Moodle-Learning-Management-System/C2/Admin-dashboard/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 14:31, 7 March 2019 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00:01 Moodle এ Admin’s dashboard এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত।
00:07 এখানে আমরা শিখব:

Admin’s dashboard এর বিভিন্ন ব্লক।

Admin’s এর প্রফাইল পৃষ্ঠা এবং

প্রেফারেন্সেস সম্পাদনা করা।

00:22 টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:

উবুন্টু লিনাক্স OS 16.04

XAMPP 5.6.30 এর মাধ্যমে প্রাপ্ত Apache, MariaDB এবং PHP

Moodle 3.3 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার।

00:46 আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন।
00:50 যদিও, ইন্টারনেট এক্সপ্লোরার এড়ানো উচিত, কারণ এটি কিছু ডিসপ্লে অসঙ্গতি ঘটায়।
00:59 এই টিউটোরিয়ালের শিক্ষার্থীদের তাদের সিস্টেমে Moodle 3.3 সংস্থাপিত থাকা উচিত।

না হলে এই ওয়েবসাইটে প্রাসঙ্গিক Moodle টিউটোরিয়াল দেখুন।

01:13 ব্রাউজারে যান এবং আপনার Moodle সাইট খুলুন। XAMPP পরিষেবা চলছে তা নিশ্চিত করুন।
01:21 আপনি শুধুমাত্র শিরোনাম সহ একটি খালি পৃষ্ঠা দেখতে পারেন। এই কারণ আমরা সংস্থাপনের জন্য কোনো ফ্রন্ট পৃষ্ঠা সেট করিনি।
01:33 উইন্ডোর উপরের ডানদিকে কোণায় Log in লিঙ্কে ক্লিক করুন।
01:39 আপনার অ্যাডমিন ইউসারনেম এবং পাসওয়ার্ড দ্বারা লগ ইন করুন যা Moodle সংস্থাপনের সময় দিয়েছি।
01:47 আমি ইউসারনেম হিসাবে admin এবং পাসওয়ার্ড হিসাবে Spokentutorial1@ লিখব। তারপর Log in বোতামে ক্লিক করুন।
01:59 এখন যে পৃষ্ঠাটি দৃশ্যমান তাকে dashboard বলা হয়।
02:04 আমরা দেখি যে আমাদের ড্যাশবোর্ড 2 টি কলামে বিভক্ত।
02:08 বামে বৃহত্তরটি হল মেন Content কলাম।
02:13 ডানদিকে হল Blocks কলাম।
02:17 Blocks হল এই কলামে আইটেম, যা একটি নির্দিষ্ট উদ্দেশ্য বা তথ্য সরবরাহ করে।
02:25 Blocks, Moodle এর সকল পৃষ্ঠায় উপলব্ধ।

আপনি কোর্সের জটিল অংশের শর্টকাট হিসাবে তাদের মনে করতে পারেন।

02:35 উদাহরণস্বরূপ Private Files, Online Users, Course Overview ইত্যাদি আমার ড্যাশবোর্ডের ব্লক।
02:46 লক্ষ্য করুন এখানে কোন ক্রিয়াকলাপ বা কোর্স নেই।
02:50 কারণ আমরা এখনও কোন কোর্স বানাইনি।
02:56 সকল কোর্সের একটি তালিকা দেখাবে- যদি কোনো ইউসার (একজন শিক্ষক বা শিক্ষার্থী বা অ্যাডমিন) কোর্সে কোনো ভূমিকায় নথিভুক্ত বা এসাইন হন।
03:08 এছাড়াও লক্ষ্য করুন যে Online Users block, Admin User দেখায়, যা আমাদের বর্তমান লগইন।
03:17 এই ব্লক কোনো নির্দিষ্ট সময়ে ইউসারের সকল লগইন দেখায়।
03:23 Moodle এ প্রতিটি ব্লকের একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। আমরা Moodle এ যে কোনো পৃষ্ঠার যে কোনো কলামে ব্লক জুড়তে পারি।
03:34 এখন পৃষ্ঠার হেডার দেখি।
03:38 উপরের বাম কোণে, আমরা Navigation Drawer বা Navigation menu দেখি। এটি আমাদের ক্যালেন্ডার এবং অন্যান্য প্রশাসনিক লিঙ্ক অ্যাক্সেস করতে সাহায্য করে। এটি একটি toggle মেনু।
03:55 যার মানে এতে ক্লিক করলে এটি তার স্থিতি খোলা থেকে বন্ধ এবং উল্টোতে বদলায়।
04:04 এরপর আমাদের লোগোর জন্য স্থানধারক রয়েছে।
04:08 ডিফল্টরূপে, এটি short site name. এতে ক্লিক করলে, যে কোনো পৃষ্ঠার ড্যাশবোর্ডে পেতে হবে।
04:18 উপরের ডানদিকে, notifications এবং messages এর জন্য দ্রুত অ্যাক্সেস আইকন রয়েছে।
04:26 এর পাশে ড্রপ ডাউন ইউজার মেনু রয়েছে। একে দ্রুত অ্যাক্সেস ইউসার মেনু বলা হয়।
04:35 এই টিউটোরিয়ালে সংক্ষেপে Profile এবং Preferences পৃষ্ঠা আলোচনা করব।
04:41 এই সকল মেনু আইটেম বামদিকে থাকা মেনু টগল করে।
04:48 এরপর, Profile লিঙ্কে ক্লিক করুন।
04:52 Moodle এ প্রতিটি ইউসারের একটি প্রোফাইল পৃষ্ঠা রয়েছে।
04:57 এটি ইউসারকে প্রোফাইল তথ্য এডিট করা, তাদের forum বা blog posts দেখার অনুমতি দেয।
05:07 তাদের অ্যাক্সেস থাকা যে কোনো রিপোর্ট যাচাই করুন এবং তাদের অ্যাক্সেস লগ এবং IP এড্রেস যা অন্তিমবার লগইন করতে ব্যবহৃত হয়েছিল।
05:18 এখন Edit Profile লিঙ্কে ক্লিক করুন। Edit Profile পৃষ্ঠা খোলে।
05:26 এই পৃষ্ঠাটি 5 টি ভাগে বিভাজিত:

General

User Picture

Additional Names

Interests

Optional

05:39 ডিফল্টরূপে General section প্রসারিত।
05:43 যে কোনো বিভাগের নামে ক্লিক করলে এটি প্রসারিত বা ভেঙে যায়।
05:49 ডানদিকে থাকা Expand all লিঙ্ক সকল বিভাগকে প্রসারিত করে।
05:55 এখানে সকল ফীল্ড সম্পাদনাযোগ্য।
05:59 City / Town যুক্ত করি। আমি Mumbai লিখব।
06:04

নিশ্চিত করুন Select a country ড্রপ ডাউনে India চয়নিত। টাইমজোন Asia/Kolkata সেট করা হয়।

06:13 শুধুমাত্র Admins এই প্রোফাইল পৃষ্ঠা থেকে পাসওয়ার্ড বদলাতে পারে।
06:18 Optional বিভাগে কয়েকটি ফীল্ড যুক্ত করি।
06:22 আমি Institution ফীল্ডে IIT Bombay লিখব। এছাড়াও, Department এ Mathematics এবং Phone number ফীল্ডে একটি বৈধ ফোন নম্বর।
06:36 তারপর পৃষ্ঠাটি সংরক্ষণ করতে Update Profile বোতামে ক্লিক করুন।
06:42

এখন আবার উপরের ডান দিকের quick access user মেনুতে ক্লিক করুন।

Preferences লিঙ্কে ক্লিক করুন।

06:51 Preferences পৃষ্ঠা ইউসারকে বিভিন্ন সেটিংস দ্রুত অ্যাক্সেস করতে দেয় যা তারা এডিট করতে চায়।
06:59 অ্যাডমিন অ্যাকাউন্টের জন্য Preferences পৃষ্ঠা 4 টি ভাগে ভাগ করা হয়েছে:

User account, Roles, Blogs এবং Badges

07:12 User Account সেকশন ইউসারকে প্রোফাইল এডিট এবং পাসওয়ার্ড বদলানোর অনুমতি দেয়।
07:19 এটি Language, Forum, Calendar, Message, Notification ইত্যাদির জন্য প্রেফারেন্স সেট করে।
07:30

Calendar preferences এ ক্লিক করুন।

07:34 আমরা ক্যালেন্ডারের প্রদর্শন 24 ঘন্টার ফরম্যাটে সেট করব।
07:40 এছাড়াও, আমরা Upcoming events look-ahead কে 2 সপ্তাহ করব।
07:46 এর মানে আমরা ক্যালেন্ডারে পরবর্তী 2 সপ্তাহে সকল ইভেন্টের জন্য বিজ্ঞপ্তি দেখতে পারবো।
07:55 আমি সকল ফীল্ডের পাশে help আইকন লক্ষণীয় করতে চাই।
08:00 এতে ক্লিক করলে এটি একটি help বাক্স খোলে যাতে সেই ফীল্ডের অর্থের সংক্ষিপ্ত বিবরণ থাকে।
08:08 কোনো ফীল্ড সম্পর্কে সন্দেহ থাকলে, তার গুরুত্ব বুঝতে help আইকনে ক্লিক করুন।
08:16 অন্যান্য সকল বিকল্প একই রাখুন। Save Changes বোতামে ক্লিক করুন।
08:23 আমরা এই শৃঙ্খলার পরবর্তী বৈশিষ্ট্য আলোচনা করলে বাকি প্রেফারেন্স দেখবো।
08:30 এখানে তথ্য লক্ষ্য করুন।
08:33 এটি breadcrumb navigation. এটি চাক্ষুষ সহায়তা যা নির্দেশ দেয় যে আমরা Moodle site’s শ্রেণীবিন্যাসে কোন পৃষ্ঠায় রয়েছি।
08:45 এটি এক ক্লিকে উচ্চ স্তরের পৃষ্ঠায় ফিরে যেতে সহায়তা করে।
08:51 ড্যাশবোর্ডে যেতে breadcrumbs এ Dashboard লিঙ্কে ক্লিক করুন।
08:57 এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি। সংক্ষিপ্তকরণ করি।
09:03 এখানে আমরা শিখেছি:

Admin’s dashboard এর বিভিন্ন ব্লক।

Admin’s এর প্রফাইল পৃষ্ঠা এবং

প্রেফারেন্সেস সম্পাদনা করা।

09:16 এখানে একটি অনুশীলনী রয়েছে।

Message Preferences এ ক্লিক করুন। Moodle এ ইউসার একে অপরকে ব্যক্তিগত ম্যাসেজ পাঠাতে পারে।

09:27 আমি অফলাইন থাকলেও আমি আমার ম্যাসেজ ইমেল হিসাবে বিতরণ করতে চাই না।
09:33 অনলাইন এবং অফলাইন help বাক্সটি দেখুন এবং সেটিংস সঠিক কিনা নিশ্চিত করুন।
09:40 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন।
09:48 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়। আরো জানতে আমাদের লিখুন।
09:57 এই ফোরামে আপনার প্রশ্ন পোস্ট করুন।
10:01 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত।

এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য।

10:15

এই স্ক্রিপ্টটি প্রিয়াঙ্কা দ্বারা নির্মিত। আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি।

10:24 অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Kaushik Datta