OpenModelica/C2/Introduction-to-OMEdit/Bengali
From Script | Spoken-Tutorial
Revision as of 12:42, 28 December 2017 by Satarupadutta (Talk | contribs)
Time | Narration |
00:01 | OMEdit এর পরিচয়ের এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। |
00:07 | এখানে আমরা শিখব, OpenModelica এবং OMEdit এর পরিচিতি, |
00:15 | Libraries Browser থেকে একটি ক্লাস খোলা, Libraries Browser থেকে একটি ক্লাস সিমুলেট করা। |
00:23 | টিউটোরিয়ালটি রেকর্ড করতে ব্যবহার করছি, OpenModelica সংস্করণ 1.9.5 এবং উবুন্টু লিনাক্স OS 14.04. |
00:36 | কিন্তু এখানে প্রদর্শিত প্রক্রিয়া অন্য অপারেটিং সিস্টেম যেমন- Windows, Mac OS X বা ARM এ FOSSEE OS এর অনুরূপ। |
00:48 | টিউটোরিয়ালটি অনুসরণ করতে ডিফারেনশিয়াল এবং বীজগাণিতিক সমীকরণের জ্ঞান থাকতে হবে। |
00:55 | OpenModelica কি? OpenModelica একটি ওপেন সোর্স মডেলিং এবং সিমুলেশন ইনভাইরনমেন্ট। |
01:03 | অবজেক্ট ভিত্তিক, জটিল সিস্টেমের জন্য মাল্টি-ডোমেন মডেলিং ল্যাঙ্গুয়েজ। |
01:09 | শিল্প এবং শিক্ষাগত উভয় উদ্দেশ্যের জন্য পরিকল্পিত। |
01:15 | এখন দেখি যে OMEdit কি। |
01:19 | OMEdit মানে OpenModelica Connection Editor. |
01:24 | গ্রাফিকাল মডেলের জন্য এটি একটি নতুন Graphical User Interface. |
01:29 | এতে মডেল তৈরী এবং সংশোধনের বেশ কয়েকটি বৈশিষ্ট্য রয়েছে। |
01:34 | এখন OMEdit উইন্ডোতে যাই। |
01:38 | আমি ইতিমধ্যে আমার সিস্টেমে OMEdit সংস্থাপন করেছি। |
01:43 | OMEdit উইন্ডো খুলতে, Dash Home এ ক্লিক করুন। |
01:47 | সার্চ বারে OMEdit লিখুন। |
01:51 | প্রদর্শিত OMEdit আইকনে ক্লিক করুন। |
01:55 | OMEdit আইকনে ক্লিক করলে, আমরা Welcome perspective উইন্ডো দেখি। এতে Recent Files এবং Latest News এর সূচী দেখায়। |
02:06 | OMEdit উইন্ডোর বাম দিকে, আমরা Libraries Browser দেখি। এখানে আমরা লাইব্রেরীর সূচী দেখতে পারি। |
02:15 | এখন Modelica library বিস্তৃত করি। |
02:18 | এটি করতে, Modelica library এর বাম দিকে অ্যারো হেডে ক্লিক করুন। |
02:23 | এখানে আমরা উপলব্ধ লাইব্রেরীর সূচী দেখি। |
02:28 | Thermal library এর বাম দিকে অ্যারো হেডে ক্লিক করুন। |
02:31 | Thermal এ, আমরা HeatTransfer লাইব্রেরী দেখি। এটি বিস্তৃত করি। |
02:37 | আবার, আমরা অনেক ভিন্ন ভিন্ন লাইব্রেরী দেখি। |
02:43 | এখন, Example library বিস্তৃত করি। |
02:47 | এখানে আমরা Heat Transfer এর বিভিন্ন উদাহরণ দেখি। |
02:52 | এখন TwoMasses নামে একটি ক্লাস খুলি। |
02:56 | TwoMasses এ ডান ক্লিক করুন এবং Open Class চয়ন করুন। |
03:01 | ক্লাস খুলতে আমরা class এ ডবল ক্লিকও করতে পারি। |
03:06 | এখন আমরা Modeling Perspective উইন্ডোতে রয়েছি। |
03:10 | ডিফল্টরূপে class, Diagram View তে খোলে। |
03:14 | Diagram View তে ক্লাস না খুললে চিন্তা করবেন না। |
03:19 | আমি আপনাকে দেখাবো যে বিভিন্ন views এ কিভাবে স্যুইচ করে। |
03:23 | modeling area উইন্ডোতে, আমরা মডেলের Diagram View দেখতে পারি। |
03:28 | modeling area এর উপরে আমরা চারটি ভিন্ন আইকন দেখি। |
03:33 | প্রথম আইকন Icon View প্রদর্শন করে। |
03:37 | Model এর উপস্থাপনা দেখতে এতে ক্লিক করুন। |
03:41 | পরবর্তী আইকন Diagram view প্রদর্শন করে। |
03:45 | মডেল প্রতিনিধিত্ব করা ডায়াগ্রাম দেখতে এতে ক্লিক করুন। |
03:49 | তৃতীয় আইকন হল Text View আইকন। |
03:52 | এতে ক্লিক করুন। |
03:54 | এখানে Two Masses এর সম্পর্কিত Modelica কোড দেখি। |
04:00 | আসন্ন টিউটোরিয়ালে আমরা OMEdit এ কোড লেখা শিখব। |
04:05 | পরবর্তী আইকনে ক্লিক করুন, যা হল Documentation view. |
04:10 | Documentation Browser নামে একটি নতুন উইন্ডো OMEdit উইন্ডোর ডান দিকে খোলে। |
04:17 | এখানে আমরা মডেল সম্পর্কে দেওয়া বিস্তারিত তথ্য পড়তে পারি। |
04:23 | এখন Documentation Browser বন্ধ করুন। |
04:27 | একটি মডেল simulating সিমুলেট করার আগে, model এর সঠিকতা যাচাই করতে হবে। |
04:32 | এটি করতে, প্রথমে টুলবারে Check All Models বোতামে যান। |
04:37 | এই বোতামে সাদা ডাবল টিক চিহ্ন রয়েছে। এতে ক্লিক করুন। |
04:43 | লক্ষ্য করুন উইন্ডোর নীচে একটি Messages Browser খোলে। |
04:48 | এটি Modelica class এর সম্পর্কিত ম্যাসেজ দেখাবে। |
04:53 | এখন, মডেল সিমুলেট করার চেষ্টা করি। |
04:56 | এটি করতে টুলবারে সবুজ রঙের অ্যারো বোতামে ক্লিক করুন। |
05:02 | এটি Simulate বোতাম, যার ব্যবহার মডেল সিমুলেট করতে করে। |
05:06 | Modelica class সিমুলেট করতে Ctrl + B ও টিপতে পারি। |
05:11 | সিমুলেশন হলে একটি নতুন উইন্ডো খোলে। |
05:14 | এটি ক্লাসের কম্পাইলেশন প্রসেস দেখায়। |
05:18 | কম্পাইলেশন সফল হলে, আউটপুট উইন্ডো এই ম্যাসেজ দেখায়: |
05:23 | Simulation process finished successfully. উইন্ডোটি মিনিমাইজ করুন। |
05:30 | ডিফল্টরূপে Plotting Perspective, OMEdit উইন্ডোতে খোলে। |
05:35 | এটি না খুললে, নীচে ডানদিকে Plotting বোতামে ক্লিক করুন। |
05:40 | Plotting উইন্ডো খুলতে Ctrl + F3 ও টিপতে পারি। |
05:45 | এখানে Modelica ক্লাসের সিমুলেশন ফলাফল দেখতে পারি। |
05:50 | Plotting Perspective এর ডানদিকে Variables Browser উইন্ডো দেখুন। |
05:55 | Variables Browser এ দেখাবো যে Modelica ক্লাসের ইনপুট ভ্যারিয়েবল ভ্যালু কিভাবে বদলায়। |
06:03 | এখন conduction ভ্যারিয়েবল বিস্তৃত করি। |
06:06 | G এর ভ্যালু বদলাই এবং দেখি যে Q_flow এবং dT এর ভ্যালু কিভাবে বদলায়। |
06:13 | ডিফল্টরূপে, G = 10, Q_flow = 263.599 W এবং dT = 26.3599 K |
06:25 | এখন G এর ভ্যালু 10 থেকে 15 করি। |
06:30 | Enter টিপুন। |
06:32 | উইন্ডোর উপরে ডান কোণায় যান। |
06:35 | টুলবারে Re-simulate বোতাম ক্লিক করুন। |
06:39 | আমরা সাকসেস ম্যাসেজ উইন্ডো পাই। উইন্ডো মিনিমাইজ করুন। |
06:44 | একবার সিমুলেশন সম্পন্ন হলে, পরিবর্তন লক্ষ্য করুন। |
06:48 | Q_flow = 203.009 W এবং dT = 13.5339 K |
06:56 | এখন আমি আপনাকে একটি প্লট বানানো দেখাই। |
07:00 | dT ভ্যারিয়েবলের সামনের চেক বাক্সে ক্লিক করুন। |
07:04 | আপনি X-axis এ time এবং Y-axis এ dT এর মাঝে একটি প্লট দেখতে পারেন। |
07:11 | এই প্লট সময়ের সাথে পরিবর্তিত দুটি masses এর মাঝে তাপমাত্রার পার্থক্য বর্ণন করে। |
07:17 | ডিফল্টরূপে, সিমুলেশন 0 থেকে 1 ইউনিট সময় পর্যন্ত চলবে। |
07:22 | Simulation Setup বিকল্প দ্বারা আমরা এই ব্যবধান বদলাতে পারি। |
07:27 | তাই Modeling Perspective এ যান। |
07:30 | নীচে ডানদিকে Modeling বোতামে ক্লিক করুন |
07:33 | বা Modeling উইন্ডো খুলতে Ctrl + F2 টিপুন। |
07:38 | টুলবারে Simulation Setup বিকল্পে ক্লিক করুন। |
07:43 | Simulation Setup উইন্ডো খোলে। |
07:46 | Stop Time কে 5 ইউনিটে বদলান। |
07:49 | নিশ্চিত করুন Simulate চেক বাক্স চেক করা হয়েছে। |
07:52 | OK তে ক্লিক করুন। |
07:55 | অবিলম্বে, আমরা সাকসেস ম্যাসেজ উইন্ডো দেখি। |
07:59 | উইন্ডোটি মিনিমাইজ করুন। |
08:02 | ক্লাস 0 থেকে 5 ইউনিট সময়ের সিমুলেশন ব্যবধান সহ পুনরায় সিমুলেট হয়। |
08:08 | আমরা যে কোনো দুটি ভ্যারিয়েবলের মাঝে সময় ছাড়াও আরেকটি প্লট পেতে পারি। এখন চেষ্টা করি। |
08:16 | টুলবারের New Parametric Plot Window তে ক্লিক করুন। |
08:20 | দুটি ভ্যারিয়েবল, Q_flow এবং dT চয়ন করি যা প্লট করতে চাই। |
08:26 | এখন X-axis এ dT এবং Y-axis এ Q_flow এর মাঝে একটি প্লট দেখি। |
08:34 | এটি তাপ প্রবাহের বৈচিত্রতা দেখায় যেই তাদের মাঝের তাপমাত্রার পার্থক্য হ্রাস পায়। |
08:40 | একবার প্রয়োজনীয় প্লট তৈরি হলে ফলাফল মুছে ফেলতে পারি। |
08:45 | Variables Browser এ, TwoMasses এ ডান ক্লিক করুন। |
08:49 | Delete Result চয়ন করুন। এখন ফলাফল মুছে ফেলা হয়েছে। |
08:55 | OpenModelica তে একটি Help মেনু রয়েছে। |
08:58 | Menu বারে যান এবং Help বিকল্পে ক্লিক করুন। |
09:02 | এখানে User Guide, System, Scripting এবং Modelica Documentation দেখতে পারি। |
09:10 | সংক্ষিপ্তকরণ করি। |
09:12 | এখানে আমরা শিখেছি: OpenModelica সম্পর্কে। |
09:16 | OMEdit এর পরিচিতি। |
09:18 | Libraries Browser থেকে একটি ক্লাস খোলা। |
09:21 | Libraries Browser থেকে একটি ক্লাস সিমুলেট করা। |
09:25 | অনুশীলনী হিসাবে: Fluid library কে Modelica তে বিস্তৃত করুন। |
09:30 | Examples Library কে Modelica তে বিস্তৃত করুন। |
09:34 | HeatExchangerSimulation ক্লাস HeatExchanger লাইব্রেরীতে সিমুলেট করুন। |
09:39 | কয়েকটি ইনপুট ভ্যারিয়েবল ভ্যালু বদলে পুনরায় সিমুলেট করুন। |
09:43 | Q_Flow_1 এবং time এর মাঝে একটি প্লট বানান। |
09:48 | নিম্ন লিঙ্কে উপলব্ধ ভিডিওটি দেখুন। |
09:51 | এটি প্রকল্পকে সারসংক্ষেপে দেখায়। |
09:55 | স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে। |
10:01 | অনলাইন পরীক্ষা পাস করলে প্রশংসাপত্র দেয়। আরো জানতে আমাদের লিখুন। |
10:08 | এই স্পোকেন টিউটোরিয়ালে আপনার কোন প্রশ্ন রয়েছে? দয়া করে এই সাইটে যান, মিনিট এবং সেকেন্ড চয়ন করুন যেখানে আপনার প্রশ্ন রয়েছে। |
10:17 | আপনার প্রশ্ন সংক্ষেপে ব্যাখ্যা করুন। FOSSEE দল থেকে কেউ তাদের উত্তর দেবে। |
10:23 | স্পোকেন টিউটোরিয়াল ফোরাম টিউটোরিয়ালের নির্দিষ্ট প্রশ্নের জন্য। এখানে অসম্পর্কিত এবং সাধারণ প্রশ্ন পোস্ট করবেন না, এটি অব্যবস্থতা কমাতে সাহায্য করবে। |
10:36 | কম অব্যবস্থতা সহ, এই আলোচনার ব্যবহার শিক্ষামূলক উপাদান হিসাবে করতে পারেন। |
10:42 | FOSSEE দল জনপ্রিয় বইগুলির সমাধানকৃত উদাহরণের কোডিং নির্দেশ করে। |
10:47 | যারা এটি করে আমরা তাদের মানদণ্ড এবং সার্টিফিকেট দেই। আরো জানতে এই সাইটে যান। |
10:56 | FOSSEE দল কমার্শিয়াল সিমুলেটর ল্যাবগুলি OpenModelica তে মাইগ্রেট করতে সহায়তা করে। |
11:02 | যারা এটি করে আমরা তাদের মানদণ্ড এবং সার্টিফিকেট দেই। আরো জানতে এই সাইটে যান। |
11:11 | Spoken Tutorial এবং FOSSEE প্রকল্প ভারত সরকারের NMEICT, MHRD দ্বারা সমর্থিত। |
11:20 | আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহনের জন্যে ধন্যবাদ। |