FrontAccounting/C2/Overview-of-FrontAccounting/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 16:44, 21 December 2018 by Satarupadutta (Talk | contribs)
Time | Narration |
00:01 | Overview of FrontAccounting এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:07 | এখানে আমরা শিখব: |
00:10 | FrontAccounting সম্পর্কে, |
00:12 | FrontAccounting এর বৈশিষ্ট্য |
00:15 | এবং এই শৃঙ্খলায় বিভিন্ন টিউটোরিয়ালে উপলব্ধ বিষয়বস্তু। |
00:20 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি: |
00:23 | Ubuntu Linux OS সংস্করণ 14.04, |
00:27 | FrontAccounting সংস্করণ 2.3.24। |
00:31 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে জ্ঞান থাকতে হবে |
00:35 | উচ্চ মাধ্যমিক বাণিজ্য এবং অ্যাকাউন্টিং সম্পর্কে। |
00:39 | প্রথমে FrontAccounting সম্পর্কে শিখি। |
00:43 | FrontAccounting ছোট থেকে মাঝারি আকারের উদ্যোগের জন্য একটি ওয়েব ভিত্তিক অ্যাকাউন্টিং সফটওয়্যার। |
00:50 | এটি একটি ওপেন সোর্স সফ্টওয়্যার। |
00:53 | এখানে FrontAccounting এর কিছু মূল বৈশিষ্ট্য রয়েছে। |
00:58 | এটি লিনাক্স, উইন্ডোজ এবং ম্যাক অপারেটিং সিস্টেমে কাজ করে। |
01:03 | এটি অ্যাকাউন্টিং কাজ স্বয়ংক্রিয় করে এবং এর ফলে এররের সম্ভাবনা হ্রাস করে। |
01:10 | FrontAccounting একটি পেশামূলক আউটপুট দেয়। |
01:14 | এতে ব্যবহারের জন্য প্রস্তুত রিপোর্ট টেমপ্লেটস রয়েছে। |
01:19 | এটি ব্যবসায়ের সকল দিক পরিচালনা করতে সহায়তা করে। i.e. কাজের খরচ থেকে আর্থিক ম্যানেজমেন্ট থেকে আর্থিক স্টেটমেন্ট। |
01:29 | FrontAccounting অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্স পেশাদার, বাণিজ্য শিক্ষক এবং শিক্ষার্থীদের দ্বারা ব্যবহার করা যেতে পারে। |
01:39 | এখন সংক্ষেপে এই শৃঙ্খলার প্রতিটি টিউটোরিয়াল দেখবো। |
01:44 | এই শৃঙ্খলার প্রথম টিউটোরিয়াল ব্যাখ্যা করে- |
01:48 | Ubuntu Linux অপারেটিং সিস্টেমে FrontAccounting এর সংস্থাপন। |
01:53 | সংস্থাপনের পূর্বাবশ্যক যেমন Apache, PHP5 এবং MySQL সার্ভার, |
02:00 | এবং FrontAccounting এর জন্য ডেটাবেস বানানো। |
02:05 | এখানে টিউটোরিয়ালের ঝলক রয়েছে। |
02:09 | যে কোনো ওয়েব ব্রাউজার খুলুন এবং এই URL এ যান: https://sourceforge.net/projects/frontaccounting/ |
02:13 | Download বোতামে ক্লিক করুন। |
02:16 | অবিলম্বে, ডাউনলোড শুরু হয়। |
02:19 | পর্দায় প্রদর্শিত tar.gz ফাইল সংরক্ষণ করুন। |
02:25 | পরবর্তী টিউটোরিয়াল Window অপারেটিং সিস্টেমে Installation of FrontAccounting. |
02:32 | এই টিউটোরিয়াল FrontAccounting সফটওয়্যার ডাউনলোড করা ব্যাখ্যা করে। |
02:37 | FrontAccounting এর জন্য ডেটাবেস বানানো এবং |
02:40 | Windows অপারেটিং সিস্টেমে FrontAccounting সফ্টওয়্যার সংস্থাপন করা। |
02:45 | এখন টিউটোরিয়ালটি দেখুন। |
02:49 | শুরু করি। |
02:51 | FrontAccounting রান করতে, মেশিনে ওয়েব সার্ভার, php এবং ডেটাবেস প্রয়োজন। |
02:57 | আমরা ওয়েব সার্ভার হিসাবে Apache এবং ডেটাবেস হিসাবে MySQL ব্যবহার করব। |
03:04 | XAMPP প্যাকেজ সংস্থাপিত করে, এগুলি সব একসাথে সংস্থাপন হবে। |
03:10 | পরের টিউটোরিয়াল হল Setup FrontAccounting |
03:14 | এখানে আমরা শিখব: |
03:16 | FrontAccounting ইন্টারফেস,
Setup ট্যাবে বিভিন্ন মডিউল, আমাদের নিজস্ব প্রতিষ্ঠান বা সংস্থা বানানো, ইউসার অ্যাকাউন্ট সেট করা, এক্সেস অনুমতি সেট করা এবং ডিসপ্লে সেট করা। |
03:33 | এখানে টিউটোরিয়ালের ঝলক রয়েছে। |
03:37 | FrontAccounting এ Setup ট্যাবে দিয়ে শুরু করি। |
03:41 | Setup ট্যাব কোম্পানী সেটিংসের জন্য ব্যবহৃত হয়। |
03:45 | Parameters, ডিফল্ট ভ্যালু এবং পছন্দ এই বিকল্পে লেখা হয়। |
03:52 | Setup ট্যাবে ক্লিক করুন। |
03:55 | পরের টিউটোরিয়াল FrontAccounting এ Banking and General Ledger |
04:00 | এটি আমাদের তৈরী করা সম্পর্কে সাহায্য করবে:
General Ledger Classes, General Ledger Groups, General Ledger Accounts. |
04:10 | এছাড়াও, আমরা শিখব:
Journal Entry পাস করা, Balance Sheet এ প্রতিফলন দেখা এবং লেনদেন অকার্যকর করা। |
04:21 | এই টিউটোরিয়ালটি চালাই। |
04:24 | FrontAccounting উইন্ডোটি খোলে। |
04:27 | Banking and General Ledger ট্যাবে ক্লিক করুন। |
04:30 | আমরা এই ট্যাবে বিভিন্ন বিকল্প দেখতে পারি, যেমন: |
04:34 | Payments, |
04:36 | Deposits, |
04:38 | Journal Entry ইত্যাদি |
04:41 | পরবর্তী টিউটোরিয়াল FrontAccounting এ Items and Inventory ব্যাখ্যা করবে। |
04:47 | এখানে আমরা সেট করা শিখব: |
04:50 | Units of Measure,
Items, Item Category, Sales Pricing. |
04:59 | এই টিউটোরিয়ালটি দেখুন। |
05:03 | শুরু করার আগে, Items এর অর্থ বুঝি। |
05:07 | Items এমন জিনিস যা আপনি ব্যবসায়ে কিনতে বা বিক্রি করতে পারেন। |
05:12 | আমাদের inventory আইটেম সম্পর্কে রেকর্ড রাখতে হবে যাতে মূল তথ্য তালিকাভুক্ত। |
05:18 | এখন, Inventory. এর অর্থ দেখুন। |
05:22 | এতে স্টকের সম্পূর্ণ তালিকা, কাজের অগ্রগতি থাকে। |
05:29 | পরবর্তী টিউটোরিয়াল Sales in FrontAccounting |
05:33 | এটি সেটআপ ব্যাখ্যা করে: |
05:36 | Sales Types,
Sales Persons, Sales Areas, Add and manage customers and Branches. |
05:46 | আমরা এও শিখব: |
05:48 | Sales Quotation Entry,
Sales Order Entry, Make Delivery, Sales Order Inquiry. |
05:57 | এখানে টিউটোরিয়ালের ঝলক রয়েছে। |
06:00 | Sales ট্যাবে ক্লিক করুন। |
06:02 | এখানে বিভিন্ন প্যানেল রয়েছে। |
06:05 | Transactions প্যানেল Sales সম্পর্কিত লেনদেন করতে ব্যবহৃত হয়। |
06:11 | লেনদেন করতে, আমাদের বিকল্পগুলি ব্যবহার করতে হবে: |
06:15 | Sales Quotation Entry এবং |
06:17 | Sales Order Entry. |
06:19 | পরের টিউটোরিয়াল Purchases in FrontAccounting |
06:24 | এখানে আমরা শিখব: |
06:26 | Suppliers যোগ করা,
Purchase Order Entry বানানো, Goods Receivable Note এবং Suppliers invoice বানানো। |
06:36 | এই টিউটোরিয়ালটি দেখুন। |
06:40 | Frontaccounting ইন্টারফেস খোলার মাধ্যমে শুরু করি। |
06:44 | Purchases ট্যাবে ক্লিক করুন। |
06:47 | আমরা এখানে বিভিন্ন প্যানেল দেখতে পারি। |
06:51 | Transactions প্যানেল Purchases সংক্রান্ত লেনদেন করতে ব্যবহৃত হয়। |
06:57 | লেনদেন করতে, আমাদের বিকল্পগুলি ব্যবহার করতে হবে: |
07:01 | Purchase Order Entry, |
07:03 | Direct GRN, |
07:05 | Supplier Invoices, |
07:08 | সংক্ষিপ্তকরণ করি। |
07:10 | এখানে আমরা FrontAccounting সম্পর্কে শিখেছি। |
07:14 | এবং এই শৃঙ্খলার টিউটোরিয়ালের মাধ্যমে গেছি। |
07:18 | নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপ বোঝায়। |
07:23 | এটি ডাউনলোড করে দেখুন। |
07:26 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়। |
07:31 | আরো জানতে আমাদের লিখুন। |
07:35 | আপনার এই স্পোকেন টিউটোরিয়ালে কোন প্রশ্ন রয়েছে? |
07:39 | এই সাইটে যান। |
07:42 | যেখানে আপনার প্রশ্ন রয়েছে সেই মিনিট এবং সেকেন্ড চয়ন করুন। |
07:46 | সংক্ষেপে আপনার প্রশ্ন ব্যাখ্যা করুন। |
07:49 | আমাদের দল থেকে কেউ তাদের উত্তর দেবে। |
07:52 | স্পোকেন টিউটোরিয়াল ফোরাম এই টিউটোরিয়ালের নির্দিষ্ট প্রশ্নের জন্য। |
07:57 | তাদের সাথে সম্পর্কহীন এবং সাধারণ প্রশ্ন পোস্ট করবেন না। |
08:02 | এটি প্রশ্নগুচ্ছ কমাতে সাহায্য করবে। |
08:05 | কম গুচ্ছ সহ, আমরা এই আলোচনা নির্দেশমূলক উপাদান হিসাবে ব্যবহার করতে পারি। |
08:11 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। |
08:18 | এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। |
08:22 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্য ধন্যবাদ। |