Moodle-Learning-Management-System/C2/Formatting-Course-material-in-Moodle/Bengali
Time | Narration |
00:01 | Moodle এ Formatting course material এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:07 | এখানে আমরা শিখব:
Moodle এ Resources অতিরিক্ত কোর্স ম্যাটেরিয়াল যোগ করা। ডিফল্ট টেক্সট এডিটরে Formatting বিকল্প। |
00:21 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:
উবুন্টু লিনাক্স OS 16.04 XAMPP 5.6.30 দ্বারা প্রাপ্ত Apache, MariaDB এবং PHP Moodle 3.3 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার। আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন। |
00:48 | যদিও, ইন্টারনেট এক্সপ্লোরার এড়ানো উচিত, কারণ এটি কিছু ডিসপ্লে অসঙ্গতি ঘটায়। |
00:56 | এই টিউটোরিয়াল ধরে নেয় যে:
আপনার সাইট প্রশাসক মুডল ওয়েবসাইট সেট করেছে। এবং আপনাকে শিক্ষক হিসাবে নিবন্ধিত করেছে। |
01:06 | এই টিউটোরিয়ালের শিক্ষার্থীদের জানতে হবে:
Moodle এ শিক্ষকের লগইন। অন্তত প্রশাসক দ্বারা তাদের একটি কোর্স নির্ধারিত করা। তাদের নিজস্ব কোর্সের জন্য কিছু কোর্স ম্যাটেরিয়াল আপলোড করা। |
01:21 | না হলে এই ওয়েবসাইটে প্রাসঙ্গিক Moodle টিউটোরিয়াল দেখুন। |
01:27 | ব্রাউজারে যান এবং আপনার Moodle সাইটটি খুলুন। |
01:31 | আপনার শিক্ষকের ইউসারনেম এবং পাসওয়ার্ড সহ লগইন করুন। |
01:36 | এখন আমরা শিক্ষকের ড্যাশবোর্ডে রয়েছি। |
01:39 | বাম দিকে নেভিগেশন মেনুতে, My Courses এ Calculus লক্ষ্য করুন। |
01:45 | Calculus কোর্সে ক্লিক করুন। |
01:48 | আমরা ইতিমধ্যে ঘোষণা এবং কিছু সাধারণ কোর্স যুক্ত করেছি। |
01:54 | এখন আমরা আরো কিছু কোর্স ম্যাটেরিয়াল জুড়ব। |
01:58 | Moodle এ সকল কোর্স ম্যাটেরিয়ালকে Resources বলে।
এই সেই ম্যাটেরিয়াল যা শিক্ষক শিক্ষা সমর্থন করতে ব্যবহৃত করে। |
02:09 | রিসোর্স লেকচার নোটের মত ইন্টারনাল, বই বা উইকিপিডিয়া লিঙ্কের মত এক্সটার্নাল হতে পারে। |
02:19 | এখন শুরু করি।
পৃষ্ঠার উপরের ডানদিকে gear আইকনে ক্লিক করুন এবং তারপর Turn Editing On এ। |
02:29 | মনে রাখবেন আপনাকে কোর্সে কোনো পরিবর্তন করতে editing on চালু করতে হবে। |
02:36 | Basic Calculus section এর নীচে ডানদিকে Add an activity or resource এ ক্লিক করুন। |
02:44 | রিসোর্সের তালিকা সহ একটি পপ-আপ খোলে। |
02:48 | নীচে স্ক্রোল করুন এবং তালিকা থেকে Page চয়ন করুন। আপনি কোনো resource চয়ন করলে ডানদিকে resource সম্পর্কে বিস্তারিত বর্ণন পড়ুন। |
03:01 | পপ-আপ স্ক্রিনের নীচে Add বোতামে ক্লিক করুন। |
03:06 | Name ফীল্ডে, আমি Lecture 1 Notes লিখব। |
03:12 | তারপর Description বাক্সে লিখুন Involutes and construction of Involute of circle. |
03:22 | Display description on course page বিকল্প যাচাই করুন। |
03:27 | Page Content বাক্স দেখতে নীচে স্ক্রোল করুন। BasicCalculus-Involutes.odt ফাইল থেকে টেক্সট কপি এবং পেস্ট করুন। |
03:40 | আমরা পরবর্তী পর্যায়ে ছবিটি আপলোড করব। ফাইলটি টিউটোরিয়ালের Code Files লিঙ্কে উপলব্ধ। |
03:51 | এখন এই টেক্সট ফরম্যাট করি। মেনু উইজেট প্রসারিত করতে এডিটরের উপরের বাম দিকে ডাউন-অ্যারোতে ক্লিক করুন। |
04:03 | এখানে দেখানো শিরোনামগুলি আরো লক্ষণীয় করব। |
04:07 | টেক্সট এডিটরে বিকল্পগুলি অন্য কোনো স্ট্যান্ডার্ড টেক্সট এডিটরের অনুরূপ। এখানে Bold, Italics, Unordered এবং Ordered lists এর মত বিকল্প দেখি। |
04:24 | আমরা হাইপারলিঙ্ক এবং একটি টেক্সট আনলিঙ্ক করার বিকল্প দেখি। |
04:30 | এখানে ছবি জোড়ার একটি বিকল্প রয়েছে। এখানে Figure 1 shows the involute of a circle টেক্সটের পর ইমেজ যোগ করি। |
04:41 | ইমেজের জন্য স্থান রাখতে এন্টার টিপুন। তারপর ইমেজ আইকনে ক্লিক করুন। |
04:48 | Image properties উইন্ডো দেখায়। আপনি এক্সটার্নাল ইমেজ সন্নিবেশ করতে চাইলে এখানে ইমেজের URL লিখতে পারেন। |
04:58 | আমি ইমেজ আপলোড করতে Browse Repositories বোতামে ক্লিক করব। |
05:04 | File Picker শিরোনাম সহ একটি পপ-আপ উইন্ডো খোলে। |
05:09 | Upload a file এ ক্লিক করুন। তারপর Choose File বা ব্রাউজ বোতামে ক্লিক করুন এবং মেশিন থেকে ফাইলটি চয়ন করুন। |
05:19 | এই ইমেজটি Code Files লিঙ্কেও উপলন্ধ। আপনি ডাউনলোড করে এটি ব্যবহার করতে পারেন। |
05:26 | Upload this file বোতামে ক্লিক করুন। |
05:29 | আমরা বর্ণন হিসাবে This is the involute of a circle লিখব। |
05:36 | শেষে ইমেজ সন্নিবেশ করতে Save image বোতামে ক্লিক করুন। |
05:42 | পরবর্তী বিকল্প হল media জোড়া। এটি URL, ভিডিও বা অডিও ফাইল হতে পারে। আবার, এটি একটি এক্সটার্নাল URL হতে পারে বা আমাদের মেশিন থেকে আপলোড করা যেতে পারে। |
05:58 | পরবর্তী বিকল্প হল Manage Files. এতে ক্লিক করুন। |
06:04 | Manage Files এ ফাইলের সেট রয়েছে যা আপনি সংরক্ষণ এবং দেখতে চান। এতে assignment submissions, resource files ইত্যাদি থাকতে পারে। |
06:17 | এগুলি এই কোর্সে অন্য কোনো রিসোর্স দ্বারা ব্যবহার করা যেতে পারে। লক্ষ্য করুন এখন আমরা যে ছবি আপলোড করেছি তাও এখানে উপস্থিত। |
06:27 | এই পপ-আপ বাক্সের বামে 3 টি আইকন রয়েছে। |
06:32 | প্রথমটি হল File picker. এতে ক্লিক করুন। |
06:37 | এতে server files, recent files ইত্যাদি দেখার বিকল্প রয়েছে। server files এমন ফাইল যা এই কোর্সের অন্যত্র ব্যবহৃত হয়েছে এবং পুনরায় ব্যবহার করা যেতে পারে। |
06:52 | আমি এখন X আইকনে ক্লিক করে এটি বন্ধ করব। |
06:57 | এরপর, Create folder আইকনে ক্লিক করব, যা দ্বিতীয় আইকন। |
07:04 | New folder name ফীল্ডে, Assignments লিখুন। |
07:10 | তারপর এটি খুলতে Assignments ফোল্ডারে ক্লিক করুন। |
07:15 | আমার ফাইল Assignments ফোল্ডারে টেনে আনি। |
07:20 | এখন আমাদের আপলোড করা ফোল্ডারে ক্লিক করুন। |
07:24 | এই পপ-আপে ফাইলের নাম এবং লেখক সংশোধন করার বিকল্প রয়েছে। এবং এছাড়াও ফাইল ডাউনলোড বা মোছার। |
07:34 | আমি কিছু বদলাতে চাই না। তাই আমি পপ-আপের নীচে Cancel বোতামে ক্লিক করব। |
07:41 | এখন টিউটোরিয়ালটি থামান এবং এই ছোট অনুশীলনী করুন:
Reference Material ফোল্ডার বানান। নিশ্চিত করুন ফোল্ডারটি Files ফোল্ডারে রয়েছে এবং Assignments সাব ফোল্ডারে নয়। |
07:57 | 3 টি ফাইল আপলোড করুন। আপনি এটি টিউটোরিয়ালের Code files লিঙ্কে পাবেন। |
08:05 | অনুশীলনী সম্পন্ন করার পর টিউটোরিয়ালটি আবার শুরু করুন। |
08:10 | আপনার ফাইল ম্যানেজারের এখন 2 টি ফোল্ডার Assignments এবং Reference Material থাকা উচিত। |
08:18 | এবং আরেকটি ফাইল involutes-img1.png. |
08:26 | উপরের ডানদিকে স্থিত X আইকনে ক্লিক করে পপ-আপ উইন্ডো বন্ধ করুন। |
08:33 | ফর্ম্যাটিং বিকল্পের পরবর্তী সেট হল:
Underline, Strikethrough, Subscript এবং Superscript. |
08:45 | Align এবং indent বিকল্প এটি অনুসরণ করুন। এটি অন্য কোনো টেক্সট এডিটরের মত কাজ করে। |
08:53 | এরপর পরবর্তী বিকল্প ব্যবহার করা শিখি, যা হল equation editor. |
08:59 | আমি এই বাক্য সমীকরণের সাথে যুক্ত করতে চাই। তাই equation editor আইকনে ক্লিক করব। তারপর সমীকরণ লিখতে equation editor ব্যবহার করুন। |
09:14 | সমীকরণ লিখতে LaTeX ব্যবহারের পদ্ধতি Additional Reading Material লিঙ্কে উপলব্ধ। সমাপ্ত হলে Save equation বোতামে ক্লিক করুন। |
09:29 | Insert character, insert table এবং clear formatting বিকল্প যে কোনো টেক্সট এডিটর হিসাবে কাজ করে। |
09:40 | পরবর্তী দুটি বিকল্প হল undo এবং redo. কিছু অসংরক্ষিত টেক্সট থাকলেই এটি সক্রিয় করা হয়। |
09:51 | এরপর, accessibility এর জন্য 2 টি বিকল্প রয়েছে। প্রথম আইকন হল Accessibility checker. দ্বিতীয়টি screen reader helper. |
10:05 | accessible websites এবং এই বিকল্পের বর্ণন Additional Reading Material লিঙ্কে রয়েছে। |
10:14 | অন্তিম বিকল্প হল editor view থেকে HTML code view তে টগল করা। এটি ইমেজ, ভিডিও, পিপিটি, ইন্টারেক্টিভ কন্টেন্ট ইত্যাদি এম্বেড করতে করা যেতে পারে। |
10:30 | টগল HTML এ ক্লিক করুন। এই নরম্যাল এডিটর ভিউতে ফিরিয়ে আনবে। |
10:39 | আমি এই প্রদর্শনের জন্য bold, italics এবং list বিকল্প দ্বারা এই টেক্সট ফরম্যাট করেছি। একইভাবে আপনার কন্টেন্টের জন্য করুন। |
10:52 | ফরম্যাটিং সমাপ্ত হলে, নীচে স্ক্রোল করুন এবং Save and display বোতামে ক্লিক করুন। |
11:01 | এখন আমরা Moodle লগ আউট করতে পারি। |
11:05 | এইভাবে Priya Sinha এই পৃষ্ঠাটি দেখতে পাবে। |
11:11 | এর সাথে আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি। সংক্ষিপ্তকরণ করি। |
11:19 | এখানে আমরা শিখেছি:
Moodle এ Resources অতিরিক্ত কোর্স ম্যাটেরিয়াল যোগ করা। ডিফল্ট টেক্সট এডিটরে Formatting বিকল্প। |
11:34 | এখানে আপনার জন্য অনুশীলনী রয়েছে।
Basic Calculus এ নতুন ফোল্ডার resource যোগ করুন। File Manager থেকে reference files যোগ করুন। বিস্তারিত জানতে এই টিউটোরিয়ালের Assignment লিঙ্কটি দেখুন। |
11:51 | নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন। |
12:00 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়। আরো জানতে আমাদের লিখুন। |
12:10 | এই ফোরামে আপনার প্রশ্ন পোস্ট করুন। |
12:14 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
12:27 | এই স্ক্রিপ্টটি প্রিয়াঙ্কা দ্বারা নির্মিত। আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি। |
12:38 | অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |