Moodle-Learning-Management-System/C2/Overview-of-Moodle/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 01:32, 8 March 2019 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time
Narration
00:01 Overview of Moodle এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এখানে আমরা শিখব: Learning Management Systems এর ধারণা (সংক্ষেপে LMS)
00:16 LMS হিসাবে Moodle,
00:19 Moodle কারা ব্যবহার করে এবং Moodle ওয়েবসাইটের উদাহরণ।
00:26 আমরা Moodle রান করতে সফ্টওয়্যার এবং হার্ডওয়্যার প্রয়োজনীয়তা সম্পর্কেও শিখব এবং
00:33 মূল বৈশিষ্ট্য যা Moodle শৃঙ্খলায় দেখানো হবে।
00:39 এই টিউটোরিয়ালের শিক্ষার্থীদের অবশ্যই ওয়েবসাইটে ব্রাউজ করা জানতে হবে।
00:45 প্রথমে বুঝি যে Learning Management System বা LMS কি।
00:53 LMS কোনো eLearning এলিমেন্ট বানানো, পরিচালনা এবং বিতরণ করতে সহায়তা করে।
01:01 উদাহরণস্বরূপ: শিক্ষাগত কোর্স এবং প্রশিক্ষণ প্রোগ্রাম।
01:07 এটি আমাদের কোর্স পরিচালনা করতে সহায়তা করে।
01:11 আমরা বিষয়বস্তু বানানো এবং সম্পাদনা করা, শিক্ষার্থীদের সম্মতি দেওয়া, তাদের জমা দেওয়ার গ্রেড ইত্যাদি করতে পারি।
01:21 Moodle একটি প্রতিক্রিয়াশীল, ফ্রী এবং ওপেন সোর্স সফ্টওয়্যার।
01:27 এটি শিক্ষা প্রতিষ্ঠান দ্বারা বিশ্বব্যাপী ব্যবহৃত সবচেয়ে জনপ্রিয় LMS এর একটি।
01:33 এর সুরক্ষা নিয়ন্ত্রণ আমাদের তথ্যকে নিরাপদ এবং সুরক্ষিত রাখে।
01:39 এটির কিছু শক্তিশালী বৈশিষ্ট্য রয়েছে যা শিক্ষক এবং শিক্ষার্থী উভয়কে ক্ষমতায়ন করে।
01:47 Moodle বিস্তারিত ডকুমেন্টেশন সরবরাহ করে যা এটি ব্যবহার করতে সহজ করে।
01:54 Moodle ইউসার সম্প্রদায় এবং ফোরাম হেল্প খুব সক্রিয়।
02:00 Moodle এ উপলব্ধ ফ্রী প্লাগইন এটি আরো বৈশিষ্ট্যযুক্ত করে তোলে।
02:06 Moodle সকল ডিভাইসে সহজে নেভিগেট করা যায়:

এটির কোর্স এবং সাইট লেভেলে কার্যকলাপ এবং অংশগ্রহণের বিস্তারিত রিপোর্ট রয়েছে।

02:18 সহযোগী এবং ব্যক্তিগতকৃত শেখার ক্ষেত্রে সহায়তা করে।
02:23 এর জন্য ফোরাম, পিয়ার অ্যাসেসমেন্ট, গ্রুপ ম্যানেজমেন্ট, লার্নিং পাথ ইত্যাদি ব্যবহার করা যেতে পারে।
02:32 এখন দেখি যে কে Moodle LMS ব্যবহার করতে পারে:
02:36 শিক্ষা প্রতিষ্ঠান যেমন বিশ্ববিদ্যালয়, কলেজ, স্কুল এবং কোচিং ইনস্টিটিউট।
02:44 কর্মচারী প্রশিক্ষণ এবং অভিযোজনের জন্য ব্যবসা।
02:49 হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা প্রশিক্ষণ কার্যক্রম।
02:53 যে কোনো ই-লার্নিং ভিত্তিক প্রতিষ্ঠান।
02:57 Moodle ব্যবহার করে নির্মিত কিছু ওয়েবসাইট দেখি।
03:02 এই রকম কলেজ।
03:05 এই রকম বেসরকারি বিশ্ববিদ্যালয়।
03:09 এই রকম ট্রেনিং ইনস্টিটিউট।
03:13 এই রকম কোচিং ইনস্টিটিউট।
03:17 তাদের শিক্ষক অনলাইন এবং আরো অনেক কিছু দিতে চান যারা পৃথক শিক্ষক।
03:24 Moodle এর নিম্ন URL ব্যবহারের বিস্তারিত পরিসংখ্যান রয়েছে।
03:30 এখানে, আপনি বিভিন্ন দেশ থেকে নিবন্ধিত Moodle ওয়েবসাইট দেখতে পারেন।
03:40 Moodle সংস্থাপন করতে আমাদের দরকার: Apache web-server.
03:46 MySQL, MariaDB বা PostgreSQL এবং PHP এর মত ডেটাবেস।
03:54 Moodle একটি রিসোর্স গ্রহণকারী সফ্টওয়্যার।
03:58 Moodle চালানোর প্রস্তাবিত হার্ডওয়্যার হল:
04:02 ডিস্ক স্পেস: Moodle কোডের জন্য 200 MB সাথে স্টোর কন্টেন্টের জন্য 200 MB. তবে, 5GB একটি বাস্তবিক সর্বনিম্ন।
04:15 প্রসেসর: 1 Gigahertz ন্যূনতম, তবে 2 Gigahertz ডুয়াল কোর বা অধিক হল সুপারিশযোগ্য।
04:23 মেমোরী: 512 MB সর্বনিম্ন, তবে 1GB বা অধিক হল সুপারিশযোগ্য।
04:31 এই প্রয়োজনীয়তা সিস্টেমের প্রত্যাশিত লোডের উপর ভিত্তি করে বদলায়।
04:37 উদাহরণস্বরূপ: কোর্সের সংখ্যা এবং প্রত্যাশিত একত্রিত লগইন।
04:44 এই শৃঙ্খলা বানানোর সময়, Moodle 3.3 সর্বশেষ স্থিতিশীল সংস্করণ ছিল।
04:50 উপলব্ধ সর্বশেষ স্থিতিশীল সংস্করণের সাথে কাজ করা সর্বদা সুপারিশকৃত।
04:57 Moodle 3.3 এর নিম্ন প্রয়োজন:
05:01 Apache 2.x (বা উচ্চ সংস্করণ)

MariaDB 5.5.30 (বা কোনো উচ্চ সংস্করণ) এবং

05:11 PHP 5.4.4 (বা কোনো উচ্চ সংস্করণ)
05:17 এই শৃঙ্খলার জন্য, আমরা নিম্ন OS এবং সফ্টওয়্যার ব্যবহার করেছি:

উবুন্টু লিনাক্স OS 16.04

05:26 XAMPP 5.6.30 এবং Moodle 3.3 এর মাধ্যমে Apache, MariaDB and PHP.
05:36 এই Moodle শৃঙ্খলা দুটি ভাগে ভাগ করা হয় -
05:41 একটি Moodle site administrators এবং আরেকটি শিক্ষকের জন্য।
05:48 Moodle site administrators সার্ভারে Moodle সংস্থাপন করবে।
05:54 ইনস্টিটিউট নির্দেশিকা অনুযায়ী কোর্স category বানানো এবং একাধিক কোর্সের জন্য কোর্স এবং ইউসার অ্যাকাউন্ট পরিচালনা করুন।
06:04 এখানে Moodle site administrators এর জন্য, এই শৃঙ্খলায় দেখানো কিছু মূল বৈশিষ্ট্য এর ঝলক রয়েছে।
06:14 Getting ready for Moodle installation টিউটোরিয়াল ব্যাখ্যা করে যে লোকালহোস্টে প্যাকেজ যাচাই করা এবং ডাটাবেস সেটআপ করা।
06:29 Installing Moodle on Local Server টিউটোরিয়াল ব্যাখ্যা করে যে Moodle ডাউনলোড এবং সংস্থাপন করা।
06:39 Admin’s dashboard in Moodle টিউটোরিয়াল অ্যাডমিন ড্যাশবোর্ড ব্যাখ্যা করে।

বিভিন্ন ব্লক এবং প্রোফাইল পেজ এবং প্রেফারেন্স এডিট করা।

06:53 Blocks in Admin's Dashboard টিউটোরিয়াল ব্লক যোগ এবং মোছা ব্যাখ্যা করে।
07:05 Front page সেট করা।
07:08 পরবর্তী টিউটোরিয়ালে, Categories in Moodle এ আমরা categories এবং subcategories বানানো শিখব।'
07:19 Courses in Moodle টিউটোরিয়ালে, আমরা একটি কোর্স বানানো এবং এটি কনফিগার করা শিখব।
07:28 Users in Moodle টিউটোরিয়ালে আমাদের ইউসার যোগ করা বুঝতে সাহায্য করবে,
07:36 একজন ইউসারের প্রোফাইল সম্পাদনা করা,

এবং বাল্কে ইউসার আপলোড করা।

07:43 User Roles in Moodle টিউটোরিয়াল ইউসারকে বিভিন্ন ভূমিকা নির্ধারণ করা শিখতে সহায়তা করবে।
07:52 যেমন: সেকেন্ডারি admin role, teacher role and student role.
08:00 ভবিষ্যতে Moodle site administrators এর জন্য এই শৃঙ্খলায় আরো অনেক টিউটোরিয়াল হবে।
08:07 এখন আমরা শিক্ষকদের জন্য টিউটোরিয়ালে যাবো।
08:11 শিক্ষক তাদের কোর্স আপলোড এবং সম্পাদনা করার জন্য দায়ী হবে।
08:17 শিক্ষার্থীদের অগ্রগতি মূল্যায়ন করতে অনুশীলনী এবং কুইজ বানানো এবং
08:22 শিক্ষার্থীদের তাদের কোর্সে তালিকাভুক্ত করে তাদের সাথে যোগাযোগ করা।
08:27 এখন, শিক্ষকদের জন্য এই শৃঙ্খলায় করা কিছু মূল বৈশিষ্ট্য এর ঝলক দেখাই।
08:34 Teacher’s dashboard in Moodle টিউটোরিয়াল ব্যাখ্যা করে যে -

শিক্ষকের ড্যাশবোর্ড,

প্রোফাইল সম্পাদনা করা এবং প্রেফারেন্স সম্পাদনা করা।

08:46 Course Administration in Moodle টিউটোরিয়াল কোর্স সেটিংস কনফিগার ব্যাখ্যা করে।
08:53 কোর্সে ক্রিয়াকলাপ এবং রিসোর্স পরিচালনা করা।
08:59 Formatting course material in Moodle টিউটোরিয়ালে ডিফল্ট Moodle টেক্সট এডিটরে বিভিন্ন ফরম্যাটিং বিকল্প ব্যাখ্যা করে।
09:10 এবং অতিরিক্ত কোর্স ম্যাটেরিয়াল যোগ করে।
09:15 Uploading and Editing Resources in Moodle টিউটোরিয়াল URL রিসোর্স এবং বুক রিসোর্স আপলোড করা ব্যাখ্যা করে।

এবং সেই রিসোর্স সম্পাদনা করা।

09:29 এই শৃঙ্খলার পরবর্তী টিউটোরিয়াল Moodle এ Forums এবং Assignments.
09:34 এই টিউটোরিয়ালে আমরা শিখব: Moodle বিভিন্ন ধরণের ফোরাম।
09:39 আলোচনার জন্য ফোরাম যুক্ত করা এবং অনুশীলনী বানানো।
09:48 Question bank in Moodle টিউটোরিয়ালে প্রশ্নের category বানানো এবং question bank এ প্রশ্ন যোগ করা শিখব।
09:58 Quiz in Moodle টিউটোরিয়ালে আমাদের Quiz বানানো শেখাবে এবং

Quiz এ Question bank থেকে প্রশ্ন যোগ করা।

10:12 Enroll Students and Communicate in Moodle টিউটোরিয়ালে শিখব:

কোর্সে csv ফাইল দ্বারা আপলোড করা শিক্ষার্থীদের নথিভুক্ত করা।

10:25 কোর্সে গ্রুপ বানানো এবং শিক্ষার্থীদের কাছে ম্যাসেজ এবং নোট পাঠানো।
10:31 এরপর এই শৃঙ্খলায় শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য আরো অনেক টিউটোরিয়াল থাকবে।
10:37 এখন কার জন্য, সংক্ষিপ্তকরণ করি।

এখানে আমরা শিখেছি: Learning Management Systems এর ধারণা (সংক্ষেপে LMS)

10:48 LMS হিসাবে Moodle, Moodle কারা ব্যবহার করে এবং Moodle ওয়েবসাইটের উদাহরণ।
10:57 আমরা Moodle রান করতে সফ্টওয়্যার এবং হার্ডওয়্যার প্রয়োজনীয়তা সম্পর্কেও শিখেছি এছাড়া

মূল বৈশিষ্ট্য যা Moodle শৃঙ্খলায় দেখানো হবে।

11:10 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন।
11:18 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়। আরো জানতে আমাদের লিখুন।
11:28 আপনার টিউটোরিয়ালে কোনো প্রশ্ন রয়েছে? এই সাইটে যান।
11:35 যেখানে আপনার প্রশ্ন রয়েছে সেই মিনিট এবং সেকেন্ড চয়ন করুন। সংক্ষেপে আপনার প্রশ্ন ব্যাখ্যা করুন। আমাদের দল থেকে কেউ তাদের উত্তর দেবে।
11:45 স্পোকেন টিউটোরিয়াল ফোরাম এই টিউটোরিয়ালের নির্দিষ্ট প্রশ্নের জন্য।
11:51 তাদের সাথে সম্পর্কহীন এবং সাধারণ প্রশ্ন পোস্ট করবেন না। এটি প্রশ্নগুচ্ছ কমাতে সাহায্য করবে।
11:59 কম গুচ্ছ সহ, আমরা এই আলোচনা নির্দেশমূলক উপাদান হিসাবে ব্যবহার করতে পারি।
12:05 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।
12:18 এই স্ক্রিপ্টটি প্রিয়াঙ্কা দ্বারা নির্মিত। আই আই টী বোম্বে থেকে আমি কৌশিক দত্ত বিদায় নিচ্ছি।

অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta