OpenModelica/C3/Annotations--in-Modelica/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 11:53, 11 January 2018 by Satarupadutta (Talk | contribs)
Time | Narration |
00:01 | Annotations এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:05 | এখানে আমরা শিখব: Annotations নির্দিষ্ট করা এবং record পরিভাষিত করা। |
00:14 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি: OpenModelica 1.9.2 |
00:20 | টিউটোরিয়ালটি অনুশীলন করতে নিম্ন অপারেটিং সিস্টেমের কোনো একটি ব্যবহার করতে পারেন। |
00:26 | টিউটোরিয়ালটি বুঝতে এবং অনুশীলন করতে, Modelica তে ক্লাসের সংজ্ঞা সম্পর্কে জানা প্রয়োজন। |
00:33 | আমাদের ওয়েবসাইটে উপলব্ধ পূর্ববর্তী টিউটোরিয়াল দেখুন। |
00:39 | Annotations ক্লাসে একাধিক স্থানে প্রদর্শিত হতে পারে। |
00:44 | এর ব্যবহার সিমুলেশন সেটিংস বদলাতে, সাপোর্টিং ডকুমেন্টেশন জুড়তে এবং ক্লাসের জন্য icon এবং diagram views জুড়তে করা যেতে পারে। |
00:56 | আগের টিউটোরিয়ালে, আমরা সিমুলেশন সেটিংস বদলাতে টুলবারে SimulationSetup বোতামটি ব্যবহার করেছি। |
01:05 | experiment একটি মডেল এনোটেশন যার ব্যবহার নিম্ন পরিবর্তন করতে করা যেতে পারে: Start Time, Stop Time, Tolerance এবং Interval. |
01:19 | Tolerance এবং Interval এর আলোচনা এই টিউটোরিয়ালের শৃঙ্খলা সীমার বাইরে। |
01:25 | এখানে experiment এনোটেশন সিনট্যাক্সের একটি উদাহরণ দেখানো হয়েছে। |
01:32 | এখন, আমরা bouncingBallWithAnnotations নামক ক্লাসের মাধ্যমে experiment এনোটেশন বুঝবো। |
01:40 | আমি OMEdit এ যাই। |
01:43 | আমাদের ওয়েবসাইটে উপলব্ধ সকল ফাইল ডাউনলোড করুন। |
01:48 | আমি এই টিউটোরিয়ালের জন্য প্রয়োজনীয় মডেল ফাইল খুলি। |
01:54 | Ctrl + O টিপুন। |
01:58 | আপনার ডেস্কটপের উপযুক্ত স্থানে যান এবং color.mo এবং bouncingBallWithAnnotations চয়ন করুন। |
02:09 | এই ফাইলগুলি এখন OMEdit এ খোলে। |
02:13 | আমরা প্রথমে bouncingBallWithAnnotations দেখব। |
02:18 | এই মডেল bouncingBall মডেলের একটি এক্সটেনশন যা পূর্বের টিউটোরিয়ালে আলোচনা করেছি। |
02:25 | এই মডেলের সম্পর্কে আরো জানতে পূর্ববর্তী টিউটোরিয়াল দেখুন। |
02:31 | Libraries Browser এ bouncingBallWithAnnotations এ ডাবল ক্লিক করুন। |
02:37 | আমি ভালো দৃশ্যতার জন্য OMEdit উইন্ডোটি বাম দিকে সরাই। |
02:42 | ক্লাস Icon/Diagram View তে খোলা থাকলে text view তে যান। |
02:48 | এখন মডেল Text View তে খোলে। |
02:52 | আমি একটু নীচে স্ক্রোল করি। |
02:55 | এখানে, আমরা experiment এনোটেশনের ব্যবহার startTime কে 0 এবং stopTime কে 5 ইউনিট করতে করি। |
03:04 | experiment এনোটেশন Simulation Setup টুলবাক্সের মত একই কাজ করে। |
03:11 | টুলবারে Simulation Setup বোতামে ক্লিক করুন। |
03:15 | আপনি এখানে একই stopTime এবং startTime ফীল্ড দেখতে পারেন। |
03:21 | experiment এনোটেশন ব্যবহার করে এই ফীল্ডের ভ্যালু বদলাই। |
03:27 | এখন মডেল সিমুলেট করি। |
03:30 | Simulate বোতামে ক্লিক করুন। |
03:33 | variables browser এ h চয়ন করুন। |
03:37 | লক্ষ্য করুন সিমুলেশন ব্যবধান হল 5 ইউনিট। |
03:42 | এটি experiment এনোটেশনের startTime এবং StopTime এর কারণে। |
03:48 | এখন h অচয়নিত করে ফলাফলটি মুছুন। |
03:54 | নীচে ডানদিকে Modeling বোতামে ক্লিক করুন। |
03:58 | এখন, annotations ব্যবহার করে মডেলে documentation জোড়া সম্পর্কে শিখি। |
04:06 | লক্ষণীয় টেক্সট Documentation এনোটেশনে দেখাচ্ছে। |
04:11 | এখন Documentation এনোটেশনের একটি এপ্লিকেশন দেখাই। |
04:17 | Modeling এলাকার উপরে বামদিকে যান। |
04:21 | Documentation View নামে চতুর্থ বোতামে ক্লিক করুন। |
04:24 | আপনি ব্রাউজারে Documentation এনোটেশনে লেখা টেক্সট দেখতে পারেন। |
04:31 | এই কার্যকারিতা সেই বড় মডেলের জন্য দরকারী তথ্য যোগ করতে দেয় যার জন্য documentation প্রয়োজন। |
04:40 | Documentation ব্রাউজার বন্ধ করুন। আমি স্লাইডে ফিরে যাই। |
04:46 | Record একটি বিশেষ ক্লাস যা Record ডেটা স্ট্রাকচার পরিভাষিত করে। |
04:52 | উদাহরণস্বরূপ, ব্যাঙ্কের অ্যাকাউন্টে ফীল্ড হিসাবে ব্যক্তির নাম, বয়স ইত্যাদি সহ রেকর্ড হয়। |
05:01 | Records এ শুধুমাত্র ভ্যারিয়েবল থাকতে পারে। তাতে equations থাকতে পারে না। |
05:08 | এখানে Person নামক রেকর্ডের উদাহরণ দেখানো হয়েছে। |
05:13 | ফীল্ডসে name এবং age রয়েছে। |
05:17 | আমি রেকর্ড সংজ্ঞায়িত করতে OMEdit এ যাই। |
05:23 | আমি OMEdit উইন্ডো ডানদিকে স্থানান্তর করি। |
05:27 | এখন আমরা Color নামের ফাইল ব্যবহার করব। |
05:31 | এটি Text view তে খুলতে, Libraries Browser এ color আইকনে ডবল ক্লিক করুন। |
05:39 | এই রেকর্ডে তিনটি ভ্যারিয়েবল red, blue এবং green রয়েছে। |
05:47 | আপনি দেখতে পারেন যে Simulate বোতাম টুলবারে দেখাচ্ছে না। |
05:53 | এটি ইঙ্গিত দেয় যে রেকর্ড সিমুলেট হওয়ার জন্য নয়। |
05:58 | আমি স্লাইডে ফিরে যাই। |
06:01 | রেকর্ড হিসাবে এনোটেশন এলিমেন্ট বোঝানো সহজ। |
06:07 | উদাহরণস্বরূপ, experiment এনোটেশন ফীল্ড হিসাবে StartTime, StopTime, Interval এবং Tolerance এর সাথে record হিসাবে বিবেচিত হতে পারে। |
06:19 | গ্রাফিক্যাল এলিমেন্ট একইভাবে ব্যাখ্যা করা যায়। |
06:23 | আমরা রেকর্ড হিসাবে এনোটেশনের ব্যাখ্যা সম্পর্কে আরো বুঝবো যখন icon এবং diagram views সম্পর্কে আলোচনা করব। |
06:33 | অনুশীলনী হিসাবে, |
06:35 | 10 থেকে 20 ইউনিট পর্যন্ত bouncingBallWithAnnotations এর সিমুলেশননের জন্য স্টপ টাইম বদলান। |
06:42 | এর জন্য experiment annotation ব্যবহার করুন। |
06:47 | এই পরিবর্তন পর class সিমুলেট করুন। |
06:50 | h বনাম time করুন এবং সিমুলেশন স্টপ টাইমে পরিবর্তন লক্ষ্য করুন। |
06:57 | এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে এসেছি। |
07:00 | নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। |
07:03 | এটি প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়। |
07:07 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। |
07:11 | অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়. আমাদের সাথে যোগাযোগ করুন। |
07:17 | আপনার এই স্পোকেন টিউটোরিয়ালে কোন প্রশ্ন থাকলে নিম্ন সাইটে যান। |
07:24 | আমরা জনপ্রিয় বইগুলির সমাধানকৃত উদাহরণের কোডিং নির্দেশ করি। |
07:29 | আরো জানতে এই সাইটে যান। |
07:32 | আমরা কমার্শিয়াল সিমুলেটর ল্যাবগুলি OpenModelica তে মাইগ্রেট করতে সহায়তা করি। |
07:38 | যারা এটি করে আমরা তাদের মানদণ্ড এবং সার্টিফিকেট দেই। আরো জানতে এই সাইটে যান। |
07:43 | Spoken Tutorial প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। |
07:50 | আমরা OpenModelica উন্নয়ন দলকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। |
07:56 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্যে ধন্যবাদ। |