Health-and-Nutrition/C2/Non-vegetarian-recipes-for-6-month-old-babies/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 23:48, 30 July 2019 by Sneharout321 (Talk | contribs)
|
||
00:00 | “৬ মাসের শিশুর জন্য আমিষ রেসিপি” তৈরির “মৌখিক টিউটোরিয়ালে” আপনাকে স্বাগত জানাই | |
00:08 | এই টিউটোরিয়ালে, আমরা শিখবো- শিশুর জন্য আমিষ পরিপূরক আহার প্রদানের গুরুত্ব এবং | |
00:17 | কিভাবে আমরা আমিষ পরিপূরক আহার তৈরি করবো যেমন- | |
00:22 | ডিমের পিউরি | |
00:24 | মাছের পিউরি
কাঁচা কলা দিয়ে ফিশ পরিজ | |
00:27 | চিকেন লিভার পিউরি ও চিকেন আর গাজরের পিউরি | |
00:31 | তাহলে আসুন শুরু করা যাক- | সব সময় মনে রাখবেন যে আপনার শিশু ৬ মাস বয়সের হয়ে গেলে, তাঁর পুষ্টিপদার্থের চাহিদা বিপুল পরিমানে বৃদ্ধি পায়। |
00:42 | পরিপূরক আহার থেকে তাঁর ২০০ ক্যালোরি পর্যন্ত শক্তির প্রয়োজন হয় | |
00:48 | বুকের দুধ খাওয়ানোর সঙ্গে সঙ্গে, পরিপূরক আহার দেওয়া শুরু করতে হবে। | |
00:53 | এগুলি ছাড়াও, ধীরে ধীরে শিশুর বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে- খাবারের পরিমাণ ও ধরন পাল্টাতে হবে | |
01:03 | অনুগ্রহ করে মনে রাখবেন যে, শিশুকে খাওয়ানোর সময়, খাবারের পরিমাণ সব সময় কাপ ও চামচের হিসাবে পরিমাপ করতে হবে। | |
01:12 | এটি একই সিরিজের অন্য একটি টিউটোরিয়ালে ব্যাখ্যা করা হয়েছে | |
01:18 | যখন শিশুর বয়স ৬ মাস পূর্ণ হয়ে যাবে- প্রাথমিকভাবে ১ চামচ করে দিনে দু’বার খাওয়ান।, তারপর ধীরে ধীরে তা দিনে ৪ চামচ পর্যন্ত বাড়ান | |
01:29 | এবং শুধুমাত্র ভালো ভাবে রান্না করা, পিউরি আকারে অর্থাৎ তরল আকারে খাবার তাকে দিতে হবে | |
01:35 | এখন আমরা দেখবো, যে কিভাবে আমিষ খাবার শিশুর জন্য গুরুত্বপূর্ণ | |
01:40 | ||
01:48 | ||
01:57 | ||
02:02 | ||
02:12 | ||
02:18 | ||
02:23 | ||
02:26 | ||
02:34 | ||
02:43 | ||
02:48 | ||
02:53 | ||
03:01 | ||
03:06 | ||
03:15 | ||
03:21 | ||
03:25 | ||
03:30 | ||
03:34. | ||
03:37 | ||
03:50 | ||
03:54 | ||
04:00 | ||
04:04 | ||
04:10 | ||
04:13 | শিশুকে খাওয়ানোর আগে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারন এগুলি শিশুর গলায় আটকে যেতে পারে | |
04:22 | এখন একটি মিক্সারে, সেদ্ধ মাছকে পিউরি বানিয়ে নিন, এরপর শিশুকে খাওয়ান | |
04:28 | তৃতীয় রেসিপি হল কাঁচা কলা ফিশ পরিজ | |
04:32 | এটি প্রস্তুত করার জন্য, আমাদের ২ চা চামচ কাঁচা কলা গুড়ো প্রয়োজন,
এর সঙ্গেই ৪টি বম্বে ডাক অথবা যে কোন স্থানীয় মাছের ৪টি ছোট টুকরো প্রয়োজন | |
04:41 | প্রথমে, আমরা কাঁচা কলা পাউডার দিয়ে শুরু করবো | |
04:46 | যে কোন প্রকারের ২টি কাঁচা কলা নেব যা আপনার এলাকাতেই পাওয়া যায় | |
04:51 | পিলার দিয়ে খোসা ছাড়িয়ে নেব। এখন, কলাগুলিকে পাতলা টুকরো করে কেটে নেব | |
04:58 | স্লাইসগুলিকে ছায়ায় ১ থেকে ২ দিন ধরে শুকিয়ে নেব যতক্ষন না সেগুলি মুচমুচে হয়ে যায় | |
05:05 | তারপর এই শুকনো কাঁচা কলা পাউডার বানিয়ে নেব একটি মিক্সারের সাহায্যে | |
05:10 | চালুনী দিয়ে চেলে নিয়ে বীজ পৃথক করে দেব | |
05:13 | এখন কাঁচা কলার পাউডার ব্যবহারের জন্য প্রস্তুত | |
05:17 | এরপর, ফিস পিউরি বানানোর জন্য- আগের রেসিপিতে বর্ননা করা পদ্ধতি মেনে চলুন | |
05:24 | এরপর, একটি পাত্রে ২ চা চামচ কাঁচা কলা পাউডার নিয়ে নিন | |
05:29 | ৩ চামচ জল যোগ করুন এবং সেটিকে ভালো করে মিশিয়ে নিন যতক্ষন না তা লেই এর আকারে আসছে | |
05:35 | প্রয়োজন হলে আরো জল যোগ করুন | |
05:38 | এখন হালকা আঁচে মিশ্রণটিকে ৫ থেকে ৭ মিনিট ধরে রান্না করুন | |
05:43 | এরপর, রান্না করা ফিশ পিউরি এতে মিশিয়ে নিন | |
05:47 | মিশ্রনটিকে নাড়াতে থাকুন এবং হালকা আঁচে ৪-৫ মিনিৎ ধরে রান্না করুন | |
05:53 | কাঁচা কলা ফিস পরিজ প্রস্তুত। কিছুক্ষন সেটিকে ঠান্ডা করে শিশুকে খাওয়ান | |
06:01 | আসুন এবার আমরা চতূর্থ রেসিপিতে যাই- চিকেন লিভার পিউরি | |
06:06 | এটি বানানোর জন্য, আমাদের ১টি চিকেন লিভার প্রয়োজন | |
06:09 | পদ্ধতিঃ পরিষ্কার চিকেন লিভারটিকে একটি স্টিলের পাত্রে নিন | |
06:15 | এতির উপর জল ধালুন যাতে তা ডুবে যায় | |
06:18 | এখন স্টিলের পাত্রটিকে একটি প্রেসার কুকারের ভেতরে রাখুন | |
06:21 | ৩ থেকে ৪টি হুইসেল দিয়ে প্রেসারে রান্না করুন | |
06:25 | ঠাণ্ডা হয়ে গেলে, প্লেটের উপরে রাখুন | |
06:29 | সেদ্ধ চিকেন লিভারটিকে একটি মিক্সার এর সাহায্যে পিউরি আকারে বানান এবং শিশুকে খাওয়ান | |
06:37 | এখন আমরা শিখবো পঞ্চম রেসিপি- যা হোল চিকেন ক্যারট পিউরি | |
06:43 | এরজন্য আমাদের প্রয়োজনঃ ৪-৫ টি চিকেন ব্রেস্ট অথবা বোনলেস চিকেন এর ৪-৫টি ছোট টুকরো ও ১টি গাজর | |
06:50 | চিকেন এর টুকরোগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে স্টিলের পাত্রে রাখুন
পাত্রটি ভর্তি করে জল দিন যাতে চিকেনের টুকরোগুলি ডুবে থাকে | |
07:00 | এখন, স্টিলের পাত্রটিকে প্রেসার কুকারে রেখে ৩ থেকে ৪টি হুইসেল দিয়ে গরম করুন | |
07:07 | কিছুক্ষনের জন্য সেটিকে ঠান্ডা করতে দিন। এরপর চিকেন এর টুকরোগুলি প্লেটে নিয়ে ঠান্ডা হতে দিন | |
07:15 | এরপর গাজরটি ১০ মিনিট ধরে সেদ্ধ করে ঠান্ডা করুন | |
07:20 | সেদ্ধ চিকেন টুকরো এবং সেদ্ধ গাজরটিকে মিক্সারে পিউরি বানিয়ে নিন | |
07:26 | এই সকল রেসিপিগুলির পুষ্টিমূল্যের কথা বলতে গেলে- মনে রাখবেন সবকটি রেসিপি পরিপূর্ণ-
প্রোটিন-এ | |
07:36 | “DHA” এবং “EPA” যেগুলি আসলে “ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড” | |
07:42 | “চোলিন” | |
07:45 | ভিটামিন A | |
07:49 | ভিটামিন D | |
07:52 | ভিটামিন B3 | |
07:57 | ভিটামিন B6 | |
08:01 | “ফোলেট” | |
08:04 | ভিটামিন B12 | |
08:08 | জিঙ্ক | |
08:11 | ম্যাগনেসিয়াম | |
08:14 | আয়রন | |
08:18 | ফসফরাস | |
08:21 | কপার ও “সেলেনিয়াম” | |
08:28 | এই পুষ্টিগুণগুলি সহজেই আমিষ খাদ্য উৎসে পাওয়া যায়. | |
08:33 | কাজেই এগুলি সবই শিশুর বিকাশ ও বৃদ্ধি এবং প্রতিরোধক্ষমতা বৃদ্ধিতে কাজে লাগে | |
08:40 | এর মধ্যে দিয়েই আমরা ৬ মাস বয়সের শিশুদের জন্য আমিষ রেসিপি বানানোর টিউটোরিয়াল সমাপ্ত করছি
আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ |