KTouch/S1/Configuring-Settings/Bengali

From Script | Spoken-Tutorial
Revision as of 14:36, 18 June 2013 by Kaushik Datta (Talk | contribs)

(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
Jump to: navigation, search
Time Narration
00.00 কে-টচ এ সেটিং কনফিগার করার এই টিউটোরিয়ালে স্বাগত জানাই।
00.04 এই টিউটোরিয়ালে, আমরা শিখব যে:
00.08 প্রশিক্ষণ মাত্রা পরিবর্তন করা। টাইপিং গতি সামঞ্জস্য করা।
00.13 শর্টকাট কীজ কনফিগার করা। টুলবার কনফিগার করা। টাইপিং ম্যাট্রিক্স দেখা।
00.20 এখানে, আমরা উবুন্টু লিনাক্স 11.10 এ কে-টচ 1.7.1 ব্যবহার করছি।
00.27 চলুন, কে-টচ খোলা যাক।
00.33 আমরা "Level 1" এ আছি। পরবর্তী স্তরে যাওয়া যাক যা হল 2.
00.40 প্রশিক্ষণ স্তর 2 এ বাড়ানোর জন্য, লেভেল ফীল্ডের আগে উপরী ত্রিকোণ চিনহের উপর টিপুন।
00.48 লক্ষ্য করুন,কি হয়, যখন আমরা স্তর 2 এ বদলাই?
00.52 "Teacher's Line" এর অক্ষর বদলাই।
00.56 "New Characters in this Level" ক্ষেত্রের ভিতরে প্রদর্শিত নতুন অক্ষর দেখুন। এটিও বদলে গেছে।
01.02 এটি অক্ষর, যা নির্বাচিত স্তরের জন্য অভ্যেস করতে হবে।
01.07 এখন, টাইপিং শুরু করুন।
01.09 এখন একটি অক্ষর লিখি যা "Teacher's Line" এ দেখানো হয়নি।
01.14 "Student's Line" লাল এ বদলে যায়।
01.17 এবং আপনি কি দেখেন?
01.19 Correctness ক্ষেত্রে প্রদর্শিত শতাংশ হ্রাস পায়।
01.23 ব্যাকস্পেস টিপুন এবং ভুল মুছে দিন।
01.27 এখন "Training" বিকল্পগুলি নির্ধারিত করা শিখি।
01.31 Training Options কি?
01.33 Training Options এর ব্যবহার আমরা টাইপিং গতি এবং শুদ্ধির (টাইপিং শুদ্ধির শতাংশ) পরামিতি পরিবর্তনের জন্য করি।
01.41 কোনো নির্দিষ্ট স্তরে লিখিত রেখার সংখ্যাকেও আমরা নির্ধারিত করতে পারি।
01.47 মুখ্য মেনু থেকে Settings বাছুন এবং Configure KTouch এ টিপুন।
01.52 Configure - KTouch ডায়লগ বাক্স প্রদর্শিত হয়।
01.56 Configure - KTouch ডায়লগ বাক্সের বাম প্যানেল থেকে Training Options এ টিপুন।
02.02 ডান প্যানেল এখন Training Options প্রদর্শন করে।
02.06 Typing Speed, Correctness এবং Workload এর জন্য ঊর্ধ্ব সীমা নির্ধারিত করুন।
02.13 Limits to increase a level এর নীচে:
02.15 Typing Speed কে 120 characters per minute, Correctness কে 85%
02.24 অবশেষে Workload কে 1 নির্ধারিত করুন।
02.27 এর মানে হল আমাদের প্রতিটি স্তরে শুধু একটি রেখা পূরণ করা দরকার।
02.31 তারপর আমরা স্বয়ংক্রিয়ভাবে পরবর্তী স্তরে চলে যাবো।
02.36 যদি আপনি একটি স্তর সম্পূর্ণ করেই পরবর্তী স্তরে যেতে চান তাহলে "Complete whole training level before proceeding" বাক্স যাচাই করুন।
02.46 Typing Speed এবং Correctness এর জন্য নিম্ন সীমা নির্ধারিত করুন।
02.50 Limits to decrease a level এর নীচে:
02.53 Typing Speed কে 60 characters per minute এবং Correctness কে 60 তে নির্ধারিত করুন।
03.00 Remember level for next program বাক্স যাচাই করুন।
03.06 Apply এ টিপুন। OK তে টিপুন।
03.09 আমরা যা পরিবর্তন করেছি, তখনই প্রয়োগ হবে, যখন নতুন সেশন শুরু করব।
03.14 Start New Session এ টিপুন এবং Keep Current Level নির্বাচন করুন।
03.20 আবার লেখা শুরু করুন।
03.23 লক্ষ্য করুন যে শুরুতে গতি 0. যেই আমরা লিখি এটি বৃদ্ধি বা হ্রাস পায়।
03.30 Pause Session এ টিপুন। যখন আমরা বিরতি নেই টাইপিং গতি একই গণনায় রয়ে যায়।
03.38 আবার টাইপিং শুরু করুন।
03.40 যেই গতি 60 এর কম হয়, লক্ষ্য করুন যে Speed এর আগে লাল বৃত্ত চমকায়।
03.47 এটি নির্দেশ করে যে গতি নিম্ন সীমা, যা গতির জন্য 60 নির্ধারিত করেছি তার থেকে কমে গেছে।
03.54 এখন, সংখ্যা 4 লিখুন যা Teacher's Line এ প্রদর্শন করা হয়নি।
03.59 Student's Line লাল হয়ে যায়।
04.02 Percentage of the Correctness ও কমে যায়।
04.05 আপনি কি Teacher's Line এ দেওয়া অক্ষর বা অক্ষর সমূহের মাঝে শূণ্যস্থান দেখতে পাচ্ছেন?
04.11 এখন এই শব্দের পর আমি Space বার টিপব না।
04.15 Student's Line আবার লাল হয়ে গেছে।
04.18 এর অর্থ হল যে স্পেসেসগুলি ও সঠিকভাবে লেখা উচিত।
04.22 student's line এ একটি সম্পূর্ণ রেখা টাইপ করুন এবং তারপর Enter টিপুন।
04.31 স্তর 3 তে বদলে গেছে।
04.33 স্তর 3 তে কেন বদলেছে? এর কারণ হল আমরা Workload 1 নির্ধারিত করেছি।
04.39 অতএব, যখন আমরা স্তর 2 এর একটি রেখা সম্পূর্ণ করি এবং Enter টিপি, আমরা পরবর্তী স্তরে চলে যাই।
04.47 লক্ষ্য করুন যে Teacher's Line এ নতুন অক্ষর প্রদর্শিত হয়েছে।
04.52 আপনি কি আপনার টাইপিং সেশনের প্রাপ্তাঙ্ক জানতে চান?
04.55 Lecture Statistics এ টিপুন। Training Statistics "ডায়ালগ বাক্স" প্রদর্শিত হয়।
05.02 "টাব্স" এ টিপুন এবং দেখুন যে প্রত্যেকে কি নির্দেশ করে।
05.07 Current Training Session এ টিপুন।
05.12 এটি general statistics এর বিবরণ দেয়, টাইপিং এর গতি, নির্ভুলতা এবং অক্ষরের বিবরণ, যার উপর ধ্যান দেওয়া দরকার।
05.22 Current Level Statistics ট্যাব Current Training Session ট্যাবে প্রদর্শিত বিবরণের মতই বিবরণ দেয়।
05.31 Monitor Progress ট্যাব আপনার টাইপিং অগ্রগতির চিত্রীয় বিবরণ দেয়।
05.38 এই ডায়ালগ বাক্স বন্ধ করুন।
05.41 আপনি নিজের "শর্টকাট কিস" ও বানাতে পারেন।
05.45 শর্টকাট কিস কি?
05.47 শর্টকাট কিস দুই বা অধিক কিস এর সমূহ, যা মেনু বিকল্পের জায়গায় কীবোর্ড থেকে টিপতে পারেন।
05.56 Lecture Statistics দেখার জন্য শর্টকাট কিস কনফিগার করুন।
06.01 মুখ্য মেনু থেকে Settings, Configure "Short cuts" এ টিপুন।
06.06 Configure Short cuts - KTouch ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়।
06.10 Search বাক্সে Lecture Statistics প্রবিষ্ট করুন।
06.16 Lecture Statistics এ টিপুন Custom বাছুন এবং None এ টিপুন। আইকন Input এ বদলে যায়।
06.24 এখন কীবোর্ড থেকে "SHIFT and A" কিজ একসাথে টিপুন।
06.30 লক্ষ্য করুন আইকন এখন অক্ষর Shift +A প্রদর্শিত করে। OK তে টিপুন।
06.38 এখন "Shift and A" কিজ একসাথে টিপুন। Training Statistics ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়।
06.45 প্রস্থানের জন্য Close টিপুন।
06.49 কে-টচ আপনাকে টুলবার কনফিগার করারও অনুমতি দেয়।
06.53 ধরি যে আমরা Quit KTouch কমান্ড আইকন রূপে প্রদর্শন করতে চাই।
06.58 মুখ্য মেনুতে Settings এ টিপুন, Configure Toolbars এ টিপুন।
07.03 The Configure Toolbars - KTouch ডায়ালগ বাক্স প্রদর্শিত হয়।
07.07 বাম প্যানেলে, বিকল্প তালিকা থেকে, Quit আইকন নির্বাচন করুন। এতে ডাবল ক্লিক করুন।
07.15 আইকন ডান প্যানেলে সরে যায়। Apply এ টিপুন এবং তারপর OK টিপুন।
07.22 Quit আইকন এখন কে-টচ উইন্ডোতে প্রদর্শিত হয়।
07.26 এর সাথেই আমরা কে-টচ টিউটোরিয়ালের শেষে চলে এসেছি।
07.30 এই টিউটোরিয়ালে আমরা অভ্যেস স্তর বদলানো, টাইপিং এর গতি এবং নির্ভুলতা নিরীক্ষণ করা শিখেছি।
07.38 আমরা কীবোর্ড শর্টকাট এবং টুলবার কনফিগার করাও শিখেছি।
07.43 এখন নির্দেশিত কাজ।
07.46 Configure KTouch এর নীচে, Workload কে 2 এ বদলান।
07.50 Complete whole training level before proceeding বাক্স যাচাই করুন।
07.56 এখন নতুন টাইপিং সেশন শুরু করুন এবং টাইপিং অভ্যেস করুন।
08.00 অবশেষে, আপনার lecture statistics যাচাই করুন।
08.04 নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন।
08.07 এটি প্রকল্পকে সংক্ষেপে বিবরণ করে।
08.10 যদি আপনার কাছে ভালো ব্যান্ডউইডথ না থাকে, তাহলে আপনি এটা ডাউনলোড করেও দেখতে পারেন।
08.15 কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল,
08.17 কথ্য টিউটোরিয়াল ব্যবহার করে কর্মশালার আয়োজন করে।
08.20 যারা অনলাইন পরীক্ষা পাস করে তাদের প্রশংসাপত্র (সার্টিফিকেট) ও দেওয়া হয়।
08.23 আরো বিস্তারিত জানার জন্য contact at spoken hyphen tutorial dot org তে যোগযোগ করুন।
08.29 স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প talk to a teacher প্রকল্পের অংশবিশেষ।
08.33 এটি ভারত সরকারের ICT, MHRD এর National Mission on Education দ্বারা সমর্থিত।
08.41 এই সম্বন্ধে আরও তথ্য http://spoken- tutorial.org/NMEICT-Intro ওয়েবসাইটে উপলব্ধ।
08.52 আমি কৌশিক দত্ত এই টিউটোরিয়াল-টি অনুবাদ করেছি। এতে অংশগ্রহনের জন্য ধন্যবাদ।

Contributors and Content Editors

Gaurav, Kaushik Datta, PoojaMoolya, Pratik kamble