FrontAccounting/C2/Installation-of-FrontAccounting-on-Linux-OS/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 15:08, 17 December 2018 by Satarupadutta (Talk | contribs)
Time | Narration |
00:01 | Linux OS এ FrontAccounting সংস্থাপনের টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:08 | এখানে আমরা শিখব -
Terminal দ্বারা লিনাক্স অপারেটিং সিস্টেমে FrontAccounting সংস্থাপন করা। |
00:17 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি:
Ubuntu Linux OS সংস্করণ 14.04 এবং FrontAccounting সংস্করণ 2.3.25 |
00:29 | সংস্থাপনের জন্য একটি কার্যকর ইন্টারনেট সংযোগের প্রয়োজন। |
00:34 | সংস্থাপনের পূর্বাবশ্যকগুলি হল- |
00:37 | একটি কার্যকর HTTP ওয়েব সার্ভার, উদাঃ Apache |
00:42 | ওয়েব সার্ভারে PHP5 এর সংস্থাপন। |
00:46 | একটি কার্যকর MySQL সার্ভার। |
00:49 | যে কোনো ওয়েব ব্রাউজার খুলুন এবং এই URL এ যান: https://sourceforge.net/projects/frontaccounting/ |
00:53 | Download বোতামে ক্লিক করুন। |
00:56 | অবিলম্বে ডাউনলোড শুরু হয়। |
00:59 | পর্দায় প্রদর্শিত tar.gz ফাইল সংরক্ষণ করুন। |
01:05 | সংরক্ষণ করতে OK বোতামে ক্লিক করুন। |
01:09 | এরপর, Ubuntu 14.04 OS এ apache2 এবং PHP5 সংস্থাপন করতে হবে। |
01:17 | কীবোর্ডে Ctrl + Alt + T কী একসাথে টিপে টার্মিনাল খুলুন। |
01:27 | সফ্টওয়্যারের উৎস আপডেট করতে কমান্ড লিখুন: |
01:31 | sudo স্পেস apt হাইফেন get স্পেস update এবং এন্টার টিপুন। |
01:40 | আপনার ডেস্কটপ ইউজার-পাসওয়ার্ড দিন। |
01:45 | apache2 সংস্থাপন করি। |
01:48 | apache2 সংস্থাপন করতে কমান্ড লিখুন: |
01:51 | Sudo স্পেস apt হাইফেন get স্পেস install স্পেস apache2 স্পেস libapache2 হাইফেন mod হাইফেন auth হাইফেন mysql |
02:10 | এবং এন্টার টিপুন। |
02:14 | সংস্থাপন চালিয়ে যেতে আমি y লিখবো। |
02:19 | এরপর php5, php5-mysql এবং mysql-server সংস্থাপন করতে হবে। |
02:28 | তাই লিখুন:
sudo স্পেস apt হাইফেন get স্পেস install স্পেস php5 স্পেস php5 হাইফেন mysql স্পেস mysql হাইফেন server |
02:49 | এবং এন্টার টিপুন। |
02:52 | সংস্থাপন চালিয়ে যেতে আমি y লিখবো। এন্টার টিপুন। |
02:58 | এটি mysql space server password এর জন্য প্রম্পট করবে। |
03:04 | পছন্দ অনুযায়ী নতুন পাসওয়ার্ড লিখুন। |
03:07 | আমি পাসওয়ার্ড হিসাবে root123 লিখবো এবং এন্টার টিপবো। |
03:14 | প্রম্পট করলে পাসওয়ার্ড আবার লিখুন। |
03:18 | এখন থেকে, আমরা টার্মিনালে লেখা প্রতিটি কমান্ডের পর Enter টিপুন। |
03:25 | আমি স্পষ্টভাবে এই উল্লেখ করব না। |
03:29 | এখন MySQL ডেটাবেস বানাতে হবে। |
03:33 | আমাদের MySQL সার্ভারে লগইন করতে হবে। |
03:37 | এরজন্য কমান্ড লিখুন: mysql স্পেস হাইফেন u স্পেস root স্পেস হাইফেন p |
03:50 | আগেই নির্মিত mysql root password লিখুন। |
03:55 | আমি root 123 লিখবো। |
03:58 | এখন আমরা সফলভাবে MySQL সার্ভারে লগইন করেছি। |
04:03 | MySQL এ ডেটাবেস বানাতে, কমান্ড লিখুন: |
04:07 | create database frontacc; |
04:12 | frontacc আমার ডেটাবেসের নাম। |
04:15 | আপনি ডেটাবেসের জন্য যে কোনো নাম দিতে পারেন। |
04:19 | MySQL সার্ভার থেকে প্রস্থান করতে quit কমান্ড লিখুন। |
04:24 | Downloads ফোল্ডারে যান, লিখুন: cd স্পেস Downloads |
04:32 | এরপর আগে ডাউনলোড করা tar.gz ফাইলের বিষয়বস্তু এক্সট্র্যাক্ট করতে হবে। |
04:40 | তাই লিখুন: sudo স্পেস tar স্পেস হাইফেন zxvf স্পেস frontaccounting হাইফেন 2.3.25.tar.gz |
05:00 | আমি account হিসাবে এক্সট্র্যাক্ট করা frontaccounting ফোল্ডারের পুনঃ নামকরণ করবো। |
05:05 | কমান্ড লিখুন- mv frontaccounting account |
05:12 | account ফোল্ডারকে apache home directory তে সরাতে, |
05:16 | লিখুন: sudo space mv space account space /var/www/html/ |
05:32 | এখন, apache home directory তে যান। |
05:36 | এটি করতে লিখুন cd space /var/www/html |
05:47 | account ফোল্ডারের অনুমতি বদলাতে, |
05:50 | লিখুন: sudo স্পেস chmod স্পেস -R স্পেস 777 স্পেস account |
06:04 | এখন, ওয়েব ব্রাউজারে যান এবং লিখুন: localhost/account এবং এন্টার টিপুন। |
06:15 | আমরা দেখি যে FrontAccounting পেজ দেখাচ্ছে:
Step 1: System Diagnostics. |
06:23 | এটি দেখায় যে আমরা Comments হিসাবে OK সহ সফটওয়্যার প্যাকেজগুলি সফলভাবে সংস্থাপন করেছি। |
06:30 | Continue বোতামে ক্লিক করুন। |
06:33 | নীচের বর্ণনে ক্লিক করুন: |
06:35 | Database root password: root123, |
06:40 | Database name frontacc. |
06:44 | Continue বোতামে ক্লিক করুন। |
06:47 | এরপর, নিজের কোম্পানীর বিস্তারিত বিবরণ দিতে হবে। |
06:51 | আমি এটি ব্যাখ্যা করব। |
06:54 | আমি কোম্পানীর নাম ST Co. Pvt. Ltd লিখবো। |
07:00 | আমি পাসওয়ার্ড হিসাবে spoken লিখবো। |
07:04 | আপনি পছন্দের যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন। |
07:07 | পাসওয়ার্ড আবার লিখুন। |
07:09 | মনে রাখুন যে এটি লগইন পাসওয়ার্ড। |
07:13 | আমরা Charts of Accounts এর জন্য দুটি বিকল্প দেখি। |
07:17 | আমি Standard new company American COA চয়ন করব। |
07:22 | Default Language এ English চয়ন করুন। |
07:26 | Continue বোতামে ক্লিক করুন। |
07:29 | আমরা উইন্ডো দেখি যা দেখায় যে Frontaccounting ERP সফলভাবে সংস্থাপিত হয়েছে। |
07:36 | এইভাবে Linux মেশিনে Frontaccounting সংস্থাপন করতে পারি। |
07:41 | সংক্ষিপ্তকরণ করি। |
07:43 | এখানে আমরা Linux মেশিনে Frontaccounting সফটওয়্যার সংস্থাপন করা শিখেছি। |
07:51 | এই ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। |
07:55 | এটি ডাউনলোড করে দেখুন। |
07:58 | আমরা কর্মশালার আয়োজন করি এবং প্রশংসাপত্র দেই। |
08:03 | অধিক জানতে আমাদের ইমেল করুন। |
08:07 | স্পোকেন টিউটোরিয়াল ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। |
08:14 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। আমাদের সাথে যোগাযোগের জন্য ধন্যবাদ। |