আপনাকে নামপ্যাড হিসাবে নম্বর কী অনুকরণ করতে হবে। নামপ্যাড অনুকরণ কিভাবে করে তা জানতে User Preferences এর টিউটোরিয়াল দেখুন।
04.19 ঠিক আছে। এখন পরবর্তী ক্রিয়ায় ভিউ রোটেট করা দেখব।
04.24 আপনার মাউস হুইল টিপুন এবং বর্গাকার রূপে মাউস ঘোরান।
04.33 এটি টার্নটেবিল ঘূর্ণন দেয়।
04.39 আপনি ঘুর্ণনের ক্রিয়ায় একটু অধিক নমনীয়তার জন্য ব্লেন্ডারে রোটেশনের প্রকার ট্র্যাকবল ও ব্যবহার করতে পারেন।
04.49 এইজন্য, আপনাকে User Preferences উইন্ডোতে বিকল্পকে turn table থেকে trackball এ বদলানো দরকার।
04.57 এটি কিভাবে করতে হবে তা শিখতে, User Preferences এর টিউটোরিয়ালটি দেখুন।
05.05 ভিউ বাম থেকে ডানে,
05.08 বা উপর এবং নীচে,
05.09 রোটেট করা যেতে পারে।
05.13 এখন ভিউ বাম থেকে ডানে রোটেট করুন।
05.19 ctrl, alt ধরে রাখুন তাছাড়া মাউস হুইল উপর এবং নীচে স্ক্রল করুন। ভিউ বাম থেকে ডানে এবং বিপরীতক্রমে রোটেট করে।
05.35 ctrl, alt ধরে রাখুন তাছাড়া মাউস হুইল উপরের দিকে স্ক্রল করুন। ভিউ বামদিকে রোটেট করে।
05.47 ctrl, alt ধরে রাখুন তাছাড়া মাউস হুইল নীচের দিকে স্ক্রল করুন। ভিউ ডানদিকে রোটেট করে।
06.00 আপনি numpad এ শর্টকাট কী 4 এবং 6 ও ব্যবহার করতে পারেন।
06.07 numpad 4 এ টিপুন, এটি ভিউকে বাম দিকে রোটেট করে।
06.16 numpad 6 এ টিপুন, এটি ভিউকে ডান দিকে রোটেট করে।
06.26 এখন আমরা ভিউকে উপর এবং নীচে রোটেট করি।
06.30 Shift, Alt ধরে রাখুন তাছাড়া মাউস হুইল উপর এবং নীচে স্ক্রল করুন। ভিউ উপর এবং নীচে রোটেট হয়।
06.45 Shift, Alt ধরে রাখুন তাছাড়া মাউস হুইল উপরের দিকে স্ক্রল করুন। ভিউ নীচের দিকে রোটেট হয়।
06.58 Shift, Alt ধরে রাখুন তাছাড়া মাউস হুইল নীচের দিকে স্ক্রল করুন। ভিউ উপরের দিকে রোটেট হয়।
07.10 আপনি numpad এ শর্টকাট কী 2 এবং 8 ও ব্যবহার করতে পারেন।
07.16 numpad 2 এ টিপুন, এটি ভিউকে উপরের দিকে রোটেট করে।
07.23 numpad 8 এ টিপুন, এটি ভিউকে নীচের দিকে রোটেট করে।
07.32 শেষ কাজ, ভিউকে জুম করা।
07.36 জুম ইন করার জন্য মাউস হুইল উপরের দিকে স্ক্রল করুন।
07.43 জুম আউট করার জন্য মাউস হুইল নীচের দিকে স্ক্রল করুন। সহজ তাই না?
07.51 শর্টকাটের জন্য, numpad এ প্লাস এবং মাইনাস কী ব্যবহার করুন।
07.58 জুম ইনের জন্য numpad + টিপুন।
08.04 জুম আউটের জন্য numpad - টিপুন।
08.10 এর সাথেই, ব্লেন্ডার ভিউপোর্টে 3D space এ ন্যাভিগেশনের উপর টিউটোরিয়ালটি শেষ করছি।
08.18 এখন 3D view ঘোরানো, রোটেট এবং জুম করার চেষ্টা করুন। শুভকামনা।
08.27 এই প্রকল্পটি ভারত সরকারের MHRD এর "আইসিটির মাধ্যমে জাতীয় শিক্ষা মিশন" দ্বারা সমর্থিত।
08.37 এর উপর অধিক তথ্য নিম্ন লিঙ্কে উপলব্ধ। oscar.iitb.ac.in এবং spoken-tutorial.org/NMEICT-Intro
08.57 কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল,
08.59 কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
09.03 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র (সার্টিফিকেট) ও দেওয়া হয়।
09.07 আরো বিস্তারিত জানার জন্য contact@spoken-tutorial.org তে যোগযোগ করুন।
09.15 অংশগ্রহনের জন্য ধন্যবাদ।
09.17 আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি।

Contributors and Content Editors

Kaushik Datta, Ranjana